বরিশাল বিভাগের ৫ জয়িতাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদকঃ তোমরাই বাংলাদেশের বাতি ঘর এ শ্লোগান এবারের শ্রেষ্ট জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাশ বলেছেন,আমাদের দেশের অগ্রযাত্রায় মেয়েরাই বেশী অবদান রাখছে।এক সময়ে দেশে নারীদের কাজের সম্মান সঠিকভাবে মূল্যায়ন করা হত না।পূর্বে যেখানে অর্থের বিষয় ছিল সেখানে নারীদের স্থান দেয়া হত না।বতমান সময়ে ছেলে-মেয়েদের মাঝে কোন কাজেই পার্থক্য নেই। দেশ আজ যেভাবেই এগিয়ে যাচ্ছে তার পিছনে জয়িতাদের অবদান রয়েছে।
আজ রোববার অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে অনুষ্টিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যলয়ের সহযোগীতায় বরিশাল বিভাগীয় প্রর্যায়ে ৫ শ্রেষ্ট জয়িতা সহ অন্যান্য ক্যাটাগরিতে অরো ২৫ জয়িতাকে ক্রেস্ট,সনদ ও নগদ আর্থিক সহযোগীতা করা হয়।
বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগমের সভাপতিত্বে জয়িতা সম্মাননা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড.মোসারেফ হোসেন,বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ তরিকুল ইসলাম,বরিশাল জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান,বরগুনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন,বরিশাল সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি অধ্যাপিক (অবঃ) শাহ সাজেদা, উন্নয়ন সংস্থা আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আরো বলেন,আপনারা যারা জীবন যুদ্বে হেরে যাননি বলেই আজ সরকারীভাবে জয়িতা হিসাবে সম্মানিত হয়েছেন।

আপনাদের মনে রাখতে হবে আপনারা শুধু নিজেদেরকে একজন মেয়ে হিসাবে নয় নিজেকে একজন মানুষ হিসাবে দেখার আহবান জানান।

এসময় বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাকসুদা বেগম যিনি ৭ভাই-বোনের সংসারে ৫সন্তান নদী ভাংগনের ফলে ভসত ভিটাহীন হয়ে অন্যের বাড়িতে আশ্রয় গ্রহন করে।এক প্রর্যায়ে অলস অসচ্ছল দীন মজুর ছেলের সাথে বিয়ে হয়।
পরবর্তিতে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তার ৫টি সন্তান সন্তানের মৃত্যু হয়।
মাকসুদা অর্থনৈতিক সফলতা অর্জনকারী নারী হিসাবে নিজেকে তৈরী করার কারনে তাকে শ্রেষ্ট জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উজিয়ালখাল, গ্রামের প্রিয়ংবদা ভট্রাচার্য্য। ঝালকাঠী সদর উপজেলার শাহবানু বেগম সফল জননী হিসাবে জয়িতার সম্মান অর্জন করেন। পটুয়াখালী সদরের হাসিনা আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করে নিজেকে তৈরী করেন।বরগুনা জেলার তালতলী উপজেলার নামিশেপাড়ার উপজাতী মিসেস মায়া রাখাইন সমাজ উন্নয়নে শিক্ষায় অসামান্য অবদান রাখায় তাকে শ্রেষ্ট জয়িতা হিসাবে সম্মাননা দেয়া হয়।

বরিশাল বিভাগের ৫জন শ্রেষ্ট জয়িতাকে ক্রেস্ট,সনদ ও নগদ ১০হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হয়।

এছাড়া জয়িতা সম্মাননা অনুষ্টানে বরিশাল বিভাগের আরো ২৫জন জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে ক্রেস্ট,সনদ ও নগদ ২ হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হয়।
এর পূর্বে সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেস্টুন অবমুক্ত করে জয়িতা সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *