ব্রিজ ভেঙ্গে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে বালুভর্তি ট্রাক আটকে পড়ায় সারাদেশের সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এ মহাসড়ক দিয়ে চলাচলকারী বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের গন পরিবহনের হাজার হাজার যাত্রী। বন্ধ হয়ে গেছে পন্য পরিবহনও।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আটকে পড়া ট্রাকের হেলপার জানান, উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর একটি ব্রিজের পূনঃনির্মান কাজ চলছে। ওই স্থান দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঠিকাদারী প্রতিষ্ঠান সম্প্রতি একটি বেইলী ব্রিজ নির্মান করে। ভারী যানবাহনের ওজন বইতে সক্ষম এ রকম কোন মালামাল ওই বেইলী ব্রিজটি নির্মানে ব্যাবহার করা হয়নি। এ ছাড়া ব্রিজটি নির্মানেও অনেক ত্রুটি ছিল। ফলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বালু ভর্তি একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে ব্রিজটির মাঝামাঝি স্থান ভেঙ্গে দেবে যায়। এতে বালু ভর্তি ট্রাকটি ব্রিজের ওপর আটকে পড়ে। এতে ওই সময় থেকে সারাদেশের সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, ব্রিজটি ভেঙ্গে ট্রাক আটকে যাওয়ার পর এক পর্যায়ে এ মহাসড়কে চলাচলকারী সকল যানবাহন গৌরনদী ভায়া পয়সারহার্ট গোপালগঞ্জ সড়ক ধরে মাদারীপুরের রাজৈর ও টেকের হাট হয়ে বিকল্প সড়কে চলাচল শুরু করেছে। এতে জনদুর্ভোগ কিছুটা কমেছে। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সকাল পৌনে ১০টার দিকে চেইন কপ্পার সাহায্যে আটকে পড়া ট্রাকটি উদ্ধার করে। এরপর ঠিকাদারী প্রতিষ্ঠানটি বেইলী ব্রিজটি মেড়ামতের কাজ শুরু করে দিয়েছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ ব্রিজটি মেড়ামতের কাজ শেষ হবে। এরপর এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

ঝালকাঠির ইয়াবা মামলার আসামী জাহাঙ্গীর তিন দিনের রিমান্ডে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি আদালত ভবন থেকে হ্যান্ডকাপসহ পালানোর প্রচেষ্টা চালানো মাদক, চুরি, ছিনতাইসহ একাধিক মামলার আসামী ও ঝালকাঠি থানা থেকে সদ্য ষ্টান্ডরিলিজ হওয়া এএসআই মিঠুন দাসের ব্যক্তিগত সোর্স জাহাঙ্গীরকে তিন দিনের রিমান্ডাদেশ প্রদান করেছে আদালত। গত ১৫ জুলাই বেলা সাড়ে ১২ টার সময় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত ভবনের দোতালা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা চালালে প্রায় একঘন্টা চিরুনী অভিযানের পর পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। এঘটনায় পুলিশের এটিএসআই আল মুসলিম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করেন।
আদালতের পরিদর্শক মামুন জানায়, মাদকের একটি মামলায় (নং ১৬৬/১৭) আদালতে হাজিরা শেষে কনস্টেবল হাবিব একাই চোরা জাহাঙ্গীরসহ ৪ জন আসামীকে কোর্ট হাজতে নিয়ে যাচ্ছিলো। এসময় গ্রেফতারকৃত চোরা জাহাঙ্গীর পুলিশ কনস্টেবল হাবিবের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাপসহ আদালতের দোতলা থেকে লাফ দিয়ে নিচে পরে পালিয়ে যায়।
বিষয়টি জানাজানি হলে কোর্ট পুলিশ থানা পুলিশের সহযোগীতায় তাৎক্ষনিক চিরুনি অভিযান শুরু করে প্রায় একঘন্টা পর ঝালকাঠি কারাগারের পিছনের ডোবা থেকে কোর্ট পুলিশের কনস্টেবল সানমুন তাকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন দ্রুত ঘটনাস্থলে পৌছে চোরা জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আদালত থেকে পালানোর অপরাধে চোরা জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে এঘটনায় দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারন দেখিয়ে কনস্টেবল হাবিবের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেয়া হয়েছে বলে কোর্ট ইন্সপেক্টর মামুন নিশ্চিত করেন।

বরগুনায় ৫শ’পিচ ইয়াবাসহ আটক ১

আমতলী প্রতিনিধিঃ বরগুনা জেলার আমতলীর পুজাখোলা স্লুইস গেট থেকে রবিবার রাত সাড়ে ৯টার সময় দুলাল হাওলাদার (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে ৫ শ’ পিচ ইয়াবাসহ আটক করে আমতলী থানা পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। দুলাল আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা গ্রামের মৃতু ইছাহাক হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে আমতলী থানার ওসি মো: আলাউদ্দিন মিলনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত সাগে ৯টার সময় আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা স্লুইস সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে দুলাল হাওলাদারকে (৪৫) আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ৫শ’ পিচ ইয়াবা জব্দ করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, আটক দুলালের বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। সেমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুপিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক মো: হুমায়ুন কবির শুনানি শেষে জামিন আবেদন না মজ্ঞুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এক অত্যাচারীর পতন: তালতলীতে স্বস্তির নিঃশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু কে [উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত] (এর ধারা ১৩(১)(গ) অনুযায়ী) অসদাচরণ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় জনস্বার্থে সরকার তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করেছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে। চিঠিতে উল্লেখ রয়েছে, জনাব মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী জসিম উদ্দিন মধুকে মারধর ও লাঞ্ছিত করা, তালতলী উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন কে লাঞ্ছিত করা, তালতলী সিনিয়র মাদ্রাসার দপ্তরি জনাব মোঃ শাহজাহান মিয়া, রাখাইন development foundation এর চেয়ারম্যান জনাব উসিৎ মং কে মারধর ও লাঞ্ছিত করা, ছোট অংকুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সুন্দর আলী, তালতলী পাড়ার শাহজাহান চৌধুরী, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কমলেশ ও এসআই আব্দুল খালেক এবং তালতলী এলাকার রাসেলকে মারধর ও লাঞ্ছিত করা, তালতলী বন্দরে ওয়াপদা ও পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জমি বেআইনিভাবে দখল করে হাওলাদার স’মিল স্থাপন এবং সরকারি গাছ বেআইনিভাবে কেটে উক্ত স’মিলে নিয়ে কর্তন ও ব্যবহার করা, রাখাইন কে মং এর জমি দখলের জন্য তাঁকে মারধর ও লাঞ্ছিত করা, টিউবওয়েল বরাদ্দের নামে এলাকার দুই শতাধিক লোকের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা নেয়ার অভিযোগের সত্যতা বিভাগীয় কমিশনার, বরিশাল এর তদন্তে প্রমাণিত হয়েছে।

গতকাল বরখাস্তের আদেশ বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌছেছে।  দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অপসারণের খবরে তালতলী সহ গোটা বরগুনা জেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারন মানুষ।

বরিশালে নৌকা সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহবান জানালেন হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে আ’লীগ সমর্থিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমর্থনে নৌকা মার্কায় ভোট প্রদানের অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। আজ রবিবার সাদিক আবদুল্লাহর পক্ষে ভোট চাইতে তিনি বরিশালে আসেন।

 

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকে বরন করে নিতে বরিশাল বিমানবন্দরে উপস্থিত হন বরিশাল মহানগর শ্রমিক লীগ সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাস, জাতীয় শ্রমীক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক আহসান হাবিব মোল্লা, জেলা শ্রমীক লীগের আহবায়ক মোঃ নাসির উদ্দিন আকন, জাতীয় পানি উন্নয়ন শ্রমীক কর্মচারী লীগ, ওজোপাডিকো,টিএন্ডটি,গণপূর্ত,বিআরটিসি, রুপালী ব্যাংক, বিএডিসি, ও জীবন বীমার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় হাবিবুর রহমান সিরাজ নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে নৌকায় ভোট দিয়ে তার জয় সুনিশ্চিত করার আহবান জানান।

 

 

বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

আমতলী প্রতিনিধিঃ পূর্ণিমার জোঁ’র প্রভাবে পায়রা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় আমতলী ও তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তেতুলবাড়িয়া ও বালিয়াতলীর বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম তলিয়ে গেছে। কৃষককদের আমন মৌসুমের বীজতলা পানিতে তলিয়ে পচে যাচ্ছে।
জানাগেছে, পূর্ণিমার জোঁ প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় আমতলী ও তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। তারা কষ্টে জীবনযাপন করছে। তালতলীর নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জয়ালভাঙ্গা,পচাঁকোড়ালিয়া ও আমতলীর ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট, আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড, আঙ্গুরকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সকল এলাকার মানুষের ঘর বাড়ী জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
তালতলীর তেতুঁলবাড়িয়া গ্রামের নজরুল হাওলাদার বলেন জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সেলিম চৌকিদার বাড়ীর নিকট থেকে পানি উন্নয়ন বোর্ডের ৫০ মিটার বাঁধ ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে তেতুঁলবাড়িয়া ও নলবুনিয়া গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।
বালিয়াতলী গ্রামের বাকী বিল্লাহ বলেন, বয়াতি বাড়ীর পাশ দিয়ে ভাঙ্গা ভেড়ীবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে এলাকা তলিয়ে গেছে। কৃষকরা আমন ধানের বীজতল তৈরি করতে পারছে না।
গাবতলী আবাসনের জহিরুল ইসলাম বলেন জোয়ারের পানিতে ঘর তুলিয়ে গেছে। ছেলে সন্তান নিয়ে ওয়াবদায় অবস্থান নিয়েছি।
আমতলীর পৌর শহরের আমুয়ার চর গ্রামের ফাতেমা বেগম বলেন জোয়ারের পানিতে ঘর তুলিয়ে গেছে।
বরগুনা পানি উন্নয়র বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান বলেন স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পরিতোষ কর্মকার

বরিশালে এটিএন বাংলার বর্ষপূর্তি পালন

নিজস্ব প্রতিবেদকঃ “অবিরাম বাংলার মুখ” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার ২১তম বর্ষ পূর্তি ও ২২তম পদাপর্ণ উপলক্ষে র‌্যালি,আলোচনা ও কেক কেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল এটিএন বাংলার স্টাপ রিপোটার হুমাউন কবীর।
বর্ষপূতি ও ২২তম পদাপর্ণ উপলক্ষে এটিএন বাংলার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে র‌্যালি ও কেক কাটা অংশ গ্রহন করেন বরিশাল (২) বানারীপাড়া-উজিরপুর আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস (এমপি),এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোকিত করে তোলে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীকের মনোনিত)মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সমাজসেবক ইকবাল হোসেন তাপস,বাংলাদেশের কমিউনিস্ট পাটির কাস্তে হাতুরীর প্রতীক পার্থী বরিশাল জেলা কমিউনিস্ট পাটি সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ ও বাসদের মনোনিত (মই) প্রতীকের প্রার্থী বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল চাঁন,কেন্দীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা (জাপা) আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল,মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়রুল হক তারিন,মেহেন্দিগঞ্জ সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু প্রমুখ।
এসময় এটিএন বাংলা দেশ ও দশের সাধারন মানেুষের কথা,মুক্তি যুদ্বের কথা ও গনতন্ত্রের উন্নয়নের সংবাদগুলো আরো বেশী করে প্রচার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, এ্যাড.তালুকদার মোঃ ইউনুস(এমপি),জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপি সভাপতি,মেজবা উদ্দিন ফরহাদ,বরিশাল জেলা বিএনপি সভাপতি এবায়েদুলক হক চাঁন,জাতীয় পাটি জেলা আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল,মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ও মেয়র প্রার্থী এ্যাড. একে আজাদ ও বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাষ।
পরে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় টাউন হল চত্বর থেকে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে ফিরে আসে।

শান্তি বজায় রাখতে চান সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে আগামী ৩০ই জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মেয়র প্রার্থীরা আষাড়ের গুড়ি গুড়ি বৃষ্টি আর কাঠফাটা রৌদ্র মাথায় উপেক্ষা করে বিরামহীন ভাবে নগরীর ভোটারদের কাছে ছুটে চলছে বরিশালে প্রথম বারের মত সিটি নির্বাচন করতে আসা তরুন রাজনৈতিক ব্যাক্তি বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ তিনি তার প্রচারনায় বিগত দিনের নির্বাচনের প্রার্থীদের ছাড়িয়ে নিজেকে এগিয়ে নেয়ার জন্য ছোট্র শিশু থেকে বৃদ্ব সকল প্রর্যায়ের নগরীর ভোটারদের কাছে দাড়িয়ে বলেন ভোট চাই না আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আমি যেন আপনাদের সাথে নিয়ে বরিশালের উন্নয়নমূলক কাজ করতে পারি।

আজ রবিবার সিটি নির্বাচনের প্রচারনার ৬ষ্ঠ দিনের মত নগরীর প্রান কেন্দ্র সদররোডে গনসংযোগ ও লিফলেট বিতরন কালে গনমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমরা চাই বিগত দিনের মত শান্তিপূর্ণ ও সহঅবস্থানমূলক বজায় থাকুক।
বিগত দিনেও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারে থাকাকালীন আমাদের দলের মেয়র এখানে ছিল তারপরও এখানকার মানুষ সহ সকল রাজনীতি ব্যাক্তিরা সহঅবস্থানে বসবাস করেছে।

ভোটের দিন কোন ধরনের শঙ্কা নেই সকল ভোটার যার যার ভোট নিজেই দিতে পারবে সে যাকেই দিক।
তিনি আশা করেন বরিশালের মানুষ উন্নয়নের বিশ্বাষী সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

এছাড়া আমি একজন ভাগ্যবান প্রার্থী আমি যার সাথে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি তিনি এখানকার নির্বাচিত মেয়র সহ চারবারের সংসদ সদস্য ছিলেন আমি তাকে শ্রদ্ধা করি (কাকু)বলে সম্মোধন করি এজন্যই আমি কারো কোন সমলোচনা করে নিজেকে জড়াতে চাই না আমি চাই নগরবাসীর ভালবাসা।

এর পর তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ড ও বানিজ্য এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গনসংযোগ করেন

নৌকার সমর্থকরা আচরন বিধি লংঘন করে প্রচারনা চালাচ্ছে- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনের সময় যত কমে আসছে নির্বাচনে প্রতিদ্বান্দ্বতাকারী মেয়র প্রার্থী ও তার সমর্থক দলীয় নেতা-কর্মীরা প্রচার-প্রচারনার জন্য ছেড়ে ঘড় থেকে বাহিরে বের হয়ে এসেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র (ধানেরশীষ)মনোনিত মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার প্রতিদিনের ন্যায় আজও সারাদিন নগরী গুড়ে গুড়ে ধানের শীষ প্রতীকের মার্কার জন্য ভোট কামনা করেন তিনি সহ দলীয় লোকজন।
গনসংযোগের পাশাপাশি করে যাচ্ছন ওঠান বৈঠক। অন্যদিকে সকল প্রার্থীর মত ধানের শীষ প্রতীকের জন্য নগর জুড়ে চলছে মাইকিং।

আজ রবিবার দুপুরে নগরীতে গনসংযোগ করাকালে গনমাধ্যমকে অভিযোগ করে বলেন,নির্বাচন আচরন বিধি সর্বজন বিদিত নয়। এই সুযোগে সরকার দলীয় প্রার্থীর সমর্থক ও দলীয় কর্মীরা নির্বাচনী আচরণবিধি ভংঘ করে নগরীতে প্রচার করে যাচ্ছে,তারা বাড়তি সুযোগ নিচ্ছে।

সরোয়ার নির্বাচনের দিন প্রসাশনের নিরপক্ষ দায়ীত্ব পালন সহ ভোটাররা নিবেঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত না হয় সে জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করছেন।
ধানের শীষের মনোনিত প্রার্থী সরোয়ার ধানের শীষের কর্মীদের সাথে নিয়ে সকালে নগরীর হাটখোলা,উত্তর আমানতগঞ্জ, স্বরোডের সোনালী আইসক্রিমের মোড়,পলাশপুর,সহ নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন।

এছাড়া ধানের শীষের পক্ষে দলীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বিরামহীন ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।

পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাউফল প্রতিনিধিঃ পটুযাখালীর বাউফলে হত্যা মামলার অন্যতম আসামী খোকন প্রকাশ ওরফে পিচ্চি খোকনকে (২৪) গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১৪জুলাই) সকাল ১০.৩০ মিনিটের সময় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে ঢাকার কদমতলী থানায় হত্যা মামলার অন্যতম আসামী খোকন প্রকাশ ওরফে পিচ্চি খোকনকে গ্রেফতার করেন বাউফল থানার এস.আই মৃনাল ও এ.এস.আই মোঃ মাইনুল।

খোকন উপজেলার নওমালা ইউনিয়নের মৃত আদুল মজিদরে ছেলে। সে ঢাকার কদমতলী থানায় হত্যা মামলার ফেরারী আসামী। মামলা নং ৩(১)/২০০৯।

এব্যাপারে এস. আই মৃনাল বলেন, খোকন প্রকাশ ওরফে পিচ্চি খোকন ঢাকার কদমতলী থানায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।তাকে আটকের চেষ্টা চলছিলো, আজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোকনকে গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মনিরুর ইসলাম।