অক্সিজেন সিলিন্ডারের জন্য রোগীর স্বজনদের অপেক্ষা

বরিশাল অফিস:
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে অক্সিজেন ভর্তি সিলিন্ডারের জন্য দুপুর থেকে অপেক্ষা করতে দেখা গেছে রোগীর স্বজনদের। সোমবার দুপুরে এই চিত্র লক্ষ্য করা গেছে করোনা ইউনিটের মুল ফটকের সামনে। অক্সিজেন সিলিন্ডার সংকটের কারণে এবং করোনা ইউনিটের রোগী দিন দিন বৃদ্ধি পাওয়ায় এমন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। করোনা ইউনিটের দ্বিতীয় তলায় ভর্তি করোনা পজিটিভি রোগীর স্বজন জোবায়ের খান বলেন, আমার আপন চাচাকে এখানে ভর্তি করেছি। তার অক্সিজেন স্যাচুরেশন ৭০ থেকে ৭৫ এ আপডাউন করে। সার্বক্ষনিক তার অক্সিজেন প্রয়োজন। তবে আমরা চাহিদা মোতাবেক অক্সিজেন পাচ্ছি না। অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। দুর্বিষহ দুর্ভোগে রয়েছি। প্রায় সকাল বেলা থেকেই দাড়িয়ে রয়েছি। আমি এই দুই দিন ধরে দুর্ভোগে রয়েছি। আরেক রোগীর স্বজন কলি বেগম বলেন, আমার স্বামীর করোনা পজিটিভি। এখানে যে চিকিৎসা দরকার তা তো পাচ্ছিই না, এখন অক্সিজেনও পাচ্ছি না। ডাক্তার বলেছেন অক্সিজেন লেভেল ঠিক না হওয়া পর্যন্ত অক্সিজেন কন্টিনিউ ভাবে দিতে হবে। আমরা বেড পাইনি, তাই সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়েও অক্সিজেন নিতে পারিনি। সিলিন্ডারের ভরসায় বসে থাকতে হয় তীর্থের কাকের মত। কখন অক্সিজেন শেষ হবে আবার কখন গিয়ে নতুন সিলিন্ডার আনবো সেই টেনশনেই থাকতে হয়। তবে সকাল থেকে দাড়িয়ে থেকেও সিলিন্ডার পাইনি। তবে দুপুরের পর গাড়ি ভরে অক্সিজেন ভরা সিলিন্ডার এসেছে। তবে প্রতিদিন যদি ঘন্টার পর ঘন্টা ধরে সিলিন্ডারের ভরসায় বসে থাকতে হয় তাহলে তো রোগী বাঁচানো সম্ভব নয়। দ্রুত এটার স্থায়ী সমাধান চাচ্ছি এই হাসপাতালে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেনের কোনো সংকট নেই। সংকট রয়েছে অক্সিজেন সিলিন্ডারের। আমরা আরও অক্সিজেন সিলিন্ডার চেয়েছি। ওগুলো চলে আসলে আর সমস্যা থাকবে না ৩শ বেডের এই করোনা ইউনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *