লকডাউনে কঠোর অবস্থানে গৌরনদী উপজেলা প্রশাসন নির্দেশনা অমান্য করায় ৮ মামলা, জরিমানা ৪ হাজার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
লকডাউনের পঞ্চম দিনেও কঠোর অবস্থানে রয়েছে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও আইন সৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ভোর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার হাট-বাজার, বিপনী বিতানসহ পথে প্রান্তরে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে তারা।
গতকাল সোমবার সকাল দিনভর থেকে উপজেলার গুরুত্বপূর্ন এলাকাসমুহে অবস্থান নিয়ে লকডাউন কার্যকরে কঠোর ভূমিকা পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করায় উপজেলা ভ্রাম্যমান আদালতে মোট ৮ জনের নামে ৮ টি মামলা দেয়া হয়। ওই মামলায় তাদেরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা আইন সৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহয়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *