বরিশাল বিএম কলেজে সেশন ফি কমানোর নামে শুভংকরের ফাঁকি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারি বিএম কলেজে অনার্স ২য় বর্ষের ফরম পুরনে শিক্ষার্থীদের আন্দোলনের কারনে ১০৪০ টাকা সেশন ফি কমানোর নামে বরং সেশন ফি বৃদ্ধি করেছে কতৃপক্ষ। ফরম পুরনে কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীদের জন্য মোট কলা ও সমাজ বিজ্ঞানের জন্য ৫০০৫ টাকা, সেমিনার ফি সহ ৫৫৫০ টাকা, বিজ্ঞান বিভাগের বিষয় ভিত্তিক ৬৪০০ টাকা ৬৪৫০ পর্যন্ত নির্ধারণ করে দেয়। এর মধ্যে কলেজের সেশন ফি ১৮৩৫ টাকা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি ১৩০০ টাকা, কেন্দ্র ফি ৪৫০ টাকা এবং বিবিধ খাতে ১৮০ টাকা, এবং তৃতীয় বর্ষের নির্বাচন পরীক্ষা ও ইনকোর্স পরীক্ষার ফি ১০৪০ টাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্রের বাইরে অতিরিক্ত ৪৭০ টাকা আদায় করলেও কোন খাত থেকে টাকা কমানো হয়নি। তৃতীয় বর্ষের নির্বাচনী ও ইনকোর্স পরীক্ষার ফি অগ্রীম নেয়া থেকে বিরত থেকে পরবর্তী বছরে আদায় করা হবে মর্মে বকেয়া রাখা হয়েছে। সব মিলিয়ে হিসাব করার পর দেখা যায় বিগত বছরের চেয়ে ৭৩০ টাকা অতিরিক্ত আদায় করলে কোন খাত থেকেই টাকা কমানো হয়নি। এদিকে শিক্ষার্থীদের টাকা রুপালি ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে জমা নেয়ার কারনে বছরে প্রায় ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অভিযোগ রয়েছে কলেজ প্রশাসনের সাথে কমিশন বানিজ্য চালিয়েই এ বানিজ্য চালাচ্ছে একটি চক্র। আগামী কাল দেখুন ৯ বছরে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *