করোনা মুক্ত হলেন সাবেক ‍এমপি তালুকদার মো. ‍ইউনুস

করোনা ভাইরাস থেকে সুস্থতা লাভ করেছেন বরিশাল জেলা ‍আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ‍ইউনুস। তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

তিনি সুস্থতা লাভ করায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া ‍আদায় করেছেন। পাশাপাশি অসুস্থ থাকাকালীন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্খী যারা ফোন করে শারীরিক খোঁজখবর নিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ‍আশু রোগমুক্তির জন্য পরম করুনাময়ের নিকট দোয়া করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তালুকদার মো. ‍ইউনুস।

এক ফেসবুক বার্তায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের ‍আন্তরিক ভালোবাসা ‍এবং দোয়ায় ‍এখন ‍আমি পুরোপুরি সুস্থ। ‍আমি ‍আশা প্রকাশ করছি ‍আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন ‍এবং সুস্থ থাকুন। পরম করুনাময়ের নিকট ‍আপনাদের সুস্থতা কামনা করছি।

‍উল্লেখ্য, সম্প্রতি মহামারি করোনা ভাইরাসে ‍আক্রান্ত হিসেবে শনাক্ত হন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ‍ইউনুস। পরবর্তীতে তিনি তার নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

৮১ দিন পর বাড়িতে ফিরলেন খালেদা জিয়া

দীর্ঘ ৮১ দিন হাসপাতালে কাটানোর পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও অদূর ভবিষ্যতে রক্তক্ষরণের আশঙ্কার কথা জানিয়েছে মেডিক্যাল বোর্ড। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় ফেরার অনুমতি দিয়েছে চিকিৎসকরা। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় দীর্ঘ ৮১ দিন পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা তুলে ধরে মেডিক্যাল বোর্ড।

এভার কেয়ার হাসপাতালের গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী। এসময় তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তবে তিনি পুরোপরি আশঙ্কামুক্ত নন। ভবিষ্যতে তার রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যঝুকিঁর কথা বিবেচনা করে তাকে বাসায় রেখে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসকসহ অনেকেই করোনা আক্রান্ত। সংক্রমণ আরও বৃদ্ধি পেলে অথবা তার চিকিৎসা সেবায় নিয়োজিত কেউ আক্রান্ত হলে খালেদা জিয়ার চিকিৎসা জটিল হতে পারে। তাই ঝুঁকি বিবেচনায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় মেডিক্যাল বোর্ডের আরেক চিকিৎসক প্রফেসর এস এম আরেফিন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যতদূর সম্ভব সেবা দেয়া হয়েছে। এমনকি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেয়া হয়েছে। তবে, তার সামগ্রিক চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন বিদেশি চিকিৎসকরা।

এর আগে, গেল বছর ১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভার কেয়ারের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তাকে চিকিৎসা দিচ্ছিলেন।

২৮ নভেম্বর খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছিল। তিনবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেলেও চতুর্থবারের জন্য আশঙ্কা প্রকাশ করেন তারা।

ভুল পথে হাঁটছে সরকার, ভিসিকে সরানো উচিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার অন্ধ, তাই তারা ভুল পথে হাঁটছে। সরকারের উচিত ভিসিকে সরিয়ে দেওয়া।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাগলাবাজার গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন ও বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় শিক্ষামন্ত্রী দিপু মনির পদক্ষেপে ভুল ছিল উল্লেখ্য করে তিনি বলেন, আন্দোলনের প্রথম দিনই ঘটনাস্থলে আসা উচিত ছিল তাঁর। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে আসেননি। অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করায় ধন্যবাদ জানান তিনি।

র‌্যাবের প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সারা পৃথিবীর মানুষ জানে র‍্যাবের কার্যকলাপ। তারা বিচারবর্হিভূত হত্যাকাণ্ড চালাচ্ছে এটা কি লুকানো যাবে? তাই সরকারের উচিত র‍্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া।

১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান রেজার মৃত্যুতে বরিশাল সিটি মেয়রের শোক প্রকাশ

প্রবীণ আওয়ামী লীগ নেতা, বরিশাল মহানগর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান রেজা আজ সকাল ৮ টা ৩০ মিনিটে শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।

সাধারণ মানুষের মাঝে ইসলামী আন্দোলন একমাত্র স্বীকৃত দল-পীর সাহেব চরমোনাই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ইসলামী আন্দোলন একমাত্র স্বীকৃত দল। আর দেশকে গড়তে হলে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যদের সবার আগে নিজেদের গড়তে হবে” গতকাল বুধবার বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, চরমোনাই কওমিয়া শাখার উদ্দোগে “কল্যান রাস্ট্র প্রতিষ্ঠা ও ধর্মীয় স¤প্রীতি রক্ষায় ইসলাম” শীর্ষক সেমিনারে একথা বলেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম । গতকাল দিনব্যাপী চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর চরমোনাই কওমিয়া শাখার সভাপতি মুহাম্মদ আবু বকর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ ফয়জুল করিম বলেন, ইসলামি হুকুমত চালু করতে আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে।আর সেজন্যই ছাত্রদের নিজেদেরকে গড়ে তুলতে হবে দেশ গড়ার জন্য। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল ইসলাম ফয়েজী,চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম,চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী,ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ,দলের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, চরমোনাই পীর সাহেবের খলিফা হযরত মাওঃ মুজিবুর রহমান, খলিফা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতী রেজাউল করিম আবরার,মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মুফতী রহমত উল্লাহ চাঁদপুরী, মুহাম্মদ মোসাররফ হুসাইন দিনাজপুরী, মুহাম্মদ আবু সালেহ মূসাসহ অনেক ওলামায়ে কেরামগন।

 

কাল থেকে বিধিনিষেধ না মানলে জেল জরিমানা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

করোনা সংক্রমণ রোধে সরকারের ১১ দফা বিধিনিষেধ আগামীকাল থেকে বাস্তবায়ন করা হবে। বিধিনিষেধ না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস প্রাঙ্গনে বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স এবং কম্পিউটার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে বৃহস্পতিবার থেকে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে। মাস্ক পরা জরুরি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। মাস্ক না পরে যেন কেউ যানবাহনে না ওঠেন, সেদিকেও নজর রাখা হবে।

হাসপাতালে রোগীর চাপ বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, এখনি সতর্ক না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। করোনার সংক্রমণ বাড়ালে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাবে। হাসপাতাল চিকিৎসক-নার্সদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। হাসপাতালে শয্যা পেতে সমস্যা হবে। করোনায় মৃত্যুর হারও বেড়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা দেশের ওই একটা নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। আমরা হাসপাতালের বেড যতই বাড়াই কোনটাই আনলিমিটেড না, সবকিছুরই একটি লিমিটেশন রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে।

খালেদা জিয়া ও ফখরুলের দ্রুত রোগমুক্তি কামনা তথ্যমন্ত্রীর

খালেদা জিয়া ও মির্জা ফখরুলের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার বিকেলে শীতবস্ত্র বিতরনের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ঢাকা ১৮ এর সংসদ সদস্য হাবিব হাসানের উদ্যোগে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে দুর্গত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, অন্যদিকে বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি নিয়ে। তাদের কথা, খালেদা জিয়ার স্বাস্থ্য শুধু বিদেশে নিলেই ভালো হবে। অথচ এর আগেও তিনি দেশের ডাক্তারদের চিকিৎসাতেই ভালো হয়েছেন। এবারও তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তিনি এখন কেবিনে এসেছেন। আমি এজন্য ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি তিনি সহসাই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরও দ্রুত সুস্থতা কামনা করি।

তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে বিভিন্ন জায়গায় সমাবেশের নামে মারামারি করছে বিএনপি। যে দল নিজেদের কর্মসুচিতে শৃঙ্খলা রাখতে পারে না তারা দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষ দেশ ছেড়ে পালাবে। বিএনপি জামায়াত আবার দেশ পরিচালনার সুযোগ পেলে দেশ জঙ্গীবাদের অভয়ারণ্য হবে। এ সময় বিএনপিকে নতুন ধারার রাজনীতির আহ্বান জানান তথ্যমন্ত্রী।

জাতির পিতার স্বপ্নকে বাস্তবয়েনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা – এমপি শাওন 

এনামুল হক রিংকু লালমোহন প্রতিনিধি :
জাতির পিতার স্বপ্নকে বাস্তবয়েনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থান ঘটেছে।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
লালমোহন ও তজুমদ্দিনের নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে আরো ১ হাজার ৯শ ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বারবার দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। লালমোহন মুক্তিযোদ্ধা এভিনিউতে মঙ্গলবার সকাল ১১  ঘটিকায়  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের  আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এসময়  তিনি আর বলেন,
  কারাগার হতে মুক্তি পেয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী যখন দেশে ফেরেন, সারা পৃথিবীর মানুষ এই সময়টির জন্য অপেক্ষা করছিলো। করাচির কারাগারে বন্দি থাকা কালীন বঙ্গবন্ধুকে বারবার হত্যা করতে চেয়েছিলো পাকিস্তানের সামরিক সরকার। বঙ্গবন্ধু দেশে ফেরার মধ্যে দিয়েই বাঙ্গালী জাতীর স্বাধীনতার পূর্ণতা আসে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরবর্তী সময়ে দেশকে মেধা শূন্য করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। পর্দার অন্তরালে থেকে মেজর জিয়া ব্যানট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশী দুতাবাসে চাকুরী দিয়ে জাতীকে কলঙ্কিত করেছে। জাতির পিতার স্বপ্নকে বাস্তবয়েনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার কারনে বিশ্বে এখন আমাদের দেশ উন্নয়নের রোল মডেল।
 এসময় উপস্থিত অনাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেক, দিদারুল ইসলাম অরুন, এডভোকেট তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালূকদার,, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল, জাতীয় শ্রমিক লীগ সভাপতি জাকির পাঞ্চায়েত সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

সুজনের ডাকে সাড়া দেননি আইভী-তৈমুরসহ ৪ মেয়র প্রার্থী

সুশাসনের জন্য নাগরিক বা সুজনের ডাকে জনগণের মুখোমুখি বিষয়ক আলোচনা সভায় সাড়া দেননি আইভী-তৈমুরসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা চার মেয়র প্রার্থী।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে মেয়র প্রার্থীদের সঙ্গে জনগণের মুখোমুখি বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। রবিবার সন্ধ্যায় নগরীর রাসেল পার্কের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ মোট চার প্রার্থী আলোচনায় অংশ না নেয়ায় তাদের ছাড়াই ইসলামী আন্দোলন আর খেলাফত মজলিশসহ তিন মেয়র প্রার্থীর উপস্থিতিতে জনগণের মুখোমুখি বিষয়ক অনুষ্ঠানটি করা হয়।

আলোচনায় চিকিৎসা, আবর্জনা, শিক্ষা ও মাদকসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে মেয়র প্রার্থীদের কাছে সমস্যা তুলে ধরেন সাধারণ ভোটাররা। নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এসব বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন উপস্থিত থাকা মেয়র প্রার্থীরা।

এ সময় নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষা করতে হলে শীতলক্ষ্যা নদী কে বাঁচাতে হবে বলে জানান সুজনের নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ। বিনা সুদে ঋণ দেয়ার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন খেলাফত মজলিসের মেয়র প্রার্থী। এছাড়াও আরেক মেয়র প্রার্থী বলেন নগরকে সুন্দর পরিবেশে গড়ে তোলার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ই জানুয়ারি নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেল বিএনপি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে চলমান রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিকে। আগামী ১২ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়।

বুধবার এ আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেন।

তবে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে এ সংলাপকে অর্থহীন দাবি করে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গত ২০ ডিসেম্বর প্রথম দিনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ইতোমধ্যেই ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন রাষ্ট্রপতি।