রাজাকারের কন্যা জীবার নানা কেলেংকারী ‘টক অব দ্যা টাউন’

ঝালকাঠি প্রতিনিধি: স্বামীর অর্থ-সম্পদ নিয়ে বিরোধের জের ৪ বছর থেকে পৃথকবাস ও একবছর পূর্বে তালাকপ্রাপ্ত ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খান তার হলফনামায় স্বামীর নাম-বাসার ঠিকানা সম্পর্কে মিথ্যা-বানোয়াট তথ্য উল্লেখ করার অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঝালকাঠির রাজনীতিতে নবাগত এ নারী নেত্রীর পিতা পাকিস্তান সরকারের মন্ত্রী ব্যারি: আখতার উদ্দিনের স্বাধীনতা বিরোধী ভূমিকা, ব্যক্তিগত কেলেংকারী ও ব্যবসায়ীক প্রতারনাসহ একের পর এক কাহিনী ছড়িয়ে পরলে এলাকাবাসী সর্বমহলে ব্যাপক তোলপাড় চলছে। বিএনপির মনোনয়নপ্রাপ্ত জীবা আমিনা সম্পর্কে ঝালকাঠি-২ (সদর-নলছিটি)নির্বাচনী এলাকার বাসিন্দা বা জেলা বিএনপির নেতাকর্মীরা তেমনটা অবগত না থাকায় হঠাৎ করে সংসদ নির্বাচনের প্রার্থীর হলফনামায় স্বামীর নাম-ঠিকানা ভূয়া উল্লেখ নিয়ে এলাকার সর্বত্র আলোচনা-সমালোচনায় বিষয়টি ‘টক অব দ্যা টাউনে’ পরিনত হয়েছে
জীবা আমিনা খানের হলফনামার তথ্যে স্বামীর নামের ঘরে মোকাররম হোসেন খান লিখলেও স্বামীর সাথে ব্যবসায়িক ও অর্থিক বিরোধের জের ধরে জীবা আমিনা গত ২০১৪ সাল থেকে পৃথক ভাবে বসবাস করে আসছে তার ঘনিষ্ট সূত্রে জানাগেছে। আর মোকাররম হোসেন খানের বিগত ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তাকে আইনগত ভাবে প্রথম তালাকনামা প্রেরন করেন ও গত ১০ মার্চ’ ২০১৮ তারিখ জীবা আমিনা খানের তালাক (ভলিউম নং-৬ / পেইজ-২) কার্যকর হয় বলে তার আইনজীবী এ্যাডভোকেট হোসনে আরা দাবী করেন। অথচ এরপরেও জীবা আমিনার হলফনামায় তার মক্কেল মোকাররম হোসেন খানের নাম ব্যবহার করলে সেটা সম্পূর্ন বেআইনী ও প্রতারনার সামিল। গত দুই/তিন দিন পূর্বে এ বিষয়ে সাংবাদিকরা তথ্য পাওয়ার পর সাবেক স্বামী মোকাররম হোসেন খান ও তার আইনজীবী এ্যাডভোকেট হোসনে আরা সহ সংম্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জীবা আমিনা খানের হলফনামায় তার বর্তমান ঠিকানার ঘরেও সাবেক স্বামী মোকাররম হোসেন খানের মালিকানাধীন বাড়ীর ঠিকানা বাড়ী নং-১৬,এপিটি-৫০১, রাস্তা নং-৫৯ গুলশান, ঢাকা উল্লেখ করেন। অথচ কয়েক বছর ধরেই তিনি সেই বাড়ী ছেড়ে বর্তমানে ইউএন রোড, বারিধারার একটি বাসায় বসবাস করছেন বলে একটি সূত্রে জানাগেছে। এ ব্যাপারে এ্যাডভোকেট হোসনে আরা দাবী করেন, জীবা তার হলফনামায় বর্তমান ঠিকানার ঘরটিতে যে বাড়ীর নাম্বার-নাম উল্লেখ করেছে সেই বাড়ীর মালিক আমার মক্কেল মোকাররম হোসেন খান। তার এধরনের মিথ্যা তথ্য দানের বিষয় আমার মক্কেল মোকাররম হোসেন খানের সাথে আলোচনা করেছি। তার সাথে পরামর্শ করার পর এবিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে ব্যবসায়ী মোকাররম হোসেন খান কোন প্রতিক্রিয়া না জানলেও তাদের ঘনিষ্ট একটি সূত্র ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনার বেপরোয়া জীবন-যাপন, ২৩টি বিয়ে ও বিয়েন পূর্ব পরকীয়া সম্পর্ক ও জানায়, বিগত ২০০৩-৪সালের দিকে ব্যবসায়ী মোকাররম হোসেন খান তার ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডন যায়। সেখানে জীবার চাচাতো ভাই তথা স্বামী ডাঃ নিয়াজ করিমের মাধ্যমে মোকাররম হোসেন খানের সাথে জীবার পরিচয় হওয়ার এক পর্যায়ে দুজনের মধ্যে পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। প্রথম স্ত্রী ক্যান্সার আক্রন্ত হলে ভালো হওয়ার সম্ভাবনা না থাকায় মানসিক ভাবে একাকীত্বের সময়কালে লন্ডনে বিজনেস ম্যানেজমেন্টে মাষ্টার ডিগ্রীধারী উচ্চ শিক্ষিতা ও এক সময় অবিভক্ত পাকিস্থানের মন্ত্রী ব্যারিষ্টার আক্তার উদ্দিনের কন্যা জীবা আমিনাকে ভালোবেসে বিয়ে করে ব্যবসায়ী মোকাররম হোসেন খান। এক পর্যায়ে নিয়াজ করিম ও তাদের সংসারে জন্মনেয়া ৩ সন্তানকে ফেলে জীবা আমিনা পরকিয়া প্রেমের টানে মোকাররম হোসেন খানের হাত ধরে পাড়ি জমায় বাংলাদেশে।
সূত্রটি আরো জানায়, দেশে ফিরে জীবা আমিনা লন্ডনে ফেলে আসা স্বামী-সন্তানের কথা গোপন করে ও পূর্বের স্বামীকে ডিভোর্স না দিয়েই মুকাররাম হোসেনের সাথে সংসার শুরু করে। পরে সামাজিক ও ধর্মীয় কারনে লন্ডনের স্বামীকে ডিভোর্স দিয়ে আইনী প্রক্রিয়ায় মুকাররাম হোসেনকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করে। স্বামী-স্ত্রী ৫/৬বছর ভালোই কাটালে সংসারে একটি সন্তান জন্ম হয় এবং মুকাররাম হোসেন তার রিয়াল ষ্টেট ব্যবসা ক্যাপিটাল গ্রুপ, ক্যাপিটাল ফুড এন্ড ভেবারেজ, গুলশানে ক্যানি রোজার হোটেল এন্ড রেষ্টুরেন্টসহ সকল ব্যবসায় স্ত্রী জীবাকে পাটনার অন্তর্ভূক্ত করে। ইতিমধ্যে ২০০৯-১০সালের দিকে জীবা আমিনা বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে মাত্রাতিরিক্ত ব্যায় শুরু করলে ২০১১-১২সালের দিকে অর্থ-সম্পদের হিসাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত হয় এবং ২০১৪ সাল থেকে স্বামী-স্ত্রী আলাদা ভাবে বসবাস করে। তাছাড়া বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক টিমিরে সদস্য অন্তর্ভূক্ত হয়ে সে নানা চক্রান্ত ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডেও জড়িয়ে পরে বলে সূত্র জানায়।
হলফনামায় ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর নাম ব্যবহার করা প্রসঙ্গে জানতে চাইলে জীবা আমিনা খান বলেন, তালাকের কোন কাগজপত্র আমি হাতে পাইনি। পরে আবার তিনি বলেন হলফনামায় ডিভোর্সের কথা উল্লেখ রয়েছে। মোকাররম হোসেনের ঠিকানা ব্যবহার করা প্রসঙ্গে বলেন, ওখানে আমি এখন থাকিনা, আগে থাকতাম। তৃতীয় স্বামী মুকাররাম হোসেন খানকে বিয়ে করার পূর্বে তার সাথে সাহাদাৎ হোসেন মিয়ার সাথে প্রথম ও তাকে ছেড়ে আপন চাচাতো ভাই ডাঃ নিয়াজ করিমের সাথে দ্বিতীয় বিয়ে ও ৩ সন্তান থাকার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

বানারীপাড়ায় নৌকার প্রার্থী শাহে আলমের সমর্থনে উঠান বৈঠক

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া: বানারীপাড়া সদর ইউনিয়নের ৭,৮ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গাভা হাইস্কুল মাঠে নৌকার প্রার্থী শাহে আলমের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু শুশিল কুমার রায়ের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শাহে আলম,প্রার্থীর সহধর্মীনি আতিয়া আলম মিলি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা জেলা আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,পৌর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আনিচুর রহমান আনিস,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান,আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাংবাদিক সুজন হালদার,জাসদ (ইনু) সহ-দপ্তর সম্পাদক ও তথ্য মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী মো. সাজ্জাদ হোসেন,সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আ. জলিল ঘরামী,গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও সদ্য আ’লীগে যোগদানকারী মীর সহিদুল ইসলাম,ইউনিয়ন আ’লীগের সাঙ্গঠনিক স¤পাদক মামুন মল্লিক,ইউনিয়ন যুবলীগের সম্পাদক মনির মল্লিক প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,আ’লীগ নেতা ডা.খোরশেদ আলম,পৌর আ’লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ সহিদুল ইসলাম,উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক পরিতোষ গাইন প্রমূখ।

 

পুলিশ দিয়ে গ্রেফতার করে নির্বাচনের মাঠ থেকে উঠিয়ে দিতে পারবে না- সরোয়ার

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের বিএনপি সহ ঐক্যফ্রন্টের ধানের শীর্ষের মনোনিত প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচার-প্রচারনাকালে ফেরী চলাচল বন্ধ করে রাখায় দীর্ঘ সময়ে অপেক্ষা করে প্রচার-প্রচারনা কর্মসূচি বাতিল করে ফিরে আসতে হয়েছে মজিবর রহমান সরোয়ারকে।
অপরদিকে ধানের শীর্ষের আয়োজন উঠান বৈঠকের মঞ্চ ভাংচুর করে দিয়েছে শাষকদলের নেতা-কর্মীরা।
বন্দর থানা পুলিশ উক্ত এলাকার ওয়ার্ড সভাপতি তুহিন পন্ডিতকে আটক করেছে।
বরিশাল মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার অভিযোগ করে জানান আজ শনিবার বিকাল ৪টায় বরিশাল সদর উপজেলা ১০ ইউনিয়ন চন্দ্রমোহন এলাকায় ধানের শীর্ষ প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচার-প্রচারনা ও উঠান বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জের ফেরীটি অপরপ্রান্তে অজ্ঞাত ও রহস্য জনক কারনে নিয়ে আটকে রাখা হয়।
প্রায় দু’শতাধিক ধানের শীর্ষ সমর্থক দলীয় নেতা-কর্মীদের দীর্ঘ দুঘন্টা আপেক্ষা করেন।
এসময় মজিবর রহমান সরোয়ার বন্দর থানার এস আই হেলালের সাথে যোগ যোগ করে জানতে চান ফেরী চলাচল বন্ধ কেন?
এস আই হেলাল সরোয়ারের কোন কথার জবাব দিতে অপরগতা প্রকাশ করেন বলে তারা অভিযোগ করেন।
দীর্ঘ সময়ে অপেক্ষা অপরপ্রান্ত থেকে ফেরী না আসার কারনে দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে চন্দ্রমোহনে না গিয়ে কর্মসূচি বাতিল করে বরিশালে ফিরে আসতে বাধ্য হয়।
এছাড়া অন্যদিকে ধানের শীর্ষ প্রার্থী মজিবর রহমান সরোয়ারের জন্য আয়োজন করা উঠান বৈঠকের মঞ্চ সরকারী দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে।
পরবর্তীতে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ উক্ত ওয়ার্ডের সভাপতি তুহিন পন্ডিতকে কোন কারন ছাড়াই তাকে রাজনৈতিকভাবে হয়রানী ও নির্বাচনের মাঠে যেন থাকতে না পারে সে কারনেই তাকে গ্রেপতার করেছে বলে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি থেকে অভিযোগ করেছে।
এবিষয়ে ধানের শীর্ষ প্রার্থী মজিবর রহমান সরোয়ার তার নির্বাচনের কাজে বাধা প্রদান শুধু আওয়ামীলীগের সাথে পুলিশ ও তাদের সাথে এক হয়েছে।
তিনি বলেন সরকার দেশে এত উন্নয়ন করেছে আর উন্নয়নের গরমে এখন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার প্রার্থী কাজে প্রতি মুহুর্তে বাধা দেয়ার পাশাপাশি বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের পুলিশ ব্যাবহার করে গন গ্রেপতার করে খালী মাঠে আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করার পায়তারা শুরু করেছে।
তারা যতই নির্বাচনের মাঠে পুলিশ দিয়ে গ্রেপতার করে আমাদেরকে নির্বাচনের মাঠ উঠিয়ে দিতে পারবে না।
অন্যদিকে সরোয়ার দিনব্যাপি নগরীর পোর্টরোর্ড কলাপট্রি, হাটখোলা সহ বিভিন্ন এলাকায় ধানের শীর্ষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা গনসংযোগ ও প্রচার-প্রচারনাকালে।

ভোলায় বিএনপির তিন প্রার্থী অবরুদ্ধ: রাজনৈতিক সহিংসতায় জনমনে উদ্বেগ

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে মেঘনা তেতুলিয়া বিধৌত বঙ্গোপসাগড়ের কোল ঘেষে গড়ে উঠা দ্বীপের রাণী ভোলা। ভোলার চারটি আসনের মধ্য সরকার দলীয় মনোনীত প্রার্থীরা প্রকাশ্য নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে গনসংযোগ অব্যাহত রাখলেও ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাদে অন্য তিনটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা কোন প্রচার প্রচারনা দুরে থাক বাসায় অবরুদ্ধ হয়ে আছেন বলে অভিযোগ উঠেছে।ভোলার সংসদীয় চারটি আসনের মধ্য সংসদীয় আসন-১১৬ ভোলা-১ আসনটি রাজনৈতিক সহিংসতা জেলার অন্যান্য আসনগুলোর তুলনায় একটু কম হলেও এ আসনের বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বৃহঃবার সাংবাদিক সম্মেলন করে আ’লীগ নেতা কর্মীদের হামলায় তার নির্বাচনী এলাকার ৫০ নেতা কর্মী আহত ও বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর করার অভিযোগ করেন।সংসদীয় আসন ১১৬ ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহীম নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করে নিজে বাসায় অবরুদ্ধ রয়েছেন বলে অভিযোগ করে সাংবাদিকদের জানান তিনি নির্বাচনী প্রচারনার জন্য এলাকায় ফিরলে তাকে লঞ্চ হতে নামতে বাধাঁ দেয় আ’লীগ নেতা কর্মীরা। আ’লীগ নেতা কর্মীরা হামলা করে তার বহু নেতা কর্মীকে আহত করেছে,বাড়ি ঘর ভাংচুর করেছে।তিনি আসার পর দুটি মামলায় বিএনপির সাত শতাধিক নেতা কর্মীকে আসামী করে বিএনপির বহু নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আতংকে বিএনপি নেতা কর্মীরা এলাকা ছারা।তার বাসার দরজা জানালা ইট পাটকেল মেরে ভাংচুর করা হয়। ডিসি, এসপি, ওসি সহ প্রশাসনের নিকট ২৪ টি অভিযোগ দিলেও তিনি কোন সমাধান পাননি।বর্তমানে কার্যত বাসায় অবরুদ্ধ রয়েছেন,প্রচারনায় বের হতে পারছেন না।এ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল এমপি সাংবাদিক সম্মেলন করে জানান, হাফিজ ইব্রাহীম আসার পর তার সমর্থকরা হামলা করে আ’লীগের নেতা কর্মীদের মটরসাইকেল ভাংচুর করে,আ’লীগের অনেক নেতা কর্মী বিএনপি নেতা কর্মীদের হামলায় আহত হয়।সংসদীয় আসন-১১৭ ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন,তিনি ঢাকা হতে রওয়ানা হওয়ার পর সদরঘাটে জয়বাংলা স্লোগান দিয়ে লঞ্চে হামলা করে লঞ্চের কেবিন ভাংচুর করা হয়। তিনি যাত্রা বিরতি করে পুলিশী নিরাপত্তায় পুনরায় এলাকায় আসেন।তাকে ৪০ হাজার বিএনপির নেতা কর্মীরা অভ্যর্থনা জানায়। নেতা কর্মীরা বাড়ি ফিরার পথে আ’লীগের নেতা কর্মীদের হামলায় শতাধিক নেতা কর্মী আহত হয়। বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। মিথ্যা মামলায় তার অনেক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।গায়েবী মামলায় চারশত বিএনপি নেতা কর্মীকে আসামী করে হয়রানি করা হয়। এখনো বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকী দেয়া হচ্ছে। তার বাসায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তিনি বাসায় অবরুদ্ধ হয়ে আছেন।কোথাও কোন প্রচারনায় যেতে পারছেন না।তার নেতা কর্মীদের উপর এখনো হামলা অব্যাহত আছে।এ আসনের আ’লীগ নেতাদের সুত্রে জানা যায় মেজর হাফিজ আসার পর তার সমর্থকদের সাথে আ’লীগ নেতা কর্মীদের সংঘর্ষ হলে তাদের কয়েকজন কর্মী আহত হয়। সংসদীয় আসন-১১৮ ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দীন আলম অভিযোগ করেন তিনি এলাকায় ফিরে মনোনয়নপত্র দাখিলের দিন তার নেতা কর্মীরা বাসায় ফিরার পথে আ’লীগ নেতা কর্মীদের হামলার কবলে পড়লে বহু নেতা কর্মী আহত হয়। তার বাসা ভাংচুর করে তছনছ করে আ’লীগ নেতা কর্মীরা। তার প্রচারনার মাইক ভাংচুর করা হয়। তিনি গনসংযোগে বাহিরে গেলে তাকে বাধাঁ দেয়া হয়।তার নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি কোথাও যেতে পারছেন না। বাসায় কার্যত অবরুদ্ধ হয়ে আছেন। চরফ্যাশন উপজেলা আ’লীগ নেতারা জানান নাজিম উদ্দীন আলম এলাকায় ফিরার পর বিএনপি নেতা কর্মীরা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা করছে। জেলা জুড়ে এমন রাজনৈতিক সহিংসতায় জেলার সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।আসন্ন নির্বাচনে এ সহিংসতার শেষ পরিনতি কি হয় তা সকল রাজনৈতিক মহলকে ভাবিয়ে তুলেছে।

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী জীবার নির্বাচনী কর্মকান্ডে জগাখিচুরী

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের নির্বাচন কর্মকান্ড পরিচালনায় জগাখিচুরী অবস্থা বিরাজ হয়েছে। মাঠে নির্বাচনী লড়াই ফেলে দলীয় প্রার্থী জীবা খানও গত কয়েকদিন দিন ধরে ঝালকাঠির বাইরে থাকায় জেলা নেতৃবৃন্দ দিকভ্রান্ত হয়ে পরেছে। এনিয়ে তৃনমূল নেতাকর্মীদের সামনে জেলা বিএনপির শীর্ষ এক নেতা ফোন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ’র কাছে সরাসরি প্রার্থী জীবার বিরুদ্ধে অভিযোগ করেছে। এমন কি ঝালকাঠি-২ নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী জীবা আমিনা খানকে নিয়ে জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা মাঠেই নামতে পারছেনা বলে ক্ষুদ্বু নেতাকর্মীরা জানিয়েছে।
সরেজমিন ঝালকাঠি-২ আসনের বিএনপির তুনমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মনোনয়ন দাখিলের পর থেকে বিএনপির প্রার্থী জীবা আমিনা খান জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে ও নলছিটি শহরে কয়েক দফা হামলার শিকার হলে তার সাথে থাকা নেতাকর্মীদের গাড়ী ভাংচুর ও মারধরের শিকার হয়। তার জন্য কাজ করতে গিয়ে উক্ত হামলায় আহত নেতাকর্মীদের চিকিৎসার করানো তো দূরের কথা একটু মৌখিক সহানূভূতিও জানায়নি। প্রার্থী হয়েই যে এধরনের আচরন করে এমপি হয়ে সে দলের জন্য কি করবে ইতিমধ্যেই তা বুঝে গেছে মন্তব্য করেছে ক্ষুদ্বু নেতাকর্মীরা।
নির্বাচন পরিচালনায় জড়িত এক বিএনপি নেতা জানায়, প্রার্থী হিসাবে জীবা খানের এ পর্যন্ত প্রচার-প্রচারনা কাজেকোন অর্থের যোগান দেয়নি। তাছাড়া জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুসহ সদর ও নলছিটি উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথেও কোন সমান্বয়ের উদ্দোগ নেয়নি। একই ধরনের অভিযোগ করেছে সয়ং প্রার্থী জীবা খানের গ্রামের বাড়ী নবগ্রাম ইউনিয়নের নেতা কর্মীরাদের কাছ থেকেও। তুনমূলে রাজনীতির অভিজ্ঞতা না থাকা ও নির্বাচন পরিচালনার বাস্তব জ্ঞানহীনতার কারনে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী কর্মকান্ড থেকে নীরবে সরে যাচ্ছে বলে জানাগেছে।
অন্যদিকে নলছিটি থেকে আসা ছাত্রদলের কিছু নেতাকর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের কাছে তাদের ক্ষোভের কথা জানান। বলেন, আমাদের উপজেলা ধানের শীষের ঘাটি। কিন্তু কর্মীদের সাথে দলের প্রার্থী যে ধরনের আচরন করছে তাতে তারা এ নির্বাচনে কোন ভূমীকা রাখতে পারবো কিনা সন্দেহ রয়েছে। বিষয়টি জানতে জীবা আমিনা খানাকে মুঠো ফোনে একাধিক বার কল করা হলে তিনি ফোন ধরেনি।
উল্লেখ্য, ঝালকাঠি-২ আসনে প্রথমে বিকল্প প্রার্থী হিসেবে জীবা আমিনা খানকে দলের মনোনয়ন দেয়া হয়েছিলো। মূল মনোনয়ন দেয়া হয়েছিলো ইসরাত সুলতানা ইলেন ভূট্ট্রোকে। কিন্তু ইলেন তখন মনোনয়নপত্র জমাদান ও বাছাইয়ের সময় এলাকায় না আসায় বিকল্প প্রার্থী জীবা আমিনা খানকে দলের মনোনয়ন দেয়া হয়। বিগত নির্বাচনী পরিসংখ্যানে ঝালকাঠি জেলায় বিএনপির বড় ধরনের ভোট ব্যাংক থাকলেও এই আসনের বর্তমান এমপি, আ’লীগের কেন্দ্রীয় নেতা ও মাঠ পর্যায়ের পোড় খাওয়া রাজনীতিবীদ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুর সাথে নির্বাচনী লড়ায়ে বিএনপির প্রার্থী জীবা আমিনা আদৌ কোন প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারবে কিনা তাই নিয়েই হিসাব চলছে।

বরিশালে বিএনপির বিপুল পরিমান নেতৃবৃন্দের আ’লীগে যোগদান

বরিশাল অবজারভার ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে বরিশাল নগরীর বিএনপির দুই ওয়ার্ড কাউন্সিলর ও সায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল ২০ ডিসেম্বর বিকেল ৩ টায় কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবত ভবনের প্রধান নির্বাচনী কার্যালয়ে তারা বিপুল পরিমান বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর হাতে নৌকা প্রতীকী দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। সদ্য যোগদানকারী বিএনপি নেতা ২৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, বিএনপি নেতা ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান জামাল ও সায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতলেব খা বলেন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আওয়ামী লীগে যোগদান করলাম। বক্তব্যে তারা দক্ষিন বাংলার রাজনৈতিক আভিভাবক পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীমকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি আডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারণ সম্পাদক আডভোকেট একেএম জাহাঙ্গীর, নৌকার প্রার্থী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ডের দলীয় কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগের ৩০ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠন ও সদর উপজেলার দশ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন

বরিশালের বাকেরগঞ্জ জুড়ে মহাজোট প্রার্থী রত্না আমিনের নেতৃত্বে ভাংচুরের মহোৎসব

বাকেরগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ০৬ (বাকেরগঞ্জ) আসনের মহাজোট মনোনীত প্রার্থী নাসরিন জাহান রত্না এমপি আজ বাকেরগঞ্জ জুড়ে ১০ মাইক্রোবাস ও দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মহড়া দিয়েছেন। সকাল ১০ টায় জাপার সাবেক মহাসচিব ও জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিশেষ সহকারী এবিএম রুহুল আমীন হাওলাদার কে সাথে নিয়ে বাকেরগঞ্জ পৌর শহরের তার বাসভবন পল্লী ভবন থেকে মটর মহড়ায় বের হন। বাকেরগঞ্জ থেকে প্রথম গারুড়িয়া, কবাই, দুধল, চরাদী, চরামদ্দি, রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন জায়গায় শোডাউন শেষে রাত সাড়ে সাতটায় তার বাসভবনে সমাপ্তি করেন। শোডাউন চলাকালে নাসরিন জাহান রত্না এমপি নেতৃত্বে এসময় বিভিন্ন ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্টের আবুল হোসেন খান ধানের শীষ প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ফারুক তালুকদার সিংহ প্রতিকের ২৫ টি নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর চালানোর খবর পাওয়া গেছে, গারুড়িয়া ইউনিয়নের ডিংগারহাট, গারুড়িয়া, জমাদ্দার মার্কেট, কবাই ইউনিয়নের লক্ষীপাশা, মোল্লার বাজার, পেয়ারপুর, দুধল ইউনিয়নের সুন্দরকাঠী, গোমাতলী বাজার, চরাদী ইউনিয়নের গোপালপুর, সিংহ বাড়ী, চরামদ্দির ইউনিয়নের শিমুল তলা, চরামদ্দি, সটিখলা, রঙ্গশ্রী ইউনিয়নের শিমুলতলা, বাখরকাঠী, পৌরসভা, পাদ্রিশিবপুর ইউনিয়নের নিউ মার্কেট, শিবপুর বাজার, কালিগঞ্জ বাজার, ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজার, কাকরধা, দুর্গাপাশার সেনের বাজারে সিংহ মার্কায় ১৬ টি ও ধানের শীষ প্রতিকের ০৯ টি নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়। এসময় কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ভাংচুর, পোস্টার ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট প্রচার কাজ চালানোর সময় মহাজোট কর্মীরা সিংহ প্রতিকের দুটি মাইক ও একটি অটোরিক্সা ভাংচুর করেছে এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার। স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান মিরন টেলিফোনে আমাদের জানান বাকেরগঞ্জের বর্তমান এমপি ও মহাজোট প্রার্থী পাচ বছর এমপি থাকাকালে তিনি কোন উন্নয়ন করেননি, তিনি পাঁচ বছর বাকেরগঞ্জের আওয়ামী লীগ সহ সাধারণ মানুষকে হয়রানি করেছেন। উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জের সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মীদের নিয়ে আমাদের পক্ষে গন জোয়ার সৃ‌ষ্টি করায় রত্না আমিন দিশেহারা হয়ে পরেছেন। তিনি জনতার রোষানল থেকে মুক্ত হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতায় সশস্ত্র ভারাটে ক্যাডার পরিবেষ্টিত হয়ে আমাদের নির্বাচনী অফিস ভাংচুর করেছেন। তিনি ভাংচুরের মাধ্যমে আতংক সৃষ্টি করে জনগনকে ভোট উৎসব থেকে দুরে রাখার যে পরিকল্পনা করেছেন তা বাকেরগঞ্জবাসী প্রতিহত করবে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবুল হোসেন খান বলেন পুলিশ প্রশাসনের সহায়তায় জনবিচ্ছিন্ন নাসরিন জাহান রত্না এমপি বাকেরগঞ্জ জুড়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন রাজনৈতিক সচেতন বাকেরগঞ্জের মানুষ ভোটের দিন তা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে প্রতিবাদ ও প্রতিশোধ নেবেন। বাকেরগঞ্জ থানার অফিসার ইন চার্জ আ জ ম মাসুদুজ্জামানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান এধরনের কোন ঘটনা ঘটেনি, অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন। ভাংচুরের ভিডিও চিত্র আছে জানালে তিনি বলেন হয়তো স্বতন্ত্র প্রার্থী করুনা পাবার আশায় তার নিজের লোকজন দিয়ে ভাংচুর করিয়েছেন।

শান্তি ও উন্নয়নের প্রতিক নৌকা -রায়হান সাকিব

এম.এ হান্নান, বাউফল: বাউফল পৌরসভার বাজার কমিটির আয়োজনে পটুয়াখালী-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আ.স.ম ফিরোজের সর্মাথনে নৌকার উঠান সভায় বাজার কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিতায় আ.স.ম ফিরোজের পূত্র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষায়ক উপকমিটির সদস্য, বাউফল উপজেলা নৌকার ভোট রক্ষা কমিটির আহ্বায়ক রায়হান সাকিব বলেন, শান্তি ও উন্নয়নের প্রতিক নৌকা।
এসময় তিনি আরো বলেন, আগামী ৩০শে ডিসেম্বর দলমত নির্বেশেষ নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক হুমায়ন কবির। পৌর আ’লীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু। বাউফল  উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রুবেল ও সাধারন সম্পাদক সামসুল কবির নিশাত প্রমুখ।

বরিশাল-২ আসনে নৌকার কান্ডারী শাহে আলম’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক ও অনলাইন পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার (টিভি চ্যানেল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে নগরীর সাউথ কিং চাইনীজ রেস্তোরায় অনুষ্ঠিত এ মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলার মর্যাদাপূর্ণ বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক জনপ্রিয় ছাত্রনেতা মো. শাহে আলম মাদক ব্যবসায়ী,সেবী ও জঙ্গিবাদী ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে বলেন নির্বাচনে এদের কাছে তিনি ভোটও চাননা। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা ও তার সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়ন এবং বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক তিলোত্তমা উপজেলায় রূপান্তর করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি এসময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে বিজয়ী করতে ভূমিকা রাখার জন্য সাংবাদিক সহ সবার প্রতি উদাত্ত আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল,সাবেক সভাপতি ও দৈনিক শাহনামার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ,সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী,সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বরিশাল শাখার সভাপতি ও আজকের পরির্বতনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও চ্যানেল নাইনের বরিশাল প্রতিনিধি নজরুল বিশ্বাস,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,ওয়াকার্সপার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু প্রমুখ। এসময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি সুজন মোল্লা সহ বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক,ইলেকট্রনিক মিডিয়া (টিভি চ্যানেল) এবং অনলাইন পত্রিকার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ভোলা-২: আ’লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে বড় দুটি দল একে অপরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচনী মাঠে নৌকার প্রার্থীকে দেখা গেলেও মাঠে দেখা যায়নি বিএনপি প্রার্থীকে। তবে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম নিজ বাসায় অবরুদ্ধ রয়েছেন বলে দাবি করেন।

বুধবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন, প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর লোকজনের বাধার মুখে নির্বাচনী প্রচারনায় নামতে পারছেন না, নিজ বাসায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি ভোলায় আসার পর থেকে এ পর্যন্ত দুই মামলায় ৭০০ জনকে আসামী করা হয়েছে। ওই মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিপক্ষরা হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে আহত করেছে। রির্টানিং অফিসার বা প্রশাসনকে ২৪টি অভিযোগ দেয়া হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি পুলিশ প্রটেকশন চাইলেও তাকে দেয়া হচ্ছে না। তবে যতই বাঁধা আসুক শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাফরুজা সুলতানা, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন