বরগুনায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালী

মো:মিজানুর রহমান তালতলী: ‘আদিবাসীদের স্থানান্তর ও সংগ্রাম’   প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনার তালতলীতে রাখাইন সম্প্রদায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করেছে। রাখাইন সম্প্রদায় নারী ও পুরুষের একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে রাখাইন ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মংতাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, ইত্তেফাক সংবাদদাতা ও তালতলী প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ হোসেন ফসল, নয়াদিগন্ত সংবাদদাতা ও তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউসুফ, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান, সমাজ সেবক মংথিনজো, মিসেজ চানন্দাওয়েন ও উথান প্রমূখ।
এ সময় বক্তারা সরকারের কাছে, সমতল আদিবাসিদের জন্য আলাদা ভূমি কমিশন ,রাখাইন ছাত্র-ছাত্রিদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা , তাদের সংস্কৃতির সংরক্ষন ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা , রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *