বিএনপি থেকে আ’লীগে যোগ দিলেন লুনা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত মহিলা কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ২৭ জুন শুক্রবার বরিশাল নগরীর কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে শতাধিক বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা বেগমের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি আডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক আডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যন্যরা। যোগদানকালে লুনা জয় বাংলা শ্লোগান দিয়ে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও নীতিতে বিশ্বস্থ হয়ে আমি আওয়ামী লীগে যোগ দিচ্ছি। যতদিন রাজনীতি করবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শে থেকে রাজনীতি করে মানুষের সেবা করে যাবো বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ওয়েবসাইট/নিউজ পোর্টাল তৈরি করুন মাত্র ৫০০০ টাকায়!

বিশ্বায়নের যুগে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অনেকেই চান তার নিজের একটি ওয়েবসাইট থাকুক। তাছাড়া একটি ওয়েবসাইট হতে পারে আপনার বাড়তি ইনকামের অন্যতম সোর্স। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা ও বড় বড় কোম্পানীর চড়া মূল্য আপনাকে নিরুতসাহিত করে দেয়। ফলে ব্যাক্তিগত ওয়েবসাইট আর করা হয়ে ওঠে না।
কিন্তু আমরা আপনাকে দিচ্ছি সবচেয়ে কমমূল্যে  ওয়েবসাইট/নিউজ পোর্টালের মালিক হবার সুযোগ। মাত্র ৫০০০টাকা থেকেই শুরু।
আকর্ষনীয় ডিজাইন, রেসপন্সিভ ওয়েব, সপ্তাহে সাতদিন, ২৪ঘন্টা ফোন সাপোর্ট পাবেন বিনামূল্যে।

আমাদের অফারে যা থাকছেঃ
০১. ফ্রি ডোমেইন
০২. ফ্রি লোগো
০৩. রেসপন্সিভ ওয়েব
০৪. আকর্ষনীয় ডিজাইন
০৫. ২৪/৭ ফোন সাপোর্ট
০৬. অর্ডার কনফার্ম করার পরে সর্বোচ্চ ৫ঘন্টায় ওয়েবসাইট ডেলিভারী

বিস্তারিত জানতে ও ওয়েবসাইট অর্ডার করতে এখনি যোগাযোগ করুন : ০১৭২৫৭৯২৯৭৯

বরিশালের পরিবেশ সুষ্ঠু রয়েছে- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ভোটারদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা ভোটকেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। সব প্রার্থীই চান এবং বলেন বিজয়ী হবেন কিন্তু কে বিজয়ী হবেন সে রায় জনগণই দেবেন। শুক্রবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মেয়র পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। সাদিক আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচনে অবশ্যই অভিযোগ থাকবে, তবে শঙ্কা থাকার মতো কোন ঘটনা বরিশালে এখনও ঘটেনি, বরিশালের পরিবেশ সুষ্ঠু রয়েছে। তারপরেও যারা শঙ্কার কথা বলছেন তারা যদি বলার জন্য বলেন, সেটা ভিন্ন কথা। তবে যেহেতু এটা প্রশাসনের বিষয় তাই তারাই এর উত্তর দেবেন। তিনি আরও বলেন, আমরা নয়টির মতো লিখিত অভিযোগ নির্বাচন কমিশনকে দিয়েছি। অভিযোগের মধ্যে বিএনপির প্রার্থী ও তার স্ত্রী আমাদের নেতাকর্মীদের যে হুমকি দিয়েছেন সে বিষয়টিও রয়েছে। অভিযোগের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

বরিশাল নগরীতে ফুটেছে সৌভাগ্যের ‘নাইট কুইন’

নিজস্ব প্রতিবেদকঃ নাইট কুইন নামেই বোঝা যায় এ ফুলটি রাতের রানী। রাতের সাথে রয়েছে নাইট কুইন ফুলের বিশেষ সম্পর্ক। সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নিতে নিতে মধ্যরাতে তার অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় ফুলটি এবং রাত শেষ হওয়ার সাথে সাথে ভোরের আলোয় মিলিয়ে যায় এর সৌন্দর্য।
রাতের রানী নাইট কুইন ফুলকে ধরা হয় সৌভাগ্য আর পবিত্রতার প্রতীক হিসেবে। বলা হয়, যার বাড়িতে নাইট কুইন ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি! বরিশাল নগরীতে বৃহস্পতিবার রাতে প্রকৃতির অবদানস্বরূপ সৌভাগ্যের তিলক জুটছে মিতালী হালদারের ভাগ্যে। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তার রোপিত গাছে ফুটেছে ‘নাইট কুইন’ ফুল।
নগরীর পশ্চিম বগুড়া রোডের অক্সফোর্ড মিশন স্কুল সংলগ্ন বাসিন্দা প্রকৃতপ্রেমী মিতালী হালদার মিষ্টি জানান, এক যুগ সাধনার পর তার স্বপ্ন পূরণ হয়েছে। ১২ বছর পূর্বে গাছটি লাগানোর পর থেকেই তিনি দিন গুণতে শুরু করেছেন ‘কবে দেখা মিলবে রাতের রাণীর’। অবশেষে বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো গাছটিতে দুটি নাইট কুইন ফুল ফুটেছে। বিস্মিত চোখে বিস্ময়কর রাতের রানীকে নিজের গাছে দেখে মিতালী বলেন, এটা তার বহু সাধনার ফুল। মিতালী আরও জানান, নাইট কুইন ফোটার খবর শুনে প্রতিবেশীরা একনজর রাতের রানীর জৌলুস দেখার জন্য তার বাড়িতে ভীড় করেছিলেন।

বরিশালে মিথ্যাচার করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল ৩০ই জুলাই সিটি নির্বাচনে যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বিএনপি তা নষ্ট করার জন্য মিথ্যাচার করছে।
বিএনপি একটি আগুন সন্ত্রসী দল ওদের ভিতর এখনো অনেক পলাতক আসামী রয়েছে তাই পুলিশ রুটিন মাফিক অভিযান করছে।
এখানে পুলিশের অভিযানের সাথে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা নোই।

আজ শুক্রবার বিকাল চারটায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ওনগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে নগর সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল একথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদক ইছাহাক আলি খান পান্না,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার,বরিশাল নগর সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গির ও নগর সহ-সভাপতি এ্যাড. আফজাল হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নগর সম্পাদক একেএম জাহাঙ্গির বলেন,বিএনপির ধানে শীষ প্রার্থী নির্বাচনে নয়টি আচরন বিধি কাজ করেছে যা আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পর এখন পর্যন্ত তাদের বিরুদ্বে কোন ব্যবস্থা গ্রহন করে নাই।
এছাড়া বিএনপির সমর্থক কর্মীরা ইতিমধ্যে নৌকার প্রার্থীর পোস্টার ছিঁড়েছে,প্রকাশ্য মিছিল,শো-ডাউন করেছে বৈঠকের নামে প্রকাশ্যে জনসভা করেছে।
এছাড়া তারা সরকারী অফিসের সামনে ও জনগনের চলাচলের বিঘ্ন ঘটিয়ে রাস্তার পাশে নির্বাচনী অফিস করেছে।
ধানের শীষ প্রাথীর সমর্থকরা বিভিন্ন অঞ্চলের চিহ্নিত খুনী ও সন্ত্রাসীদের সাথে নিয়ে কয়েকশ মোটর সাইকেল সহকারে নগরীর বিভিন্নস্থানে মহড়া দিয়েছে বলে তারা অভিযোগ করেন।
এরা আমাদের দলীয় প্রার্থী মহিলা কর্মীদের উপর হামলা করেছে,এমনকি ভয় ভীতি প্রদর্শন করছে।
ধানের শীষের প্রার্থীর স্ত্রী নাছিমা সরোয়ার সৈয়দ হাতেম আলী কলেজে প্রবেশ করে শিক্ষকদের সাথে নিয়ে সভা করেছে এবং ৩০ই জুলাইয়ের পর দেখিয়ে দেওয়া হবে বলে হুমকি প্রদর্শন করে বলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ আনেন।
তারা আরো বলেন, সিলেটে বিএনপির সন্ত্রসীরা আওয়ামীলীগ অফিস পুড়িয়ে দিয়েছে সেই ধরনের ঘটনা বরিশাল সিটিতে না ঘটে তার জন্য ইতি মধ্যে আমাদের পক্ষ থেকে পুলিশকে সতর্ক থাকার আহবান জানিয়েছি।

নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্বাচনী মূখপাত্র এ্যাড. গোলাম আব্বাস চৌধূরী দুলাল বলেন আসন্ন বরিশাল ৩০ই জুলাইয়ের নির্বাচন বরিশালের মানুষ স্বতঃস্ফুর্তভাবেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করবে।

 

মঠবাড়িয়ায় যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি:  পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া আন্তঃবিভাগীয় খেয়া ঘাটটি যাত্রী সাধারণকে জিম্মি করে নির্ধারিত টোলের চেয়ে ইজাদার ও তার লোকজনদের বিরুদ্ধে ৮/১০ গুণ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত টাকা দিতে ব্যর্থ হলে ইজারাদার ও তার লোকজন যাত্রীদের নদীতে ফেলে দেয়ার হুমকি, দূর্ব্যবহার এমনকি ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখারও অভিযোগ রয়েছে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করার ঘটনায় ওই খেয়ায় চলাচলকারী যাত্রী সাধারণের মাঝে দীর্ঘদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোন সাড়া মিলছে না বলে এলাকাবাসীর অভিযোগ। ফলে ইজারাদার ও আদায়কারীদের অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে বাংলা ১৪২৫ সালের জন্য বড়মাছুয়া আন্তঃবিভাগীয় খেয়া ঘাটটি ২২লাখ ৩২হাজার ৭শ’৮০ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইউ,পি সদস্য কাইয়ূম হাওলাদার ইজারা বন্দোবস্থ পায়। ওই টাকার মূল্য সংযোজন কর ও ভ্যাটসহ ২৬ লাখ ৭৯ হাজার ৩শ’৩৬ টাকায় (১৫% মূল্য সংযোজন কর ও ৫%আয়করসহ আরো ৪লাখ ৪৬হাজার টাকা) ঘাট ইজারা নিয়েই ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে ও স্থানীয় এক প্রভাশালী নেতার নির্দেশে বহির্ভূত ভাবে ইজারাদার কাইয়ুম ঘাটটি প্রকাশ্যে ডাক দিয়ে সাব লিজ দেয়।
সম্প্রতি বড়মাছুয়া খেয়া ঘাটে সরজমিনে গেলে স্থানীয় বাসিন্দা ও সরকারী চাকুরীজীবি সামসুল হক মৃধা, মৎস্য আড়ৎদার ফারুক তালুকদার, জুয়েল শেখসহ একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, খেয়াঘাট সাব লীজ দেয়ার নিয়ম না থাকলেও স্থানীয় মোঃ খলিলুর রহমান,আবুল কালাম আজাদ, ইদ্রিস বেপারী, আঃ ছালাম হাওলাদার ও ডালিম ফিডারের কাছে ১০লাখ টাকা লাভে প্রকাশ্যে সাব লীজ দেয়।
বড়মাছুয়া ইউপি সদস্য সলেমান জানান-তিনি নিজেও সাব লীজে অংশ নিলে দর কম দেয়ায় খলিলুর রহমান ৩৬লাখ ৮৫ হাজার টাকায় ইজারা পায়। সাব-লীজ গ্রহিতারা ঘাট থেকে তাদের ব্যবসার জন্য সরকার নির্ধারিত টোলের চেয়ে কয়েক গুণ টাকা বেশি আদায় করছে। যার ফলে অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে খেয়া ওঠানামাকারী অনেক গরীব অসহায়সহ সাধারণ যাত্রীদের। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের কাছ থেকে টোল আদায়ের নিয়ম না থাকলেও তাদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত টোল।
বলেশ্বর নদীর দু’পাড় উপকূলীয় পিরোজপুরের মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলার রায়েন্দায় এ খেয়াঘাট অবস্থিত ফেরী পাড়াপাড় বা সড়ক বা বিকল্প পথে যোগাযোগের ব্যবস্থা না থাকায় এ খেয়া ঘাট থেকে প্রতিদিন খুলনা, মংলা, চালনা, বাগেরহাট, মোড়েলগঞ্জ, শরণখোলা, বরগুনা, পাথরঘাটা, বামনা ও মঠবাড়িয়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় সহ¯্রাধীক মানুষ যাতায়াত করে।
স্থানীয় জানখালী গ্রামের হতদরিদ্র জেলে জলিল শেখ অভিযোগ করেন গত ১৬ জুলাই তিনি রায়েন্দা থেকে খেয়াযোগে বড়মাছুয়া আসার পর সাবলীজ গ্রহণকারী সালাম বেপারী তার কাছ থেকে ৪০ টাকা খেয়া ভাড়া চায়। এসময় তার কাছে বাড়তি টাকা না থাকায় ২০ টাকা দিলে টোল আদায়কারী তার সাথে দুর্ব্যবহার করে লঞ্চ পল্টনে তাকে ৩ ঘন্টা বসিয়ে রাখে। পরে স্থানীয় আবু হানিফ নামে এক ব্যক্তি তাকে ছাড়িয়ে নেয়। তিনি বিষয়টি বিভাগীয় কমিশনারকে লিখিত ভাবে জানিয়েছেন বলে জানান।
সরজমিনে ঘাটে গিয়ে দেখা গেছে, খেয়া পারাপারে সরকার নির্ধারিত টোল জনপ্রতি ৫ টাকার স্থলে ৪৫ টাকা এবং মটরসাইকেল চালকসহ ১০ টাকার স্থলে ইজারাদারের লোকজন (চালক ৪০ টাকা ও মটর সাইকেল ৬০/৭০ টাকা আদায় করে) মোট ১শ থেকে ১’শ ১০ করে আদায় করছে। ওঠানামাকারী যাত্রীদের কাছ থেকে টোল আদায়ের সুবিধার্থে বলেশ্বরের দু’পাড় বড়মাছুয়া ও রায়েন্দা ঘাট সংলগ্ন প্রকাশ্যে টোল চার্ট বোর্ড টানিয়ে নির্ধারিত টোল আদায়ের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়াও লীজ গ্রহনকারী ইজারাদারের ঘাট নির্মান ও সংরক্ষনের নিয়ম থাকলেও নিজস্ব ঘাট না থাকায় বড়মাছুয়া ও রায়েন্দার সরকারী পল্টন ব্যবহার করায় খেয়ার প্রতি যাত্রীকে অতিরিক্ত ৫ টাকা গুনতে হচ্ছে।
বড়মাছুয়া গ্রামের মাছ ব্যবসায়ী শাহিন খন্দকার (৩৮) অভিযোগ করে বলেন, তিনি প্রায় ২৫ বছর ধরে মাছের ব্যবসা করে আসছেন। মাছ সংরক্ষণের জন্য শরণখোলা থেকে ১’শ টাকায় ক্রয় করা একপিচ বরফে খেয়ায় গুণতে হয় দেড়’শ টাকা। যা বিগত দিনে কোন ইজারাদারদের দিতে হয়নি। এনিয়ে বর্তমান ঘাটের ইজারাদারদের সাথে বাকবিন্ডায় তিনি গত একমাস ধরে বরফ আনা বন্ধ করে ব্যবসা ছেড়ে দিয়েছেন।
বরগুনা সদরের বাসিন্দা মংলা থানার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, তিনি গত এক বছর ধরে মংলা থানায় চাকুরীর সুবাদে ওই খেয়ায় মটরসাইকেলসহ পার হয়ে থাকেন। তিনি নিজের ভাড়া ৪০ এবং মটরসাইকেলের জন্য ৬০ টাকা করে মোট ১’শ টাকা ইজারদারকে প্রদান করেন। শরণখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের ফারুক চাপরাশির মেয়ে ফাহিমা বেগম জানান, স্বামীর বাড়ি মঠবাড়িয়াতে হওয়ায় গত ৬ বছর ধরে এ খেয়া দিয়ে চলাচল করেন। সরকারী রেটের চেয়ে এবছর ১০ গুণ ভাড়া গুনতে হচ্ছে। একই অভিযোগ খেয়াপাড়াপারকারী মোঃ অহিদুজ্জামান, শাহানাজ বেগম, আঃ মালেক ও মঠবাড়িয়ার মুক্তিযোদ্ধা হারুন খন্দকারের স্ত্রী পুতুল বেগমেরও।
ঘাট ইজারাদার ও বড়মাছুয়া ইউপি সদস্য কাইয়ুম হাওলাদার তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, শিঘ্রই খেয়াঘাট সংলগ্ন টোল চার্ট টানানো হবে।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আহাম্মদ ছিদ্দিকী বলেন, খেয়া পারাপারকারী যাত্রীদের সাথে দুর্ব্যবহারের বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বাউফলে স্বেচ্ছাসেবকলীগ’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৭জুলাই) দলীয় কার্যালয় জনতা ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন বাউফল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ।
বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র‌্যালী বের করা হয়, র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ । এর আগে জাতীয়, দলীয় ও শান্তির পতাকা উত্ত্বোলন করা হয়।
র‌্যালী শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সংগঠনটির বাউফল উপজেলা সভাপতি , সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মিরা।
এরপর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন আর রশিদ খাঁনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আ’লীগের সহ-সভাপতি, বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সাধারন সম্পাদক রিয়াজুল সিকদার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম ফারুক। চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ। উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি ও কালাইয়া ইউপি সদস্য মোঃ নুরুল ইলাম , সহ-সভাপতি শ্রী রতন বনিক। বাউফল উপজেলা ছাত্রলীগ (একাংশ) সভাপতি মাহমুদ হাসান রুবেল ,সাধারন সম্পাদক সামছুল কবির নিশাত, পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিয়াজ মোশের্দ ও যুগ্ম- আহ্বায়ক এইচ এম সুমন মুন্সি।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউফল উপজেলা স্বেচ্চাসেবকলীগ ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, আওয়ামীলীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন স্বেচ্চাসেবকলীগ , আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে নৌকার জয় নিশ্চিত করবো। গনমানুষের নেতা আ.স.ম ফিরোজ (এমপি) মহোদয়কে বাউফল আসন থেকে নির্বাচিত করে শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনে সহযোগীতা করবো।

পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নিয়ে জনমনে প্রশ্ন- মেয়র প্রার্থী মাহবুব

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বলেন, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরী হচ্ছে। সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে এমন সন্দেহ সৃষ্টি হয়েছে জনমনে। বিভিন্ন মহলে সাধারণ জণগনের মধ্যে নির্বাচনমূখী আলোচনা ক্রমেই তীব্রতর হচ্ছে। যেখানে নির্বাচনী আমেজ তৈরী হওয়ার কথা সেখানে এর পূর্বে অনুষ্ঠিত খুলনা, গাজীপুর সহ অন্যান্য সিটি নির্বাচনে সেন্টার দখল, ব্যালট ছিনতাই করে ফলাফল সরকার দলীয় প্রার্থীর পক্ষে যাওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে, বিসিসি নির্বাচনে এর নেতিবাচক প্রভাব ফেলার অপচেষ্টা হতে পারে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা, ভোট দিতে পারলেও তা সুষ্ঠু গণনায় আসবে কিনা এ নিয়ে সাধারন জনগনের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তাই বিসিসি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনের দিন ভোটারদের ভোট প্রদানের পাশাপাশি সন্ত্রাসীদের হাত থেকে ভোট হেফাজতের দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর হতে আহ্বান করেন মেয়র প্রার্থী।

আজ ২৭ জুলাই শুক্রবার জুমা’র নামাজের পরে স্থানীয় জনগনের সাথে সভাকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আইজীবি পরিষদ বরিশাল মহানগর আহ্বায়ক এ্যাড. শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব এ্যাড.আব্দুল করিম, জনপ্রিয় বক্তা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ ও জেলা সভাপতি ইবরাহীম হুসাইন, প্রার্থীর বড় সাহেবজাদা- মাওঃ আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ।

সকাল থেকে নগরীর ৩০ টি ওয়ার্ডেই ভিন্ন ভিন্ন টিমের মাধ্যমে হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী দাওয়াতী কাজ চলতে থাকে। সংগঠনের কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতৃবৃন্দের দিক নির্দেশনায় দাওয়াতী কাজে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বাউফলের দুই ইউনিয়নের গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়ার বুকে ভেসে উঠা দ্বীপ নবগঠিত চন্দ্রদ্বীপ ও কাছিপাড়া ইউনিয়নে ১৫২ গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ১০২ ও কাছিপাড়া ইউনিয়নে ৫০ গৃহহীন পরিবারের নামে ১ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে গৃহহীন পরিবারের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হবে।
সরেজমিনে ঘুরে জানা যায়, বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর চরবেষ্টিত নবগঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন। এখানে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষের বসবাস। শীত মৌসুমে ইউনিয়নটি প্রানবন্ত থাকলেও প্রতি বর্ষা মৌসুমে চরবাসিরা ঝড় ও জলোচ্ছাসের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। ৯০ দশকে এলজিইডির অর্থায়নে ওই ইউনিয়নের দিয়ারাকচুয়া, রায়সাহেব ও মিয়াজান এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও ২০০৭ সালের সিডরসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগে তা লন্ডভন্ড হয়ে যায়। ওই সমস্ত চর এখন জোয়ার-ভাটায় দৃশ্যমান গ্রাম। পানিবাহিত রোগ চরবাসীর নিত্যসঙ্গী। প্রতিবছর প্রাকৃতিক দূর্যোগে মৎস্য ও প্রাণি সম্পদ এবং ফসল হারিয়ে চরবাসী নি:স্ব হয়ে পড়ে। এখানকার বিপর্যস্ত চরবাসীরা প্রতিবছর ১২ থেকে ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির দারিদ্রতার কাষাঘাতে জর্জরিত। অনেকেই জোয়ার-ভাটার ইউনিয়ন বলে চন্দ্রদ্বীপকে। এছাড়াও উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন পরিবারও আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পাচ্ছেন।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা বলেন, “বাউফল উপজেলায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের শতকরা ৯০ ভাগ বসবাসকারি মানুষ ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে। এজন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রাধানমন্ত্রীকে অভিনন্দন জানাই”।
বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, “কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভেড়িবাঁধহীন গ্রাম চর রায়সাহেব, মিয়াজান, নিমদি, ব্যারেট, কচুয়া, কিচমতপাঁচখেজুড়িয়া, ধানদী আলগী, আয়নাবাজ কালাইয়া, দিয়ারা কচুয়ারমতো নিচু এলাকায় বসবাস করা জোয়ার-ভাটায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রধানমন্ত্রীর ঘোষিত এসব ঘর পাচ্ছেন।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, “উন্নয়নের গণতন্ত্র প্রতিষ্ঠায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় উপজেলায় ১৫২ গৃহহীনরা পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘর এবং পরিবারসমূহকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান ও ঋণ দিয়ে স্বাবলম্বী করছে।

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের শের এ বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৭ টি দোকান ও একটি লেগুনা গাড়ীর আংশিক ভস্মীভুত হয়েছে। বুধবার দিবাগত রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। উদয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, রাত আনুমানিক ১২ টার দিকে মনিরের মুদি দোকানে আগুন জ¦লতে দেখে পাহারাদার শহীদ ডাক চিৎকার দিলে দোকানীরা ও এলাকাবাসি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওয়ানা দিলেও ফেরি চালক না থাকায় তারা ঘটনস্থলে পৌছাতে পারেনি। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় হাফেজ আব্দুল মালেকের মুদি, সুলতানের মুদি, শরীফের কাপড়, মনির হোসেনের মুদি, রাসেলের গার্মেন্টস,সাইদুলের ফার্মেসী, দিপকের মিষ্টি এবং মোস্তফার একটি লেগুনা গাড়ী ভস্মিভুত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.শরীফুল ইসলাম, ওসি মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ১০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়ার ঘোষনা দেন। এ ছাড়া ইউএনও জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন।