বরিশালে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করন, চাকুরী সরকারি করনের পূর্ব পর্যন্ত সরকারি স্কেলে বেতন প্রদান, মাস্টার রোল ও দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীদের সরকারি করনের ক্ষমতা কর্মরত কলেজ অধ্যক্ষের কাছে ন্যস্ত করার দাবীতে সারাদেশের সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের ডাকে গতকাল সকল সরকারি কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় বরিশাল সরকারি বিএম কলেজের সামনের সড়কে বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ ইউসুফ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা বিভাগীয় কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মানিক হোসেন মোল্লা, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের জেলা সম্পাদক নাসির উদ্দিন, কর্মচারী পরিষদের নেতা খন্দকার মোহাম্মদ শাহজাহান, বেসরকারি কর্মচারী ইউনিয়নের সম্পাদক মহিউদ্দীন সোহাগ, বেসরকারি কর্মচারী শিউলি বেগম, উজ্জ্বল দাস প্রমুখ। বক্তারা বলেন সরকারি কলেজ গুলোতে বেসরকারি কর্মচারীদের মাসিক তিন হাজার থেকে ছয় হাজার টাকা বেতন দেয়া হয়। একজন কর্মচারী দৈনিক কমপক্ষে ১৬ ঘন্টা শ্রম দিয়ে মাস শেষে নামে মাত্র বেতন দিয়ে মানবেতর জীবন যাপন করে। একের জন বছরের পর বছর শ্রম দিয়ে শেষ জীবনে শূন্য হাতে বাড়ি ফিরে যান অথচ একই দায়িত্ব পালন করে সরকারি কর্মচারীরা অবসর সুবিধা ভোগ করে লক্ষ লক্ষ টাকা পায় এসব বৈষম্য দুর করতে তারা চাকুরী জাতীয়করনের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *