নানান সমস্যায় জর্জরিত সরকারি মহিলা কলেজের কবি সুফিয়া কামাল ছাত্রী নিবাস

আসমা আফরোজ,বরিশালঃ আবাসন সংকট,অপর্যাপ্ত বৈদ্যুতিক ব্যবস্থা , খাবারের নিম্ন মানসহ একাধিক সমস্যায় জর্জরিত সরকারি মহিলা কলেজের কবি সুফিয়া কামাল ছাত্রী নিবাস। সরেজমিনে জানা যায় বর্তমানে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের চতুর্থ তলা বিশিষ্ট ভবনে ৪০০জনেরও বেশি আবাসিক শিক্ষার্থী রয়েছে। প্রতি রুমে ৪জন করে থাকার কথা থাকলেও বাস্তবে প্রতি রুমে রয়েছেন ৮-১০জন। নাম প্রকাশ না করার শর্তে সম্মান চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান প্রথম বর্ষে শিক্ষার্থীরা ভর্তি হলে একরুমে ১৫জন করেও থাকতে হয়। প্রতিবছর শিক্ষার্থীরা হলের ভাড়া বাবদ ৪৮০০টাকা পরিশোধ করলেও পাচ্ছেনা নূন্যতম সুযোগ সুবিধা। পানি, বিদ্যুৎ, বাথরুম সংকট চরম আকারে ধারন করেছে। ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না রহমান বরিশাল অবজারভার’কে বলেন হলের নিরাপত্তা ব্যাবস্থা খুবই নাজুক। অধিকাংশ সময় বখাটে ছেলেরা হলের সামনে দাঁড়িয়ে থাকে এবং ছাত্রীদের হয়রানী করে। বাংলা বিভাগের অপর এক শিক্ষার্থী জানান, হলের বিভিন্ন দরজা জানাল ভাঙ্গা, এবং অনেক জানালার কাঁচ ভেঙ্গে গেছে। ফলে বৃষ্টির পানি রুমের ভিতরে ঢুকে বই খাতা,জামা কাপড়সহ অন্যান্য জিনিসপত্র ভিজিয়ে দেয়। তাছাড়া অধিকাংশ বাথরুমেই নেই ছিটকিনি। আর বাথরুমের লাইট গুলোও প্রায় অকেজো। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন হোস্টেলের খাবারের মান ও খুব নিম্ন। সকালে আলু ভর্তা আর ডাল, দুপুরে পাঙ্গাস অথবা তেলাপিয়া মাছ আর রাতে শুধুমাত্র সবজি। অনেকসময় রান্নার খারাপ মানের কারনে এসব খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পরে শিক্ষার্থীরা।

ছাত্রীনিবাস নিয়ে আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে হোস্টল সুপার মোঃ বাশার বলেন হোস্টেলের খাবার ম্যানেজমেন্টের দায়িত্ব হলের ছাত্রীদের হাতেই থাকে। বাজার করা ও রান্নার লাকড়ি কেনার দায়িত্ব তারাই পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *