বাউফলে করোনা মোকাবেলায় মতবিনিময়

পটুয়াখালীর বাউফলে করোনাভাইরার (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলা ও  বিপর্যস্ত মানুষের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠত  হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় উপ- ভূমি সংস্কার কমিশনার  তরফদার মো. আক্তার জামিল।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন,’ চাকুরিতে যোগদানের পর থেকে জনগণের সেবার শপথ নিয়েছে। দেশের দুর্যোগে আমাদের পিছু ফেরার সুযোগ নেই।  নিজ স্বার্থে কাজ ফাঁকি দেওয়া রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা।
তিনি তাঁর বক্তৃতায় প্রত্যেক ইউনিয়ন ট্যাগ অফিসারদের সততার সাথে কাজ করার নির্দেশ দেন।  কারো দায়িত্বে অবহেলা  কিংবা ত্রাণ বিতরণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে গাফিলতি পরিলক্ষিত হলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে বলে জানান।
একইভাবে জনপ্রতিনিধিদের সততা বজায় রেখে বিপদের সময় জনগণের পাশে থাকতে থাকার অনুরোধ করেন।
সভায় মুক্ত আলোচনায়  নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লাভলু ও মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা চলমান  ত্রাণ বিতরণ কার্যক্রমে অহেতুক হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ তুলেন।

বাউফলে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়ণে ত্রাণ বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার নিজস্ব অর্থায়ণে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২’শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কনকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. ইউসুফ হাওলাদার, ইউপি মহিলা সদস্য মোসা. উম্মে কুলসুম।

চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, ‘ পরিবার প্রতি ৮কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তৈল ও ১ কেজি খাবার লবন দেওয়া হয়েছে।

বাউফলে ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে  রফিকুল ইসলাম(২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার কালাইয়া-নওমালা-লোহালিয়া সড়কের পূর্ব নওমালা বড় ব্রিজের পশ্চিম পাশে একটি গাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় রফিকুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা সালাম মুন্সীর ছেলে রফিকুল কিছুটা মানসিক ভারসম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, দুপুর ১টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর  দেয় এক টমটম চালক। গলায় ফাঁস লাগানো স্থান থেকে ওই যুবকের বাড়ির দূরত্ব অনেক বেশি হওয়ায় মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলে, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

বাউফলে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে কাছিপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে বাউফল থানার কাছিপাড়া ইউনিয়নের গরীব,অসহায় মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছে  কাছিপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গত সোমবার সংগঠনটির সৌজন্যে কাছিপাড়া ইউনিয়নের অসহায়, দু:স্থ  ৯০ পরিবারের মাঝে ছোলা, চিড়া, মুড়ি, চিনি, তেল, পিয়াজ বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা প্রত্যেকের বাসায় গিয়ে তাদের পণ্য সামগ্রী পৌছে দেন।

সংগঠনটি ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত, অসহায়,মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যের পাশাপাশি একাডেমিক বিভিন্ন উপকরণ সরবরাহ ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।  কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ২০০৫ ব্যাচ ও তৎপরবর্তী ব্যাচগুলোর সমন্বয়ে গঠিত সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় সংগঠনটি তাদের মানবিক লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই আশাবাদ সংগঠনটির সদস্য ও উপদেষ্টামন্ডলীদের। ইতিমধ্যে সংগঠনটি তাদের ইতিবাচক সামাজিক জনকল্যাণমুখী কাজের দ্বারা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাউফল  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মরিয়ম আক্তার নিশু। এসময় স্থানীয় জনপ্রতিনিধি বিশেষত ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম তালুকদার চলমান সংকট পরিস্থিতিতে নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের কার্যক্রম যেন অব্যাহত থাকে সে বিষয়ে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

পটুয়াখালীতে ৬৫ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেফতার ৮

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া লঞ্চঘাট সংলগ্ন নদীতে একটি মাছধরা ট্রলারে অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক নারীসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। এছাড়াও আটকৃতদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কক্সবাজার থেকে আনা হয়েছে বলে র‌্যাব জানায়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা গ্রামের বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগম। ইউসুফ আলী, ছালাম, নুর আলম, ইউছুফ, শাহজাদা ও জামাল। এদের সকলের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পটুয়াখালী র‌্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়ার এএসপি মো. রইছ উদ্দিন জানান, আসামী বাবুল মৃধা এবং তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে কৌশলে ইয়াবা পাচার করে আসছে। আসামী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ গ্রেফতারকৃতদের কলাপাড়া থানায় হস্তান্তর করে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

অসহায় রোজাদারদের শুভেচ্ছা উপহার দিল সুহৃদ-৯৮ ব্যাচ

কামাল হাসান রনি:
করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে সারা বিশ্ব। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্য।  মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অসংখ্য মানুষ। লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়েছে স্বল্প আয়ের মানুষগুলো। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের মাঝে বিরাজ করছে চাপা কষ্ট।

আগামী ৫ তারিখ পর্যন্ত সাধারন ছুটি ঘোষনা করেছে সরকার।অপরদিকে মাহে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই চলেছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।
এসব অসহায় মানুষে রোজার ইফতার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে “শুভেচ্ছা উপহার ” পৌঁছে দিচ্ছে সুহৃদ-৯৮ ব্যাচ।
কলাপাড়া উপজেলার এসএসসি ১৯৯৮ সনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন সুহৃদ-৯৮। মানবতার কাজে নিয়োজিত এই সুহৃদ-৯৮ আজকে কলাপাড়া উপজেলায় শতাধিক পরিবারকে শুভেচ্ছা উপহার দিয়েছে।শুভেচ্ছা উপহারে ছিল চাল,ডাল,পেঁয়াজ,আলু,তেল,সাবান।

সুহৃদ-৯৮ ব্যাচের সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় দেশের যেকোন ক্রান্তিলগ্নে সুহৃদ-৯৮ মানুষের পাশে থাকবে।

কলাপাড়ায় ১৩ জনকে কোয়ারেন্টাইনে দিলো পুলিশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় মানিকগঞ্জ দিয়ে ট্রাকে করে ১০ যাত্রী ও ৩ স্টাফ আসার পর তাদের পুলিশ কোয়ারেন্টাইনে দিয়েছে। শুক্রবার দুপুরে শেখ জামাল সেতুর টোল থেকে ট্রাকসহ তাদের আটক করে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন।

পুলিশ বলছে, মহিপুর থানার এসআই মনির হোসেন শেখ কামাল সেতুর টোল এলাকায় ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় তাবু দিয়ে আটকানো একটি ট্রাক দেখে তার সন্দেহ হয়। তিনি ট্রাকটি থামিয়ে তল্লাশি করে তাবুর মধ্য থেকে ১০ জন যাত্রী ও ৩ জন ট্রাক স্টাফকে আটক করে। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন। কোয়ারেন্টাইনকৃত ১০ যাত্রীর বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে। ট্রাক ড্রাইভারের বাড়ি মহিপুরে, বাকি এক হেলপারের বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ও আরেক হেলপারের বাড়ি ভেদরগঞ্জ থানার ছত্তোপুর গ্রামে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মানিকগঞ্জের দৌলদিয়া থেকে গ্রামের বাড়ি ফির ছিলেন বলে জানায়। তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। পুলিশের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, এ বিষয়ে এখনও কোন খোঁজ নিতে পারিনি। তবে মাঠ কর্মীদের পাঠানোর ব্যবস্থা করছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, তাদের ১৪ দিন ওই প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের প্রয়োজন মাফিক খাদ্য সহায়তা দেয়া হবে।

বাউফলে করোনা ভাইরাসে একজনের মৃত্যু

বাউফল:
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসে আক্রান্ত হালিম বক্স (৫৫) মারা গেছেন। সে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী গ্রামের মৃত হাসান এলাহি বক্সের পুত্র। আজ বৃহস্পতিবার বেলা ১২:২৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৤ তবে রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তী হবার পরে ১জন ডাক্তারও চিকিৎসা সেবা দিতে আসেনি।

জানাযায়, উপজেলার কালিশুরী ইউপির চা বিক্রতে হালিম বক্স জ্বর ও শ্বাসকস্ট নিয়ে ১৪ এপ্রিল জ্বর ও গলাব্যথা নিয়ে কালিশুরী লাইফ কেয়ার কিনিক থেকে চিকিৎসা নেয়ার ১ দিন পর আবার শাসকস্ট বাড়ে। ওখানে সুবিধা মনে না করে দ্রুত স্পিড বোটে বরিশাল শেরেবাংলা হাসপাতালে হার্টের চিকিৎসা নেয়। হার্টের কোন সমস্যা না থাকায় ডাক্তার করোনা ইউনিটে ভর্তি করে নমুনা সংগ্রহ করে টেস্ট করলে ২৪ এপ্রিল সন্ধ্যার পর তার করোনা পজেটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশেনা অনুযায়ী গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে। তার বসত বাড়িটি সপ্তাহ আগে লকডাউন করা হয়েছে। বাড়িতে অবস্থানকৃত স্ত্রী কন্যা ও তিন পুত্রের জন্য উপজেলা প্রশাসন থেকে খাবারের ব্যবস্থা চলমান আছে।

উল্ল্যেখ্য, ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৯৩ জন নারী-পুরুষের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে। যার মধ্যে কালাইয়া ৫, চন্দ্রদ্বীপ ১, কালিশুরী ১, নওমালা ১, বগা ১ ও সদর ইউপির বিলবিলাস গ্রামের ১ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

গলাচিপায় দুই করোনা রোগী শনাক্ত

দেশে করোনা শনাক্তের ৫২দিন পর গলাচিপা উপজেলা সর্বপ্রথম দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম জানান, আক্রান্ত দুইজন সম্পর্কে বাবা-মেয়ে। তাদের বয়স যথাক্রমে ৩৫ বছর ও ১৫বছর। বর্তমানে তারা বাউফল উপজেলা আইসোলশনে রয়েছে এবং দুইজনই সুস্থ রয়েছে। তাদের বাড়ি গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে।

জানা গেছে, ঐ দুইজন ঢাকা থেকে গ্রামের বাড়ি আসার পথে বাউফলে পুলিশ তাদের আটক করে কোয়ারেন্টাইনে নিয়ে যায়। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শরীরে করোনা পজিটিভ আসে।

গলাচিপায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

গলাচিপায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে মানসুরা বেগম(১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ড সুতারাম গ্রামের নিজ বাড়িতে মঙ্গলবার। সে রশিদ পাহলানের মেয়ে ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী।

জানা গেছে, মঙ্গলবার শেষ বেলায় মানসুরা বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক ভাবে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। রাত ১১টার সময় তার মৃত্যু হয়। প্রেম ঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।