বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

তানজুম তমা: বরিশাল বিশ্ববিদ্যায়ের সকল শিক্ষার্থী মনে প্রানে বিশ্বাস করেন যে, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের অঙ্গীকার।কিন্তু উদ্যোগী হয়ে কেউ মাঠে নামেন না।পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক অনেক কোর্সই সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু বাস্তবতায় হাতে লাঠি, ঝাড়ু কিংবা ডাস্টবিন নিয়ে মাঠে নামে কতজন? এই ধারনা বদলে দিয়ে লোক প্রশাসন বিভাগ কল্যাণ সমিতি (SWAP) এই প্রথম একটি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে। “আমার ক্যাম্পাস, আমার অহংকার, পরিষ্কার পরিচ্ছন্নতা -আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে SWAP (Students Welfare Association of Public Administration, University of Barisal) কার্যক্রম শুরু করে ২৭ নভেম্বর সকাল ১১ টায় এবং অভিযানটি চলতে থাকে দুপুর ২টা পর্যন্ত। লোক প্রশাসন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম আমাদেরকে জানান, “আমাদের চেয়ারম্যান ম্যামের উদ্যোগে সম্মানিত শিক্ষকদের সহযোগিতায় এবং ভিসি স্যার, ট্রেজেরার স্যারের উপস্থিতিতে আমারা সফলভাবে উক্ত কার্যক্রমটি সম্পন্ন করেছি”। লোক প্রশাসন কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিপি আহমদ নাঈম বরিশাল অবজারভারকে জানান, “এই কর্মসূচীর মাধ্যমে সকলে অনুপ্রাণিত হয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সচেতন হবে এটাই আমাদের বিশ্বাস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *