বরিশালে ভোজন রসিকদের জন্য চালু হলো ‘আড্ডাঘর’ রেস্টুরেন্ট

বরিশালে ভোজন রসিকদের জন্য রকমারি খাবারের বাহারি সব আয়োজন নিয়ে চালু হলো আড্ডাঘর রেস্টুরেন্ট। সোমবার (১৯ জুলাই) বিকেলে বরিশাল নগরীর কলেজ এভিনিউ, লেচুশাহ সড়ক বায়তুন নূর জামে মসজিদের পাশে আড্ডাঘর রেস্টুরেন্টের আনুষ্ঠানিক ভাবে ফিতাকেটে উদ্ধোধন করেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
ভোজনের প্রশ্নে বাঙালির জুড়ি মেলা ভার। প্রতি বেলায় কয়েক পদের খাবার না হলে যে আমাদের চলেই না।লকডাউন শিথিল হওয়ার পর সীমিত পরিসরে কিছু হোটেল-রেস্টুরেন্ট খুললেও পাল্টে গেছে আগের সম্পূর্ণ চিত্র।

নতুন এক স্বাভাবিকতাকে মেনে নিয়েই চালু হয়েছে “আড্ডাঘর “রেস্টুরেন্ট। এখানে খাবারের মেনুতে থাকছে চিকেন বার্গার,বিফ বার্গার,চিকেন পিজ্জা,ভেজিটেবল মিক্স চাওমিন,পাস্তা,থাই স্যুপ,কর্ন স্যুপ,সাব স্যান্ডউইচ, চাইনিজ চিকেন কারি,ফালুদা,লেমন জুস,কোল্ড কফি সহ মোট ৮৫ প্রকার রকমারি খাবার। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন,দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো চীফ শাহিন হাফিজ,দৈনিক বাংলার বনে পত্রিকার নির্বাহী সম্পাদক সাফিন আহমেদ রাতুল,দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার তন্ময় তপু,দৈনিক জনবানী পত্রিকার বরিশাল প্রতিনিধি মোঃ কাইউম আহমেদ,দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার সম্পাদক জি এম ফারুক লিটু,অনলাইন নিউজ পোর্টাল সকাল সংবাদ এর প্রকাশক সিহাব তোহা,আড্ডাঘর রেস্টুরেন্টের স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান জীবন,মোঃ শাওন খান প্রমুখ।

বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধনে চামড়া শিল্প রক্ষার দাবী

বরিশাল অফিস:
চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার দাবীতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের বরিশাল মহানগর সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখা সভাপতি মুহাম্মদ আশ্রাফুল ইসলাম, মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খান ও সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ শোভন সহ অন্যান্যরা। বক্তারা চামড়া শিল্প রক্ষায় এই খাতের সকল সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান। একই সাথে তারা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানান।

বরিশালে উপসর্গ ও করোনায় মৃত্যু ১২ ॥ বিভাগে নতুন আক্রান্ত আক্রান্ত ৮৯১ জন

বরিশাল অফিস:
বরিশাল বিভাগে গতকাল সোমবার দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। নতুন সংক্রমিত হয়েছেন ৮৯১ জন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্ত হয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮৭ জন। মোট আক্রান্ত ২৬ হাজার ৭৭৮ জনের মধ্যে সুস্থ হয়েছে ১৭ হাজার ৯৪ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘন্টায় মোট ২৯শ’৯২ জনের নুমনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে তিনজন এবং আইসোলেশন ওয়ার্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠীতে একজন করে মোট তিনজন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬৬৮ জন ও করোনা ওয়ার্ডে ২৫৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত এ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৩শ’ বেডের অনুকুলে ২৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। শেবাচিমের পিসিআর ল্যাবে আক্রান্তের হার ৪৫ দশমিক ৭৪ শতাংশ।

অক্সিজেন সিলিন্ডারের জন্য রোগীর স্বজনদের অপেক্ষা

বরিশাল অফিস:
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে অক্সিজেন ভর্তি সিলিন্ডারের জন্য দুপুর থেকে অপেক্ষা করতে দেখা গেছে রোগীর স্বজনদের। সোমবার দুপুরে এই চিত্র লক্ষ্য করা গেছে করোনা ইউনিটের মুল ফটকের সামনে। অক্সিজেন সিলিন্ডার সংকটের কারণে এবং করোনা ইউনিটের রোগী দিন দিন বৃদ্ধি পাওয়ায় এমন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। করোনা ইউনিটের দ্বিতীয় তলায় ভর্তি করোনা পজিটিভি রোগীর স্বজন জোবায়ের খান বলেন, আমার আপন চাচাকে এখানে ভর্তি করেছি। তার অক্সিজেন স্যাচুরেশন ৭০ থেকে ৭৫ এ আপডাউন করে। সার্বক্ষনিক তার অক্সিজেন প্রয়োজন। তবে আমরা চাহিদা মোতাবেক অক্সিজেন পাচ্ছি না। অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। দুর্বিষহ দুর্ভোগে রয়েছি। প্রায় সকাল বেলা থেকেই দাড়িয়ে রয়েছি। আমি এই দুই দিন ধরে দুর্ভোগে রয়েছি। আরেক রোগীর স্বজন কলি বেগম বলেন, আমার স্বামীর করোনা পজিটিভি। এখানে যে চিকিৎসা দরকার তা তো পাচ্ছিই না, এখন অক্সিজেনও পাচ্ছি না। ডাক্তার বলেছেন অক্সিজেন লেভেল ঠিক না হওয়া পর্যন্ত অক্সিজেন কন্টিনিউ ভাবে দিতে হবে। আমরা বেড পাইনি, তাই সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়েও অক্সিজেন নিতে পারিনি। সিলিন্ডারের ভরসায় বসে থাকতে হয় তীর্থের কাকের মত। কখন অক্সিজেন শেষ হবে আবার কখন গিয়ে নতুন সিলিন্ডার আনবো সেই টেনশনেই থাকতে হয়। তবে সকাল থেকে দাড়িয়ে থেকেও সিলিন্ডার পাইনি। তবে দুপুরের পর গাড়ি ভরে অক্সিজেন ভরা সিলিন্ডার এসেছে। তবে প্রতিদিন যদি ঘন্টার পর ঘন্টা ধরে সিলিন্ডারের ভরসায় বসে থাকতে হয় তাহলে তো রোগী বাঁচানো সম্ভব নয়। দ্রুত এটার স্থায়ী সমাধান চাচ্ছি এই হাসপাতালে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেনের কোনো সংকট নেই। সংকট রয়েছে অক্সিজেন সিলিন্ডারের। আমরা আরও অক্সিজেন সিলিন্ডার চেয়েছি। ওগুলো চলে আসলে আর সমস্যা থাকবে না ৩শ বেডের এই করোনা ইউনিটে।

বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে আগাম ঈদ জামাত আজ

বরিশাল অফিস:
বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে ঈদুল আজহার আগাম জামাত অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা। বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী এলাকায় আজ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। শাহ্সুফি দরবার শরীফের অনুসারী বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজি বাড়ি শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মিঠু জানান, মূলত সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মীয় আচার্য্য পালন করেন তারা। বিভাগের ৭৫টি মসজিদে ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

এই সরকার গণতান্ত্রিক নয় বলেই আজ রাষ্ট্রযন্ত্র দ্বারা দেশ পরিচালিত হচ্ছে – বিএনপি যুগ্ম মহাসচিব সরোয়ার

শামীম আহমেদ ॥

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেছেন, বর্তমান আমলাতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করতে গিয়ে আজ দেশের জন প্রতিনিধিদের কোন মূল্য দিচ্ছে না।

এই সরকার গণতান্ত্রিক নয় বলেই আজ রাষ্ট্রযন্ত্র ধারা দেশ পরিচালিত হচ্ছে বলেই জন প্রতিনিধিরা পাশে বসে থাথে আর আমলারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন।

আমরা দেশে জবাব দিহীতামূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চাই। তিনি বলেন সরকার করোনা মোকাবেলার নামে স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকার দূর্নীতি কথা যানার পরও তাদের বিরুদ্ধে গ্রহণ করতে পারছেনা শুধু অবৈধভাবে টিকে থাকার জন্য।

অপর দিকে সরকারী কর্মকর্তারা মেডিকেলের সরঞ্জামাধি ক্রয়ের নামে কোটি কোটি টাকা লোপাট হয়ে গেছে কিন্ত স্বাস্থ্য বিভাগের কোন উন্নতি হয় নাই।

তাই এই করোনাকালীন সময়ে দেশের সকল জনগনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানান।

আজ সোমবার (১৯ই) জুলাই সকাল ১১টায় বরিশাল নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সামনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগীতায় করোনা হেল্প সেন্টার শুভ উদ্ধোধন কালে তিনি প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন।

বরিশাল মহানগর বিএনপির আয়োজনে এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ও ড্যাবের ডক্টর নাঈম ও বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সম্পত্তিকালে করোনা থেকে মুক্তি পাওয়া এ্যাড, হাফিজ আহমেদ বাবলু।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, বরিশাল মহানগর বিএনপি যুগ্ম সাধার্না সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান. যুগ্ম সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, শ্রমিক দল নেতা আব্দুর রব হাওলাদার, শহিদুল ইসলাম, মহানগর মহিলা দল নেত্রী আফরোজা কালাম পলি, শামীমা আকবর, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

পরে যুগ্ম মহাসচিব সরোয়ার দলীয় ও বিভিন্ন অঙ্গ সংগঠন কর্মীদের মাঝে মাক্স, হ্যান্ড সেনিটাইজার ও বিভিন্ন ঔষদ বিতরন করেরন।

মহানগর বিএনপি দশটি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ডসেনিটাইজার, মাক্স,ঔষদ বিভিন্ন সরঞ্জামাধি নিয়ে করোনা রোগীদের সেবা কার্যক্রম শুরু করে দিয়েছে।

একই সময়ে বিএনপি দলীয় কার্যলয়ে করোনা সচেতনতায় সহায়তা এবং ভেকসিন এর জন্য রেজিষ্ট্রশনের সমহযোগীতা প্রদান হেল্প সেন্টার কার্যক্রম চালু করেছে।

এসময় মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বলেন, আমরা আজ আনুষ্টানিকভাবে এই কার্যক্রম উদ্ধোধন করা হলেও ইতি মধ্যে আমরা মহানগরীর বিভিন্নস্থানে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা সহ সকল ধরনের সহযোগীতার জন্য করোনা রোগীদের সেবাই পাশে গিয়ে দাড়িয়েছি।

বরিশালে নগদ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

শামীম আহমেদ ॥

বরিশালে নগরীতে মোবাইল ব্যাংকিং নগদ কোম্পানির এক কর্মকর্তাকে তিন সদস্যের ছিনতাইকারী যুবক কুপিয়ে ও মারধর করে ৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। স্থানীয়রা ওই কর্মকর্তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

রোববার সন্ধ্যা রাতে কোতয়ালি মডেল থানাধীন বৈদ্যপাড়া এলাকায় এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। আহত নগদ কোম্পানী প্রতিনিধি যুব বয়সি কর্মকর্তা (ডিএসও)নুরুল্লাহ মোমেন নুরুল্লাহ মোমেন গোয়েন্দা সংস্থার সদস্যদের জানান, সারাদিন নগদের অর্থ সংগ্রহ করে সন্ধ্যার দিকে পায়ে হেটে অফিস নগরীর সিঅ্যান্ডবি রোডের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমথ্যে বৈদ্যপাড়া এলাকায় অনেকটা আকস্মিক তিনজনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মারধর করাসহ এলোপাতাড়ি কুপিয়ে নগদ ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে চিৎকার করতে দেখে স্থানীয় উদ্ধার করে। এবং দ্রুত বরিশাল শের-ইবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।শেবাচিমের চিকিৎসকেরা জানিয়েছে, যুবকের ডান হাতের কনুর ওপরে রক্তাক্ত জখম হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন লক্ষ্য করা গেছে।কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, বিষয়টি এক ব্যক্তি ফোন করে জানিয়েছে, আমরা আগে যুবককে চিকিৎসা নিতে বলেছি। এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বরগুনায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

বরগুনার বেতাগীর কাউনিয়ায় সরিষামুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য টিটু হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বর্তমান ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপনের সমর্থকদের বিরুদ্ধে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত টিটু সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের সমর্থক হিসেবে পরিচিত। এছাড়া সরিষামুড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার তিনি।

টিটুর পরিবার সূত্রে জানা যায়, টিটু হাওলাদার সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের ঘনিষ্ঠ ছিল। বর্তমান চেয়ারম্যানের সাথে ইউসুফ শরীফের বিরোধ চলছে দীর্ঘদিন। আজ দুপুর ২টার দিকে বেতাগী থেকে মোটরসাইকেল করে গ্রামে ফিরছিলেন টিটু। পথে ২-৩টি মোটরসাইকেল নিয়ে বর্তমান চেয়ারম্যানের ভাইসহ কয়েকজন ধাওয়া করে তাকে বরগুনার গৌরিচন্না এলাকায় নিয়ে আসে।

 

পরে টিটুকে বহনকারী মোটরসাইকেল চালক গাড়ি রেখে পালিয়ে গেলে হামলাকারীরা টিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চলে যায় বলে জানায় নিহতের স্ত্রী ও শ্যালক।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনা শোনার পরে আমি গিয়ে তাকে উদ্বার করে বরগুনা হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবারও ঈদের প্রধান জামাত হচ্ছে না বরিশালে

করোনা সংক্রমণের কারণে বরিশালে এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টার জামাতে অংশগ্রহণ করবেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে, এবারও বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৮টায়। এছাড়া নগরীর প্রধান প্রধান মসজিদগুলোতে সকাল ৭টা এবং ৯টায় দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গেল ঈদুল ফিতরে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়নি। এই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায়ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের আয়োজন করা হয়নি বলে নিশ্চিত করেছেন বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

 

তবে কালেক্টরের জামে মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা। সকাল ৮টার জামাতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করবেন বলে জানান তিনি।

বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। পুলিশ লাইনস জামে মসজিদে সকাল ৮টায় এবং কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহস্রাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব জামাতে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

সব রেকর্ড ছাড়িয়ে আজও সর্বোচ্চ মৃত্যু করোনায়

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জনে। এর আগে ১১ জুলাই দেশে ২৩০ জন মারা যান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১  হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ।