বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে মেলায় ঘুরছে শিক্ষার্থীরা

আকিব মাহমুদ,বরিশালঃ বরিশাল নগরীর বিএম স্কুল (ব্রজমোহন) মাঠে শুরু হওয়া তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলায় ভিড় বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের। চলতি মাসের ৯ তারিখ উদ্বোধনের পর থেকে মেলায় ক্রমাগত ভিড় বাড়তে শুরু করে ক্রেতা ও দর্শনার্থীদের। তবে মঙ্গলবার সকাল ১১টায় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে মেলায় আগত দর্শনার্থীদের অধিকাংশই স্কুল কলেজের ছাত্রছাত্রী। ক্লাস টাইমে ইউনিফর্ম পরেই তাদের মেলায় ঘুরতে দেখা গেছে। ক্লাস ফাঁকি দিয়ে মেলায় ঘুরে বেড়ানোর কথা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে কেউ রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন,একা মেলায় ঘুরে বেড়াতে ভাল লাগেনা তাই বন্ধু বান্ধব মিলে ক্যাম্পাস থেকে দলবদ্ধ হয়ে ঘুরতে আসা। আরেক শিক্ষার্থী বলেন আমরা ক্লাস টাইমে ঘুরলে ক্ষতি আমাদের হবে, কিন্তু আপনাদের সমস্যা কোথায়।
নাম প্রকাশ না করার শর্তে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের ঘুড়ে বেড়ানো প্রসঙ্গে এক শিক্ষক বলেন, আমরা চাই শিক্ষার্থীরা ক্লাসমুখী হোক, কিন্তু তারপরেও তারা যদি ক্লাসে না এসে বাইরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের কি করার আছে।

 

বরিশালে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক: প্রেমিকার আত্মহত্যা চেষ্টা!

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া: বানারীপাড়ায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত অবস্থায় প্রেমিক যুগল জনতার হাতে আটক হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি চাখার ইউনিয়নের জনৈক সৈয়দ সেলিম এর বাড়ি সংলগ্ন একটি বাগানে রোববার রাত ৯টার সময় ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় স্থানীয় কয়েকজন জনতা আটক করে এমন খবর পাওয়া যায়। এ বিষয়ে চাখার সরকারী ফজলুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী রুপা (ছদ্ব নাম) এর বোন জামাতা জানান, আটক হওয়া প্রেমিক যুগলদের অভিভাবকরা ঘটনাস্থলে আসলে ওই রাতেই একজন হুজুর ডেকে মৌখিক ভাবে তাদের বিয়ের কার্য সম্পাদন করা হয়।তবে পরদিন সোমবার বিকেলে চাখার ইউনিয়নের দরবার শরীফ সংলগ্ন মোঃ হামেদ কাজির ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ সাইদুল ইসলাম এর বাড়িতে রেজিষ্ট্রির মাধ্যমে তাদের বিবাহ কার্য সম্পাদন করার কথা ছিলো। তিনি আরও জানান,অদৃশ্য কারনে সোমবার চাখার দরবার সংলগ্ন ছেলের বাড়িতে ওই কলেজ ছাত্রী সহ তার অভিভাবক এবং স্থানীয়রা অবস্থান করলে বাড়ি থেকে সটকে পরে সেনা সদস্য সাইদুল। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায় কলেজ ছাত্রী। পরে রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার স্বজনেরা। জানা গেছে সেনা সদস্য মোঃ সাইদুল ইসলাম চট্টোগ্রামের একটি ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত অবস্থায় বর্তমানে ছুটি নিয়ে এলাকায় অবস্থান করছিলেন। এ বিষয়ে বক্তব্য নিতে ওই সেনা সদস্যের বাড়িতে গেলে তাকে না পাওয়ায় তার বক্তব্য সংযুক্ত করা সম্ভব হয়নি।

মঠবাড়িয়ায় তিন নারীকে কোপানোর ঘটনায় মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন নারীকে কুপিয়ে ও কামড়িয়ে আহত করার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে ২৩ সেপোটম্বর রবিবার মামলা হয়েছে। উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত.শহিদ সরদারের স্ত্রী রুনু বেগম (৫০) তার আপন ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্টেট আদালতে এ মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে মামলাটি এজাহারের নির্দেশ দেন। আসামীরা হলেন, ঘটিচোরা গ্রামের মুনসুর সরদারের ছেলে মাসুদ সরদার (২৫), হানিফ সরদার (৩০), মাসুদ সরদারের স্ত্রী সাবিনা (২০), হানিফ সরদারের স্ত্রী রবেজান (২৫), মৃত. ময়জদ্দিন সরদারের পুত্র মুনসুর সরদার (৫৫) ও পাশর্^বর্তী বামনা উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত. মোবারক সরদারের ছেলে মজিবর সরদার (৪৫)।
মামলা সূত্রে জানা যায়, রুনু বেগমের ভাই মুনসুর সরদারের দুই ছেলে দীর্ঘ্য দিন ধরে মালেয়শিয়া থাকেন। সেই সুবাদে রুনু বেগমের ছেলে মিরাজকে বিদেশে পাঠানোর জন্য মাসুদ সরদার, হানিফ সরদারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা দেন। মিরাজকে তারা বিদেশে না পাঠাইয়া কালক্ষেন করতে থাকে। পরে ওই টাকা ফেরৎ চাইতে গেলে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদের সৃস্টি হয়। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সকালে রুনু বেগম অশ্লীল ভাষায় গালমন্দা করা হয়। এসময় তিনি প্রতিবাদ করতে গেলে তাকে কুপিয়ে জখম করা হয়। এসময় তাকে (রুনু বেগম) মাহামুদা ও রেখা বেগম নামে দুই নারী বাঁচাতে গেলে তাদেরকেও কুপিয়ে ও কামড়িয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বরিশালে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় ‘গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া’ শফিকুল ইসলাম তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুরিশ। শনিবার দুপুরে নিখোঁজ হওয়ার পর গতকাল রোববার বেলা পৌনে ১১ টায় মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানা সংলগ্ন লতা নদী থেকে তার মরদহ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম তুহিন হিজলা উপজেলার হরিনাথাপুর ইউনিয়নের আহসান উল্লাহ খানের ছেলে। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, শনিবার দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল লতা বাজার সংলগ্ন জয়নগর ইউনিয়নের একটি বাগানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে শফিকুল ইসলাম তুহিন নামে ওই যুবক নিজেই লতা নদীতে ঝাঁপ দেয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, শফিকুল ইসলাম নিজ উপজেলার সীমানা ছেড়ে ১৫ কিলোমিটার দূরে পাশের উপজেলার জয়নগর ইউনিয়নে অবস্থান করছিলো। আমাদের কাছে তথ্য ছিলো শফিকুল ইসলামসহ সেখানে উপস্থিত সকলে মাদকের সঙ্গে সম্পৃক্ত। যার সত্যতা যাছাই-বাছাই করেই অভিযানে যায় পুলিশ। এদিকে মৃত শফিকুলের চাচা ও হিজলা উপজেলার হরিনাথাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ খান জানান, শফিকুল ইসলাম ভালো ছেলে ছিলো। সে কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলো না। ডিগ্রি পাস করে ফিলিপাইন যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে সে। তার ভিসাও হয়ে গিয়েছিলো। এক সপ্তাহের মধ্যে সেখানে যাওয়ার কথাও ছিলো। পুলিশ মিথ্যা কথা বলে এড়িয়ে যাচ্ছে।

বরিশালে বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনা মামলায় শ্রমিকের সাঁজা বৃদ্ধি ও শ্রমিক স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিরুদ্ধে বরিশালে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর চরেরবাড়ি এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুম খন্দকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সহকারী সম্পাদক মো. বাদল, দপ্তর সম্পাদক মো. মাসুদ ও অর্থ সম্পাদক সবুজ হাওলাদার সহ অন্যানরা।

এসময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার নতুন আইনে সাঁজার মেয়াদ বৃদ্ধি করায় ট্যাংক লরি শ্রমিকরা আতংকিত হয়ে পড়েছে। ফাঁসির আশংকা নিয়ে তারা ট্যাংক লরি চালাতে অনীহা প্রকাশ করছে। যার কারণে ট্যাংক লরি চালানোর জন্য শ্রমিক পাওয়া বিভিন্ন স্থানে জ্বালানী সরবরাহ বিঘিœত হচ্ছে। জ্বালানী পরিবহন স্বাভাবিক রাখতে সড়ক পরিবহন আইন সংস্কারের দাবী জানান বক্তারা। অনতি বিলম্বে এই আইনের সংস্কার না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারী দেন ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতারা।

বরিশালে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদকঃ “ইশারা ভাষার সাথে প্রত্যেকেই অন্তভূক্ত এ বানী নিয়ে বরিশালে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ২০১৮ পালিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয় বধির সংস্থা বরিশাল জেলা শাখা।
ইশারা ভাষাকে কথা ভাষার সমমর্যদা দিতে হবে।ইশারা ভাষা বধির সমাজের উন্নয়নে অবদান রাখতে সক্ষম সহ ২২দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।

বধির বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ফজলে এলাহী খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সভাপতি আজিজ হোসেন,যুগ্ম সম্পাদকরেহমান জাসি রাব্বি ও তাওহিদ ইসলাম শাওন।

বরিশালে স্বেচ্ছাসেবকদল সম্পাদক এর উপর হামলাকারীদের গ্রেফ্রতারের দাবী

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু’র উপর কতিপয় চিহ্নিত জঙ্গি সন্ত্রাসী কর্তৃক হামলা করে কুপিয়ে জখম করার প্রতিবাদে ও দ্রুত হামলাকারী সন্ত্রসীদের গ্রেপতারের দাবী জনিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল।

আজ রোববার সকাল ১১টায় সদররোড বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে।

মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন,মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খান মোঃ আনোয়ার,সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,মতিউর রহমান মিঠু,তারেক সোলাইমান,সাইদুল ইসলাম ও ডাঃ মোঃ আনিস।
বক্তারা অভিলম্বে মসিউর রহমান মঞ্জুর উপর হামলাকারীদের গ্রেপতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

 

বরিশাল বিভাগের ৫ জয়িতাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদকঃ তোমরাই বাংলাদেশের বাতি ঘর এ শ্লোগান এবারের শ্রেষ্ট জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাশ বলেছেন,আমাদের দেশের অগ্রযাত্রায় মেয়েরাই বেশী অবদান রাখছে।এক সময়ে দেশে নারীদের কাজের সম্মান সঠিকভাবে মূল্যায়ন করা হত না।পূর্বে যেখানে অর্থের বিষয় ছিল সেখানে নারীদের স্থান দেয়া হত না।বতমান সময়ে ছেলে-মেয়েদের মাঝে কোন কাজেই পার্থক্য নেই। দেশ আজ যেভাবেই এগিয়ে যাচ্ছে তার পিছনে জয়িতাদের অবদান রয়েছে।
আজ রোববার অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে অনুষ্টিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যলয়ের সহযোগীতায় বরিশাল বিভাগীয় প্রর্যায়ে ৫ শ্রেষ্ট জয়িতা সহ অন্যান্য ক্যাটাগরিতে অরো ২৫ জয়িতাকে ক্রেস্ট,সনদ ও নগদ আর্থিক সহযোগীতা করা হয়।
বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগমের সভাপতিত্বে জয়িতা সম্মাননা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড.মোসারেফ হোসেন,বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ তরিকুল ইসলাম,বরিশাল জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান,বরগুনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন,বরিশাল সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি অধ্যাপিক (অবঃ) শাহ সাজেদা, উন্নয়ন সংস্থা আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আরো বলেন,আপনারা যারা জীবন যুদ্বে হেরে যাননি বলেই আজ সরকারীভাবে জয়িতা হিসাবে সম্মানিত হয়েছেন।

আপনাদের মনে রাখতে হবে আপনারা শুধু নিজেদেরকে একজন মেয়ে হিসাবে নয় নিজেকে একজন মানুষ হিসাবে দেখার আহবান জানান।

এসময় বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাকসুদা বেগম যিনি ৭ভাই-বোনের সংসারে ৫সন্তান নদী ভাংগনের ফলে ভসত ভিটাহীন হয়ে অন্যের বাড়িতে আশ্রয় গ্রহন করে।এক প্রর্যায়ে অলস অসচ্ছল দীন মজুর ছেলের সাথে বিয়ে হয়।
পরবর্তিতে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তার ৫টি সন্তান সন্তানের মৃত্যু হয়।
মাকসুদা অর্থনৈতিক সফলতা অর্জনকারী নারী হিসাবে নিজেকে তৈরী করার কারনে তাকে শ্রেষ্ট জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উজিয়ালখাল, গ্রামের প্রিয়ংবদা ভট্রাচার্য্য। ঝালকাঠী সদর উপজেলার শাহবানু বেগম সফল জননী হিসাবে জয়িতার সম্মান অর্জন করেন। পটুয়াখালী সদরের হাসিনা আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করে নিজেকে তৈরী করেন।বরগুনা জেলার তালতলী উপজেলার নামিশেপাড়ার উপজাতী মিসেস মায়া রাখাইন সমাজ উন্নয়নে শিক্ষায় অসামান্য অবদান রাখায় তাকে শ্রেষ্ট জয়িতা হিসাবে সম্মাননা দেয়া হয়।

বরিশাল বিভাগের ৫জন শ্রেষ্ট জয়িতাকে ক্রেস্ট,সনদ ও নগদ ১০হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হয়।

এছাড়া জয়িতা সম্মাননা অনুষ্টানে বরিশাল বিভাগের আরো ২৫জন জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে ক্রেস্ট,সনদ ও নগদ ২ হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হয়।
এর পূর্বে সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেস্টুন অবমুক্ত করে জয়িতা সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বরিশালে ইউপি চেয়ারম্যান নান্টু হত্যার শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বামনা উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট।
রবিবার সকালে বামনা উপজেলার গোলচত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বামনা উপজেলার ৪টি ইউনিয়ন থেকে প্রায় শতাধীক হিন্দু নেতারা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বামনা উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা বিপ্লব কর্মকার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ রায় মাধব, বামনা উপজেলা সভাপতি মনোতোষ হাওলাদার, সাধারণ সম্পাদক রতন মালাকর, বামনা সদর ইউনিয়ন সভাপতি সুদেব হাওলাদার, ডৌয়াতলা ইউনিয়ন সভাপতি তন্ময় হাওলাদার, যুব মহাজোট নেতা রথীন্দ্রনাথ হাওলাদার, উত্তম মিস্ত্রী প্রমূখ।
সভায় বক্তারা উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জল্লা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টুকে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি করে যারা হত্যা করেছে তাদের সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
উল্লেখ্য গত শুক্রবার রাত ৮টার দিকে উজিরপুরের জল্লা ইউনিয়নের কারফা বাজারে কয়েকজন দুর্বৃত্ত্বদের গুলিতে নিহত হয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু।

বেনাপোলে অবৈধ অনুপ্রবেশ করায় দুই নাইজেরিয়ান নাগরিক আটক

জাহিরুল ইসলাম মিলন, যশোর ব্যুরো প্রধানঃ বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বৈদেশিক মুদ্রাসহ একাধিক পাসপোর্ট সহ দুুুুজন নাইজেরিয়ার নাগরিক আটক করেছে বিজিবি।

নান্না ও রাজ্জাক নামে এই দুই নাইজেরিয়ান নাগরিককে আজ রবিবার পুটখালী সীমান্ত থেকে আটক করা হয।

২১ বিজিবি, পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদে জানা যায় যে ভারত থেকে দুইজন নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করছে। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের পুটখালী ক্যাম্পে এনে তল্লাশি করে ৪টি হাত ঘড়ি, ৬ টি মোবাইল, মার্কিন ডলার ৪০০ ভারতীয় রুপি, ২৩২০ নাইজেরিয়ান টাকা ১০ হাজার বাংলাদেশী টাকা ৫ হাজার ৫শত পাসপোর্ট ৬ টি ক্যাস কার্ড ৮ টি ডিভিডি প্লেয়ার ১টি উদ্ধার করা হয়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআ্ই দেলোয়ার হোসেন বলেন ধারনা করা হচ্ছে এরা ফুটবল খেলার জন্য বাংলাদেশে প্রবেশ করছে।