ভোলা-৩ আসন: নির্বাচনী প্রচারনায় ব্যস্ত শাওন,মেজর হাফিজকে আসতে বাধা

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে সারাদেশেই নির্বাচনী আমেজ চলছে।নির্বাচনকে ঘিরে সব শ্রেনী পেশার দলীয় নেতা কর্মী সমর্থকরা উৎসবমুখর পরিবেশে স্ব-স্ব প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত থাকলেও ব্যতিক্রম শুধু  সংসদীয় আসন-১১৭ ভোলা-৩ আসন। এ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন বিরামহীনভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।তিনি ২০১০এর উপ-নির্বাচনে বিজয়ী হওয়ার পর ২০১৪ এর ৫ই জানুয়ারীর দশম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হন। টানা দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে লালমোহন তজুমুদ্দিনের উপজেলা আ’লীগ ও সকল অঙ্গসংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেন।ওয়ার্ড হতে শুরু করে ইউনিয়ন উপজেলার প্রতিটি কমিটি তিনি ঢেলে সাজিয়েছেন। প্রতিটি কেন্দ্রেই তিনি কেন্দ্র কমিটি করে সকলকে নির্বাচনী দিক নির্দেশনা দিচ্ছেন।নেতা কর্মীদের সাথে নিয়ে ভোর হতে শুরু করে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগনের নিকট ভোট প্রার্থনা করছেন। জাতীয় পার্টির প্রার্থী নুরনবী সুমন ও ইসলামী আন্দোলনের প্রার্থীও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ আসনের ছয়বারের নির্বাচিত সাংসদ সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীরবিক্রম বিএনপির মনোনীত প্রার্থী হলেও তিনি এখন পর্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারনায় আসতে পারেন নি। এ প্রসঙ্গে মেজর হাফিজ সাংবাদিকদের অভিযোগ করে জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে এলাকায় আসতে পারছেন না।এলাকায় আসলেই তার নেতা কর্মীদের উপর হামলা করে নির্যাতন করা হয়।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে এলাকায় ফিরে নির্বাচনী প্রচারনা করার ইচ্ছা থাকলেও লালমোহনের তিনটি গায়েবী মামলায় চারশত নেতা কর্মীর নামে কোর্ট হতে ওয়ারেন্ট ইস্যু করা হয়। এসব নেতা কর্মীর আগাম জামিন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় তিনি আসতে পারেন নি। সর্বশেষ গত বুধবার ঢাকা হতে তাশরিফ-৪ লঞ্চে নির্বাচনী এলাকা লালমোহনের উদ্দেশ্য রওয়ানা হলে তিনি লঞ্চে উঠার পুর্বেই তার সকল নেতা কর্মীকে মারধর করে লঞ্চ হতে নামিয়ে দিয়ে লঞ্চে হামলা করে ভাংচুর করা হয়।লালমোহনের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকী দেয়া হয়। একশতের মত বিএনপি নেতা কর্মীকে ধরে নির্যাতন করা হয়। ইসির লেভেল প্লেয়িং ফিল্ড তার নির্বাচনী এলাকায় নেই।শত অত্যাচার আর নির্যাতনের মধ্যও তিনি শনিবার এলাকায় ফিরে নির্বাচনী প্রচারনা শুরু করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *