এক অত্যাচারীর পতন: তালতলীতে স্বস্তির নিঃশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু কে [উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত] (এর ধারা ১৩(১)(গ) অনুযায়ী) অসদাচরণ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় জনস্বার্থে সরকার তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করেছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে। চিঠিতে উল্লেখ রয়েছে, জনাব মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী জসিম উদ্দিন মধুকে মারধর ও লাঞ্ছিত করা, তালতলী উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন কে লাঞ্ছিত করা, তালতলী সিনিয়র মাদ্রাসার দপ্তরি জনাব মোঃ শাহজাহান মিয়া, রাখাইন development foundation এর চেয়ারম্যান জনাব উসিৎ মং কে মারধর ও লাঞ্ছিত করা, ছোট অংকুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সুন্দর আলী, তালতলী পাড়ার শাহজাহান চৌধুরী, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কমলেশ ও এসআই আব্দুল খালেক এবং তালতলী এলাকার রাসেলকে মারধর ও লাঞ্ছিত করা, তালতলী বন্দরে ওয়াপদা ও পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জমি বেআইনিভাবে দখল করে হাওলাদার স’মিল স্থাপন এবং সরকারি গাছ বেআইনিভাবে কেটে উক্ত স’মিলে নিয়ে কর্তন ও ব্যবহার করা, রাখাইন কে মং এর জমি দখলের জন্য তাঁকে মারধর ও লাঞ্ছিত করা, টিউবওয়েল বরাদ্দের নামে এলাকার দুই শতাধিক লোকের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা নেয়ার অভিযোগের সত্যতা বিভাগীয় কমিশনার, বরিশাল এর তদন্তে প্রমাণিত হয়েছে।

গতকাল বরখাস্তের আদেশ বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌছেছে।  দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অপসারণের খবরে তালতলী সহ গোটা বরগুনা জেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *