বরিশালের বাকেরগঞ্জ জুড়ে মহাজোট প্রার্থী রত্না আমিনের নেতৃত্বে ভাংচুরের মহোৎসব

বাকেরগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ০৬ (বাকেরগঞ্জ) আসনের মহাজোট মনোনীত প্রার্থী নাসরিন জাহান রত্না এমপি আজ বাকেরগঞ্জ জুড়ে ১০ মাইক্রোবাস ও দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মহড়া দিয়েছেন। সকাল ১০ টায় জাপার সাবেক মহাসচিব ও জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিশেষ সহকারী এবিএম রুহুল আমীন হাওলাদার কে সাথে নিয়ে বাকেরগঞ্জ পৌর শহরের তার বাসভবন পল্লী ভবন থেকে মটর মহড়ায় বের হন। বাকেরগঞ্জ থেকে প্রথম গারুড়িয়া, কবাই, দুধল, চরাদী, চরামদ্দি, রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন জায়গায় শোডাউন শেষে রাত সাড়ে সাতটায় তার বাসভবনে সমাপ্তি করেন। শোডাউন চলাকালে নাসরিন জাহান রত্না এমপি নেতৃত্বে এসময় বিভিন্ন ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্টের আবুল হোসেন খান ধানের শীষ প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ফারুক তালুকদার সিংহ প্রতিকের ২৫ টি নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর চালানোর খবর পাওয়া গেছে, গারুড়িয়া ইউনিয়নের ডিংগারহাট, গারুড়িয়া, জমাদ্দার মার্কেট, কবাই ইউনিয়নের লক্ষীপাশা, মোল্লার বাজার, পেয়ারপুর, দুধল ইউনিয়নের সুন্দরকাঠী, গোমাতলী বাজার, চরাদী ইউনিয়নের গোপালপুর, সিংহ বাড়ী, চরামদ্দির ইউনিয়নের শিমুল তলা, চরামদ্দি, সটিখলা, রঙ্গশ্রী ইউনিয়নের শিমুলতলা, বাখরকাঠী, পৌরসভা, পাদ্রিশিবপুর ইউনিয়নের নিউ মার্কেট, শিবপুর বাজার, কালিগঞ্জ বাজার, ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজার, কাকরধা, দুর্গাপাশার সেনের বাজারে সিংহ মার্কায় ১৬ টি ও ধানের শীষ প্রতিকের ০৯ টি নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়। এসময় কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ভাংচুর, পোস্টার ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট প্রচার কাজ চালানোর সময় মহাজোট কর্মীরা সিংহ প্রতিকের দুটি মাইক ও একটি অটোরিক্সা ভাংচুর করেছে এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার। স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান মিরন টেলিফোনে আমাদের জানান বাকেরগঞ্জের বর্তমান এমপি ও মহাজোট প্রার্থী পাচ বছর এমপি থাকাকালে তিনি কোন উন্নয়ন করেননি, তিনি পাঁচ বছর বাকেরগঞ্জের আওয়ামী লীগ সহ সাধারণ মানুষকে হয়রানি করেছেন। উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জের সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মীদের নিয়ে আমাদের পক্ষে গন জোয়ার সৃ‌ষ্টি করায় রত্না আমিন দিশেহারা হয়ে পরেছেন। তিনি জনতার রোষানল থেকে মুক্ত হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতায় সশস্ত্র ভারাটে ক্যাডার পরিবেষ্টিত হয়ে আমাদের নির্বাচনী অফিস ভাংচুর করেছেন। তিনি ভাংচুরের মাধ্যমে আতংক সৃষ্টি করে জনগনকে ভোট উৎসব থেকে দুরে রাখার যে পরিকল্পনা করেছেন তা বাকেরগঞ্জবাসী প্রতিহত করবে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবুল হোসেন খান বলেন পুলিশ প্রশাসনের সহায়তায় জনবিচ্ছিন্ন নাসরিন জাহান রত্না এমপি বাকেরগঞ্জ জুড়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন রাজনৈতিক সচেতন বাকেরগঞ্জের মানুষ ভোটের দিন তা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে প্রতিবাদ ও প্রতিশোধ নেবেন। বাকেরগঞ্জ থানার অফিসার ইন চার্জ আ জ ম মাসুদুজ্জামানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান এধরনের কোন ঘটনা ঘটেনি, অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন। ভাংচুরের ভিডিও চিত্র আছে জানালে তিনি বলেন হয়তো স্বতন্ত্র প্রার্থী করুনা পাবার আশায় তার নিজের লোকজন দিয়ে ভাংচুর করিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *