বরিশালে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় ‘গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া’ শফিকুল ইসলাম তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুরিশ। শনিবার দুপুরে নিখোঁজ হওয়ার পর গতকাল রোববার বেলা পৌনে ১১ টায় মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানা সংলগ্ন লতা নদী থেকে তার মরদহ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম তুহিন হিজলা উপজেলার হরিনাথাপুর ইউনিয়নের আহসান উল্লাহ খানের ছেলে। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, শনিবার দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল লতা বাজার সংলগ্ন জয়নগর ইউনিয়নের একটি বাগানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে শফিকুল ইসলাম তুহিন নামে ওই যুবক নিজেই লতা নদীতে ঝাঁপ দেয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, শফিকুল ইসলাম নিজ উপজেলার সীমানা ছেড়ে ১৫ কিলোমিটার দূরে পাশের উপজেলার জয়নগর ইউনিয়নে অবস্থান করছিলো। আমাদের কাছে তথ্য ছিলো শফিকুল ইসলামসহ সেখানে উপস্থিত সকলে মাদকের সঙ্গে সম্পৃক্ত। যার সত্যতা যাছাই-বাছাই করেই অভিযানে যায় পুলিশ। এদিকে মৃত শফিকুলের চাচা ও হিজলা উপজেলার হরিনাথাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ খান জানান, শফিকুল ইসলাম ভালো ছেলে ছিলো। সে কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলো না। ডিগ্রি পাস করে ফিলিপাইন যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে সে। তার ভিসাও হয়ে গিয়েছিলো। এক সপ্তাহের মধ্যে সেখানে যাওয়ার কথাও ছিলো। পুলিশ মিথ্যা কথা বলে এড়িয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *