বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে মেলায় ঘুরছে শিক্ষার্থীরা

আকিব মাহমুদ,বরিশালঃ বরিশাল নগরীর বিএম স্কুল (ব্রজমোহন) মাঠে শুরু হওয়া তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলায় ভিড় বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের। চলতি মাসের ৯ তারিখ উদ্বোধনের পর থেকে মেলায় ক্রমাগত ভিড় বাড়তে শুরু করে ক্রেতা ও দর্শনার্থীদের। তবে মঙ্গলবার সকাল ১১টায় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে মেলায় আগত দর্শনার্থীদের অধিকাংশই স্কুল কলেজের ছাত্রছাত্রী। ক্লাস টাইমে ইউনিফর্ম পরেই তাদের মেলায় ঘুরতে দেখা গেছে। ক্লাস ফাঁকি দিয়ে মেলায় ঘুরে বেড়ানোর কথা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে কেউ রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন,একা মেলায় ঘুরে বেড়াতে ভাল লাগেনা তাই বন্ধু বান্ধব মিলে ক্যাম্পাস থেকে দলবদ্ধ হয়ে ঘুরতে আসা। আরেক শিক্ষার্থী বলেন আমরা ক্লাস টাইমে ঘুরলে ক্ষতি আমাদের হবে, কিন্তু আপনাদের সমস্যা কোথায়।
নাম প্রকাশ না করার শর্তে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের ঘুড়ে বেড়ানো প্রসঙ্গে এক শিক্ষক বলেন, আমরা চাই শিক্ষার্থীরা ক্লাসমুখী হোক, কিন্তু তারপরেও তারা যদি ক্লাসে না এসে বাইরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের কি করার আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *