বরিশালে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

বিভাগীয় শহর বরিশালে শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি বরিশাল বিভাগীয় শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি ও নগরীতে বিক্ষোভ প্রদর্শন।

আজ শুক্রবার (৫ই অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শিক্ষক নেতারা বলেন,আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বেসরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের দাবী পূরণ করা না হলে শিক্ষকরা সেসময়ে নতুন করে সিদ্বান্ত নিতে বাধ্য হবে।
তারা বলেন স্বাধীনতার ৪৭ বছরেও শিক্ষকদের দাবী কেহ পুরন করেনি। তাই অভিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ নয় আমরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মৃত্যু না হওয়া পর্যন্ত কোন শিক্ষক ঘড়ে ফিরবে না।
এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুগ্ম আহবায়ক হানিফ হোসেন তালুকদার, রেজাউল করীম,অধ্যাপক জলিলুর রহমান,অধ্যাপক আমিনুর রহমান খোকন,অধ্যাপক সামসুল আলম ও বিভাগীয় যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক।

পড়ে তারা এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদররোড এসে শেষ করে।

বরিশাল/এএমএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *