১৫ আগস্টে নিহত স্বজনদের কবরে বঙ্গবন্ধুর ২ কন্যার শ্রদ্ধা

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ৭৫-এর ১৫ই আগস্টের কাল রাতে নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট কন্যা শেখ রেহানা।

শুক্রবার সকালে বনানী কবরস্থানে এ শ্রদ্ধা জানান তারা।

ৱপ্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, শুক্রবার সকালে বনানী কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে ঘাতকদের হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৫ই আগস্ট নিহতদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাকি সবার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। বঙ্গবন্ধুকে দাফন করা হয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।

বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের সারিবদ্ধ কবরের মধ্যে প্রথমটি শেখ ফজিলাতুন্নেছা মুজিবের, দ্বিতীয়টি শেখ নাসেরের, এরপর শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, রোজী জামাল, শেখ রাসেল, ১৩ নম্বরটি শেখ মণির, ১৪ নম্বরটি আরজু মণির, ১৭ নম্বরটি সেরনিয়াবাতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *