বরিশালে জলাধার পরিচ্ছন্নতা  অভিযান

গত ১৪-১২-২০১৮ তারিখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ- বরিশাল জেলার(ভিবিডি-বরিশাল) পক্ষ থেকে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেক পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। ‘জলধার পরিচ্ছন্নতা অভিযান’ নামে এই উদ্যোগটা মূলত কোকাকোলা এবং ওয়াটার এইডের সহযোগিতায় বরিশালে প্রায় ১০০ জন স্থানীয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্র  সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহনে সকাল ১০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত কাজ করে। যেখানে লেক পরিস্কার করার পরে বঙ্গবন্ধু উদ্যান পরিস্কার করে। মূলত এসডিজি গোল – ৬ ‘সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা’ কে কেন্দ্র করে তারা এই উদ্যোগ গ্রহণ করে। পরিস্কার করার পাশাপাশি তারা স্থানিয় লোকজন এবং বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে আশালোক জনকে ‘সবার জন্য পানি ও পয়ঃনিষ্কাশনের সহজপ্রাপ্যতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা’ এবং আমাদের আশেপাশে জলাশয়গুলো পরিস্কার রাখার কারন সম্পর্কে সচেতন করে। এই উদ্যোগ সম্পর্কে বরিশাল সিটি- কর্পোরেশনের দায়িত্বে থাকা সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মোঃ ইউসুফ বলেন,”বর্তমান সচেতন যুবকদের নিজেদের থেকে এগিয়ে এসে এইরকম উদ্যোগ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই যুবকেরাই পারে আমাদের সমাজকে চেঞ্জ করতে। পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়টি শুধু সিটি-কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপর নির্ভর করলেই হবে না! এর জন্য সবার আগে দরকার সচেতনতা এবং আমি মনে করি যুবকদের এই ধরনের উদ্যোগ সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি হাসান মাহমুদ এই উদ্যোগ সম্পর্কে বলেছেন , “আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিলো আমাদের জলাশয়গুলো নিয়ে মানুষদের সচেতন করার। কারন বরিশালের অনেক ছোটবড় পুকুর বা বিভিন্ন রকম জলাশয় আছে যেগুলো অব্যহৃত!  বা পরিচর্যার অভাবে ব্যবহারের অযোগ্য!  এইগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা আমাদের অনেক কিছুর যেমন চাহিদা মিটাতে পারি তেমন পানি দূষণরোধসহ আমাদের পরিবেশ রক্ষা পাবে এবং আমাদের টেকসই লক্ষ্যমাত্রা ৬ অর্জনে অনেকটা এগিয়ে যাবো।” ভলান্টিযার ফর বাংলাদেশ একটি অলাভজনক প্রতিষ্ঠান যেটা সারাদেশেব্যাপি সমাজের এবং দেশের উন্নয়নের জন্য যুবকেদের নিয়ে কাজ করে থাকে, যার বরিশাল জেলা শাখা প্রায় ৭ বছর ধরে বরিশালে কাজ করে যাচ্ছে৷ বরিশালের দৃষ্টি-প্রতিবন্ধী স্কুল, বরিশালের অটিজম স্কুল, বৃদ্ধাশ্রাম, বিভিন্ন বস্তিসহ, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে  বিভিন্ন স্কুলে কর্মশালা নিয়ে থাকে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *