বরিশালে উপসর্গ ও করোনায় মৃত্যু ১২ ॥ বিভাগে নতুন আক্রান্ত আক্রান্ত ৮৯১ জন

বরিশাল অফিস:
বরিশাল বিভাগে গতকাল সোমবার দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। নতুন সংক্রমিত হয়েছেন ৮৯১ জন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্ত হয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮৭ জন। মোট আক্রান্ত ২৬ হাজার ৭৭৮ জনের মধ্যে সুস্থ হয়েছে ১৭ হাজার ৯৪ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘন্টায় মোট ২৯শ’৯২ জনের নুমনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে তিনজন এবং আইসোলেশন ওয়ার্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠীতে একজন করে মোট তিনজন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬৬৮ জন ও করোনা ওয়ার্ডে ২৫৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত এ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৩শ’ বেডের অনুকুলে ২৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। শেবাচিমের পিসিআর ল্যাবে আক্রান্তের হার ৪৫ দশমিক ৭৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *