নিরাপদ সড়কের দাবীতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও পতাকা মিছিল

তানজুম তমা, বরিশাল বিশ্ববিদ্যালয়: নিরাপদ সড়ক এর দাবীতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সারাদেশের সাথে সংহতি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এর সাধারন শিক্ষার্থীরা আজ সকাল ১১টা থেকে সকল ক্লাস -পরিক্ষা বর্জন করে ভোলা-পটুয়াখালী সড়ক অবরোধ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে পতাকা মিছিল বের করে চলমান আন্দোলনে সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত মহাসড়কে প্লাকার্ড নিয়ে মানব বন্ধন করে। মানববন্ধন শেষে তারা পতাকা উঁচিয়ে চলমান আন্দোলনের হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রকাশ করে এবং শ্লোগান দিতে দিতে (we want justice) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে বসে পড়ে।মহাসড়ক অবরোধের কারনে এসময় ভোলা-পটুয়াখালী গামী সকল যানবাহন এর বিরাট যানযট লক্ষ্য করা যায়, সেই সাথে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন পথচারী ও সকল স্তরের মানুষ।বেলা ১.৩০মিনিট পর্যন্ত চলে তাদের এই বিক্ষোভ ও অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *