স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি নিলে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির সময় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার বিকেলে রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি-নায়েম ভবনের অডিটোরিয়ামে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি চালু হওয়ায় তদবির বাণিজ্য ও দুর্নীতি কমে এসেছে। কোচিং বাণিজ্য বন্ধ করতে সরকারের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুলে ভর্তির জন্য অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। এরমধ্যে অনৈতিক বিষয়ও জড়িয়ে যায়। অনেক তদবির আসে। এজন্য আমরা লটারির ব্যবস্থার কথা চিন্তা করি। অধিকাংশই এ ব্যবস্থায় খুশি। এর ফলে কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। এ ব্যবস্থা প্রতিবছর চালু থাকবে। এটিকে আরও কীভাবে ভালো করা যায় সেটাও ভাবছি। দেশের সব প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এর আওতায় নিয়ে আসা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কাল সংলাপে বসবে জাতীয় পার্টি

নির্বাচন কমিশন গঠনে আগামীকাল রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসবে জাতীয় পার্টি। জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রবিবার সন্ধ্যায় বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জিএম কাদের জানান, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে ৮ সদস্যের কমিটি গঠন করেছে তার দল। তবে, সংলাপে কী কী বিষয়ে আলোচনা হবে সেসব রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি।

জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশের প্রতিটি জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে। দেশের মানুষ বৈষম্য ও শোষণ থেকে এখনো মুক্তি পায়নি, স্বাধীন দেশ হলেও লুণ্ঠন বন্ধ হয়নি। এই সরকারের আমলে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন জিএম কাদের।

এর আগে, গত ১৪ই ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে জানান হয় নতুন ইসি গঠনে আগামী ২০শে ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেদিন জানান হয়, ২০শে ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন ইসি গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠকে বসবেন রাষ্ট্রপতি। তবে, স্বল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।

২২ ডিসেম্বর মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের জন্য মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর তিনি মালদ্বীপ সফর করবেন। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে গত ২৮ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহর ঢাকায় এসেছিলেন। সেসময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে দেশটিতে সফর করেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে না বাংলাদেশ

র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে দেশটির বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেয়া হবে না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর কথা উল্লেখ করে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে র‌্যাবের দক্ষতার কারণে দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে। এই বাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে, মানবাধিকার সুরক্ষিত হচ্ছে। বাংলাদেশের এই কথা যুক্তরাষ্ট্র অবশ্যই বুঝতে পেরেছে।

তিনি আরও বলেন, একটা খুনিকে তারা (যুক্তরাষ্ট্র) আটকে রেখেছে (আশ্রয় দিয়েছে)। তারাই আবার আইনের কথা বলে। যে ব্যক্তি (রাশেদ চৌধুরী) মানবতা ভঙ্গ করল, এতগুলো মানুষকে মেরে ফেলল, তাকে আশ্রয় দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

মন্ত্রী বলেন, আমরা তাদের (যুক্তরাষ্ট্র) বলেছি যে, তোমরা জঙ্গিবাদ দমন করতে চাও, বৈশ্বিক মাদক কমাতে চাও, মানবপাচার বন্ধ করতে চাও। র‌্যাব এসব কাজই করছে। তারা (র‌্যার) শুদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে। তোমাদের এই নিষেধাজ্ঞা দেশবাসী গ্রহণ করে নি।

র‌্যাবের প্রতি মানুষের আস্থা আছে জানিয়ে ড. মোমেন বলেন, তারা সহজে পয়সায় বিক্রি হয় না। এরকম একটা প্রতিষ্ঠান নিয়ে (যুক্তরাষ্ট্রের) এ রকম কাজ (নিষেধাজ্ঞা) করা ঠিক হয়নি। এখন যাই হোক, তারা নিজেদের রিপোর্ট বের করেছে। তাদের কংগ্রেস অনেকটা বাধ্য করেছে এমন রিপোর্ট করতে।

উনি ( মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন) বলেছেন, আমরা আলোচনা করব। বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক আলোচনার সুযোগ আছে। আমার এটা ভালো লেগেছে। তিনি বুঝেছেন যে, আমরা এতে অসন্তুষ্ট হয়েছি।

এর আগে, যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর আইজিপি বেনজীর আহমেদসহ র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর ১০ই ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে।

’বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন’

সারা বিশ্বে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে করোনাভাইরাসের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। তাই সামনে বড়দিন এবং খ্রিস্টীয় নববর্ষ উৎসবের আগেই লোকজনকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স বলেন, করোনার পঞ্চম ঢেউ এসে গেছে এবং এটি পুরো উদ্যমে সংক্রমণ ছড়াচ্ছে। ইউরোপে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট আলোর গতিতে দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

ক্যাসটেক্স আরও বলেন, জানুয়ারির শুরুতেই হয়তো দ্রুত ছড়িয়ে পড়া এবং উচ্চ সংক্রমণযোগ্য এই ভ্যারিয়েন্ট ফ্রান্সে ছড়িয়ে পড়তে পারে।

নতুন বছরের ছুটির দিনগুলোতে সংক্রমণ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কনসার্ট নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া নববর্ষের আয়োজনে আতশবাজির ওপরও নিষেধাজ্ঞা আনা হয়েছে।

ক্রিসমাস উৎসবে লোকজনের বিশাল সমাবেশ এবং পরিবারের সদস্যদের সঙ্গে বড় পরিসরে মেলামেশা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, যত কম লোকজন থাকবেন তত কম ঝুঁকি তৈরি হবে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ওপর ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে ফ্রান্স। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে সংক্রমণ অনেক বেশি দেখা যাচ্ছে।

ব্রিটেন থেকে ফ্রান্সে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গভীর উদ্বেগের সঙ্গে যুক্তরাজ্যের বর্তমান অবস্থা ফরাসি কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।

শনিবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান বলেন, দেশের নতুন শনাক্ত হওয়া কেসের মধ্যে ১০ শতাংশের পেছনে ওমিক্রন দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।

জার্মানিতে শুক্রবার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার। এ অবস্থায় জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটোরব্যাচ সাংবাদিকদের বলেছেন, জার্মানি মুখোমুখি হয়নি এমন এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হবে পুরো দেশকে।

করোনাভাইরাসের কারণে আয়ারল্যান্ডে শুরু হয়েছে তৃতীয় ঢেউ। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এর আগে দেখা যায়নি এমন অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে। আগের যেকোনো রেকর্ড অতিক্রম করতে পারে এই সংক্রমণ। বৃটেনে টানা তৃতীয় দিনের মতো করোনা আক্রান্তের সংখ্যা যখন রেকর্ড তৈরি করেছে তখন এসব সর্তকতা দেয়া হচ্ছে। উল্লেখ্য টানা তৃতীয় দিনের মতো বৃটেনে একদিনের করোনায় আক্রান্তের সংখ্যা অতিক্রম করেছে ৯৩ হাজার। এর বেশিরভাগই আক্রান্ত ওমিক্রনে। উদ্ভূত পরিস্থিতিতে বৃটেন থেকে যাওয়া যেকোন পর্যটক অথবা ব্যবসায়ীকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে সীমান্ত বন্ধ করে দিয়েছে ফ্রান্স। তবে পোর্ট অব ডোভার এবং ইউরোস্টার টারমিনালে বিপুল পরিমাণ মানুষের ভিড় রয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে ফরাসি প্রধানমন্ত্রী ক্যাসটেক্স বলেছেন করোনা সংক্রমনের ঢেউকে থামিয়ে দেয়ার জন্য বেশকিছু পদক্ষেপ নেয়া হবে। তার মধ্যে ভ্রমণ বিধি-নিষেধ অন্যতম। এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে নতুন বর্ষবরণের সমস্ত আনুষ্ঠানিকতা এবং আতশবাজির উৎসব। নেদারল্যান্ডের স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশজুড়ে কঠোর লকডাউন দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মার্ক রুথ বলেছেন, জানুয়ারির মধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন।

এ অবস্থায় নভেম্বরের শেষের দিকে বার, রেস্তোরাঁ এবং বেশিরভাগ দোকানপাট বিকাল ৫টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার নেদারল্যান্ডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১৫ হাজার ৪০০। তবে এই সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কম। খেলাধুলার আয়োজন করা হচ্ছে অর্ধেক সক্ষমতা নিয়ে। বিয়ের অনুষ্ঠান অনুমোদন দেয়া হয়েছে মধ্যরাত পর্যন্ত। তবে সেখানে সর্বোচ্চ ১০০ অতিথি উপস্থিত থাকতে পারবেন।

ষষ্ঠ ধাপে ২১৯ ইউনিয়ন পরিষদে ভোট ৩১শে জানুয়ারি

ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১শে জানুয়ারি এই ধাপের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ই জানুয়ারি। আর বাছাই ৬ই জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ই জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ই জানুয়ারি।

ইসি সচিব জানান, ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে আগামী ৩১শে জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবকটি ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, সারা দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৭৮টি। নির্বাচন হয়নি এমন ইউনিয়ন পরিষদ রয়েছে ৮০৫টি। এর মধ্যে নির্বাচন করার মতো উপযোগী রয়েছে ৩২৫টি। ওই ৩২৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২১৯টিতে ষষ্ঠ ধাপে তফসিল ঘোষণা করা হলো। বাকি ১০৬টি ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে- তা কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনে বিজয়ের ৫০ বছর

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর সংলগ্ন বাংলাদেশ মিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভক্ষণে এবারের বিজয় দিবসের অনুষ্ঠান দুটি পর্বে ভাগ করে উদযাপন করা হয়। প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে একমিনিট নিরবতা পালন করা হয়। সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী পাঠকৃত শপথ বাক্য অনুসরণ করে স্থায়ী প্রতিনিধির নেতৃত্বে মিশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারি শপথ বাক্য পাঠ করেন।

দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠান হয় সন্ধ্যে ছয়টায়। কোভিড-১৯ এর নতুন ধরণ ‘ওমিক্রণ’ এর প্রেক্ষিতে দূতাবাস ভবনস্থ বিল্ডিং কর্তৃপক্ষ ও স্থানীয় নির্দেশনা অনুযায়ী ভার্চুয়ালে আলোচনা পর্বটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রবাসী মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত তরুন বাংলাদেশী-আমেরিকানসহ বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশী নেতৃবৃন্দ।

মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী বীর শহীদগণের স্মরণে একমিনিট নিরবতা পালন ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় আলোচনার প্রারম্ভে। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

 

এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শাহাদৎবরণকারী জাতির পিতার পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও দুইলাখ সম্ভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত রাবাব বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে রুপকল্প ২০২১, রুপকল্প ২০৪১ ও ডেল্টা পরিকল্পনা ২১০০ বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ সরকার। এবছর নভেম্বর মাসে স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য আমরা জাতিসংঘের চুড়ান্ত অনুমোদন লাভ করেছি যা জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মর্যাদা ও সক্ষমতার স্বাক্ষর”।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, আমরা এখন শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, বিশ্বশান্তি রক্ষা, শান্তি-বিনির্মাণ, দারিদ্র্য দূরীকরণ বিষয়ক আলোচনা ও নারীর ক্ষমতায়নসহ অসংখ্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশ নেতৃত্বশীল ভূমিকা রেখে চলেছে মর্মে উল্লেখ করেন তিনি। স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “আমরা আজ বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। আশা করা যায়, ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে। কোভিড ব্যবস্থাপনা ও অব্যাহত অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের কাছে আজ  রোল মডেল বাংলাদেশ।

১৫ আগস্টে নিহত স্বজনদের কবরে বঙ্গবন্ধুর ২ কন্যার শ্রদ্ধা

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ৭৫-এর ১৫ই আগস্টের কাল রাতে নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট কন্যা শেখ রেহানা।

শুক্রবার সকালে বনানী কবরস্থানে এ শ্রদ্ধা জানান তারা।

ৱপ্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, শুক্রবার সকালে বনানী কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে ঘাতকদের হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৫ই আগস্ট নিহতদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাকি সবার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। বঙ্গবন্ধুকে দাফন করা হয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।

বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের সারিবদ্ধ কবরের মধ্যে প্রথমটি শেখ ফজিলাতুন্নেছা মুজিবের, দ্বিতীয়টি শেখ নাসেরের, এরপর শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, রোজী জামাল, শেখ রাসেল, ১৩ নম্বরটি শেখ মণির, ১৪ নম্বরটি আরজু মণির, ১৭ নম্বরটি সেরনিয়াবাতের।

রবিবার থেকে করোনার বুস্টার ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আগামী রবিবার থেকে দেশে মহামারি করোনাভাইরাসের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১৭ই ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত শীতকালীন পিঠা-পুলি উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে সম্মুখসারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সীদের করোনার টিকার বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

দেশের প্রায় সাত কোটি লোককে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুইটি ডোজ দেয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার।

করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেয়ার নির্দেশনা দেন।

মন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। শীতে মধ্যে আর কোনো ঢেউ না আসে, এ বিষয়ে এখনই সর্তক হতে হবে।’

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক আবদুল লতিফ, পৌর মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ।

ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে।

গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

ভারত সব ক্ষেত্রেই বাংলাদেশকে প্রাধান্য দেয়: রামনাথ কোবিন্দ

ভারত সব ক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দেয়। অকৃত্রিম বন্ধু হিসেবে আগামীতেও দুই দেশের দৃঢ় সম্পর্ক বজায় থাকবে। এমন মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজন ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মহামারি শুরুর পর ভারতের রাষ্ট্রপতির এটাই প্রথম বিদেশ সফর। বাংলাদেশেও এটা তার প্রথম সফর। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসবে ভারতীয় রাষ্ট্রপতির উপস্থিতি তাই অনুষ্ঠানে যোগ করেছে বাড়তি মাত্রা।

‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানের বক্তব্যের শুরুতেই বাংলায় কথা বলেন ভারতের রাষ্ট্রপতি। দুদেশের দৃঢ় সম্পর্ক বজায় থাকবে উল্লেখ করে তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আমাদের জনগণ যে উন্নত সম্মৃদ্ধ দেশের স্বপ্ন দেখে, তা বাস্তবায়নে দু’দেশ একসাথে কাজ করবে বলেই আমার বিশ্বাস। কারণ ভারত সবক্ষেত্রেই বন্ধুদেশ বাংলাদেশকে প্রাধান্য দেয়। বঙ্গবন্ধুর জীবন আমাকে প্রেরণা জোগায়। বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অপার শ্রদ্ধা অনুভব করেন তিনি।

ভাষণের এক পর্যায়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ’বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন ভারতের রাষ্ট্রপতি।

রামনাথ কোবিন্দ তার বক্তব্যে বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে থাকলে কোনও শাসকই টিকতে পারে না। বাঙালির মুক্তির সংগ্রাম সে কথাই প্রমাণ করেছে। ভারতীয়দের মনে বাংলাদেশের মানুষের সংগ্রামের বিশেষ জায়গা রয়েছে।

ভাষণের শেষ পর্যায়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে আসতে পেরে ভীষণ সম্মানিত বোধ করছেন তিনি। সেজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।