পটুয়াখালীতে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার হস্তান্তর করলেন জেলা প্রশাসক

বাউফল প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ‘বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলামের কাছে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দুটি (২) আধুনিক কম্পিউটার হস্তান্তর করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান।
মঙ্গলবার (১০ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আধুনিক কম্পিউটার দুটি হস্তান্তর করা হয়।
জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার প্রসারের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য এই উন্নত মানের কম্পিউটার দুটি বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম আবু সুফিয়ান। বাউফল থানা ওসি (তদন্ত) শাহ আহম মুরাদ।

বিষখালি নদীর তীব্র ভাঙ্গনে হুমকির মুখে স্কুল!

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকা থেকে বয়ে যাওয়া বিষখালি নদীর তীব্র ভাঙ্গনের ফলে ঐতিহ্যবাহী মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি এখন হুমকির মুখে। প্রায় অর্ধশত বছর পর্যন্ত শুনামের সাথে এ বিদ্যালয় চলে আসলেও গত কয়ক দিনে বীষখালীর রুদ্ররোশের অতল গহবরে হারিয়ে যেতে বসেছে স্কুলমাঠ সহ সম্পূর্ন ভবন। বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত এ বিদ্যালয়টি রক্ষায় সবস্তরের এলাকাবাসী উপজেলা ও জেলা প্রশাসনের নিকট জোড় দাবী জানিয়েছে।
৭ জুলাই সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিবছর বর্ষার মৌসুমে খর¯্রােত বিষখালি নদীর ভাংগন প্রলয়ংকারী রুপ ধারন করে থাকে। যে কারনে এ নদীর বেপরোয়া ¯্রােত ও পানির মারাক্তক চাপের ফলে তীরবর্তী বিঘার পর বিঘা কৃষিজমি, বাড়ীঘর, হাটবাজার, গাছপালা, ধর্মীয়-শিক্ষা প্রতিষ্ঠানসহ সহায়-সম্পত্তি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পাল্টে যাচ্ছে নদীর তীরবর্তী ভৌগলিক মানচিত্র। বর্তমানে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও অসংখ্য বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গনের মুখে রয়েছে। যে কারনে বিষখালি নদীর তীরবর্তী শতশত বাসিন্ধাদের মাঝে প্রতিনিয়ত ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।
ভাঙ্গন এলাকার কিছু ক্ষতিগ্রস্থ পরিবার জানান, চলতি মৌসুমে বীষখালীর ভাঙ্গন এক পর্যায় বিদ্যালয়টির মাত্র কয়েক হাতের মধ্যে চলে এসেছে। বিষখালি নদীর ভাঙ্গনে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে আমাদের অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি, বাদুরতলা লঞ্চঘাট, মসজিদ, মাদ্রাসা, বাদুরতলা বাজারে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার বলেন, “উপজেলার নাপিতের হাট এলাকা থেকে চল্লিশ কাহনিয়া পর্যন্ত প্রায় ৪-৫ কিলোমিটার জায়গায় ভাঙ্গন বৃদ্দি পেয়েছে। শতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কিছু প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে।
এ বিষয়ে ঐতিহ্যবাহী মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক আইউব আলী খান জানান, “বিদ্যালয়টি রক্ষার ব্যপারে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে”।
সরকার দলীয় একটি সূত্র জানায়, ইতিমধ্যে বিষখালী নদী ভাঙ্গন রোধ ও ভাঙ্গনপ্রবন স্থানগুলোতে ভেরীবাঁধ নির্মানের জন্য স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদে একাধিক বার প্রস্তাব উত্থাপন করেছে ও বরিশাল থেকে তত্তাবধায়ক প্রকৌশলী আমন্ত্রন করে সরেজমিন পরিদর্শন করিয়েছে। তিনি একটি বেড়ীবাধ নির্মান সহ নাপতার হাট ও বাদুরতলা স্কুলের স্থানে ব্লক ফেলে ভেরী বাধ নির্মান করার আশ্বাস দিয়েছেন”
এ বিষয়ে ঝালকাঠি জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আতাউর রহমান জানান, “আমরা নাপিতের হাট থেকে বাদুরতলা হয়ে চল্লিশ কাহনিয়া পর্যন্ত ৫কি.মি. চিহ্নিত করেছি। তবে এখন বর্ষা মৌসুম হওয়ায় এ কাজ করা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুম শেষ হলেই জিওগেট ফেলে ভাঙ্গন রোধ করার জন্য কাজ শুরু করা হবে”।

রাজাপুরে স্কুলের জমি দখল করে কলাবাগান

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে দানকৃত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ জাল-জালিয়াতীর মাধ্যমে আত্মসাত করে সেই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্যক্তিগত কলাগাছের বাগান করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় রোজার পূর্বে উক্ত বিদ্যালয় ভবনের সম্মুখে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ হিসাবে ব্যবহৃত উক্ত সম্পত্তির মাটিতে পাইল কেটে কলাগাছের বাগানের নামে স্থায়ী ভাবে নষ্ট করে ফেলা হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করছে। তবে অভিযোগ পেয়েও রহস্য জনক কারনে স্থানীয় প্রশাসন বা উর্ধতন কর্তৃপক্ষ এখোন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়ানি বলে অভিযোগকারী এলাকাবাসী জানিয়েছে।
এলাকাবাসীর অভিযোগে উল্লেখ করেন, উপজেলার ৯৯নং উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুরু থেকে মোঃ রুহুল আমীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে থাকায় বিদ্যালয়ের জমি সংক্রান্ত সকল কাগজপত্র তিনিই দেখাশুনা করতেন। এ সময় পৃথক দুটি দলিলে ৩৫ শতাংশ ও ১৮ শতাংশসহ মোট ৫৩শতাংশ জমি বিদ্যালয়ের নামে দলিল দেয়া হয়। দুটি দলিলে উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রনালয় বাংলাদেশ সরকার কে গ্রহীতা করা হয়।
দলিল সূত্রে জানাগেছে, বিদ্যালয়ের নামে যে দুটি দলিলে জমি দান করা হয়েছে তার প্রথম দলিল নং-২৩৪৪ তারিখ ২৯/০৮/১৯৯১, জমির পরিমান ৩৫ শতাংশ দাতা মোঃ রুহুল আমীন এবং দ্বিতীয় দলিল নং-২৩০৬ তারিখ ১৫/১১/১৯৯৪ইং, জমির পরিমান ১৮ শতাংশ, দাতা মোবারেক আলী। মোঃ রুহুল আমীন বিদ্যালয়ের জন্য ৩৫ শতাংশ জমি দান করার সুবাদে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক হিসাবে দীর্ঘ দিন ধরে চাকুরী করার সুযোগ পান। তবে নিজ বাড়ীর কাছের স্কুলে ভারপ্রাপ্ত প্রদান শিক্ষকের দায়িত্ব পালনের সুযোগে এই রুহুল আমীন একাধিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত হওয়ায় তাকে শাস্তিমূলক বদলী করা হয় বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়।
অভিযোগে আরো উল্লেখ করেন, সম্প্রতি বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপন করার বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা বাগান নির্মানকারী রুহুল আমীনের কাছে জানতে চাইলে তিনি বিএস রেকর্ড দেখার পর কথা বলার জন্য দম্ভোক্তি করেন। পরে বিদ্যালয় কমিটির কয়েকজন খোজ নিলে বিএস পর্চায় বিদ্যালয়ের নামে মাত্র ১২ শতাংশ রেকর্ড করা হয়েছে বলে দেখতে পান। বাকী ৪১ শতাংশ জমি উক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীন তার মৃত মা, বাবা, ভাই-বোনসহ নিজ নামে রেকর্ড করিয়ে নিয়েছে দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। পরে বিষয়টি স্কুলের শিক্ষাক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সবার কাছে জানাজানি হলে এ জালজালিয়াতী ও বিদ্যালয়ের সম্পত্তি আত্মসাতের ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের কাছে এঅভিযোগ প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।উপজেলা র্নিবাহী কর্মকর্তা বলেন সরকারী জমি আতœসাত কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দখল মুক্ত করতে ল্যান্ড সারভেয়ারের মাধ্যমে স্কুলের জমি উদ্ধার করা হবে।

গরু চোর চক্রের শেল্টারদাতা নলছিটি থানার এসআই ছালেম!

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে একদল চিহ্নিত গরু চোর চক্রের সাথে থানা পুলিশের এক এসআই’র গোপন আঁতাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। গত কয়েক মাসে এই এলাকার প্রায় ১০টি কৃষক পরিবারের কমপে ক্ষ ২০টি হালের বলদ-গাভী চুরির ঘটনায় সন্দিগ্ধ আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করতে গেলেও উক্ত এসআই প্রতিটি মামলাই আজ্ঞাতনামা আসামী রেখে এজাহার রেকর্ড করিয়েছে বলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে। গরু চোর চক্র ও তাদের শেল্টারদাতা এ পুলিশের এসআইয়ের কারনে একটি ঘটনায় জড়িত কোন চোর গ্রেফতার বা চোরাই গরু উদ্ধার না হওয়ায় ক্ষতিগ্রস্থদের পক্ষে জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের মৃত. হোসেন আলী ফকির’র ছেলে মোঃ এছেম আলী ফকির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানায়, গত ২৫জুন রাত অনুমান সাড়ে বারটায় কৃষক এছেম আলী ফকির পরিবারবর্গসহ রাতের খাওয়ার সে ঘুমিয়ে পড়লে রাত অনুমান সাড়ে তিন টায় হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। তখন সে জেগে উঠে তার গোয়াল ঘরে প্রবেশ করে লাইট জালিয়ে ২টি গাভী ও ২টি বাছুরসহ মোট ৪টি গরুর একটিও গোয়াল ঘরে নেই দেখতে পায়। এঅবস্থায় সে ডাক চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসীরা ছুটে এসে ঘটনা দেখে ও তাৎক্ষনিক আশেপাশের এলাকায় খোজাখুজি শুরু করে।
এসময় এছেম আলি ফকির এতো রাতে তার গোয়াল ঘরের আশে-পাশে এলাকার চিহ্নিত গরু চোর চক্রের নেতা লিটন চৌকিদার ও খোকন চৌকিদারকে ঘোরাঘুরি করতে দেখেন। আর মুখ বাধা কয়েক চোরের হাতে ধারালো ছুরি দেখে সে কাউকে ডাকতে বা চিৎকার করতে সাহস করেনি বলে জানায়। এ বিষয় সে গরু চুরির ঘটনায় উক্ত দুই জনকে নামধারী আসামী করে অভিযোগে রেকর্ড করাতে চাইলেও পুলিশ এসআই ছালেম তাদের ভূলবুঝিয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা (নং-০৫/১২১ তারিখ: ২৫/০৬/২০১৮ইং) রুজু করায়। আর বরাবরের মতো অদ্যবধি থানা পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়।
ভুক্তভোগী এছেম আলী ফকির আরো জানান, উক্ত চিহ্নিত গরু চোর চক্রের সাথে পুলিশের এসআই ছালেম নিয়মিত আর্থিক লেনদেনের সম্পর্ক থাকায় ও বিভিন্ন সময় মোবাইল ফোনে গরু চোর চক্রকে থানা পুলিশের অভিযানের আগাম তথ্য জানিয়ে দেয়ায় আসামীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনা। যেকারনে গত কয়েক মাসে কাঠীপাড়া এলাকার মৌজে আলী মিয়া’র ছেলে মন্টু মিয়ার ৩ টি গরু, জনৈক বেল্লালের ২ টি গরু, আল্লাহর নামে দান করা একটি বিশাল বড় বলদ গরু, আলাউদ্দিনের ২টি চাষাবাদের গরু, নুরুল হক’র ২ টি হালের গরুসহ প্রায় ২০ চুরি হয়। অথচ পুলিশ একটি চুরির ঘটনায় জড়িত কোন চোরকে আটক বা ১টি চোরাই গরুও উদ্ধার করতে পারেনি। যেকারনে এই এলাকার মানুষ গরুচোর আতংকে প্রায় রাতেই নির্ঘুম রাত কাটায় বলে স্থানীয়রা জানায়।
এ ক্ষতিগ্রস্থ কৃষক মন্টু মিয়া জানায়, তাদের গরু চুরির পরে সে এস আই ছালেমের কাছে চিহ্নিত গরু চোর লিটন চৌকিদারের নাম জানায়। কিন্তু এসআই ছালেমের সাথে গোপন আতাঁতের কারনে সে পুলিশকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে নিরাপদে ঘুরে বেড়ায়। এভাবে এস আই ছালেমের কারনে উক্ত গরুচোর চক্রটি ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে কয়েকজন সাংবাদিক গত কয়েক দিন ধরে এসআই ছালেমের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও সে রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়টি সম্পর্কে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত জানায়, গরু উদ্ধারের চেষ্টা চলছে, পাশাপাশি চুরির সাথে সংশ্লিষ্টদের আটকের প্রচেষ্টা অব্যহত রয়েছে। এদিকে লিটন চৌকিদার ক্ষতিগ্রস্থ এছেম আলী ফকির ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।

১৮৮৮ তে যোগ দিলেন আব্দুল খালেক মৃধা

নিজস্ব প্রতিবেদকঃ পাউবো শ্রমিক কর্মচারী লীগ (রেজি নং বি ১৮৮৭) সংগঠনের আঞ্চলিক কমিটির উপদেষ্টা পদ হতে পদত্যাগ করে রেজি পাউবো শ্রমিক কর্মচারী লীগ ( রেজি নং বি ১৮৮৮) এর আঞ্চলিক পরিষদে যোগ দেন শ্রমিক নেতা আব্দুল খালেক মৃধা।

সোমবার (৯ জুলাই) তিনি এ পদত্যাগ পত্র জমা দেন এবং ঐদিনই পাউবো শ্রমিক কর্মচারী লীগ ( রেজি নং বি ১৮৮৮) তে যোগ দেন। পদত্যাগ পত্রে তিনি শারীরিক কারণে পদত্যাগ করার কথা উল্লেখ করলেও খোজ নিয়ে জানা যায় রেজি নং বি ১৮৮৭ বিএনপি জামায়াত থেকে আশা ব্যক্তিদের কারণে মুজিব আদর্শ বিবর্জিত হয়ে ওঠায় পদত্যাগ করে রেজি নং বি ১৮৮৮ তে যোগ দেন।। তার এই যোগদান অনুষ্ঠানে ১৮৮৮ এর সবাইকে জাতির জনকের আদর্শে নিজেদের গড়ার এবং আসন্ন বিসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করার আহবান করেন সংগঠনটির নেতারা।

পটুয়াখালীতে হাজারো রহস্যঘেরা বৃক্ষ!

এম.এ হান্নান, বাউফলঃ প্রায় ৫’শ বছর দাঁড়িয়ে আছে বৃক্ষটি। চারদিকে ছড়িয়ে আছে শাখা-প্রশাখা। আজও তাজা, তরুণ আর চিরসবুজ। বৃক্ষটির বার্ধকের ছাপও পড়েনি। মনে হয় এখন তার যৌবন কাল।
জন শ্রুতি রয়েছে, বৃক্ষটির ডাল-পালা কাটলে রক্ত বের হয়। ৭০ সালের প্রলয়নকারী ঝড়, ৭ সালের সিডর,আয়লা সহ ছোট বড় কোনো ঝড়ে বৃক্ষটির পাতা বা ডাল ভেঙ্গে পড়তে দেখেনি কেউ।
এতদিন দাঁড়িয়ে থাকা বৃক্ষটি ঘিরে হাজারো রহস্যময় কাহিনী রহেছে।
এই রহস্যময় শিমুল (তুলা গাছ) বৃক্ষটির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শেষ সিমান্ত দশমিনা উপজেলার পাশে বগী  বাশবাঁড়িয়া খালের পাশে প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
তবে বৃক্ষটির বয়স নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রবীন ব্যক্তিরা বলেন, তাদের বাপ দাদার মুখ থেকে এই তুলা গাছটির গল্প শুনে আসছে। তারা (বাপ-দাদা) যেরকম বলেছেন এখন সেরকমই আছে। তারা মনে করেন গাছটির বয়স ৫’শ বছরের বেশি হবে।
গাছটির নাম অনুসারে এই জায়গাটি তুলাতলা হিসাবে পরিচিতি পায়।

বৃক্ষটিকে ঘিরে রয়েছে হাজারো অজানা রহস্য। স্থানীয় বাসিন্দা খায়ের হাওলাদার জানায়, আমার দাদার মুখ থেকে অনেক রহস্যময় গল্প শুনেছি গাছটি সর্ম্পকে।
তিনি বলেন ৭ বছর আগে এই গাছটিকে নিয়ে একটা রহস্যজনক ঘটনা ঘটে।
সেই ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, ‘গাছটি কাটার জন্য বিভিন্ন সময় অনেক গাছের ব্যাপারীরা আসছে গাছটি কাটার জন্য কিন্তু কেঊ কাটতে পারেনি।
গত ৭বছর আগে আমার বোন জামাই গাছটি কাটার জন্য শ্রমিক নিয়ে কাটতে যায়। শ্রমিকরা গাছটি কাটার জন্য দু- একটা কোপ দিয়ে গাছ কাটতে অসম্মতি জানায়। শ্রমিকরা জানায় গাছে কোপ দিলে তাদের মাথা ঘুরায়। পরক্ষণে আমার বোন জামাই খলিল গাছটি কাটার জন্য গাছে উঠে । একটি ডাল কেটে নেমে যায়।
দুই ঘন্টা ব্যবধানে তার রহস্যজনক ভাবে মৃত্যু হয়’।
স্থানীয় জেলেরা জানান, ‘আমরা নদীতে মাছ ধরি। অনকে রাতে গাছের দিয়ে চলাচল করি। বিভিন্ন সময় এই গাছটির নিচে সাদা শাড়ি পড়ে কেউ একজন বসে আছে এমনটা দেখতে পাই।
আবার কখনো কখনো গাছের উপরে বসে কেউ কান্না করে। তবে কখনো আমাদের ক্ষতি করে না’।
স্থানীয় আরেক বাসিন্দা লাভু জানান, ‘আমি আমার বাবার কাছে শুনছি, অনেক বছর আগে নেদারল্যান্ড থেকে একটি জাহাজ এসে গাছটির পাশে নোঙ্গর করে। সে সময় জাহাজের আঙ্গিনার সাথে ধাক্কা লেগে গাছের ছাল উঠে যায়। সেই রাতে জাহাজের চালকে স্বপ্নে বলা হয় যাবার আগে গাছের নামে মিলাদ দিতে হবে কিন্তু তারা মিলাদ দেয়নি। পরের দিন রওনা হলে জাহাজের ইঞ্জিন চালু হয়না। জাহাজের মিস্ত্রী ইঞ্জিনে কোনো সমস্যা ধরতে পারেনি।
সেদিন রাতে আবার জাহাজের চালককে স্বপ্নে বলা হয় মিলাদ পড়াতে অন্যথায় বড় ধরনের সমস্যা হবে।
পরের দিন গাছের নামে মিলাদ পড়ানো হলে জাহাজের ইঞ্জিন চালু হয়।
এছাড়াও অনেক অলৌকিক ঘটনা রয়েছে বৃক্ষটি ঘিরে।
কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ জানান, ‘তুলা গাছটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দুর-দুরান্ত থেকে অনেকে গাছটি দেখতে আসেন। গাছটির বয়স সর্ম্পকে আমার সুস্পষ্ট ধারনা নাই, আনুমানিক ৫’শ বছর হবে গাছটির বয়স’।

বাউফলে জলাবদ্ধতা: সপ্তাহে ক্ষতি লক্ষাধিক টাকা

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার কারনে হাট-বাজার ইজারাদারের প্রতি সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় দুই লক্ষ্য টাকা এমনটাই জানিয়েছেন কালাইয়া হাট-বাজার অ ইজারা আদায় সংশ্লষ্টরা।
তারা জানায়, হাটে পানি জমে থাকায় স্থানীয় এবং নোয়াখালী, শরীয়াতপুর সহ দুরের ব্যবসায়ীরা কেনা-বেচা করতে আসছে না। বেচা -কেনা কম হওয়ায় প্রতি সপ্তাহে দুই লক্ষ্য টাকার মত ক্ষতি হচ্ছে। দিনদিন ব্যবসায়ীরা হাটে আসা বন্ধ করে দিয়েছেন।
সোমবার (৯জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু- ছাগল- মহিষ হাটের এক-তৃতীয়াংশ পানির নিচে। পানি নিষ্কাষন ব্যবস্থা না থাকায় দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার কারনে কচুরিপানায় ভরে গেছে।
জমে থাকা পানির মধ্যে গরু মহিষ কেনা বেচা হচ্ছে।
হাটের এই অবস্থা থাকায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানায়,গত বছর হাটের দক্ষিণ পাশ্বে কালাইয়া – শৌলা সড়কের উপর কালাইয়া বান্দরের পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য কালর্ভাট আটকিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম (জাপান ফিরোজ) তার নিজস্ব জমি ভরাট করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কালর্ভাট বন্ধ হওয়ায় গনি প্যাদা রোড, কাঠপট্টি রোড, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, আলী আকবর স্কুলের মাঠ, হল পট্টি এবং গোরস্থান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাম মাত্র বৃষ্টি হলেই দুর্ভোগে পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা আরো জানায়, জমির মালিকের সাথে ইজারাদার ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে টানাপোড়া চলে আসছে, যার জন্যই হয়তো তরিগড়ি করে পানি চলাচলের কালর্ভাট বন্ধ করে জমি ভরাট করা হয়েছে।

কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ জলাবদ্ধতার জন্য দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, অতি দ্রুত বিকল্প ড্রেন ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে।
এব্যাপারে বাঊফল উপজেলা হাট  বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঊপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়ায় অবৈধ স্থাপনা অপসারণে মতবিনিময় সভা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর খালের অবৈধ স্থাপনা অপসারণের জন্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমানের সভাপতিত্বে রহমতপুর খালের দুই পাড়ের বসবাসকারী নাগরিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তারা ভূমি অফিসের তালিকায় রহমতপুর খালের দুই পাড়ে বসবাসকারী ও অবৈধ দখলদারী প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খালের দুই পাড়ে অবৈধভাবে দখলদারীদের তালিকা করার এবং একসনা বন্দোবস্ত দেয়া বাতিল করার নির্দেশ দেন।

ঝালকাঠিতে জরাজীর্ন ভবনে চলছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের দুটি কমিউনিটি ক্লিনিক ভবনের জড়াজির্ন অবস্থা হওয়ার কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। উপজেলার পুটিয়াখালি গ্রামের খায়েরহাট এলাকার কমিউনিটি ক্লিনিক ভবন ও উত্তর তারাবুনিয়া গ্রামের শরীফ বাড়ি এলাকার কমিউনিটি ক্লিনিক ভবনের ছাদ থেকে ভিতরে বৃষ্টির পানি পরায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

খায়েরহাট এলাকার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাসেল জানান, বৃষ্টি হলেই ক্লিনিকের ছাদ দিয়ে প্রচুর পানি ভিতরে পরায় প্রয়োজনিয় কাগজ পত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাই গত সপ্তাহে ছাদের উপরে পলিথিন কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। অপরদিকে ছাদ ভেঙে যে কোন সময় জিবন নাশের ঘটনাও ঘটতে পারে। শরীফ বাড়ি এলাকার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রফিকুল ইসলাম জানান, বৃষ্টি হলেই ক্লিনিকের ছাদ দিয়ে প্রচুর পানি ভিতরে পরায় প্রয়োজনিয় কাগজ পত্র নষ্ট হয়ে যাচ্ছে।

ভিতরের অগভির নলকুপটিও নষ্ট হয়ে গেছে। ভবনের সামনের রাস্তার চেয়ে ফ্লোর নিচু হওয়ায় সাধারন বন্যার পানি ভিতরে ঢুকে। যে কোন সময় ছাদ ভেঙে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মাহাবুবুর রহমান জানান, কোন কমিউনিটি ক্লিনিক ভবনের ছাদ থেকে বৃষ্টির পানি ভিতরে পরার ঘটনা আমার জানা নেই এবং আমাকে কেউ জানায়নি।

রাজাপুরে ১৯টি কমিউনিটি ক্লিনিক ভবন রয়েছে। এগুলো পুরানো হয়ে যাওয়ায় সরকার প্রতি অর্থ বছরে তিনটি করে পুর্ননির্মান করার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২০১৭-১৮ অর্থ বছরে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে তিনটি নতুন ভবন পুর্ননির্মান করা হয়েছে। পর্যায় ক্রমে সব ভবনগুলো পুর্ননির্মান করা হবে।

জনবল ও ঔষধ সংকটের কথা স্বীকার কঝোলকাঠি সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার জানান,
অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের ভবন ঝুকিপূর্ণ, তার মধ্যে জেলার ২৩টির অবস্থা খুবই খারাপ। ইতোমধ্যে ৮টি ক্লিনিক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই সংস্কার করা হবে।

বিজ্ঞপ্তি দিয়ে এমপি হারুনের সভা সমাবেশ বর্জন করলো যুবলীগ!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বিএইচ হারুনের সকল সভা সমাবেশ বর্জন করেছে উপজেলা যুবলীগ। ৯ জুলাই সোমবার দুপুরে উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত ৭ জুলাই উপজেলা আ’লীগ অডিটোরিয়ামে সহযোগী সংগঠনের সমন্বয়ে এক সভার আয়োজন করলে এমপি বজলুল হক হারুনের বিগত সাড়ে ৯ বছরে বিভিন্ন কর্মকান্ডে অসন্তোষ, জামাত বিএনপিরসহ নব্য দলবাজিদের দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রেখে দল পরিচালনায় ত্যাগি নেতাকর্মীদের অবমূল্যায়ন, দুই একজনের কথামত দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে বিপুল অর্থের বিনিময়ে বিএনপি, জামাত নেতাকর্মীদের চাকুরি, গভীর নলকূপ, ঘাটলা, রাস্তা দেয়া, স্পর্শকাতর বিএনপি জোটের থানায় হামলা মামলায় কারো পরামর্শে সন্ত্রাসীদের আড়াল করতে মামলার তদবির না করে সন্ত্রাসীদের মদদ দেয়া।

সাতুরিয়ার কদুতলায় উপজেলা নির্বাচনে যুবলীগ নেতা রিপন হত্যা মামলায় মূল আসামীদের আড়াল করে বিচার না পাওয়া। নব্য আ’লীগের উস্কানীতে ওয়ার্ড যুবলীগ নেতার বাড়িতে হামলার মামলা না নেওয়াসহ অসংখ্য অভিযোগের প্রতিবাদে ৫ জুলাই উপজেলা যুবলীগ ইউনিয়ন যুবলীগের যৌথসভার সিদ্ধান্ত মোতাবেক এমপি হারুনের সভা বর্জন করা হয়।

কিন্তু এসব বিষয়ে পরবর্তীতে তিনি কোন সমাধানের কথা না বলে বরং ক্ষিপ্ত হয়ে প্রকাশে ৭ জুলাইয়ের সভায় এমপি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমার রাজাপুর উপজেলা যুবলীগের কোন প্রয়োজন নেই ও যুবলীগের সিনিয়র নেতাদের নাম নিয়ে বিভিন্ন কটুক্তি করা হয় যা আমাদের দৃষ্টি গোচর হলে এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় যুবলীগ। প্রস বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ জাতীয় অসাংগঠনিক ও অরাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকার জন্যও বলা হয়।