বরিশালে ভোজন রসিকদের জন্য চালু হলো ‘আড্ডাঘর’ রেস্টুরেন্ট

বরিশালে ভোজন রসিকদের জন্য রকমারি খাবারের বাহারি সব আয়োজন নিয়ে চালু হলো আড্ডাঘর রেস্টুরেন্ট। সোমবার (১৯ জুলাই) বিকেলে বরিশাল নগরীর কলেজ এভিনিউ, লেচুশাহ সড়ক বায়তুন নূর জামে মসজিদের পাশে আড্ডাঘর রেস্টুরেন্টের আনুষ্ঠানিক ভাবে ফিতাকেটে উদ্ধোধন করেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
ভোজনের প্রশ্নে বাঙালির জুড়ি মেলা ভার। প্রতি বেলায় কয়েক পদের খাবার না হলে যে আমাদের চলেই না।লকডাউন শিথিল হওয়ার পর সীমিত পরিসরে কিছু হোটেল-রেস্টুরেন্ট খুললেও পাল্টে গেছে আগের সম্পূর্ণ চিত্র।

নতুন এক স্বাভাবিকতাকে মেনে নিয়েই চালু হয়েছে “আড্ডাঘর “রেস্টুরেন্ট। এখানে খাবারের মেনুতে থাকছে চিকেন বার্গার,বিফ বার্গার,চিকেন পিজ্জা,ভেজিটেবল মিক্স চাওমিন,পাস্তা,থাই স্যুপ,কর্ন স্যুপ,সাব স্যান্ডউইচ, চাইনিজ চিকেন কারি,ফালুদা,লেমন জুস,কোল্ড কফি সহ মোট ৮৫ প্রকার রকমারি খাবার। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন,দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো চীফ শাহিন হাফিজ,দৈনিক বাংলার বনে পত্রিকার নির্বাহী সম্পাদক সাফিন আহমেদ রাতুল,দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার তন্ময় তপু,দৈনিক জনবানী পত্রিকার বরিশাল প্রতিনিধি মোঃ কাইউম আহমেদ,দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার সম্পাদক জি এম ফারুক লিটু,অনলাইন নিউজ পোর্টাল সকাল সংবাদ এর প্রকাশক সিহাব তোহা,আড্ডাঘর রেস্টুরেন্টের স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান জীবন,মোঃ শাওন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *