বরিশালে চারদিনে কর আদায় ৩ কোটি

নিজস্ব প্রতিবেদক: বরিশালে আয়কর মেলার প্রথম চার দিনে প্রায় ৩ কোটি টাকা কর আদায় করা হয়েছে।  পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৭ হাজার ৩শত ৫৬জন করদাতা। নতুন ‘ই- টিন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ৩শ’ ৬৯জন। অশ্বিনী কুমার টাউন হলের আয়কর মেলা প্রাঙ্গনে করদাতা ও রিটার্ন দাখিলকারীদের ভিড়ে মেলাস্থলে উৎসব মেলায় পরিনত হয়েছে।

আজ শনিবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য জানান বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার (প্রশাসন) মো: আবুল কালাম আজাদ।

 

আবুল কালাম আজাদ  বলেন, প্রতিদিন মেলায় করদাতাদের উপচেপড়া ভিড় থাকে। তাছাড়া গতবারের চেয়ে এবার আয়কর দাতারাও অনেক সচেতন হয়েছেন। তাই প্রথম চারদিনে মেলায় ২ কোটি ৯০ লক্ষ ৩৩ হাজার ৩৮২ টাকা কর আদায় করা হয়েছে। এছাড়াও  ৫৫ হাজার ৮শ’ ৪৯ জনকে সেবা প্রদান করেছেন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা।

 

তিনি আরো জানান, মেলার প্রথম দিনে ৫৫ লক্ষ ৫৪ হাজার ৩৫৬ টাকা কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৩শ’ ৩৮জন করদাতা। নতুন ‘ই- টিন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ৮৫জন। সেবা গ্রহন করেছে ৩ হাজার ২শ’ ৮ জন।

 

এছাড়াও দ্বিতীয় দিনে ৫৯ লাখ ৫৬ হাজার ৩৫৬ টাকা কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৩শ’ ৪৫ জন করদাতা। নতুন ‘ই- টিন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ১১৬জন। সেবা গ্রহন করেছে ১২ হাজার ৩শ’ ৪১ জন।

 

এদিকে তৃতীয় দিনে ৯৫ লাখ ১৩ হাজার ৪৬৮ টাকা কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ২শত ২৯ জন করদাতা। নতুন ‘ই- টিন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ১১৬জন। সেবা গ্রহন করেছে ২৩ হাজার ৮শ’ ৬৩ জন।

 

অপরদিকে চতুর্থ দিনে ৮০ লাখ ৯ হাজার ৩৭১ টাকা কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৪শত ৪৪ জন করদাতা। নতুন ‘ই- টিন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ৫০জন। সেবা গ্রহন করেছে ১৬ হাজার ৪শ’ ৩৭ জন।

 

বরিশাল কর অঞ্চল কর কমিশনার মকবুল হোসেন পাইক  জানান, মেলায় করদাতাদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন নতুন করদাতা সৃষ্টি হওয়ার পাশাপাশি রিটার্ন জমা দেওয়ার জন্য পুরাতন করদাতাদের ভিড় বাড়ছে।

 

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর (মঙ্গলবার) থেকে বরিশাল অশ্বিনী কুমার হলে শুরু হয়েছে সাত দিন ব্যাপী এই আয়কর মেলা। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় ২০ টি স্টলের মাধ্যমে করদাতাদের সেবা প্রদান করা হচ্ছে।

 

 

 

বরিশালে পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বরিশাল জেলার গৌরনদী উপজেলার পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেছে। শুক্রবার রাত সাড়ে সাতটায় গৌরনদী বাসষ্ট্যান্ড চত্বরে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ তার তিন শতাধিক কর্মী সমর্থকরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমানের হাতে ফুল দিয়ে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন। একই সাথে গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর গাজী তৌফিক ইকবাল সজলের নেতৃত্বে উপজেলা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল হাকিম খান তার দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভুইয়া প্রমুখ।

 

মৈমনসিংহের মহুয়া সুন্দরী এখন বরিশালে!

নিজস্ব প্রতিবেদক: ঘরের দাওয়ায়, কখনো ধান কাটা মাঠে গা-শিউরানো বাতাসের চাঁদোয়ায়, চন্দ্রালোকে ভিজে অথবা হয়তো হ্যাজাক বাতির অল্প আলোতে আর বাকিটা আঁধারে ঢাকা কোনো রহস্যঘেরা রাতে গাওয়া গীতিকাব্যের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ ‘মৈমনসিংহ গীতিকা’। এই গীতিকার এক অমর প্রেমকাহিনী ‘মহুয়া’ পালা প্রায় ৪’শ বছর আগেকার। সেই কাহিনী নিয়ে বরিশালে অন্যতম নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটার সৃস্টি করেছে ৯৭ তম প্রযজনা। এই নাটকটি শনিবার থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

নাটকটির কাহিনী সংক্ষেপে বলা যায়, ৬ মাসের পথের দূরত্বে গারো পাহাড়ের ওপর হিমানী পর্বত। এর উত্তরের সাগর পাড়ের চান্দ সূরুজ নাই আন্দারিতে ঘেরা গভীর বনে বাস করে ডাকাত সর্দার বেদে হুমরা বাইদ্যা। ১৬ বছর আগে ধনু নদীর পাড়ের কাঞ্চনপুর গ্রামের এক ব্রাহ্মণের ছয় মাসের কন্যাকে চুরি করে আনে সে। তাকে লালন-পালন করে বড় করে, বিভিন্ন কসরত শেখায় আর খেলা দেখিয়ে বেড়ায়। উপচে পড়া রূপ ‘আন্দাইর ঘরে থুইলে কন্যা জ্বলে কাঞ্চা সোনা’ নাম মহুয়া সুন্দরী। একবার বামনকান্দা গ্রামের ব্রাহ্মণ নদ্যার চান ঠাকুরের বাড়িতে খেলা দেখাতে যায় বাপ-বেটি। মহুয়ার কসরতে মুগ্ধ রূপবান নদ্যার ঠাকুর হুমরা বাইদ্যার দলকে উলুইয়াকান্দা নামক স্থানে বসতের অনুমতি দেন।

নদের চাঁদ ঠাকুরের সঙ্গে মহুয়ার মন দেয়া-নেয়া, বাধাঁ বিপত্তি নিয়ে দুই হতভাগ প্রেমিক-প্রেমিকার কাহিনী ফুটে উঠেছে এই নাটকটিতে। ময়মনসিংহের এক পালাকার ব্রাহ্মণ দ্বিজ কানাই তার কুঁড়েঘরে বসে যে পালা লিখেছেন তাই একদিন এক দেশ থেকে অন্য দেশে বয়ে যায়, সময়ের পাখায় চড়ে, ভাষা পরিবর্তন করে ইউরোপের কালজয়ী রোমান্স ‘ট্রিস্টান অ্যান্ড ইসল্ড’ হয়ে। মহুয়া পালায় মোট ৭৫৫ ছত্র আছে। দীনেশচন্দ্র সেন এই পালাকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেছেন। এই নাটকটির নির্দেশনা দিয়েছেন অপূর্ব কুমার রায় অপু। লোকসংস্কৃতি সাধনায় খেয়ালী গ্রুপ থিয়েটারের ৯৭তম প্রযোজনা মহুয়া। থিয়েটারের সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু আশা প্রকাশ করেছেন, এক ঝাঁক নবীন ও তরুণ নাট্যকর্মীর দীর্ঘ পরিশ্রমের ফসল মহুয়া দর্শকদের আপ্লুত করবে।

বরিশালে ১১০ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান সরকার

নিজস্ব প্রতিবেদক: জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ মঙ্গলবার বরিশাল ও গোপালগঞ্জ সফরে এসেছেন। বিমানে ঢাকা থেকে তিনি বরিশাল বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বরিশাল জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ শত শত লোক তাকে স্বাগত জানান। এর পর তিনি সরাসরি বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয়ে চলে যান। সেখানে নতুন নির্বাচিত মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে তিনি বৈঠক করেন। এ সময় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জার্মান রাষ্ট্রদূতকে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা দেখান বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এখানে উল্লেখ করা জরুরি, জলবায়ু পরিবর্তনের কারণে বরিশালে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতিকূলতা মোকাবেলায় ১১০ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান সরকার।

বরিশালে মাদক ও মাদক বিক্রিত টাকাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরদী এলাকা থেকে ইয়াবাসহ রুবেল সর্দার (৪০) নামে একজনকে আটক করেছে। আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সাগরদী এলাকার নিবির কুঞ্জ নামক ভবনে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটক রুবেল সর্দার (৪০) ওই এলাকার শাজাহান সর্দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক রুবেল সর্দারের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

বরিশাল বিভাগের ১০ আসনের প্রার্থী চুড়ান্ত: ১১ আসন নিয়ে চিন্তিত মহাজোট

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটে বিভক্ত হয়ে রাজনৈতিক ভাবে ভোটের লড়াইতে নামছে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। ইতিমধ্যে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ শেষ করেছে। বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় ঐক্যফ্রন্ট ও বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। বরিশাল বিভাগে ২১ টি আসনের মধ্যে আআওয়ামীলীগের বর্তমান এমপি রয়েছেন ১৬ জন, জাপার ৩ জন, ওয়াকার্স পার্টির ১জন ও জেপির ১ জন। মহাজোট মুল দল আওয়ামী লীগের মনোনায়ন ফরম কিনেছেন ৩শতাধিক নেতা। আগামীকাল থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহন করবে আওয়ামী লীগ নির্বাচনী মনোনয়ন বোর্ড। তবে বিভিন্ন সুত্রের খবরে জানাগেছে বরিশাল বিভাগের ১০ আসনে প্রার্থী চুড়ান্ত করেছে মহাজোট এর মধ্যে আটজনের আসন চুড়ান্ত হলেও ২ জনকে কোন আসনে মনোনয়ন দেয়া হবে তা নিশ্চিত করা হয়নি। চুড়ান্ত ১০ জনের মধ্যে সাবেক চীফ হুইপ ও পার্বত্য ভুমি কমিশনের চেয়ারম্যান ( কেবিনেট মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল ০১, জেবুন্নেসা আফরোজ বরিশাল ০৫, শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু ঝালকাঠি ০২, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর ০২, তোফায়েল আহমেদ ভোলা ০১/ ০২ এর যেকোনো একটিতে, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা ০৪, জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ পটুয়াখালী ০২, সাবেক প্রতিমন্ত্রী আ খ মো জাহাঙ্গীর হোসাইন পটুয়াখালী ০৩, ও জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বরিশাল ০৬ / পটুয়াখালী ০১ অথবা পটুয়াখালী ০৪ এর যেকোন একটি ডা. রুস্তম আলী ফরাজী জাপা এরশাদ পিরোজপুর ০৩ । বাকি ১১ আসনের প্রার্থী মনোনায়ন নিয়ে চিন্তিত মহাজোট এর মধ্য বরিশাল ০৩ ( বাবুগঞ্জ – মুলাদী) আসনে মহাজোট থেকে কোন প্রার্থী না দিয়ে উন্মুক্ত রাখা হতে পারে। এ আসনের বর্তমান সাংসদ ওয়াকার্স পার্টির শেখ টিপু সুলতান। এ আসনটি নবম সংসদে জাপার দখলে ছিল। জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। এই আসনটি জাপা ও ওয়াকার্স পার্টি দাবী করেছে তবে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ আবার ওয়াকার্স পার্টিতে রয়েছে আভ্যন্তরীণ কোন্দল। বরিশাল ০২ আসনের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, তিনি গৌরনদীর বাসিন্দা। তাই তাকে ছাড় দিতে চায়না স্হানীয় আওয়ামী লীগ। এ আসনে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হেভিওয়েট আরো ৬ প্রার্থী। বরিশাল ০৪ আসনে বর্তমান এমপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ তবে এখানে দলীয় কোন্দল রয়েছে সেক্ষেত্রে মনোনয়নের দাবীদার হেভিওয়েট আরো চারজন। বরিশাল ০৬ আসনের বর্তমান এমপি জাপার নাসরিন জাহান রত্না তবে এবার তিনি মনোনয়ন নাও পেতে পারেন। আভ্যন্তরীণ কোন্দল, দূর্নীতি ও স্বজনপ্রীতির কারনে সমালোচিত পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান এমপি এ কে এম এ আউয়ালের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম অথবা সাবেক ছাত্রনেতা সাজ্জাদ সাকীব বাদশা মনোনয়ন পেতে পারেন। বরগুনা ০১ আসনে মনোনয়ন প্রত্যাশী ৫২ জন, এ আসনের বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথের বিরুদ্ধে প্রায় সব নেতা। এ আসনে আলোচনার শীর্ষে রয়েছে ২০০১ সালের উপ নির্বাচনের প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান। বরগুনা ০২ আসনের বর্তমান এমপি শওকত হাসানুর রহমান রিমন, তার পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিতর্কিত ভুমিকার কারনে তিন উপজেলার সকল নেতা কর্মী তার বিরুদ্ধে, এ আসনে মনোনয়ন পেতে পারেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তবে এই আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম মনির যুক্তফ্রন্টে যোগদানের গুঞ্জন রয়েছে যদি শেষ পর্যন্ত সেটা হয় সেক্ষেত্রে এ আসনটি দাবী করবে তারা। পটুয়াখালী ০১ আসনে যদি জাপার এবিএম রুহুল আমিন হাওলাদারকে মনোনায়ন না দেয়া হয় সেক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া অথবা কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন দুজনের যেকোনো একজন মনোনয়ন পাবেন। পটুয়াখালী ০৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ৩২ জন, বর্তমান সাংসদ সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এ আসনটি জাপা মহিসচিব রুহুল আমিন হাওলাদারও দাবী করছে তবে এ আসনে মনোনয়ন পেতে পারেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাদারীপুর ৩ আসনের বর্তমান সাংসদ কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম তাকে এখান থেকে নির্বাচন করার দাবী জানিয়েছেন স্হানীয় নেতা কর্মিরা। ঝালকাঠি ০১ আসনের বর্তমান সাংসদ বজলুল হক হারুন, মুক্তিযুদ্ধে তার পরিবারের বিতর্কিত ভুমিকা ও জামায়াত লালনের অভিযোগে তিনি মনোনয়ন নাও পেতে পারেন। ভোলা ০২ আসনের বর্তমান সাংসদ আলী আজম মুকুল এই আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে চমক থাকতে পারে। ভোলা ০৩ আসনের বর্তমান সাংসদ নুরুন নবী চৌধুরী শাওন তবে এবার মনোনয়ন পেতে পারেন সাবেক সাংসদ মেজর অবসরপ্রাপ্ত জসিম উদ্দিন।

বরিশালের শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদকঃ “উন্নয়নের শীর্ষে যাব যথাযথ আয়কর দিব এশ্লোগান নিয়ে বরিশাল কর অঞ্চলের আয়োজনে সর্বোচ্চ,দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ কর প্রদানকারীদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস বলেছেন, পরের টাকায় দেশ উন্নয়ন করতে গেলে নিজের দেশের আত্ব মর্যদা থাকে না।
যাদের টাকায় আজ দেশ এগিয়ে যাবে তাদেরকে সম্মান দেখানোর জন্য বঙ্গবন্ধু নিজেই বলে গিয়েছিলেন।
পূর্বে এদেশে ভাল কাজের সম্মান মর্যদা দেয়া হত না ভাল কাজের জন্য সম্মান দেয়া হলে তাদের মধ্যে ভাল করার আগ্রহ সৃষ্টি হয়।

আজ সোমবার সকাল ১০ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ সাউথ গেট বল রুম,হোটেল গ্র্যান্ড পার্ক মিলনায়তন সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে বরিশাল কর অঞ্চলের পক্ষ থেকে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ তিন ক্যাটাগরিতে কর প্রদানকারীদের কে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। (অডিট,ইন্টিলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আরিফা শাহানার সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (পিপিএম) মাহফুজুর রহমান,বরিশাল কর অঞ্চল প্রধান কর কমিশনার মকবুল হোসেন পাইক,অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাসার আকন,অতিরিক্ত যুগ্ম কর কমিশনার নাঈমুর রসুল,যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল ক্লাব লিঃ এর সভাপতি কাজী মফিজুল ইসলাম সহ সর্বোচ্চ করদাতাদের পক্ষে বক্তব্য রাখেন বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ফারুক সরদার।
প্রধান অতিথি এসময় করদাতা ও আয়োজকদের উর্দেশ্যে আরো বলেন, দেশে কর বিভাগের কর্মকতা-কর্মচারীদের নিরলসভাবে কাজ করার কারনেই শতভাগ রাজস্ব আসার কারনেই আমাদের নিজস্ব অর্থায়নে পদ্বা সেতু, পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কাজের অগ্রগতি হচ্ছে।
রাজস্ব আয় বৃদ্বি পাওয়ার কারনে আমাদের তেমন বৈদেশিক সাহায্যের প্রয়োজন হচ্ছে না।
আমাদের দেশের ক্ষুদা,দারীদ্র মুক্ত উন্নত দেশ গড়তে হলে আয় করের কোন বিখল্প নেই।
প্রধান অতিথি আরো বলেন আমাদের ১৭ কোটি মানুষের দেশে মাত্র কয়েক লক্ষ মানুষ কর দিচ্ছেন।
এসময় তিনি বলেন যারা কর দিতে এগিয়ে আসে তাদেরকে যেন যথাযথভাবে সম্মান দেয়ার জন্য কর অঞ্চলের কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
পরে প্রধান অতিথি (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বরিশাল নগরীর কর প্রদানকারী বরিশাল চকবাজার এলাকার হাজী মোঃ জালাল উদ্দিন,এ্যাড. বলরাম পোদ্দার,নাসির উদ্দিন,মোঃ জসিম উদ্দিন,মিস রেশমা ইয়াসমিন,সোহাগ কৃষ্ণ পিপলাই,বানারীপাড়ার ফারুক সরদার। সর্বোচ্চ মহিলা করদাতারা হচ্ছেন মিজ্ আফরোজা খানম,সহ বরিশালের আগৈলঝাড়ার সফিক ব্রাদাসের শাহিনুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জেলা ও বিভাগের ৬ জেলার সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ কর প্রদানকারী তিন ক্যাটাগরিতে মোট ৪৯ জন কর প্রদানকারীদের হাতে ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন।

বরিশালে নির্বাচনকে ঘিরে প্রস্তুত মাইক ব্যবসায়ীরা

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে বরিশালের বানারীপাড়া উপজেলার মাইক ব্যবসায়ীরা। আর এই নির্বাচনী হাওয়ায় উপজেলার মাইক ব্যবসায়ীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করায় মাইক পাড়ায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এ বিষয়ে পৌর শহরের মোল্লা মার্কেটের নিউ ষ্টার মাইক সার্ভিস লিমিটেডের সত্তাধিকারী শ্যামল জানান, সে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক নতুন মাইক এনেছেন। নির্বাচনী প্রচারের জন্য তার প্রতিষ্ঠান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়াও পৌর শহরের কর্নেল পরিচালিত আওয়াজ,হালিম হোসেন’র ন্যাশনাল,শাহকলি এবং তাজেলের তাজ মাইক সার্ভিসও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানাগেছে।

বরিশাল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী ও বর্তমান সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহের জন্য নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাংসদের আগৈলঝাড়ার সেরালস্থ নিজ বাড়িতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহান আরা বেগম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সমন্ময়ক আবু সালেহ লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহকে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের জন্য অনুরোধ করেন। এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ পুনরায় তাকে জনগনের সেবা করার জন্য মনোনীত করায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেন। আজ রবিবার আওয়ামী লীগ কার্যালয় থেকে আবুল হাসানাত আব্দুল্লাহ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সবশেষে গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সরকার জনগনের ভোটাধিকার হরন করছে

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নির্বাচনের পূর্বে জালানী ও বিদ্যুৎখাতে দূর্নীতি, অনিয়ম,ঋন নির্ভর প্রান প্রকৃতি বিনাশী প্রকল্প সমূহ বন্দের দাবী সহ সুন্দরবনের জন্য বৈশ্বিক সংহতি দিবস পালন উপলক্ষে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তরা বলেন, সরকার আজ মুক্তিযুদ্ধের সাইনবোর্ড লাগিয়ে দেশবাশী জনগনের ভোটাধিকার হরন করে পুনরায় অবৈধ ও অণ্যায়ভাবে ক্ষমতা আকরে থাকার চেষ্টা করছে। এদেশে এবার তা হতে দেয়া হবে না।
সরকার আজ তফসিলের অজুহাত দেখিয়ে পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের সভা-সমাবেশ স্থগিত করে দেওয়া সহ বাধা প্রদান করছে।
এই পুলিশী বাহিনীর সরকার কোনদিনই মুক্তিযুদ্বের চেতনার দল হতে পারেনা এরা গনতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী দল।
বক্তারা আরো বলেন এবার যদি জনগন ও দেশবাশীর সাথে প্রতরনা করার চেষ্টা করেন তাহলে জনগন দাঁতভাঙ্গা জবাব দেবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে বরিশালে তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ –বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা শাখার আয়োজনে রাস্তায় মানববন্ধনের ন্যায় সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে এ সমাবেশ করে।
বরিশাল জেলা শাখার আহবায়ক সাঈদুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিউনিস্ট পাটি জেলা শাখার সভাপতি কমরেড এ্যাড. একে আজাদ,অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ,দেওয়ান আঃ রসিদ নিলু,সুজয় বিশ্বাষ,বরিশাল বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী ও দুলাল মজুমদার প্রমুখ।
এসময় তারা আরো বলেন, সভা-সমাবেশে সরকারের পক্ষে কথা বলবেন বিপক্ষে কথা বলার চেষ্টা করা হলে পুলিশ সেখানে অলিখিতভাবে ১৪৪ধারা জারী করার মত পরিবেশ সৃষ্টি করছে।
ইতিহাস থেকে শিক্ষা নিতে সরকারের প্রতি আহবান জানান। আজ পুলিশ বলছে তফসিল ঘোষনার পর নগরীতে সভা-সমাবেশ-মিছিল করা যাবে না। অথচ তফসিল ঘোষনার পর সরকারী দল কতগুলো মিছিল করেছে সেখানে পুলিশ কোন বাধা প্রদান করে নাই।
সমাবেশে বক্তরা দাবী জানিয়ে বলেন,রামপালের তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প,রুপপুর পারমানবিক প্রকল্প বাতিল,ফুলবাড়িয়ায় উন্মুক্ত কয়লা উত্তোলন বাতিল সহ সুন্দরবনের বৈশ্বিক সংহতি দিবস পালন করার জন্য আহবান জানান।
এর পূর্বে সমাবেশ চলাকালীন সময়ে একদল পুলিশ সমাবেশে অংশ নেয়া বাম সংগঠনের নেতা-কর্মীদের নাম পরিচয় ঠিকানা ও মোবাইল নম্বর স্ব স্ব কর্মীদের কাছ জিজ্ঞাসা করে তাদের মধ্যে আতংক সৃষ্টি ও সমাবেশের বিঘ্ন ঘটায় বলে নেতৃবৃন্দরা অভিযোগ করেন।
সমাবেশ শেষে তারা এক বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।