পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নিয়ে জনমনে প্রশ্ন- মেয়র প্রার্থী মাহবুব

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বলেন, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরী হচ্ছে। সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে এমন সন্দেহ সৃষ্টি হয়েছে জনমনে। বিভিন্ন মহলে সাধারণ জণগনের মধ্যে নির্বাচনমূখী আলোচনা ক্রমেই তীব্রতর হচ্ছে। যেখানে নির্বাচনী আমেজ তৈরী হওয়ার কথা সেখানে এর পূর্বে অনুষ্ঠিত খুলনা, গাজীপুর সহ অন্যান্য সিটি নির্বাচনে সেন্টার দখল, ব্যালট ছিনতাই করে ফলাফল সরকার দলীয় প্রার্থীর পক্ষে যাওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে, বিসিসি নির্বাচনে এর নেতিবাচক প্রভাব ফেলার অপচেষ্টা হতে পারে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা, ভোট দিতে পারলেও তা সুষ্ঠু গণনায় আসবে কিনা এ নিয়ে সাধারন জনগনের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তাই বিসিসি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনের দিন ভোটারদের ভোট প্রদানের পাশাপাশি সন্ত্রাসীদের হাত থেকে ভোট হেফাজতের দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর হতে আহ্বান করেন মেয়র প্রার্থী।

আজ ২৭ জুলাই শুক্রবার জুমা’র নামাজের পরে স্থানীয় জনগনের সাথে সভাকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আইজীবি পরিষদ বরিশাল মহানগর আহ্বায়ক এ্যাড. শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব এ্যাড.আব্দুল করিম, জনপ্রিয় বক্তা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ ও জেলা সভাপতি ইবরাহীম হুসাইন, প্রার্থীর বড় সাহেবজাদা- মাওঃ আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ।

সকাল থেকে নগরীর ৩০ টি ওয়ার্ডেই ভিন্ন ভিন্ন টিমের মাধ্যমে হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী দাওয়াতী কাজ চলতে থাকে। সংগঠনের কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতৃবৃন্দের দিক নির্দেশনায় দাওয়াতী কাজে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *