ববি’তে শেষ হলো ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পায়াড ২০১৮

বাহারুল ইসলাম, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ গনিত সমিতি আয়োজিত ১০ম জাতীয় স্নাতক গনিত অলিম্পিয়াড ২০১৮। বরিশাল অঞ্চলে উক্ত অলিম্পিয়াডটির আয়োজক ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগ। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্ভোধন সূচনা করেন গনিত বিভাগের বিভাগীয় প্রধান হেনা রানী বিশ্বাস ও বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী। এসয়ম আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড: মুনিবুর রাহমান চৌধুরি ( কনভেনার, জাতীয় স্নাতক গনিত অলিম্পিয়াড কমিটি), অধ্যাপক ড: মো: আনোয়ার হোসেন ( কো-কনভেনার, ১০ম জাতীয় গনিত অলিম্পিয়াড কমিটি ২০১৮) ড: মো: মনিরুল আলম সরকার ( অধ্যাপক, গনিত বিভাগ,বুয়েট) । সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১২ টায়। বরিশাল অঞ্চলের ,বরিশাল ইন্জিনিয়ারিং কলেজ, সরকারি ব্রজমোহন (বিএম)কলেজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্লোবাল ইউনিভারসিটি বাংলাদেশ ( বরিশাল শাখা) ও বরিশাল বিশ্ববিদ্যালয় সহ মোট ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফলাফল ঘোষনা করা হয়। ফলাফলে উত্তীর্ণ ১০ জন শিক্ষার্থীদের মধ্যে ৯ জনই ববি’ র শিক্ষার্থী। গনিত বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা বলে জানা যায় যে, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১০ ই ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে বাংলাদেশের ৮ টি অঞ্চলের মোট ৮০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তিনি আশাবাদী সেখানে ও ভালো ফলাফল করবে এই ১০ জন শিক্ষার্থী । অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন গনিত বিভাগের বিভাগীয় প্রধান  হেনা রানী বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *