ববি’তে শেষ হলো ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পায়াড ২০১৮

বাহারুল ইসলাম, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ গনিত সমিতি আয়োজিত ১০ম জাতীয় স্নাতক গনিত অলিম্পিয়াড ২০১৮। বরিশাল অঞ্চলে উক্ত অলিম্পিয়াডটির আয়োজক ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগ। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্ভোধন সূচনা করেন গনিত বিভাগের বিভাগীয় প্রধান হেনা রানী বিশ্বাস ও বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী। এসয়ম আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড: মুনিবুর রাহমান চৌধুরি ( কনভেনার, জাতীয় স্নাতক গনিত অলিম্পিয়াড কমিটি), অধ্যাপক ড: মো: আনোয়ার হোসেন ( কো-কনভেনার, ১০ম জাতীয় গনিত অলিম্পিয়াড কমিটি ২০১৮) ড: মো: মনিরুল আলম সরকার ( অধ্যাপক, গনিত বিভাগ,বুয়েট) । সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১২ টায়। বরিশাল অঞ্চলের ,বরিশাল ইন্জিনিয়ারিং কলেজ, সরকারি ব্রজমোহন (বিএম)কলেজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্লোবাল ইউনিভারসিটি বাংলাদেশ ( বরিশাল শাখা) ও বরিশাল বিশ্ববিদ্যালয় সহ মোট ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফলাফল ঘোষনা করা হয়। ফলাফলে উত্তীর্ণ ১০ জন শিক্ষার্থীদের মধ্যে ৯ জনই ববি’ র শিক্ষার্থী। গনিত বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা বলে জানা যায় যে, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১০ ই ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে বাংলাদেশের ৮ টি অঞ্চলের মোট ৮০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তিনি আশাবাদী সেখানে ও ভালো ফলাফল করবে এই ১০ জন শিক্ষার্থী । অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন গনিত বিভাগের বিভাগীয় প্রধান  হেনা রানী বিশ্বাস।

ছুটির দিনেও ববিতে চলছে গণিত উৎসব

তানজুম আরা তমা: বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে বাংলাদেশ গণিত সমিতি আয়োজিত ১০ম জাতীয় স্নাতক গণিত আলিম্পিয়াড ২০১৮। বরিশাল অঞ্চলে অলিম্পিয়াডটির আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ । অনুষ্ঠানটির কর্মসূচীটি ভাগ করা হয়েছে ২ টি সেশনে।  ১ম সেশনের কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় সেশনের কার্যক্রম দুপুর ২ টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য প্রোগ্রামটির ইডিটর হিসেবে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাস।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

তানজুম তমা: বরিশাল বিশ্ববিদ্যায়ের সকল শিক্ষার্থী মনে প্রানে বিশ্বাস করেন যে, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের অঙ্গীকার।কিন্তু উদ্যোগী হয়ে কেউ মাঠে নামেন না।পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক অনেক কোর্সই সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু বাস্তবতায় হাতে লাঠি, ঝাড়ু কিংবা ডাস্টবিন নিয়ে মাঠে নামে কতজন? এই ধারনা বদলে দিয়ে লোক প্রশাসন বিভাগ কল্যাণ সমিতি (SWAP) এই প্রথম একটি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে। “আমার ক্যাম্পাস, আমার অহংকার, পরিষ্কার পরিচ্ছন্নতা -আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে SWAP (Students Welfare Association of Public Administration, University of Barisal) কার্যক্রম শুরু করে ২৭ নভেম্বর সকাল ১১ টায় এবং অভিযানটি চলতে থাকে দুপুর ২টা পর্যন্ত। লোক প্রশাসন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম আমাদেরকে জানান, “আমাদের চেয়ারম্যান ম্যামের উদ্যোগে সম্মানিত শিক্ষকদের সহযোগিতায় এবং ভিসি স্যার, ট্রেজেরার স্যারের উপস্থিতিতে আমারা সফলভাবে উক্ত কার্যক্রমটি সম্পন্ন করেছি”। লোক প্রশাসন কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিপি আহমদ নাঈম বরিশাল অবজারভারকে জানান, “এই কর্মসূচীর মাধ্যমে সকলে অনুপ্রাণিত হয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সচেতন হবে এটাই আমাদের বিশ্বাস।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পাশের হার ৩০.১৫%

তানজুম তমা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৫ নভেম্বর ২০১৮ তারিখ রবিবার বিকাল ৫ ঘটিকায় অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ‘ক’ ইউনিটে পাশের হার ৩০.৮৫%, ‘খ’ ইউনিটের পাশের হার ২৮.৩১% এবং ‘গ’ ইউনিটে পাশের হার ৩০.৬১%। ৩ টি ইউনিটে সামগ্রিকভাবে পাশের হার ৩০.১৫%। উপাচার্যর কক্ষে আয়োজিত ফলপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন ববি উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, সিন্ডিকেট সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন, সিন্ডিকেট সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, সিন্ডিকেট সদস্য ফলাফল প্রস্তুতকরণ ও তথ্যপ্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট মো: ইব্রাহীম মোল্লা, সাধারন সম্পাদক ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। গত বছরের ন্যায় এ বছরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় বরিশাল বোর্ডের শিক্ষার্থীরাই শীর্ষে রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd এ পাওয়া যাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ নভেম্বর

আকিব মাহমুদ: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায়
আবেদনকারী ২৮,৪০২ জন এবং প্রতি আসনের বিপরীতে প্রতিযোগি প্রায় ২০ জন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অষ্টম (৮ম) ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪ টি বিভাগের ১,৪৪০টি আসনের বিপরীতে ২৮,৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগি প্রায় ২০ জন। চলতি শিক্ষাবর্ষ হতে পূর্বের ২২ টি বিভাগের সাথে নতুন আরও ২টি বিভাগ ‘ইতিহাস এবং পরিসংখ্যান’ যুক্ত হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ, সময়, ইউনিট অনুযায়ী পরীক্ষার্থী সংখ্যা এবং কেন্দ্রসমূহ নিম্নরূপ:-
তারিখ ও বার সময় ইউনিট অনুযায়ী পরীক্ষার্থী সংখ্যা কেন্দ্র সমূহ
(বরিশাল বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্র সংখ্যা ০৮ টি)
২৩/১১/২০১৮
শুক্রবার সকাল ১০:০০-১১:০০ টা ‘খ’ ইউনিটে পরীক্ষার্থী ৫,৭৬৮ জন ২৩/১১/২০১৮ তারিখের “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ, বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২৩/১১/২০১৮
শুক্রবার বিকাল ৩:০০-৪:০০ টা ‘গ’ ইউনিটে পরীক্ষার্থী ৪,২৭৭ জন “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২৪/১১/২০১৮
শনিবার সকাল ১১:০০-১২:৩০ টা ‘ক’ ইউনিটে পরীক্ষার্থী ১২,০৫৭ জন

 

শাখা পরিবর্তনকারী পরীক্ষার্থী ৬,৩০০ জন ২৪/১১/২০১৮ তারিখের “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশাল নগরীর নিম্নোক্ত ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে:-
১. সরকারি বরিশাল কলেজ, বরিশাল।
২. সরকারি মহিলা কলেজ, বরিশাল।
৩. আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল।
৪. বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল।
৫. অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল।
৬. বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ, বরিশাল।
৭.শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল।

বি:দ্র:- বিগত বছরের ন্যায় চলতি বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী শনাক্তকরণ এবং সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার রোধকল্পে পরীক্ষার্থীদের মুখ ও কান অনাবৃত রাখার সিদ্ধান্ত যথারীতি বহাল থাকবে। এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্রে (ডাউনলোডকৃত) পরীক্ষার হলে প্রবেশ এবং পরীক্ষার শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত তথ্য সন্নিবেশিত হয়েছে। অনুগ্রহপূর্বক এ সংক্রান্ত নির্দেশনা মেনে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.edu.bd Ges www.barisaluniv.ac.bd)  পাওয়া যাবে।

জাপানের Kogakuin University পরিদর্শন শেষে ফিরল ববি প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ দেশের ৪৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা,গবেষণা,খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যকান্ডে দক্ষতার পরিচয় দিয়ে ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বেশ পরিচিত হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে “Japan-Asia Youth Exchange Program in Science” এর অধীনে স্বনামধন্য Kogakuin University এর প্রেসিডেন্ট এর আমন্ত্রণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও টিএসসির পরিচালক ড. মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফ-উল ইসলাম, মোঃ ইমরান হোসেন এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ৪ জন শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ১ জন শিক্ষার্থীসহ মোট ৯ সদস্যের একটি প্রতিনিধি দল জাপান সফর করেন। সফরকালে প্রতিনিধি দল Kogakuin University  এর গবেষণাগার পরিদর্শন, গবেষণা কর্ম সম্পর্কে সম্যক ধারনা অর্জন, লেকচারে অংশগ্রহন এবং 5th Innovation Forum of Advanced Engineering and Education (IFAEE)  Conference অংশগ্রহণ করে নিজেদের গবেষণা কর্ম উপস্থাপন করেন। এতে প্রতিনিধি দলের ২ সদস্য রাহাত হোসাইন ফয়সাল ও আরিফ-উল ইসলাম বেষ্ট পোস্টার অ্যাওয়ার্ড লাভ করেন। এর পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় এবং Kogakuin University এর মধ্যে Collaboration Research ক্ষেত্রকে কিভাবে আরও প্রসারিত করা যায় সে বিষয়ে আলোচনায় অংশ নেন। এসময় Kogakuin University এর প্রেসিডেন্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে যৌথ ভাবে কাজ করতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। একই সাথে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সার্বিক কর্মকান্ডেরও প্রশংসা করেন। এসময়ে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের প্রধান জাপানের Kogakuin University একটি প্রতিনিধি দলকে বরিশাল বিশ্ববিদ্যালয় সফরে আসার আমন্ত্রন জানালে তাঁরা তা সানন্দে গ্রহণ করেন। এ সফরের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাত আরও যেমন সম্প্রসারিত হবে ঠিক তেমনি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে প্রতিনিধি দলের সদস্যরা মনে করেন। এদিকে জাপান সফর শেষে বিশ্ববিদ্যালয় ফিরে প্রতিনিধি দল উপাচার্যর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সদস্যরা গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০১৮ পর্যন্ত জাপানে অবস্থান করেন।

উত্তাল সরকারি বিএম কলেজ

বিএম কলেজ, প্রতিনিধিঃ বরিশাল সরকারি বিএম কলেজের সেশন ফি কমানোর দাবীতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে লাগাতায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজ সকাল ১০ কলেজের শত শত শিক্ষার্থী সেশন ফি নামে ভুতুড়ে খাতে টাকা আদায় বন্ধের দাবীতে আন্দোলন করছে। শিক্ষার্থীদের দাবী বিভিন্ন খাতে ১৪৭০ টাকা সেশন ফি বৃদ্ধি করা হয়েছে। তবে অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার জানিয়েছেন কোন টাকা বৃদ্ধি করা হয়নি। তাই টাকা কমানোর প্রশ্ন আসেনা

বরিশাল বোর্ডে জেএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৯ হাজার ৭৫ জন

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ সারা দেশের মতো বরিশালেও আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। বরিশাল বোর্ডের অধিন ১৭৪টি কেন্দ্রে আজ সকাল সকাল ১০টায় শুরু হচ্ছে পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা।

এ বছর বরিশাল বোর্ডে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৫ হাজার ৫শ’ ১৫ জন এবং ৬৩ হাজার ৫শ’ ৬০জন মেয়ে। আগামী ১৫ নভেম্বর শেষ হবে এবারের জেএসসি পরীক্ষা।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালী

নিজস্ব প্রতিবেদকঃ ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮” উপলক্ষ্যে সড়কে নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মার্কেটিং বিভাগের শিক্ষক মোঃ মহিউদ্দিন সাব্বির এর নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে রোভার স্কাউটের লিডারবৃন্দসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র‌্যালিতে শিক্ষার্থীরা সড়কে সচেতনতা বিষয়ক বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও স্টিকার বহন করে। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি পার্শ্ববর্তী মহাসড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। ইতোপূর্বেও বিভিন্ন জনসচেতনামূলক কর্মকান্ডে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ নিজেদেরকে সম্পৃক্ত রাখতে সদা সচেষ্ট ছিল।

বিএম কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

আকিব মাহমুদ,বরিশাল:  আবাসন সংকট, অপর্যাপ্ত বৈদ্যুতিক ব্যাবস্থা ও খাবারের নিম্নমান নিয়ে  সরকারি বিএম কলেজের ডাঃ বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ তুলে আসছেন ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থীরা। তবে অভিযোগের পাহাড় থাকা স্বত্বেও প্রশাসন রয়েছেন নির্বিকার অবস্থানে এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের। প্রশাসনের এমন গাছাড়া ভূমিকায় হতাশা ও ক্ষোভে ফুসছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন আমাদের ডাইনিং এর খাবারের মান খুবই নিম্ন তাছাড়া একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন যতটুকু খাবার দরকার হয় সেই পরিমান খাবার আমরা পাচ্ছি না। সকালে ১ প্লেট ভাত,ছোট এক গোল্লা আলু ভর্তা আর পানির মত পাতলা ডাল যা মুখে তোলা যায় না। দুপুরের খাবার মেন্যুতেও একই অবস্থা, ছোট একটুকরা মাংস আর আলুর ছোট ছোট ২-৩ টুকরা। আর রাতে দেয়া হয় শুধুমাত্র সবজি। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়া এমন মানহীন খাবার খেয়ে প্রায়শই অসুস্থ্য হয়ে পড়ছে শিক্ষার্থীরা, ভুগছে নানান পেটের অসুখে। বারবার শিক্ষার্থীরা অভিযোগ দেয়া স্বত্তেও কোনো সুরাহা করেনি প্রশাসন। হল সুপারের কাছে ছাত্রীরা অভিযোগ করলে তিনি বলেন, ডাইনিং তো তোমাদের মধ্য থেকে মেয়েরাই চালায়, যার অভিযোগ আছে সে ডাইনিং এর দায়িত্ব নাও। শিক্ষার্থীরা আরো জানান, বাইরে থেকে কিনে আনা কোনো খাবার শিক্ষার্থীদের ভেতরে আনতে দেয়া হয় না। গেটে কর্মরত রক্ষী মেয়েদের ব্যাগ চেক করে সেগুলো রেখে দেন। শর্মী নামে এক শিক্ষার্থী বলেন অনার্সে পড়ুয়া একটা মেয়ের ব্যাগে পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, প্রতিবার হোস্টেলে প্রবেশের সময় ব্যাগ চেক করার কারনে যেমন আত্মসম্মানে লাগছে তেমনি প্রাইভেসীও নষ্ট হচ্ছে। আমরা এমন ব্যবস্থার প্রতিকার চাই।

ফাতিমা নামে এক শিক্ষার্থী জানান হলের বিভিন্ন রুমসহ বাথরুমের লাইটগুলো অকেজো হয়ে পরে আছে তাছাড়া একই রুমে গাদাগাদি করে থাকতে হয়। কখনো কখনো মেঝেতেও রাত্রীযাপন করতে হয়। ফলে বিঘ্নিত হচ্ছে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের হল সুপারের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার বলেন আগের থেকে মান উন্নত হয়েছে তাছাড়া ছাত্রীনিবাসের উন্নয়নের লক্ষ্যে আমাদের কার্যক্রম অবহ্যত রয়েছে। পূজার ছুটি শেষ হলে আমাদের সেমিনার করার কথা রয়েছে। ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি।