নানান সমস্যায় জর্জরিত সরকারি মহিলা কলেজের কবি সুফিয়া কামাল ছাত্রী নিবাস

আসমা আফরোজ,বরিশালঃ আবাসন সংকট,অপর্যাপ্ত বৈদ্যুতিক ব্যবস্থা , খাবারের নিম্ন মানসহ একাধিক সমস্যায় জর্জরিত সরকারি মহিলা কলেজের কবি সুফিয়া কামাল ছাত্রী নিবাস। সরেজমিনে জানা যায় বর্তমানে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের চতুর্থ তলা বিশিষ্ট ভবনে ৪০০জনেরও বেশি আবাসিক শিক্ষার্থী রয়েছে। প্রতি রুমে ৪জন করে থাকার কথা থাকলেও বাস্তবে প্রতি রুমে রয়েছেন ৮-১০জন। নাম প্রকাশ না করার শর্তে সম্মান চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান প্রথম বর্ষে শিক্ষার্থীরা ভর্তি হলে একরুমে ১৫জন করেও থাকতে হয়। প্রতিবছর শিক্ষার্থীরা হলের ভাড়া বাবদ ৪৮০০টাকা পরিশোধ করলেও পাচ্ছেনা নূন্যতম সুযোগ সুবিধা। পানি, বিদ্যুৎ, বাথরুম সংকট চরম আকারে ধারন করেছে। ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না রহমান বরিশাল অবজারভার’কে বলেন হলের নিরাপত্তা ব্যাবস্থা খুবই নাজুক। অধিকাংশ সময় বখাটে ছেলেরা হলের সামনে দাঁড়িয়ে থাকে এবং ছাত্রীদের হয়রানী করে। বাংলা বিভাগের অপর এক শিক্ষার্থী জানান, হলের বিভিন্ন দরজা জানাল ভাঙ্গা, এবং অনেক জানালার কাঁচ ভেঙ্গে গেছে। ফলে বৃষ্টির পানি রুমের ভিতরে ঢুকে বই খাতা,জামা কাপড়সহ অন্যান্য জিনিসপত্র ভিজিয়ে দেয়। তাছাড়া অধিকাংশ বাথরুমেই নেই ছিটকিনি। আর বাথরুমের লাইট গুলোও প্রায় অকেজো। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন হোস্টেলের খাবারের মান ও খুব নিম্ন। সকালে আলু ভর্তা আর ডাল, দুপুরে পাঙ্গাস অথবা তেলাপিয়া মাছ আর রাতে শুধুমাত্র সবজি। অনেকসময় রান্নার খারাপ মানের কারনে এসব খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পরে শিক্ষার্থীরা।

ছাত্রীনিবাস নিয়ে আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে হোস্টল সুপার মোঃ বাশার বলেন হোস্টেলের খাবার ম্যানেজমেন্টের দায়িত্ব হলের ছাত্রীদের হাতেই থাকে। বাজার করা ও রান্নার লাকড়ি কেনার দায়িত্ব তারাই পালন করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চালু

বরিশাল বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চালু করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক আনুষ্ঠানিক ভাবে ক্যাফেটেরিয়াটি চালু করেছেন।আজ ২ অক্টোবর ২০১৮ তারিখ দুপুর ১২ টায় ফিতা কেটে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন উপাচার্য । এসময় বিভিন্ন অনুষদের ডিন, বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, পরিচালকগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তরপ্রধান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, টিএসসির পরিচালক,নির্বাহী প্রকৌশলী এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক(অ.দা), টিএসসির সহকারী পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাফেটেরিয়াটি তোমাদের তাই এটিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তোমাদের। উপাচার্য ক্যাফেটেরিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। উল্লেখ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭ বছর পরে বর্তমান উপাচার্যর আন্তরিকতা ও প্রচেষ্টায় কেন্দ্রিয় ক্যাফেটেরিয়াটি চালু হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। এদিকে বিকেলে উপাচার্যর উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়।

বরিশালে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করন, চাকুরী সরকারি করনের পূর্ব পর্যন্ত সরকারি স্কেলে বেতন প্রদান, মাস্টার রোল ও দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীদের সরকারি করনের ক্ষমতা কর্মরত কলেজ অধ্যক্ষের কাছে ন্যস্ত করার দাবীতে সারাদেশের সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের ডাকে গতকাল সকল সরকারি কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় বরিশাল সরকারি বিএম কলেজের সামনের সড়কে বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ ইউসুফ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা বিভাগীয় কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মানিক হোসেন মোল্লা, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের জেলা সম্পাদক নাসির উদ্দিন, কর্মচারী পরিষদের নেতা খন্দকার মোহাম্মদ শাহজাহান, বেসরকারি কর্মচারী ইউনিয়নের সম্পাদক মহিউদ্দীন সোহাগ, বেসরকারি কর্মচারী শিউলি বেগম, উজ্জ্বল দাস প্রমুখ। বক্তারা বলেন সরকারি কলেজ গুলোতে বেসরকারি কর্মচারীদের মাসিক তিন হাজার থেকে ছয় হাজার টাকা বেতন দেয়া হয়। একজন কর্মচারী দৈনিক কমপক্ষে ১৬ ঘন্টা শ্রম দিয়ে মাস শেষে নামে মাত্র বেতন দিয়ে মানবেতর জীবন যাপন করে। একের জন বছরের পর বছর শ্রম দিয়ে শেষ জীবনে শূন্য হাতে বাড়ি ফিরে যান অথচ একই দায়িত্ব পালন করে সরকারি কর্মচারীরা অবসর সুবিধা ভোগ করে লক্ষ লক্ষ টাকা পায় এসব বৈষম্য দুর করতে তারা চাকুরী জাতীয়করনের দাবী জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হলো নতুন ২টি বাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়েছে আধুনিক মডেলের আরও ২টি বাস। আজ ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক শিক্ষার্থীদের সাথে নিয়ে ফিতা কেটে বাস উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, দপ্তর প্রধানগণ, পরিবহন পুলের ম্যানেজারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন এ বাস ২টি সহ মোট বাসের সংখ্যা ৮ টি। যার মধ্যে ৫৪ সিটের ২টি, ৩৬ সিটের ১টি বাস এবং ১টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স বর্তমান উপাচার্যর সময়ে ক্রয় করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৮টি পরিবহনের পাশাপাশি বিআরটিসি হতে লিজকৃত ৭টি বাসসহ সর্বমোট ১৫টি বাস শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী পরিবহনে নিয়োজিত রয়েছে। এর বাহিরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ২টি মাইক্রোবাসও রয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

আকিব মাহমুদঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) থেকে। ওই দিন দুপুর ২ টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ চলবে ২২ অক্টোবর (সোমবার) রাত ১২ টা পর্যন্ত।  ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে “admission.eis.bu.ac.bd”-এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপরোক্ত ওয়েবসাইট ছাড়াও “ barisaluniv.ac.bd এবং barisaluniv.edu.bd” তে পাওয়া যাবে বলে জানিয়েছেন জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চ.দা) মোঃ ফয়সাল মাহমুদ রুমি। এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে । ২৩ নভেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা “খ” ইউনিট,  বিকেল ৩ টা থেকে ৪ টা “গ” ইউনিট এবং ২৪ নভেম্বর সকাল  ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন ইউনিটের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য অফিস চলাকালীন সময়ে “ক” ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৫, “খ” ইউনিট-০১৮৭৭৭১৭৩৭৬, “গ” ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৭ এই হেল্পলাইন নম্বরসমূহে পাওয়া যাবে। উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ হতে নতুন আরও ২টি বিভাগ সংযোজিত হয়েছে, যার একটি ‘ইতিহাস ও সভ্যতা বিভাগ’ এবং অন্যটি ‘পরিসংখ্যান বিভাগ’।

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক চতুর্থ কোর্স এর উদ্বোধন

বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে একটি বিস্ময় গনহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক চতুর্থ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড হারুন অর রশীদ এ কথা বলেন। বিশিষ্ট ইতিহাসবীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড মুনতাসীর মামুনের সভাপতিত্বে ইতিহাস সংগ্রহক চৌধুরী শহীদ কাদিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার, গনহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড মাহাবুবুর রহমান, বিএম কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ইতিহাসবীদ এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ। সভাপতির বক্তৃতায় ড মামুন বলেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা ক্ষমতার বঙ্গবন্ধু প্রেমী, কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা হলো আজীবন বঙ্গবন্ধু প্রেমী, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা সম্পকে না জানলে এ জাতিকে জানা সম্ভব হবেনা। তিনি ইতিহাস চর্চার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে ড হারুন অর রশীদ বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ইতিহাস জানতে হবে, ইতিহাস ছাড়া একটা জাতি অগ্রসর হতে পারেনা। সেমিনারে বিএম কলেজের উপাধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, মুক্তিযোদ্ধা সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত

আকিব মাহমুদ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরিক্ষায় ৩০ টি অনার্স বিষয়ে ৫৪৯টি কলেজে ১৩৩১৩জন পরিক্ষার্থী অংশগ্রহন করেছে। পরিক্ষায় গড় পাশের হার  ৮৩.৫০%। প্রকাশিত ফলাফল বিকাল ৫টা থেকে মোবাইলে এস এম এস এর মাধ্যমে, এবং সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে পাওয়া যাবে।
ফলাফল পেতে ভিজিট করুন nu.ac.bd
মোবাইলে পেতে NU h4 Roll Number লিখে পাঠিয়ে দিন 16222তে

বরিশাল বিএম কলেজে সেশন ফি কমানোর নামে শুভংকরের ফাঁকি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারি বিএম কলেজে অনার্স ২য় বর্ষের ফরম পুরনে শিক্ষার্থীদের আন্দোলনের কারনে ১০৪০ টাকা সেশন ফি কমানোর নামে বরং সেশন ফি বৃদ্ধি করেছে কতৃপক্ষ। ফরম পুরনে কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীদের জন্য মোট কলা ও সমাজ বিজ্ঞানের জন্য ৫০০৫ টাকা, সেমিনার ফি সহ ৫৫৫০ টাকা, বিজ্ঞান বিভাগের বিষয় ভিত্তিক ৬৪০০ টাকা ৬৪৫০ পর্যন্ত নির্ধারণ করে দেয়। এর মধ্যে কলেজের সেশন ফি ১৮৩৫ টাকা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি ১৩০০ টাকা, কেন্দ্র ফি ৪৫০ টাকা এবং বিবিধ খাতে ১৮০ টাকা, এবং তৃতীয় বর্ষের নির্বাচন পরীক্ষা ও ইনকোর্স পরীক্ষার ফি ১০৪০ টাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্রের বাইরে অতিরিক্ত ৪৭০ টাকা আদায় করলেও কোন খাত থেকে টাকা কমানো হয়নি। তৃতীয় বর্ষের নির্বাচনী ও ইনকোর্স পরীক্ষার ফি অগ্রীম নেয়া থেকে বিরত থেকে পরবর্তী বছরে আদায় করা হবে মর্মে বকেয়া রাখা হয়েছে। সব মিলিয়ে হিসাব করার পর দেখা যায় বিগত বছরের চেয়ে ৭৩০ টাকা অতিরিক্ত আদায় করলে কোন খাত থেকেই টাকা কমানো হয়নি। এদিকে শিক্ষার্থীদের টাকা রুপালি ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে জমা নেয়ার কারনে বছরে প্রায় ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অভিযোগ রয়েছে কলেজ প্রশাসনের সাথে কমিশন বানিজ্য চালিয়েই এ বানিজ্য চালাচ্ছে একটি চক্র। আগামী কাল দেখুন ৯ বছরে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ।

বিএম কলেজের হিসাব সহকারী শহিদুলের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারি বিএম কলেজের হিসাব সহকারী শহিদুল ইসলামের বিরুদ্ধে এবার সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় সরকারি বিএম কলেজের রাজস্ব খাতে কর্মরত ২৪ জন সরকারি কর্মচারীর পবিত্র ঈদুল ফিতরের বোনাস বাবদ পাওনা ছিল ৩ লক্ষ ৬৭ হাজার টাকা। কিন্তু হিসাব সহকারী শহিদুল ইসলাম কর্মচারীদের বোনাস বাবদ. ৫ লক্ষ ১৯ হাজার ৭০ টাকা উত্তোলন করে ১ লক্ষ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন। বিষয়টি ঈদুল আযহার বোনাসের টাকা তুলতে গিয়ে কর্মচারীরা টের পেলে টনক নড়ে কর্তৃপক্ষের। গত দুদিন যাবত বিষয়টি জানাজানি হলে কলেজে তোলপাড় শুরু হয়। কলেজের হিসাব সহকারী শহিদুল ইসলামের বিরুদ্ধে নয়ছয় করে কলেজের আভ্যন্তরীণ খাত থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে এবার খোদ সরকারি কোষাগার থেকে টাকা আত্মসাৎ করে প্রমাণ সহ ধরা খাওয়ায় তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন অনেক কর্মচারী। এর আগেও কলেজের সাবেক প্রধান সহকারী সাখাওয়াত হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ ছিলো। এব্যাপারে কলেজ অভিযুক্ত শহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন টাকাটা ভুলে উত্তোলন করা হয়েছিল, আজকালের মধ্যে চালান কেটে এজিতে জমা দেয়া হবে। এসব অভিযোগের ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বার বার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। অধ্যক্ষের কার্যালয়ের টেলিফোন নম্বরে যোগাযোগ করা হলে তার কার্যালয়ের প্রধান সহকারী জানান তিনি বাহিরে আছেন। কলেজের মুখপাত্র শিক্ষক পরিষদের সম্পাদক এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে বলেন ইহাও কি সম্ভব এজি থেকে আত্মসাৎ করার উদ্দেশ্যে কেউ টাকা তুলে নিয়েছেন? যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ শহিদুল ইসলামের পূর্বের কর্মস্থল স্বরুপকাঠী সরকারি কলেজে থাকাকালীন ২৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠলে শহিদুল কে মাথা ন্যাড়া করে আলকাতরা দিয়ে স্বরুপকাঠীর রাস্তায় ঘুরানো হয়। তবে একটি সুত্র দাবি করেছে এর সাথে কলেজের উপর পর্যায়ের সকল আমীর উজিরেরা জড়িত তা না হলে এটা সম্ভব নয়।