রাজাপুরে ঈদের বিশেষ বরাদ্ধের চাল লুটপাট

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ-দরিদ্র মানুষের মাঝে বিশেষ বরাদ্ধের চাল বিতরণ কার্যক্রম নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের মিলিত একটি চক্র বিশেষ অনিয়ম ও হরিলুট শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী এ বছর বরাদ্দকৃত চাল জনপ্রতি ১০ কেজি থেকে বাড়িয়ে ২০ কেজি করে বিতরনের সিদ্ধান্ত নেয়া হলেও দূর্নীতিবাজ এ চক্রটি অর্ধেকের বেশী চাল লুটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এধরনের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ০৯ আগষ্ট সকালে সরেজমিন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিরের নিজ এলাকা বড়ইয়া ইউনিয়নের দুস্থঃদের মাঝে বিশেষ বরাদ্ধের চাল বিতরণ কার্যক্রম প্রত্যক্ষকালে সত্যতা মিলেছে।
উপজেলা ত্রান অফিস সূত্রে জানাগেছে, ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার বড়ইয়া ইউনিয়নে কার্ডধারী ১ হাজার ৪শ ৪৫ জন দুস্থ-দরিদ্র মানুষকে ২০ কেজি হারে চাল বিতরণ করা জন্য ২৮.৯০০ মেঃটন চাল বরাদ্ধ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে ২০ কেজির স্থলে প্রত্যেক কার্ডধারীকে সাড়ে ৯ থেকে ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে।
আর চাল বিতরনে স্বচ্ছতা ও অনিয়ম প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত ‘ট্যাগ অফিসার’ উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিরের চাচাতো ভাই বড়ইয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মন্টুকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নিজ কক্ষে বসে খোশ গল্পে ব্যাস্ত সময় কাটাতে দেখা যায়।
চাল বিতরন স্থলে গিয়ে দেখা যায়, সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি সদস্যরা এলাকার দুস্থঃ-দরিদ্র মানুষগুলোকে জনপ্রতি ২০ কেজির স্থালে সাড়ে ৯ /১০ কেজি করে চাল বিতরণ করছে। এসময় সরকারী ভাবে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরনের বিষয়টি জানাজানি হলে উপস্থিত কার্ডধারী দুস্থ মানুষগুলোর মাঝে ক্ষোভ ছড়িয়ে পরে। তারা সরকারী নিয়মানুযায়ী ২০ কেজি করে চালের দাবীতে বিক্ষুদ্ব হয়ে ওঠে এবং কার্ডধারী অনেকে ১০ কেজি চাল বিতরণ করায় চাল না নিয়েই বাড়ি ফিরে যেতে দেখা যায়।
সরেজমিন উপস্থিত সাংবাদিকরা বরাদ্ধের অর্ধেক পরিমান চাল দেয়ার কারন জানতে কয়েকজন ইউপি সদস্যের সাথে কথা বলার চেষ্টা করলে দায় এড়াতে তারাও সটকে পড়ে। এক পর্যায়ে উপস্থিত দুস্থঃদের মাঝে উত্তেজনা সৃষ্টি ও জনপ্রতি ২০ কেজি হারে চাল দাবীর মুখে ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মন্টু সাময়িক ভাবে চাল বিতরণ বন্ধ রাখেন।
এ ব্যাপারে বড়ইয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মন্টু জানায়, আমি প্রত্যেক ইউপি সদস্যকে খেয়ল রাখতে বলেছি যে প্রত্যেক কার্ডধারী যেন কমপক্ষে ১৭ কেজি চাল পায়। কিন্তু বিতরণের সময় ইউপি সদস্যরা যদি কোন কার্ডধারীকে চাল কম দেয় সে জন্য তারাই দায়ী।
এবিষয়ে ট্যাগ অফিসার মোঃ আসাদুজ্জামান জানায়, চেয়ারম্যন সাহেব চা খেতে ডেকায় তার কক্ষে এসেছি। তবে আমি উপস্থিত থাকা অবস্থায় ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমি চেয়ারম্যনের কক্ষে আসার পর ইউপি সদস্যরা কত কেজি হারে চাল বিতরণ করেছে তা আমি জানিনা।

ঝালকাঠি বিআরটিএ অফিসে উপচে পড়া ভীর

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: নিরাপদ সড়কের দাবীতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও জাতীয় ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে ঝালকাঠি বিআরটিএ অফিসে নতুন লাইসেন্সের আবেদন, নবায়ন, ফিটনেস নবায়নসহ বিভিন্ন আবেদনের সংখ্যা বহু গুন বৃদ্ধি পেয়েছে। সরকারের বিশেষ নির্দেশে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিস খোলা থাকায় কার্যালয়ের সম্মুখে ড্রাইভারদের লাইন চেখে পরার মত।
চলমান নিরাপদ সড়কের দাবীতে ছাত্র আন্দোলনে রাজধানীর বাহিরে জেলা ও উপজেলায় সাড়া পরে এর সাথে একাত্মা জানায় সকল স্তরের মানুষজন। মটরযান ফিটনেস, নবায়ন ও লাইসেন্স ছাড়া গাড়ি চলাচলে বাধার মুখে পড়ায় হিমসিম খাচ্ছে মোটর চালকরা। ছাত্র আন্দোলন শেষ হতে না হতে ৫-১১ আগষ্ট পর্যন্ত জাতীয় ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ায় পুলিশী ধরপাকড়ে পরছে গাড়ি চালকরা।
জেলায় গত এক সপ্তাহে নানাধরনের গাড়ি জব্দ করে বিভিন্ন আইনে মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। পুলিশের এমন ধরপাকড়ে বাদ যাচ্ছেনা সরকারী প্রতিষ্ঠানের গাড়ি, পুলিশের গাড়ি, সাংবাদিকদের গাড়িও।পুলিশের এসব কাজে সহযোগীতা করছে বিভিন্ন কলেজের বিএনসিসি সদস্য ও স্কাউট সদস্যরা। তারা গাড়ি ধরে পুলিশের কাছে হস্থান্তর করছে, পুলিশ কাগজ পত্র পরীক্ষা করে মামলা দায়ের করছে। তাই পুলিশের ধর পাকড় এড়াতে নতুন লাইসেন্স, লক্কর ঝক্কর গাড়ির লাইসেন্স নবায়ন, ফিটনেস বিহীন গাড়ির নবায়নে তৎপরতা লক্ষ্য করা গেছে উল্লেখযোগ্য হারে।
ঝালকাঠি বিআরটিএ অফিসের উচ্চমান সহকারী মো. শাহ আলম হাওলাদার জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে তাদের কাজে দম ফিরানোর উপায়ও নেই। অনান্য দিনের তুলনায় কয়েকদিন ধরে বহু গুন বেশী ড্রাইভার ও গাড়ীর মালিকরা সেবা নিতে আসছেন।
ঝালকাঠি বিআরটিএ অফিসের পরিদর্শক মো. মাহফুজ হোসেন জানান, ড্রাইভার ও গাড়ীর মালিকদের সেবা দিতে শুক্রবার ছাড়া তারা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিস খোলা রেখে কাজ করে যাচ্ছেন।
ঝালকাঠি বিআরটিএ অফিসের এডি এসএম মাহবুবু রহমান জানান, কয়েক দিন ধরে লাইসেন্স প্রাপ্তির নতুন আবেদনই বেশী জমা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে কোন চালকই যেন সেবা বঞ্চিত না হয়। অন্য সময়ের চেয়ে অনেকটা নির্ভিঘেœ ও সহজে লাইসেন্স প্রার্থীরা আবেদন করছে।
এব্যাপারে ঝালকাঠি জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মামুন জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে পুলিশের ৯টি টিম গাড়ির কাগজ, লাইসেন্স, ইন্সুরেন্স ও ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। এ ৪ দিনে জেলায় মোট প্রায় ৭ শতের বেশী মামলা দায়ের করা হয়েছে এবং ১০টির মত গাড়ি জব্দ করা হয়েছে।

তবুও পথ চলা

ভাবনা- বায়ু বারবার উড়িয়ে নিয়ে আসে
একরাশ বিষণ্ন মেঘ।
ধী…..রে ধী….. রে ছেয়ে যায় তখন
মনের নির্মল আকাশ।
হারিয়ে যায় আনন্দ- নক্ষত্রেরা,
দীর্ঘশ্বাসের কালো ধোঁয়ায় গ্রাস করে নেয়
ভবিষ্যতের স্বচ্ছ পথ।
থমকে দাঁড়াই—
আবার পথ চলি অবিরাম,
সেই চিরচেনা পথে।
প্রচন্ড ঝড়ের মুখে দাঁড়িয়ে,
ভেঙে পড়িনি,দাঁড়িয়ে আছি,
শাঁখা পল্লবহীন কঠীন বৃক্ষের মত।
তারপর আবার হেঁটে চলি,
বর্তমানের পথ ধরে।
ধীরে ধীরে কেবলই,
চলেছি ভবিষ্যতের রাস্তায়
আমি হেঁটে চলেছি
আমার স্বপ্ন পূরনের আশায়।

 

কবি:  সাবিহা নাজনীন জুঁই, 
সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ,
ভোলা ।

বরগুনায় মাদরাসা ছাত্রীকে মারধর

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী মিম আক্তার ও শিমু আক্তার নামের দুই সহপাঠি ক্লাসে বসে পড়ার বিষয়ে কথা বলার অপরাধে সহকারী মৌলভী মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান দুই সহপাঠির মাথা স্বজোড়ে আঘাত করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের মারধরে মিম আক্তার জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়ভাবে চিকিৎসার তিন ঘন্টা পরে জ্ঞান ফিরে মিমের। এতে মিমের মুখমন্ডল ও মাথা ফুলে উঠে। উন্নত চিকিৎসার জন্য আহত মিমকে বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনার পরপর সহকারী মৌলভী মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান গা-ঢাকা দিয়েছেন। ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টার দিকে।
জানাগেছে, উপজেলার বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী মিম ও শিমু আক্তার বুধবার বেলা ১১ টায় ক্লাসে বসে পড়া নিয়ে কথা বলছিল। এ সময় সহকারী মৌলভি মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান ক্লাস নিতে আসেন। তিনি এসে দু’সহপাঠিকে কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়। এক পর্যায় দু’সহপাঠির মাথা ধরে স্বজোড়ে ৭/৮ টি আঘাত করে। এতে মিম আক্তার গুরুতর আহত হয়। শিক্ষকের আঘাতে ছাত্রী মিম আক্তার জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়ভাবে চিকিৎসার তিন ঘন্টা পরে মিম আক্তারের জ্ঞান ফিরে আসে। বুধবার দিবাগত রাতে বাড়ীতে মিম আক্তারের মুখমন্ডল ও মাথা ফুলে উঠে। তার শরীরের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
আহত ছাত্রী মিম আক্তার জানান, আমরা দুই সহপাঠি পড়ার বিষয় নিয়ে কথা বলতেছিলাম। এ মুহুর্তে হুজুরে এসে আমাদের দু’সহপাঠির মাথা ধরে স্বজোড়ে ৭/৮ টি আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে তিন ঘন্টা পরে জ্ঞান ফিরে পেয়েছি।
মেয়ের বাবা জাহাঙ্গির হাওলাদার বলেন, একজন শিক্ষক হয়ে শিক্ষক সুলভ আচরন করেনি। আমার মেয়ের মুখমন্ডল ও মাথা ফুলে উঠেছে। ঠিকমত কথা বলতে পারেনা। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
সহকারী মৌলভী মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান ঘটনার কথা স্বীকার করে বলেন, আমি ইচ্ছা করে করিনি। অনাকাংখিতভাবে ঘটনাটি ঘটেছে।
মাদরাসার সুপার মাওলানা মোঃ দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। আগামী কাল (শুক্রবার) ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ওই ছাত্রীর চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। চিকিৎসার যাবতীয় খরচ মাদরাসা কর্তৃপক্ষ বহন করবে।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন বলেন, বিষয়টি নেহায়েত অন্যায়। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালী

মো:মিজানুর রহমান তালতলী: ‘আদিবাসীদের স্থানান্তর ও সংগ্রাম’   প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনার তালতলীতে রাখাইন সম্প্রদায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করেছে। রাখাইন সম্প্রদায় নারী ও পুরুষের একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে রাখাইন ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মংতাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, ইত্তেফাক সংবাদদাতা ও তালতলী প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ হোসেন ফসল, নয়াদিগন্ত সংবাদদাতা ও তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউসুফ, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান, সমাজ সেবক মংথিনজো, মিসেজ চানন্দাওয়েন ও উথান প্রমূখ।
এ সময় বক্তারা সরকারের কাছে, সমতল আদিবাসিদের জন্য আলাদা ভূমি কমিশন ,রাখাইন ছাত্র-ছাত্রিদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা , তাদের সংস্কৃতির সংরক্ষন ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা , রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান।

বরিশালে সাংবাদিকদের সাথে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর নিরীক্ষণ সভা

শামীম আহমেদ: আভাস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় গার্লস এ্যাডভোকেসী এ্যালাইনস প্রকল্পের আওতায় বরিশাল রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে শিশু আইন ২০১৩ ও বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর নিরীক্ষণ সম্পর্কিত কনভেনশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বরিশাল রিপোটার্স ইউনিটি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। মতবিনিময় সভায় বাল্য বিবাহ নিরোধ আইনের বিভিন্ন ধারা উপধারা বিশ্লেষণ, বাল্য বিবাহ নিরোধ কল্পে সাংবাদিক ও সচেতন নাগরিকদের করনীয় নিয়ে আলোচনায় অংশ নেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বরিশালের প্রতিনিধি চাইল্ড স্পেসালিস্ট মোঃ রেজানুল হক, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বাপ্পী মজুমদার, সদস্য সাংবাঁদিকের আনিসুর রহমান খান শুশান্ত ঘোষ বিধান সরকার, শামীম আহমেদ, মিথুন সাহা মোকলেসুর রাহমান মনি, জহির রায়হান, রবিউল ইসলাম, জুয়েল হাসান, মিনার মাহমুদ প্রমুখ। সভায় উপস্থিত মিডিয়া কর্মীগণ বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ধারা সমূহ বাস্তবায়নে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করবেন বলে অঙ্গীকার করেন।

নিরাপদ সড়কের দাবীতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও পতাকা মিছিল

তানজুম তমা, বরিশাল বিশ্ববিদ্যালয়: নিরাপদ সড়ক এর দাবীতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সারাদেশের সাথে সংহতি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এর সাধারন শিক্ষার্থীরা আজ সকাল ১১টা থেকে সকল ক্লাস -পরিক্ষা বর্জন করে ভোলা-পটুয়াখালী সড়ক অবরোধ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে পতাকা মিছিল বের করে চলমান আন্দোলনে সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত মহাসড়কে প্লাকার্ড নিয়ে মানব বন্ধন করে। মানববন্ধন শেষে তারা পতাকা উঁচিয়ে চলমান আন্দোলনের হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রকাশ করে এবং শ্লোগান দিতে দিতে (we want justice) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে বসে পড়ে।মহাসড়ক অবরোধের কারনে এসময় ভোলা-পটুয়াখালী গামী সকল যানবাহন এর বিরাট যানযট লক্ষ্য করা যায়, সেই সাথে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন পথচারী ও সকল স্তরের মানুষ।বেলা ১.৩০মিনিট পর্যন্ত চলে তাদের এই বিক্ষোভ ও অবরোধ।

সতর্ক করলেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ

ডেস্ক রিপোর্টঃ বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহ এক প্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে হুশিয়ারী জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন গত ৩০ শে জুলাই বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়ার পর আমি বরিশাল নগরীর সকল মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। যদিও এখন পর্যন্ত শপথ কিংবা দায়িত্ব গ্রহণ করিনি। তারপরও বিভিন্ন মাধ্যমে আমার কাছে খবর আসছে যে একটি স্বার্থান্বেসী মহল আমার নাম ব্যাবহার করে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরে অন্যায় ভাবে প্রভাব বিস্তার এবং ব্যাক্তি স্বার্থ আদায়ের চেষ্টা করছেন। আমি হুশিয়ারী দিয়ে বলতে চাই এ ধরনের কোন অন্যায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কোন অভিযোগ কিংবা ঘটনার শিকার যদি হয়ে থাকেন তাহলে এই (০১৭১৭৫০৯৯৬৫) নাম্বারে জানানোর অনুরোধ করা গেল। সঠিক অভিযোগ কারীর পরিচয় গোপন রাখা ও তার নিরাপত্তার দায়িত্ব আমার।

বরিশাল সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর বাদশাকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ আজ মঙ্গলবার বরিশাল সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর তৌহিদুল ‍ইসলাম বাদশা’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ৪নং ওয়ার্ড ও ভাটিখানা এলাকাবাসীর পক্ষে এইমরান রেকসাল ও রিয়াজুল মোর্শেদ সুমন। দ্বিতীয়বার বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ায় এ শুভেচ্ছা জানান তারা।

বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা

ডেস্ক রিপোর্টঃ বেসরকারীভাবে যে ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন- ১ নং ওয়ার্ড; আমির হোসেন বিশ্বাস, ২ নং ওয়ার্ড; অ্যাড. একেএম মর্তুজা আবেদীন, ৩ নং ওয়ার্ড; বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান ফারুক মৃধা, ৪ নং ওয়ার্ড; তৌহিদুল ইসলাম বাদশা, ৫ নং ওয়ার্ড; কেফায়েত হোসে রনি, ৬ নং ওয়ার্ড; খান মো জামাল হোসেন, ৭ নং ওয়ার্ড; রফিকুল ইসলাম খোকন, ৮ নং ওয়ার্ড; সেলিম হাওলাদার, ৯ নং ওয়ার্ড; হারুণ অর রশিদ, ১০ নং ওয়ার্ড; এটিএম শহিদুল্লাহ, ১১ নং ওয়ার্ড; মজিবর রহমান, ১২ নং ওয়ার্ড; জাকির হোসেন ভুলু, ১৩ নং ওয়ার্ড; মেহেদী পারভেজ খান আবির, ১৪ নং ওয়ার্ড; তৌহিদুল ইসলাম ছাবিদ, ১৫ নং ওয়ার্ড; লিয়াকত হোসেন খান, ১৬ নং ওয়ার্ড; মোশাররফ আলী খান বাদশা, ১৭ নং ওয়ার্ড; আক্তারুজ্জামান গাজি হিরু, ১৮ নং ওয়ার্ড; মীর জাহিদুল কবির, ১৯ নং ওয়ার্ড; গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নং ওয়ার্ড; জিয়াউল রহমান বিপ্লব, ২১ নং ওয়ার্ড; শেখ সাঈদ আহমেদ মান্না, ২২ নং ওয়ার্ড; আনিচুর রহমান, ২৩ নং ওয়ার্ড; এনামুল হক বাহার, ২৪ নং ওয়ার্ড; শরীফ আনিচুর রহমান, ২৫ নং ওয়ার্ড; এসএম সাইদুর রহমান মোল্লা, ২৬ নং ওয়ার্ড; হুমায়ুন কবির, ২৭ নং ওয়ার্ড; নুরুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড; জাহাঙ্গীর হোসেন, ২৯ নং ওয়ার্ড; ফরিদ আহমেদ, ৩০ নং ওয়ার্ড; আজাদ হোসেন কালাম মোল্লা। এছাড়াও সংরক্ষিত মহিলা কউন্সিলর পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন যারা- সংরক্ষিত (১, ২ ও ৩) নম্বর ওয়ার্ডে মিনু রহমান। সংরক্ষিত (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কহিনুর বেগম । সংরক্ষিত ৪ আসনে (১০, ১১ ও ১২) নম্বর ওয়ার্ডে সাবেক প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা। সংরক্ষিত (১৬, ১৭ ও ১৮) ওয়ার্ডে মজিদা বোরহান। সংরক্ষিত ৭ আসনে (১৯, ২০ ও ২১) নম্বর ওয়ার্ডে সালমা আক্তার শিলা। সংরক্ষিত ১০ আসনে (২৮, ২৯ ও ৩০) নম্বর ওয়ার্ডে রাশিদা পারভীন।’