আইপিএল এর ফাইনালে বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ বাতিল হলে কে হবে চ্যাম্পিয়ন?

স্পোর্টস ডেস্ক :
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৬তম আসরের ফাইনাল। শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে চেন্নাই ‍সুপার কিংস ও গুজরাট টাইটান্স। মেগা ফাইনালের আগে দুশ্চিন্তায় ভক্ত-সমর্থকরা। কারণ শিরোপা নির্ধারণী ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আজ রোববার (২৮ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময়র রাত ৮টায় শুরু হবে ফাইনাল। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের শিরোপার লড়াইয়ে জল ঢালতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আহমেদাবাদের আবহাওয়া সকালের দিকে খুব ভালো এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও সন্ধ্যা নাগাদ আবহাওয়ার মেজাজ বদলে যাবে এবং কালো মেঘে ঢেকে যাবে আকাশ। বলা হচ্ছে সন্ধ্যায় ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৭৮ শতাংশ মেঘলা আকাশ থাকবে এবং ৬৩ শতাংশ আর্দ্রতার সম্ভাবনা রয়েছে।

ফাইনালের জন্য যেহেতু রিজার্ভ ডে রাখা হয়নি, তাই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়েই ভক্তদের জল্পনা-কল্পনা। যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে এমন পরিস্থিতিতে কাট অব টাইম হবে কমপক্ষে ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। দুই দলকে অন্তত পাঁচ ওভার বল করতে হবে।

ওই সময় পর্যন্ত আম্পায়াররা অপেক্ষা করবেন। কাট অব সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।

আর যদি তাই হয় তবে, চেন্নাইকে পেছনে ফেলে শিরোপা জিতবে গুজরাট। কারণ গ্রুপ পর্বে তারা পয়েন্ট টেবিলে সবার ওপরে ছিল। আর দ্বিতীয় অবস্থানে ছিল ধোনির চেন্নাই। তাই বৃষ্টি হলে যে চেন্নাইয়ে কপাল পুড়তে পারে, তা তো বলাই যায়।

গুজরাটের দ্বিতীয় নাকি চেন্নাইয়ের পঞ্চম ?

স্পোর্টস ডেস্ক :
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাত ৮টায় ফাইনালে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। দারুণ খেলেই ফাইনালে উঠে এসেছে এই দুই দল।

টুর্নামেন্টের চলতি আসরের প্রথম কোয়ালিয়াফারে গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই। আর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমান গিলের রেকর্ড সেঞ্চুরিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গুজরাট।

এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল উঠে এলো গুজরাট। ২০২২ সালেই প্রথম আইপিএলে যাত্রা শুরু হয়েছিল দলটির। হার্দিক পান্ডিয়ার হাত ধরে নিজেদের অভিষেকেই চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজিটি। এবার আবারও তারা উঠে এলো ফাইনালে। গত আসরে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় গুজরাট।

আজ সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। আজ ফাইনাল জিতলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে দলটি।

এদিকে, সবচেয়ে বেশি আইপিএলের ফাইনাল খেলেছে চেন্নাই। এ নিয়ে ১০ বার ফাইনালে উঠলো চেন্নাই সুপার কিংস। তার মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা। এবার ফাইনাল জিতলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে ধোনির চেন্নাই।

সুতরাং, কার ঘরে উঠবে শিরোপা-এমন প্রশ্ন আইপিএল প্রেমিদের মনে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে গুজরাট, নাকি পঞ্চমবারের মতো শিরোপা হাতে তুলে নেবেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি?

আর্জেন্টিনার এশিয়া সফরের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :
জুনে এশিয়া সফরে আসছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এশিয়া সফরে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুটি ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ জয়ী দলের লাউতারো মার্তিনেজ ও পাউলো দিবালাকে বাদ দিয়েছেন স্কালোনি। ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলা মার্তিনেজ গোড়ালির সমস্যায় ভুগছেন। এজন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

দলে তৃতীয় গোলকিপার হিসেবে জায়গা হয়েছে নতুন মুখ ওয়াল্টার বেনিতেজের। মার্শেইর সঙ্গে দারুণ মৌসুম কাটিয়ে কয়েক বছর পর দলে ফিরেছেন লিওনার্দো বালের্দি। আক্রমণে অন্তর্ভুক্ত করা হয়েছে নবাগত আলেহান্দ্রো গারনাচোকে। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে ডাক পেয়েছেন পাঁচ বছর পর।

ক্লাব ফুটবলের মৌসুম শেষ হওয়ার পর ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আরেকটি ইন্দোনেশিয়া। এই দুটি প্রীতি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে। আগামী ১৫ জুন বেইজিংয়ে হওয়া ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ১৯ জুন ইন্দোনেশিয়ার জার্কাতায়। সেখানে মেসিদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।

আর্জেন্টিনা দল

গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা।

মিডফিল্ডার : দিয়েন্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, এজিকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লু সেলেসো।

ফরোয়ার্ড : লুকাস ওকাম্পোস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস।

আইপিএলের ফাইনাল আজ, কে হাসবে শেষ হাসি ?

স্পোর্টস ডেস্ক :
আইপিএলের চলতি আসরের শুরু ও শেষ একই সুতোয় গাঁথা। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল যারা, আজ সেই চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সই খেলবে মেগা ফাইনালে। এই ম্যাচ দিয়ে দুই মাসের ক্রিকেট যুদ্ধের ইতি ঘটবে। জানা যাবে কার হাতে ওঠবে সেই সোনালি ট্রফি।

রেকর্ড দশমবারের মতো ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সুযোগ রেকর্ড পঞ্চম শিরোপা ঘরে তোলার। অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার গুজরাটের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার। গুজরাটের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।

ফাইনালটা যে জমজমাট হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফাইনাল খেলতে যাওয়া দুদলই পুরো আসরজুড়ে দেখিয়েছে আধিপত্য। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছিল গুজরাট। চেন্নাই ছিল দ্বিতীয় অবস্থানে। ফাইনাল বলেই কাউকে এগিয়ে রাখা কঠিন।

এই ম্যাচে আত্মবিশ্বাসের দিক দিয়ে চেন্নাই থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে গুজরাট। কারণ প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দাপুটে জয় পেয়েছে গুজরাট। এর ওপর খেলা ঘরের মাঠ আহমেদাবাদে। যেখানে ব্যাট হাতে দুর্দান্ত শুভমান গিল-পান্ডিয়ারা।

তবে প্রতিপক্ষের মাঠে খেলা হলেও চেন্নাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এর আগে ৯ বার ফাইনালে খেলা দলটি, কীভাবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের চাপ সামাল দিতে হয়, তা বেশ ভালো করেই জানে। ধোনির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে।

গুজরাটের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে মোহাম্মদ শামি-পাথিরানাদের বোলারদের ফর্ম। প্রথম কোয়ালিফায়ারে চ্যালেঞ্জিং স্কোর গড়েই গুজরাটকে ধরাশায়ী করেছিল ধোনির দল। জাদেজা-পাথিরানাদের পাশাপাশি ব্যাট হাতে ডেভন কনওয়ে-অজিন্কা রাহানেরা গুজরাট বোলারদের কঠিন পরীক্ষা নিতে পারে।

চেন্নাইয়ের জন্য বড় মাথা ব্যথার কারণ গুজরাট ওপেনার শুভমান গিলের অবিশ্বাস্য ফর্ম। ব্যাট হাতে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে চেন্নাইয়ের মনে ভয় ধরিয়েছেন শুভমান। তাই এই ব্যাটারকে আটকাতে ধোনি কী পরিকল্পনা করে, সেটাই দেখার বিষয়।

অতীতের পরিসংখ্যান অবশ্য গুজরাটের পক্ষেই কথা বলছে। এর আগে দুই দলের চারবারের দেখায় তিনবারই শেষ হাসি হেসেছিল গুজরাট। শুধু প্রথম কোয়ালিফারে জিতেছিল চেন্নাই। তাই অতীত পরিসংখ্যান বদলে নতুন ইতিহাস গড়াও ধোনির জন্য এক চ্যালেঞ্জ বটে।

গুজরাটের মাঠে বরাবরই ব্যাটিং-বান্ধব উইকেট। এর আগে এই মাঠে অনুষ্ঠিত সব ম্যাচই ছিল রানবন্যা। তাই এই ম্যাচেও যে হাই-স্কোরিং হতে যাচ্ছে, তা তো বলাই যায়। মাঠের পাশাপাশি গুজরাটের দর্শকরা চেন্নাইয়ে অন্যতম বড় প্রতিপক্ষ। তাই দর্শকদের চাপ সামাল দেওয়াও সহজ হবে না ধোনির জন্য।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবাম দুবে, অজিন্কা রাহানে, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মঈন আলী, দিপক চাহার, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।

গুজরাটের সম্ভাব্য একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, দাসুন শানাকা, ডেভিড মিলার, রাহুল তেবাটিয়া, রশিদ খান, দর্শন নালকান্দে, নুর আহমেদ ও মোহাম্মদ শামি ও মোহিত শর্মা।

সাকিবের বিকল্প আমাদের নেই: পাপন

স্পোর্টস ডেস্ক :
সাকিব আর হাসান যখন মাঠে তখন একসঙ্গে দুজনের ভূমিকা পালন করেন—এই কথাটি প্রায়ই বলে থাকেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। সত্যিকার অর্থেই তাই, সাকিব খেললে একজন বোলার ও এক ব্যাটার দুই চাহিদা পূর্ণ হয় বাংলাদেশের।

লম্বা সময় ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব। দেশকে এনে দিয়েছেন নানা অর্জন। নিজের অর্জনের পাল্লাও ভারী। হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেটে তাঁর ধারেকাছেও কেউ নেই। সেই কথাটাই আরেকবার মনে করালেন পাপন। জানালেন, সাকিবের বিকল্প না থাকার চরম বাস্তবতার কথা।

নাজমুল হাসান পাপন বলেন, ‘খেলোয়াড়দের মাঝে আমি বলব যে, সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে, আপনি যদি বলেন হয়ত ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এরকম কেউ নেই।’

বাংলাদেশের জার্সিতে আর বেশি সময় দেখা যাবে না সাকিবকে। তিনি অবসরে গেলে কে পালন করবেন তাঁর ভূমিকা—এই প্রশ্ন সবার মনেই। অনেকেই ভাবছেন হয়তো মেহেদী হাসান মিরাজ সেই রোল প্লে করতে পারবেন। কিন্তু পাপন মনে করেন, মিরাজ কাছাকাছি যেতে পারলেও পুরোপুরি সাকিবের ভূমিকা পালন করতে পারবেন না। বিসিবিপ্রধান বলেছেন, ‘আমাদের কয়েকজন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরও একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়ত। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।

সাকিবের না থাকাটা বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ডান হাতের তর্জনীর চোটের কারণে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এজন্য আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব থাকছেন না, এটা একপ্রকার নিশ্চিত।

হঠাৎ ছিটকে যাওয়ায় বাঁ-হাতি এ স্পিনারের (সাকিব) পরিবর্তে একাদশে কে খেলবেন, এ নিয়েও দুশ্চিন্তায় নির্বাচক প্যানেল। সাকিবের অভাব টাইগার শিবিরকে ভোগাবে কি না, এ শঙ্কাও দেখা দিয়েছে ‘হোম অফ ক্রিকেট’ মিরপুরের আনাচে-কানাচে। এও প্রশ্ন জেগেছে, সাকিবকে ছাড়া কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ!

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনও সহমত পোষণ করলেন। তার (সুমন) দাবি, সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব আর মুশফিক দুইজন থাকলে, একটা বাড়তি সুবিধা পাই। তাতে করে আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি।

সাকিবের অভাবে বোলিং বিভাগও ভুগবে বলে মনে করছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক। তার (সুমন) মন্তব্য, সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে। তবে সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। তাই আমাদের যে রকম দরকার, টিম অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তাভাবনা হয়ে গেছে।

আইপিএলে ব্যর্থ যেসব ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক :
শেষের পথে আইপিএলের ২০২৩ আসর। আগামী ২৮ মে ফাইনাল দিয়ে পর্দা নামছে এবারের আইপিএলের। রেকর্ডময় এই আইপিএলে যেমন আলো ছড়িয়েছেন অনেকে, তেমনই আঁধারে ছিলেন অনেকে। একনজরে দেখে নেওয়া যাক কোটি টাকায় বিক্রি হয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ যেসব ক্রিকেটাররা।

১.বেন স্টোকস: ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস আইপিএলে অন্যতম সফল ক্রিকেটারদের একজন। চোটের পাশাপাশি অফফর্মে থাকায় চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুটি ম্যাচে সুযোগ পেয়েছেন স্টোকস, তার সবকটিতেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। দুই ম্যাচে ব্যাট হাতে ১৫ রান আর বল হাতে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি এই অলরাউন্ডার।

২.জোফরা আর্চার: অনেক আশা-ভরসা করে ইংলিশ পেসার আর্চারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সেই আশা পূরণ হয়নি দলটির। দীর্ঘদিন চোটের থাকার পর দলে ফিরে ৫টি ম্যাচ খেললেও নামের পাশে ২ উইকেট বড্ড বেমানান। প্রায় ৮কোটি রুপি দিয়ে তাকে কিনলেও সেই অনুযায়ী পারফরম্যান্স করতে ব্যর্থ তিনি।

৩.হ্যারি ব্রুক: এবারের আইপিএলের নিলামে অন্যতম চমক ছিল ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। প্রায় ১৪ কোটি রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তবে শুধু কেকেআরের বিপক্ষে একটি শতক ছাড়া পুরো আসরেই ব্যর্থ তিনি। ১১ ম্যাচ খেলে করেছেন ১৯০ রান।

৪.হার্দিক পান্ডিয়া: ২০২২ আইপিএলের শিরোপা জেতে গুজরাট টাইটান্স। সেই আসরে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অধিনায়ক পান্ডিয়া। তবে এবার তিনি অনেকটাই ব্যর্ত। ১৪ ম্যাচে ২৯৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট। পান্ডিয়ার এমন ব্যর্থতায় প্লে-অফে ভুগতে হয়েছে গুজরাটকে।

৫.ওয়ানিন্দু হাসারাঙ্গা: লঙ্কান তারকা হাসারাঙ্গা গত আসরে ২৬ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছিল। তবে এবার যেন পুরোপুরি ব্যর্থ এই ক্রিকেটার। ৮ ম্যাচে ব্যাট হাতে ৩৩ রান আর বল হাতে ৯ উইকেট নেন এই অলরাউন্ডার। তার এমন পারফরম্যান্সে শেষের ম্যাচগুলোতে তাকে আর খেলায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৬.স্যাম কারান: এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারানকে নিয়ে সমর্থকদের আকাশছোঁয়া প্রত্যাশা ছিল। তবে তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি এই ইংলিশ ওপেনার। ১৪ ম্যাচে ২৭৪ রান আর ১০ উইকেট নেন কারান। তবে তার থেকে ভক্তদের প্রত্যাশা ছিল আরও বেশি।

ভিনির লাল কার্ড প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক :
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ পুরো ফুটবল দুনিয়া। কোনোভাবেই এটি মেনে নিতে পারেননি খেলোয়াড়, কোচ থেকে শুরু করে সাংবাদিকরাও। সবাই প্রতিবাদ জানিয়েছেন যার যার জায়গা থেকে। গত ২১ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামের গ্যালারির একাংশ থেকে কয়েকজন ভিনির উদ্দেশে উসকানিমূলক মন্তব্য ও বর্ণবাদী আচরণ করলে তেড়ে যান তিনি। সে সময় প্রতিপক্ষের একজন খেলোয়াড় পেছন থেকে এসে ভিনির গলা পেঁচিয়ে ধরেন। পরে ভিনিসিউস হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের সঙ্গে। এর ফলে তাকে লাল কার্ড দেখানো হয়।

এবার সেই লাল কার্ড প্রত্যাহার করে নিয়েছে র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। একইসঙ্গে ভ্যালেন্সিয়াকে আনা হয়েছে শাস্তির আওতায়। এমনটি জানায় ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

আজ বুধবার (২৪ মে) প্রকাশিত গোল ডটকমের একটি প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৩ মে) একটি বিবৃতি দেয় আরএফইএফ। যেখানে ভিনিসিউসকে নির্দোষ ঘোষণা করা হয়। কারণ তিনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়েছিলেন মেজাজ হারাতে। একবার, দুইবার নয়, চলতি মৌসুমে এ নিয়ে পাঁচবার বর্ণবাদের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এই অবস্থায় কারও পক্ষে মেজাজ ঠিক রাখা সম্ভব নয় এবং ঘটনার ভিডিও দেখে আরএফইএফ সিদ্ধান্ত নেয় লাল কার্ড ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের।

অন্যদিকে, ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়। শুধু তাই নয়, গ্যালারির যে অংশ থেকে এমনটি হয়েছে সেই সাউথ স্ট্যান্ডে আগামী পাঁচ ম্যাচ কোনো দর্শক আসতে পারবে না বলে জানিয়ে দিয়েছে র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

আইপিএলের শেষ প্লে-অফে উঠল যে চার দল

স্পোর্টস ডেস্ক :
শেষ হলো আইপিএলের রুদ্ধশ্বাস গ্রুপ পর্ব। ঘটন-অঘটনের পসরা ছিল পুরো গ্রুপ পর্ব জুড়েই। ১০ দলের লড়াইয়ে সবার চোখ ছিল শেষ চারে। উত্থান-পতনের মধ্য দিয়ে দলগুলো নিংড়ে দিয়েছে নিজেদের সর্বোচ্চটা। তবে, চার দলের বেশি প্লে-অফ রাউন্ডে ওঠার সুযোগ না থাকায় বাকিদের ফিরতে হলো খালি হাতে।

আইপিএলের শেষ চারে প্রতিদ্বন্দ্বিতা করবে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স। গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে গুজরাট। ৮ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় স্থানে থাকা চেন্নাইয়ের সংগ্রহ ১৭ পয়েন্ট।

লখনৌর বেলায়ও তা-ই। ৮ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় চেন্নাইয়ের সমান ১৭ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে তারা। ৮ জয়ে চতুর্থ স্থানে থাকা মুম্বাইয়ের পয়েন্ট ১৬।

আগামীকাল মঙ্গলবার (২৩ মে) থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাট ও চেন্নাই। চেন্নাইয়ের বিরুদ্ধে জয় দিয়েই শুরু হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটের আইপিএল মিশন। টেবিলের প্রথম দুই দল হওয়াতে গুজরাট ও চেন্নাই পাচ্ছে বাড়তি সুবিধা। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও সুযোগ পাবে আরেকটি ম্যাচ খেলার। এলিমিনেটর পর্বে জয়ী দলের বিপক্ষে তারা খেলতে পারবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

এলিমিনেটর পর্বে লড়াই করবে লখনৌ ও মুম্বাই। যাদের সামনে জয় ছাড়া কোনো কিছু ভাবার সময় নেই। হারলে বিদায়, জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে।

এলিমিনেটরের দুদল লখনৌ ও মুম্বাই। দিল্লির বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল লখনৌ। অন্যদিকে টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে দিল্লির বিপক্ষেই প্রথম জয় পায় মুম্বাই।

গ্রুপ পর্বে প্রত্যাশিতভাবেই চমকের পর চমক ছিল। কেউ ব্যাট হাতে, কেউ বল হাতে নিজেদের ঝলক দেখিয়েছিলেন। এবার শেষ মুহূর্তে আরেকবার জ্বলে ওঠার পালা চার দলেরই। শিরোপা ঘরে তুলতে শেষের শুরুটা যে সুন্দর হওয়া চাই।

ভিনির সঙ্গে বর্ণবাদী আচরণ

স্পোর্টস ডেস্ক :
লা লিগার ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে স্পেনের ঘরোয়া ফুটবলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সমর্থনে মুখ খুলতে শুরু করেছেন সাবেক ও বর্তমান ফুটবল তারকারা। এবার নিজ ক্লাব রিয়াল মাদ্রিদকেও পাশে পেলেন তিনি।

সোমবার রিয়ালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভিনির সঙ্গে ‘হেইট ক্রাইম’ (ঘৃণাপ্রসূত অপরাধ) সংঘটিত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে স্পেনের প্রসিকিউটর অফিসে এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। এখন সেখান থেকেই সিদ্ধান্ত আসবে, ঘটনাটিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না।

বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে গতকাল (রবিবার) যে ঘটনা ঘটেছে, রিয়াল মাদ্রিদ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা আমাদের সামাজিক সহাবস্থান ও গণতান্ত্রিক রীতিনীতির ওপর সরাসরি আঘাত।

এদিকে লা লিগাও এক বিবৃতিতে জানিয়েছে, যদি ভিনির সঙ্গে ‘হেইট ক্রাইম’ সংঘটিত হয়ে থাকে; তাহলে তাদের পক্ষ থেকেও আলাদাভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিনি নিজে জানিয়েছেন, পুলিশ নাকি বর্ণবাদী আচরণকারী এক দর্শককে চিহ্নিত করেছে। অন্য আর কেউ তার সঙ্গে জড়িত ছিল কি না, তা নিশ্চিত করতে রিয়ালের পক্ষ থেকেও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

আর রিয়াল জানিয়েছে, ভ্যালেন্সিয়ার পক্ষ থেকেও নাকি তদন্ত শুরু করেছে। তদন্তে যাদের দোষী পাওয়া যাবে, তাদের আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তও গ্রহণ করা হবে।

রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে ১-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭০ মিনিটে ফ্রি-কিক নিতে গিয়ে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য শোনেন ভিনি। খেপে গিয়ে সঙ্গে সঙ্গে ওই দর্শকের দিকে তেড়ে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর আর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে হয়নি তার। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির পরামর্শে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান তিনি।