মহীপুরের সড়কে নরক যন্ত্রনা

মোঃ আরিফ বিল্লাহ নাছিমঃ পটুয়াখালীর মহিপুরের সদর ইউনিয়নের মহিপুর বাজার হতে নজিবপুর এবং কাটাভারানী পর্যন্ত প্রায় ১০কি.মি. সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকায় প্রায় ১৫টি গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের চলমান এ ভোগান্তি নিরসনে এলকাবাসী দাবী জানিয়ে সমস্যার সমাধানে উদাসীন সংশ্লিস্ট কর্তৃপক্ষ। এমন দাবী ভূক্তোভোগী মানুষের।

সরজমিনে দেখা যায়, মহিপুর বাজার হতে কাটাভারানি পর্যন্ত ৫কি.মি বেবিবাধ সড়ক দিয়ে মহিপুর, বিপিনপুর, সেরাজপুর, লতিফপুর, নিজ শিববাড়িয়া, কাটাভারানি ও পার্শ্ববর্তী ডাবলুগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ মহিপুর থানা সদরে যাতায়াত করে থাকে। সড়কটির বিভিন্ন অংশে মাটি ক্ষয়ে সৃস্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। এ সড়কের মহিপুর বাজার হতে প্রায় ২কি.মি. ইট বিছানো ছিল। বর্তমানে তার চিহ্ন পর্যন্ত নেই। সামান্য বৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একই অবস্থা মহিপুর বাজার হতে নজিবপুর পর্যন্ত প্রায় ৫কি.মি. সড়কের। বন্যা নিয়ন্ত্রণ বেবিবাধ এ সড়কের অধিকাংশ জায়গায় মাটি ক্ষয়ের ফলে বাধঁ হয়ে পড়েছে অপ্রশস্থ। স্থানীয়রা জানায়, বেড়িবাঁধের স্লোপে বসবাসকারী মানুষ তাদের প্রয়োজনে বেড়িবাঁধ থেকে মাটি কেটে নেয়ার ফলে এ দশায় পরিনত হয়েছে। এছাড়াও বেড়িবাঁধ নির্মাণের পর থেকে কোন সংস্কার কাজ না হওয়ায় চলাচলের উপযোগীতা হারানোসহ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে এ বেড়িবাঁধ সড়ক। বর্ষা হলে রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায়।রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন হবে এমন প্রত্যাশায় এলাকাবাসী জানান, জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের কথা বললেও তা এখনো কার্যকর হয়নি। মহিপুর ইউপি চেয়ারম্যান আ. সালাম আকন বলেন, এসব সড়ক সংস্কারের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী আ. মন্নান জানান, বেড়িবাঁধগুলো পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। পানি উন্নয় বোর্ডের আওতায় এসব বেরিবাধ উচুকরণের কাজ চলমান রয়েছে।

বরিশালে দেড় বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

নিজস্ব প্রতিবেদকঃ ঠিকাদারের গাফিলতি, খামখেয়ালীপনা আর নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে শুরু করা বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজার থেকে চাঁদশী সংযোগ সড়ক পর্যন্ত জনগুরুত্বপূর্ন এক কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজ দেড় বছরেও শেষ হয়নি। উন্নয়নের নামে সড়কের বেড খুড়ে যত্রতত্র খোয়া ফেলে রাখায় এলাকার লোকজনের চলাচলে চরম ভোগান্তি হলেও এলজিইডি বিভাগের কোন মাথা ব্যথা নেই। এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা মডেল ইউনিয়নের গৈলা বাজার থেকে চাঁদশী সংযোগ সড়ক পর্যন্ত পাঁকা করণের জন্য ১কোটি ২৪লাখ ৫৩হাজার ৬শ ৭২টাকা ব্যায়ে ২০১৭ সালের মার্চ মাসে টেন্ডার আহ্বান করে এলজিইডি বিভাগ। টেন্ডারে সেরনিয়াবাত ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে এলজিইডি বিভাগ থেকে কার্যাদেশ প্রদানের পর ওই বছর এপ্রিল মাসে কাজ শুরু করে ঠিকাদার। ঠিকাদার কাজটি নিজে না করে মধ্যশিহিপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য ঠিকাদার হানিফ সরদারের কাছে বিক্রি করে দেয়। ক্রয়কারী ঠিকাদার হানিফ সরদার কাজের শুরুতেই স্থানীয়দের আপত্তির মুখেও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেন। সড়কের বেড খুড়ে মাঝে মাঝে খোয়া দিয়ে দেড় বছর পর্যন্ত নির্মান কাজ ফেলে রাখেন তিনি। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজের শুরুতেই ঠিকাদার সড়কটি কার্পেটিংয়ের জন্য বিভিন্ন অংশে নিন্মমানের নির্মান সামগ্রী স্তুপ করে রাখে। কাজের তদারকির দ্বায়িত্বে থাকা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, নিম্ন মানের নির্মান সামগ্রী সাইট থেকে সরিয়ে নিতে ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে ঠিকাদারকে দ্রুত কাজ সমাপ্ত করতেও নির্দেশ দেয়া হয়েছে। খুব শিঘ্রই ভাল মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ শুরু করা হবে বলেও জানান ওই উপ-সহকারী প্রকৌশলী।

বরিশালে প্রবীণ হিতৈষী দিবস পালন

ডেস্ক রিপোর্টঃ বরিশালে প্রবীণদের স্বরনে ও শ্রদ্বার মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে আন্তর্জাতিক প্রবীন হিতৈষী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শেষ্ঠ প্রবীণদের ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।

আজ ১লা অক্টোবর সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস উপলক্ষে টাউন হল মঞ্চে বরিশাল হিতৈষী সংঘের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার।
বিশেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজসেবা উপ-পরিচালক আল্ মামুন তালুকদার,বীর মুক্তিযুদ্বা এমজি কবীর ভুলু,শ্রেষ্ঠ প্রবীণ বরিশালের সাদা মনের মানুষ সমাজসেবক বিজয় কৃষ্ণ দে প্রমুখ।
এবারের প্রবীণ দিবস উপলক্ষে সরকারীভাবে বিজয় কৃষ্ণ দে,ফাতেমা বেগম,হাবিবুর রহমান ও বরিশাল সমাজসেবার পক্ষ থেকে মোঃ আতাউল্লাহ ও সামসুন্নাহারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন ও বরিশাল প্রবীন সংঘের নির্বাহী সদস্য আহসান উল্লাহ মইনুল।
এর পূর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্কবরে সে শেষ করে।

বরিশালে পুস্তক প্রকাশক ও বিক্রিতা সমিতির বিভাগীয় সম্মেলন

ডেস্ক রিপোর্টঃ বরিশালে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রিতা সিমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপি নগরীর বগুড়ারোডস্থ রংধনু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুস্তক প্রকাশক ও বিক্রিতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি মো. আরিফ হোসেন (ছোটন)।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান সরকার জামাল,নেছার উদ্দিন হাওলাদার,নিরুপ সাহা নিরু,রতন চন্দ্র পাল,মো. এনায়েত করিম,কায়সার-ই-আলম প্রধান,শ্যামল পাল,মির্জা আলী আশরাফ কাসেম,কামরুল হাসান শায়ক,এম.শরিফ উল আলম,কাজী জহিরুল ইসলাম বুলবুল,কাজী শাহ আলম,এম আনায়ারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চলনা করেন খন্দকার আমিনুল ইসলাম লিমন।

নিভুনিভু করছে রাজাপুরের আলেয়ার জীবনের আলো

রহিম রেজা, ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরের পশ্চিম চর ইন্দ্রপাশা গুচ্ছগ্রামের হতদরিদ্র অসহায় জয়নাল হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমের (৫০) দু’পাসহ শরীরে চর্ম রোগ ও সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন। দীর্ঘ প্রায় চার বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা করালেও কোন উপকারে আসেনি বরং অর্থ-সম্পদ হারিয়ে আজ পথে বসার উপক্রম হয়েছে। বর্তমানে আলেয়ার পরিবারের দিন কাটছে অর্ধাহানে অনাহারে। সর্বশেষ আলেয়ার চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাক্তার আব্দুল হাকিমের কাছে গেলে তিনি জরুরি ভিত্তিতে তাকে ভারতে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু আলোয়ার পরিবারের পক্ষে ভারতে নিয়ে চিকিৎসা করানো কোনভাবেই সম্ভব নয়, তাই দেশের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেছেন আলেয়ার পরিবার। আলেয়ার স্বামী দরিদ্র জয়নাল হাওলাদার জানান, তার তিন ছেলে ও এক মেয়েসহ ৮ সদস্যের পরিবার। নিজের জমি বা অন্য কোন আয়ের উৎস নেই। মাথা গোজার ঠাই হিসাবে উপজেলার পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের বাশতলা এলাকার গুচ্ছগ্রামে একটি ঘর পেয়েছেন। সেখানে থেকে তার দিনমজুরের কাজ করে সংসারের খরচ চালোতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও খেয়ে পড়ে ভালোই ছিলেন তার পরিবারটি। কিন্তু ৪ বছর আগে স্ত্রী আলেয়ার শরীরে এলার্জি ও দুই পায়ে দীর্ঘমেয়াদি একজিমা সোরিয়াসিসসহ নানা জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসা শুরু হয় আলেয়ার। দীর্ঘ চার বছর ধরে বরিশাল, ঢাকা, খুলনায় অনেক নামকরা চর্ম বিশেষজ্ঞ ডাক্তারসহ আরো অনেক ডাক্তার দেখিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। ডাক্তাররা রোগটির নাম বলেছেন দীর্ঘমেয়াদি একজিমা সোরিয়াসিস। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অনেক ঔষধ খেয়েছেন। আজ পর্যন্ত কোন উপকার মেলেনি। দিন দিন তার রোগের সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ ৪ বছর চিকিৎসা করাতে গিয়ে স্থানীয় একাধিক লোকের কাছ থেকে ধার ও সুদে টাকা নিয়েছেন এবং একাধিক এনজিও’র কাছ থেকে লোন নিয়ে বর্তমানে জয়নাল পথে বসেছেন। আলেয়ার জন্য নিয়মিত ঔষধ কিনতে পাছেন না তিনি। আলেয়া ঘরে বসে দিনের পর দিন শরীরের অসহ্য যন্ত্রনায় কেঁদে কাটাচ্ছেন। বর্তমানে তার শরীর ফুলে গেছে। খাওয়া-যাওয়াও সঠিকভাবে করতে পারছেন না তিনি। জয়নাল আরো জানান, টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। আলেয়া বেগম জানান, বর্তমানে শরীরে এতো পরিমান জ¦ালা যন্ত্রনা শুরু হয়েছে যা সহ্য করা সম্ভব নয়। শরীর ফুলে উঠেছে, খেতে পারছেন না তিনি। এর চেয়ে মৃত্যু হলেও শান্তি হতো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। আলেয়া বেগম সমাজের ধনী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য ও দোয়া কামনা করেছেন। তাতে তিনি ভারত গিয়ে চিকিৎসার করিয়ে সুস্থ্যভাবে জীবন যাপন করতে পারেন। গত জুন মাসে তার শেষ চিকিৎসা করেন ঢাকা সিএমএইচ বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাক্তার আব্দুল হাকিম (অবঃ)। তিনি বলেছেন, আলেয়ার রোগের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখে মনে হয়েছে যে, তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তার দু’পায়ে মারাত্মক ইনফেকশন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ভারত গিয়ে এ রোগের চিকিৎসা করাতে প্রায় ২ লাখ টাকা লাগতে পারে বলে ডাক্তার আব্দুল হাকিম ধারনা করছেন। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। এক সময় এ রোগ তার দুই পা থেকে সমস্ত শরীরে ছড়িয়ে পরবে। দ্রুত তার চিকিৎসা না হলে এক সময় এ রোগে মারাও যেতে পারেন আলেয়া। এমতাবস্থায় অসহায় আলেয়ার ও নিরুপায় সন্তানরা সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আন্তরিক সহযোগীতা ও সাহায্য কামনা করেছেন। অসহায় আলেয়ার চিকিৎসার সাহায্য বা যোগাযোগ করুন, জয়নাল হাওলাদার-০১৮৬০০৫৬৯০৯ (বিকাশ ব্যক্তিগত) ও রাজাপুর সোনালী ব্যাংক শাখার সঞ্চয়ী হিসাব নং-৮৯৭৬।

কোটি টাকার মেগা প্রকল্প থেকে বাদ পড়ল ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজ!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর বাইপাস থেকে কাঁঠালিয়ার আমুয়া ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ ৩১ কিলোমিটার সড়কের ৪টি ব্রীজসহ সড়ক নির্মান কাজ শুরু হলেও রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মীরের হাটের উত্তর পাশের দাসের তাল্লুক নামক এলাকার খালের ওপরের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজটিবাদ পড়েছে। এ প্রকল্পে কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে এ কাজ সম্পন্ন হবে কিন্তু এ ব্রীজটি তখন এ সড়কের গলার কাটা হয়ে দাড়াবে। জানা গেছে, রাস্তা নির্মানের সময় ওই খালটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। পরে এলাকাবাসী কৃষি কাজের পানির জন্য রাস্তা কেটে পাইপের মাধ্যমে পানি চলাচল ব্যবস্থা করেন। পানির স্রোতে এক সময় সেই পাইপ ভেসে যায়। তড়িঘড়ি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই খালের দুই পাড়ে কোন গাইড ওয়াল না করে শুধু মাটির ওপরে বেইলি ব্রীজের ষ্ট্রাকচার স্থাপন করেন। ওই সড়কের কোথাও গাইড ওয়াল ছাড়া শুধু মাটির ওপরে এরকম কোন ঝুকিপুর্ন ব্রীজ নাই। ৪টি ব্রীজসহ ওই সড়কের কাজ শুরু হলেও ওই ঝুকিপুর্ন ব্রীজটি বাদ পড়ে এ মেগা প্রকল্প থেকে। স্থানীয়রা জানান, বর্তমানে চলমান প্রকল্পটির কাজ বাস্তবায়ন হলে এ সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচল করবে। তখন এ ব্রীজটি যেকোন সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটবে। এরকম ঝুকিপূর্ণ ব্রীজবাদ দিয়ে এ প্রকল্প সম্পন্ন করা সঠিক হয়। তাই দ্রুত এ ব্রীজটি ভেঙে নতুন ঢালাই ব্রীজ নির্মান করার দাবি এলাকাবাসীর। ঝালকাঠির সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ১শ’ কোটি টাকা ব্যয়ে ঝালকাঠির রাজাপুর বাইপাস থেকে কাঁঠালিয়ার আমুয়া ফেরীঘাট পর্যন্ত দীর্ঘ ৩১ কিলোমিটার সড়কের দুই পাশে ৬ ফুট বৃদ্ধি ও ৪টি ব্রীজসহ নির্মান কাজ ৩০ শে জুন ২০১৮ সালে শুরু হয়েছে। ৩০শে জুন ২০১৯সালে শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো লাগতে পারে। এ বরাদ্ধের মধ্যে পুটিয়াখালি গ্রামের সাতানী খালের ওপর একটি ব্রীজ, সেন্টারের হাট খালের ওপর একটি ব্রীজ, কচুয়া খালের ওপর একটি ব্রীজ ও কাঁঠালিয়া খালের ওপর একটি ব্রীজ নির্মান করা হবে। তবে রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মীরের হাটের উত্তর পাশের দাসের তাল্লুক নামক এলাকার খালের ওপরের ঝুকিপুর্ন বেইলি ব্রীজটি এই বরাদ্ধের মধ্যে নাই। এ ঝুঁকিপূর্ণ ব্রীজটি সম্পর্কে উর্ধ্বতনদের অবহিত করা হবে।

মা ইলিশ রক্ষায় কুয়াকাটায় মতবিনিময় সভা

মোঃ আরিফ বিল্লাহ নাছিম ,কুয়াকাটাঃ আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত (২২দিন) ইলিশ প্রজনন মৌসূম ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলে ও মৎসজীবিদের নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে। “মা ইলিশ রক্ষা কর” ইলিশ সম্পদ বৃদ্ধি কর” এ স্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১টায় কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, পটুয়াখালী জেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন চৌধূরী, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর আলম, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন, কুয়াকাটা পৌর প্যানেল মেয়র মোঃ পান্না হাওলাদার, কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মোঃ নিজাম শেখ প্রমূখ।
সভায় বক্তারা জেলে,মৎস্য আড়ৎদারদের বলেন, চলতি বছর ৭ অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম নির্ধারণ করেছে মৎস্য অধিদপ্তর। ইলিশ প্রজননকালীন সময়ে মৎস আইন অনুযায়ী ইলিশ নিধন, সংরক্ষন, মজুদ ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন মৌসুমে মৎস্য আইন অমান্য করে ইলিশ শিকার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই ইলিশের প্রজনন বৃদ্ধিতে সকল মৎস্য জীবিদের সহযোগিতা কামনা করেন তারা। এর আগে সকাল ১০টায় মৎস্যবন্দর মহিপুর এবং বেলা ১১টায় আলীপুর বন্দরের জেলে ও আড়ৎদারদের নিয়ে জন সচেতনতামুলক সভা করা হয়েছে।

কুয়াকাটার পুজামন্ডপে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

কুয়াকাটা প্রতিনিধি: শরতের আগমনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা। শারদীয় দূর্গা উৎসবে দেবী আগমনের উপলক্ষে কুয়াকাটায় পুজামন্ডপে এখন চলছে প্রতিমা শিল্পীর শেষ তুলির আচড়। প্রতিমা শিল্পিরা সারাদিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে খড় কুটো আর জল মাটির সমন্বয়ে গড়ে তুলেছেন মা দূর্গার দেবি। দেবি দূর্গা ও তার বাহন কার্তিক,গণেশ,লক্ষি ও সরস্বতিদের এখন শুধু শিল্পির তুিলর নিপুন ছোয়া পাবার পালা। মন্দির ও পূজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ । সাজ সজ্জায় বৈচিত্র আনতে মন্ডপে মন্ডপে চলছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানকার মন্দির গুলো অনেক টাকা খরচ করে ঝাকঝমকপূর্ন ভাবে তৈরি করেছে। প্রতিমা শিল্পিরা জানিয়েছেন আগে ছোট ছোট মন্ডপে ১-২ লাখ টাকা ব্যয় হতো। মালামালের দাম বৃদ্দি ,শিল্পিদের পারিশ্রমিক বাড়ার কারনে খরচ এখন প্রায় দিগুন। শেষ মূহূর্তে দেবিকে পড়াবেন পোষাক পরিচেছদ সহ অন্যান্য আল্পনা । পঞ্জিকা মতে আগামি ১৪ই অক্টোবর শুরু হবে শারদীয় দূর্গা পূজা। এ দিন হবে ষষ্ঠি পূজা। আর দশমিতে চোখের জলে দেবি বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা এ ছাড়া ও মিশ্রি পাড়া, মম্বি পাড়াসহ অন্যান্য মন্ডপের কাজ শেষ পর্যায় । নীলগঞ্জ ইউনিয়নের শ্রৗ শ্রৗ গেীরগোবিন্দ সেবা আশ্রম পূজা পরিচালনা কমিটির সভাপতি বাবু কমলেশ হাওলাদার দাবি করেছেন সরকারের প্রতি, যাতে পূজায় সরকারি সহায়তা পাওয়া যায়। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইন শৃ্খংলা পরিস্থিতি নিয়ে কথা হয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম তিনি জানান, পূজা সুন্দর ও সার্থক করার জন্য যা যা করার প্রয়োজন তা সবই করা হবে। সব পূজা মন্ডপে পুলিশ মোতায়ন করা হবে।

 

 

দেশে সরকার ও সরকারী দলীয় লোকের বাইরে গনতন্ত্র নেই- জুনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদকঃ পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। মুক্তিযুদ্বে জনগনের আকাঙ্খা গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ব হওয়ার আহবান জানিয়ে গন সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আয়োজনে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সদস্য-শভানুধ্যায়ী অনুষ্ঠানের প্রধান আলোচক গন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি,সূচনা বক্তব্যতে বলেছেন, বাংলাদেশে সরকার ও সরকার দলীয় লোকের বাহিরে কারো গনতন্ত্র নেই।
বর্তমানে দেশে রাজিৈতক পরিস্থিতি তীব্র সংকটের মুখে রয়েছে। এই সংকট তীব্র রুপ সংঘাত বার বার ফিরে আসছে।
এই স্বৈরাচারী সরকার সহ যারা ক্ষমতায় আছেন তারাই এই সংকট তৈরী করছেন।
আগামীতে কেউঃ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে তার কোন নিশ্চয়তা নেই রয়েছে সংশয়।
আমরা বার বার সরকারকে সংযত হওয়ার আহবান জানাচ্ছি কিন্তু সরকার সে পথে হাটছে না।

আজ শনিবার বিকালে নগরীর কির্ত্তনখোলা মিলনায়ত সভা কক্ষে গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠান আয়োজন করেন।
গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি,কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন গন সংহতি আন্দোলনে বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনর রসিদ মাহমুদ।

প্রধান আলোচক জুনায়েদ সাকি আরো বলেন আগামীতে গনতন্ত্র উদ্বারের জন্য সকলকে ঐক্যবদ্ব হওয়ার আহবান জানান তিনি।

 

বরিশালে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অব্যাহত রয়েছে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিকারপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে সাবেক বরিশাল-ঢাকা মহাসড়কের শিকারপুর বন্দর এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহমুদ আউয়ালসহ সংশ্লিষ্ট ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা। এর আগে শুক্রবার বিকাল ৫ টায় বামরাইল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার বাসস্ট্যান্ড এলাকায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কারফা বাজারে এলাকাবাসীর ব্যানারে ও বিকেলে গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় কারফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ হালদার নান্টু।