গৌরনদীতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ জনের দেহে করোনা শনাক্ত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
করেনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বরিশালের গৌরনদীতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জনের বাড়ি গৌরনদী উপজেলায়, ২ জনের বাড়ি কালকিনি উপজেলায় ও ১ জনের বাড়ি উজিরপুর উপজেলায়।
জানাগেছে, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে অবস্থান করছে। ফলে যোগাযোগ ব্যাবস্থা সুবিধা জনক হওয়ায় এ উপজেলাসহ আসপাশের উপজেলা থেকে এসে রোগীগন এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বীদ নিজামূল ইসলাম জানান, রোববার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭জনের নমুনা সংগ্রহ করে জিং এক্সপার্ট ও এন্টিজেন টেস্ট করা হয়। এতে ১৭ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমনের প্রমান মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *