৮৪ রানে হারল জুনিয়র টাইগাররা

ডেস্ক রিপোর্ট :
যুব বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো ধরাশায়ী হলো জুনিয়র টাইগাররা। ২৫২ রানের টার্গেটে খেলতে নেমে ১৬৭ রানেই গুটিয়ে গেছে মাহফুজুর রহমান রাব্বির দল।

প্রথমে ব্যাট করে টাইগারদের বিপক্ষে ২৫১ রান করে ভারত। ওপেনার আদর্শ সিং ৯৬ বলে ৭৬ রান করেন। এছাড়া বাকি দুই টপ অর্ডার ব্যাটার সুবিধা করতে পারেননি।

এরপর ভারতের যুবাদের হাল ধরেন চারে খেলতে নামা অধিনায়ক উদয় সাহারান। ৯৪ বলে ৬৪ রান করেন তিনি। টাইগারদের হয়ে মারুফ মৃধা একাই নিয়েছেন ৫ উইকেট। সবমিলিয়ে ভারতের ৭টি উইকেট ফেলতে পেরেছিল জুনিয়র টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে ধস নামে টাইগার শিবিরে। তিন শীর্ষ ব্যাটারই সুবিধা করতে পারেননি। চারে নামা আরিফুল ইসলাম হাল ধরেন। তাকে সঙ্গ দেন মোহাম্মদ শিহাব জেমস। ৭১ বলে আরিফুল করেন ৪১ রান। আর জেমস থামেন ৭৭ বলে ৫৪ রান করে।

এরপর টাইগারদের কেউই আর হাল ধরতে পারেনি। ফলে ৮৪ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

টস জিতে মাশরাফীদের ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের। উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে দিয়েছে স্বাগতিক ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্টাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটিংয়ে নামবে গেলবারের রানার্সআপ সিলেট। যাদের সবচেয়ে বড় শক্তির জায়গা মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের অন্যতম সফল এই অধিনায়কের হাত ধরে এগিয়ে যাওয়ার ছক কষছে দলটি। সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা।

অন্যদিকে, শুভাগত হোম, তানজিদ তামিম, মোহাম্মদ আল-আমিন, শাহাদাৎ হোসেন দিপুদের নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম। কোচের দায়িত্বে আছেন তুষার ইমরান। অন্যদের তুলনায় খুব শক্তিশালি দল না হলেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ চট্টগ্রাম।

তবে, ম্যাচের ফলাফলই বলে দেবে কারা ফেভারিট! যার জন্য অপেক্ষা ম্যাচ শেষ হওয়ার। প্রথম ম্যাচে যেমন কুমিল্লাকে হারিয়ে চমকে দিয়েছে ঢাকা তেমনি দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রাম কোনো চমক দেখাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা!

বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হচ্ছে আজ। মিরপুরে উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে টস জিতে নবাগত দুর্দান্ত ঢাকা আগে ফিল্ডিং করবে।

নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগের সবচেয়ে সফল দল ওরা।

দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মুস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফরমারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার।

অন্যদিকে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশের দুই বেস্ট বোলার আমাদের টিমে আছে। তাদের ওপর আমাদের অনেক আশা। তারা সেই আশার প্রতিদান দেবে— এটিই আশা।’

বরিশাল অবজারভার / হৃদয়

বিপিএলের পর্দা উঠছে কাল

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবার ঘরে তুলেছে শিরোপা। এবার বিপিএলের প্রথম দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকার। আর সেই লড়াইয়ের দেরি নেই খুব বেশি সময়। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দিয়ে পর্দা উঠছে এই আসরের।

রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন দুপুর ২টায় শুরু হবে বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচ। এই ম্যাচেও ধারেভারে এগিয়ে আছে কুমিল্লা। এবার অধিনায়কের দায়িত্বেও বদল এনেছে দলটি। ইমরুল কায়েসকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

দেশ-বিদেশের নামি তারকাদের দলে ভিড়িয়েছে কুমিল্লা। লিটন-কায়েসের পাশাপাশি তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানের মতো তারকা খেলোয়াড়রা আছেন এই দলে। বিদেশিদের মধ্যে আন্দ্রে রাসেল, সুনিল নারিন, জনসন চার্লসদের নিয়ে পাওয়ারপ্যাক ক্যারিবিয়ানরা তৈরি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কৌশল আর মাঠে ক্রিকেটারদের ছন্দ কুমিল্লার বড় শক্তি।

এদিকে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলামরাও পরীক্ষিত। তাদের নিয়েই দুর্দান্ত ঢাকা ছক কষছে দুর্দান্ত কিছু করার। বিদেশিদের মধ্যে লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা হতে পারেন এক্স ফ্যাক্টর। কোচ হিসেবে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন তো আছেনই ঢাকার ছায়া হয়ে।

বিপিএল নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, ‘দল নিয়ে আমরা আশাবাদী। মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কাল যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা আশা করছি ভালো কিছু করতে পারব। বাকিটা মাঠেই দেখা যাবে।’

কুমিল্লার অধিনায়ক লিটন বলেন, ‘আমার ওপর অধিনায়কত্বের বড় দায়িত্ব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। আর কুমিল্লা সেখানে সবচেয়ে সফল দল। আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। আশা করি, মাঠে ছেলেরা সেরাটা দেবে।’

বরিশাল অবজারভার / হৃদয়

বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার কারণ জানাল আয়োজকরা

ডেস্ক রিপোর্ট :
দেশের ক্রিকেটে টি-টোয়েন্টির একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। এ টুর্নামেন্টকে ঘিরে আলোচনা-সমালোচনার কমতি নেই। গত কয়েক আসরের ন্যায় এবার কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না বিপিএলে। তবে, ম্যাচের আগে স্বল্প পরিসরে ছোট অনুষ্ঠান আয়োজনের কথা জানান বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এই বছর আমাদের বড় পরিসরে করার ইচ্ছে ছিল, তবে সময় স্বল্পতার কারণে আমরা তা করতে পারিনি। আর নির্বাচনের ঠিক পরে এখানে উদ্বোধনী অনুষ্ঠান করাটাও কঠিন। কারণ নিরাপত্তার পাশাপাশি অনুমতির ব্যাপার ছিল। তাই এবার আমরা ছোট পরিসরে যা যা করা সম্ভব, তার সবই করছি।’

গত বছরও বিপিএলে ছিল না ডিআরএস। তবে এবারের আসরের শুরু থেকেই ক্রিকেটের এই আধুনিক প্রযুক্তিটি পাওয়া যাবে। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

বরিশাল অবজারভার / হৃদয়

সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ নাসির

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ ক্রিকেটে বেশ বিতর্কিত নাম নাসির হোসেন। ক্যারিয়ারের নানা সময়ে বিতর্কে জড়িয়ে হয়েছেন খবরের শিরোনাম। ফের, আলোচনায় তার নাম। দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যার কারণে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) নাসিরকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতির তিনটি ধারা ভঙ্গ করায় এ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নাসির।

মূলত, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে অভিযোগ দায়ের করে আইসিসি। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন নাসির। দলটিকে নেতৃত্বও দেন এই অলরাউন্ডার। সে সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৭৫০ ডলারের উপহার নেন নাসির।

এর পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করা হয়। তাতে দেখা যায়, আইসিসির তিনটি ধারা ভঙ্গ করেছেন নাসির। ধারা ২.৪.৩ এ তদন্ত কমিটিকে উপহারের রশিদ দেখাতে ব্যর্থ হন নাসির। ধারা ২.৪.৪ এ নাসিরের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এই বলে যে, তাকে কোনো প্রকার ম্যাচ পাতানো বা দুর্নীতি করতে বলা হয়েছিল কি না, তদন্ত কর্মকর্তাদের সে বিষয়ে সঠিক তথ্য দেননি তিনি।

সর্বশেষ যে ধারায় নাসিরকে অভিযুক্ত করা হয়, সেই ধারা ২.৪.৬ এ বলা হয়েছে, কোনো কারণ ছাড়াই তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি জানান বাংলাদেশি এই ক্রিকেটার।

বরিশাল অবজারভার / হৃদয়

দ্রুত অনুশীলনে ফেরার কারণ জানালেন সাকিব

ডেস্ক রিপোর্ট :
সাকিব আল হাসানের যেন ক্লান্তি নেই। বিশ্বকাপ ব্যস্ততা শেষে শুরু হয় জাতীয় নির্বাচনের আমেজ। দীর্ঘ প্রচার-প্রচারণা ও ভোট শেষে সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে নতুন পরিচয়। তিনি এখন সংসদ সদস্য।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন এমপি নির্বাচিত হওয়ার পর রাতেই মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন সাকিব। পরদিন শুরু করে দেন অনুশীলন। যথারীতি আজও অনুশীলনে হাজির বিশ্বসেরা অলরাউন্ডার। তবে, এমপি হওয়ার পরদিন এত অনুশীলনের তাড়া কেন ছিল সেই কারণই জানালেন বাংলাদেশ অধিনায়ক।

কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে গতকাল সোমবার (৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলার ইনডোরে অনুশীলন করেন সাকিব। সেটা ছিল ব্যক্তিগত অনুশীলন। নিজেকে কিছুটা ঝালিয়ে নিয়ে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি যোগ দেন রংপুর রাইডার্সের অনুশীলনে।

রংপুরের অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমকে সাকিব বলেছেন, ‘বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি নিতে হবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এজন্য আর সময় নষ্ট করতে চাইনি।’

চোট কাটিয়ে কতটা উন্নতি হয়েছে সেটাও জানালেন সাকিব, ‘ইনজুরিতে ছিলাম, তাই (খেলাকে) মিস করার চান্স ছিল না। মানে আমি ফিট থাকলেও তো খেলতে পারতাম না। সুতরাং ইনজুরিতে যেহেতু ছিলাম, মিস করার সুযোগ আসেনি। অনুশীলন শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে। ইনজুরিও ছিল আঙুলে, সময় তো লাগবে বোলিংয়ে স্বাভাবিক হতে। তবে উন্নতি হচ্ছে।’

এ ছাড়া বিপিএলে রংপুরের দায়িত্বে তাকে দেখা যাবে কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এটা তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সব সময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায়। সেভাবেই সবকিছু পরিকল্পনা করে।’

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাকিব খেলবেন রংপুরের হয়ে। এর জন্য শুরু প্রস্তুতি। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে যান সাকিব। এরপর নিজের ব্যাটিং ঝালিয়ে নেন।

এদিকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের অনুশীলনের ভিডিও প্রকাশ করেছে রংপুর। দেখা যায়, সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দীর্ঘক্ষণ ব্যাটিং নিয়ে কাজ করেন সাকিব। বোঝাই যাচ্ছে, সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে চান তিনি।

বরিশাল অবজারভার / হৃদয়

মেসি কি ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন?

স্পোর্টস ডেস্ক :
এশিয়া সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা জাতীয় দল এখন ইন্দোনেশিয়ায়। জাকার্তায় স্বাগতিকদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বিশ্বচ্যাম্পিয়নদের এশিয়া সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচ এটি। জাকার্তার গিলোরা বাং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে গত ১৫ জুন চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। সেই ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে চীনের দর্শকদের মুগ্ধ করা ক্ষুদে জাদুকর লিওনেল মেসি থাকছেন না আজকের ম্যাচে। চীনের বিপক্ষে ম্যাচ শেষেই জানিয়েছিলেন সেটি।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, লম্বা মৌসুম শেষের ক্লান্তি দূর করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরে গেছেন তিনি। এতে করে বিশ্বকাপ ও বিশ্বকাপ পরবর্তী সময়ে এই প্রথম অধিনায়ক মেসিকে ছাড়া মাঠে নামছে আর্জেন্টিনা।

প্রীতি ম্যাচ হোক আর যা-ই হোক, মেসিকে মাঠে দেখতে না পাওয়া ভক্তদের জন্য হতাশার। তবে তারও বিশ্রামের প্রয়োজন আছে। আর্জেন্টাইন অধিনায়ক প্রসঙ্গে গতকাল রোববার (১৮ জুন) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছি। মেসি এখনও জাতীয় দলেই আছে। বিশ্ব ফুটবলে আমরা তাকে সবসময়ই খেলতে দেখতে পছন্দ করি। কিন্তু, এই ম্যাচে সে থাকছে না। এটি সবার জন্যই দুঃখজনক।’

মেসি না থাকলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে বেশ কিছু নতুন মুখকে দেখা যাবে আর্জেন্টিনার জার্সি গায়ে। তাদের নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা আমাদের নতুন খেলোয়াড়দের নিয়ে খুব খুশি। আমরা সবাইকেই খেলার সুযোগ করে দেব, যাতে সবাই এই শার্টের মানে বোঝে।’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে সাদা পোশাকে আফগানিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ব্যাটে-বলের দাপটে তুলে নিয়েছে ইতিহাস গড়া জয়। টেস্টের সুখস্মৃতি নিয়ে এবার রঙিন পোশাকে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

দুই ভেন্যুতে আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। গতকাল টেস্ট ম্যাচ শেষে তার জন্য ওয়ানডে দল জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১৮ জুন) ঘোষণা করেছে টি-টোয়েন্টির স্কোয়াড।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। আগের সিরিজের দল থেকে একটি পরিবর্তন এসেছে এবারের দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের সিরিজে দলে সুযোগ পেয়েছিলেন জাকের আলি অনিক। এই সিরিজের দলে রাখা হয়নি তাঁকে। দলে ফিরেছেন আফিফ হোসেন। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলেও ফিরেছেন তিনি।

চোট কাটিয়ে যথারীতি ফিরেছেন সাকিব আল হাসান। আগের সিরিজে অভিষেক হওয়া রিশাদ টিকে গেছেন এই সিরিজেও।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুদলের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

আফগানিস্তানের বিপক্ষে কঠিন সময় আসছে

স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আর আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়। ১৯৩৪ সালের পর এই প্রথম কোনো দল টেস্ট ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।

তবে এমন দাপুটে রূপ নাও দেখা যেতে পারে নিকট ভবিষ্যতে। আফগানদের বিপক্ষে আগামী জুলাইয়ের শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তামিম-সাকিবরা। সেই সিরিজের জন্য আগাম সতর্কবার্তা দিয়েছেন নাজমুল হাসান পাপন।

শনিবার (১৭) একমাত্র টেস্ট ম্যাচটি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এই সময় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজটা কঠিন হবে উল্লেখ করে পাপন বলেন, ‘কঠিন সময় আসছে। কঠিন সময় বলতে আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, সেখানে ওদের সেরা বোলাররা খেলবে। আমাদের আশা ওখানেও যেন একইভাবে জিততে পারি। এরপর এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ এবং সর্বশেষ বিশ্বকাপ। সামনে সব কঠিন খেলা।’

বাংলাদেশ হারলে আগে পাপনের মন খারাপ থাকতো। এখন অবশ্য দৃশ্যপট বদলেছে, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না। আগে হারলে আমার খুব মন খারাপ হতো। এখন একটু পরিবর্তন হয়েছে। দেখি ভালো খেলছে কিনা, হারতেই তো পারি। বড় কথা হচ্ছে ভালো খেলা। এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে। তিন সংস্করণে যদি ধরে রাখতে পারি, তবেই খুশি।’

আগামী ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। এরপর হবে টি-টোয়েন্টি। ইতোমধ্যে ওয়ানডে সিরিজের জন্য বিসিবি দল ঘোষণা করেছে। যেখানে দুই বছর পর ফরম্যাটটিতে ফিরেছেন নাঈম শেখ। দু’য়েক সিরিজ আগে বাদ পড়া আফিফ হোসেনকেও এই দলে রাখা হয়েছে। তবে বাদ পড়েছেন আগের সিরিজে থাকা ইয়াসির রাব্বি, রনি তালুকদার এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।