অর্ধযুগ পর লালমোহনে হাফিজ, জনতার বাধঁভাঙ্গা ঢল

এম ইউ মাহিম চৌধুরী ভোলা প্রতিনিধি-

প্রায় অর্ধযুগ পর নিজ নির্বাচনী এলাকা লালমোহনে পা রাখলেন ভোলা-৩ এর ছয়বারের নির্বাচিত সাংসদ সাবেক পানিসম্পদ ও বানিজ্যমন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান নেতা আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীরবিক্রম।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন হতে বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর নির্বাচনী প্রচারনার উদ্দেশ্য বুধবার ঢাকা হতে রওয়ানা হয়ে বৃহঃবার লালমোহনের ধলীগৌরনগরের মঙ্গলসিকদার লঞ্চঘাট এসে পৌছান।তার আগমনের খবর শুনে ভোর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ধলীগৌরনগর লঞ্চঘাট এলাকায় তাকে স্বাগত জানানোর উদ্দেশ্য সমবেত হন।লোকে লোকারন্য হয়ে যায় পুরো এলাকা।লঞ্চ ঘাটে  এসে ভিড়া মাত্রই হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের হাফিজ ভাইয়ের আগমন,শুভেচ্ছা স্বাগতম,হাফিজ ভাই,হাফিজ ভাই স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি গাড়ি বহরসহ নেতা কর্মীদের নিয়ে পথে কয়েকটি পথসভা করে  লালমোহনের নিজ বাসায় পৌছান। মঙ্গল সিকদার ঘাট হতে লালমোহনের নিজ বাসা পর্যন্ত ১৪ কিলোমিটারেরও বেশি এ দীর্ঘ পথ বিএনপি নেতা কর্মীরা পায়ে হেটে আসেন। ধানের ছড়ি হাতে বেধেঁ নিয়ে  হাজার হাজার জনতার ধানের  শীষের স্লোগানে প্রকম্পিত  হয়ে উঠে আশে পাশের এলাকা। রাস্তার দু পাশে দাড়িয়ে থাকা আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর হতে শুরু করে সর্বস্তরের নারী পুরুষ তাদের  প্রিয় নেতা মেজর হাফিজ কে রাস্তার দুপাশে দাড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান।এ যেন এক অভুতপুর্ব দৃশ্য! অর্ধযুগ পর এ জনপদে এক মহানায়কের আগমন। লালমোহনের লঞ্চঘাট সড়ক সংলগ্ন নিজের বাসার নিকটেও কয়েক হাজার নেতা কর্মীর ভিড় জমে। সকলকে একত্রিত করে আগত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা  বিএনপি  সুত্রে জানা যায়, পরিবেশ পরিস্থিতি অনুকুলে না থাকায় বিগত ছয় বছর ধরে  তিনি এলাকায় আসেন নি। সপ্তাহ দুয়েক পুর্বে লালমোহনে আসার পরিকল্পনা করলেও গায়েবী মামলা জটিলতায় বিএনপি নেতা কর্মীরা হয়রানি হওয়ায় তিনি আসতে পারেন নি। কয়েকদিন পুর্বে ঢাকা হতে রওয়ানা হওয়ার পর লঞ্চে হামলা হলে সে যাত্রায় ও আসতে পারেন নি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহনের বিষয়ে ঘোষনা দিলেই এ আসনের বিএনপির নেতা কর্মীদের মনে প্রানচাঞ্চল্য সৃস্টি হয়। লালমোহনে তার  আগমনকে ঘিরে তৃনমুলের সাধারন নেতা কর্মীরা আশায় বুক বেধেঁছেন।তৃনমুলের নেতা কর্মীরা অনেক বছর পর  তার সাথে সাক্ষাতের ও প্রানখুলে কথা বলার সুযোগ পাবেন।দলীয় নেতা কর্মীরা একজোট হয়ে দলীয় কর্মকান্ড করার সুযোগ পাবে।বিএনপি নেতা কর্মীদের মনে যেন উৎসবের ঢেউ উঠেছে।তিনি টানা ছয়বার এ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।তার পিতা মরহুম ডাঃ আজাহার উদ্দীন আহম্মেদও এ আসনের এমএলএ ছিলেন।লালমোহন ও তজুমুদ্দিনের সদর সহ ইউনিয়ন পর্যায়ে বড় বড় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও  অবকাঠামোগত সকল উন্নয়ন তার নিজের হাতেই গড়া।বিএনপির নেতা কর্মী ছারাও সাধারন মানুষের একটি বৃহৎ অংশ এখনো মনে প্রানে তাকে ভালবাসে ও সমর্থন করে।বিএনপির  অনেক নেতাকর্মী জানান ব্যক্তি হাফিজ জনগনের হৃদয়ের মনিকোঠায় কতটা জনপ্রিয় তা আজকের সাধারন জনতার এই বাধঁভাঙ্গা জনস্রোতেই প্রমানিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *