চট্টগ্রামে ওয়ানডের রোমাঞ্চ শুরু হচ্ছে বুধবার

ডেস্ক রিপোর্ট :
ক্রিকেটে সমীহ জাগানিয়া দল হয়ে উঠছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে দীর্ধদিন ধরেই করছে উন্নতি। আর তা যদি হয় ঘরের মাঠে, তাহলে কথাই নেই। তার সঙ্গে বাড়তি পাওনা চট্টগ্রামের উইকেট। বাংলাদেশের জন্য বরাবরই যা সৌভাগ্যের প্রতীক। সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল বুধবার (১৩ মার্চ) মাঠে নামছে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

টি-টোয়েন্টি সিরিজটা কেটেছে চমৎকার। সিরিজ হারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স মন জুগিয়েছে সবার। আশার পালে দিয়েছে হাওয়া। গত ওয়ানডে বিশ্বকাপ কেটেছে দুঃস্বপ্নের মতো। এরপর নিউজিল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর দল। লঙ্কানদের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যয় বাংলাদেশের নতুন অধিনায়ক শান্তর কণ্ঠে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (১২ মার্চ) শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে পারফর্ম করতে প্রস্তুত। আমরা সিরিজ হেরেছি। তবে, একটি ম্যাচ জিতলে সব আবার ঠিক হয়ে যাবে। আমরা সবসময় দেশের মানুষকে সেরাটা দিতে চাই, তাদের খুশি রাখতে চাই।’

ক্রিকেট যতটা চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা, ততটা দ্বিপাক্ষিক বৈরিতার। তাতে, নতুন সংযোজন বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই। নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্স থেকে শুরু, সর্বশেষ সংযোজন টাইমড আউট—মাঠের উত্তাপ কেবল ব্যাটে-বলে নয়, ছড়ায় এমনকি দুদলের শরীরী ভাষায়।

এ প্রসঙ্গে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘এটি অবশ্যই ভালো দিক। এমন প্রতিদ্বন্দ্বিতা দরকার আছে। এতে দুদলের লড়াইয়ের মানসিকতা তৈরি হয়। টি-টোয়েন্টিতে আমরা উভয় দলেই বেশ ভালো লড়াই দেখেছি। ওয়ানডে সিরিজেও আমরা উপভোগ্য এক দ্বৈরথ দেখতে পাব বলে আশা করছি।’

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

বরিশাল অবজারভার / হৃদয়

তামিমের শর্ত নিয়ে সুজনের খোঁচা

ডেস্ক রিপোর্ট :
জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে দেখা গিয়েছিল তামিম ইকবালকে। এরপর সাত মাস পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়নি দেশসেরা ওপেনারকে। অভিমানী তামিমকে ফেরাতে তৎপর বিসিবি। তবে, দলে ফিরলেও বিসিবিকে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়ার কথা জানিয়েছেন তামিম। বিষয়টি পছন্দ হয়নি সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের।

আজ সোমবার (১১ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনীর ম্যাচশেষে তামিম প্রসঙ্গে কথা বলেন সুজন। জানা গেছে, জাতীয় দলে ফেরার বিষয়ে তামিম ইকবালের সাথে আলোচনা সেরে ফেলেছেন বিসিবির দুই সিনিয়র পরিচালক ও বিসিবির অন্যতম শীর্ষ নীতি-নির্ধারক এনায়েত হোসেন সিরাজ আর জালাল ইউনুস।

তামিম প্রসঙ্গে সুজন বলেন, ‘দেখুন, তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো।’

তিনি আরও যোগ করেন, ‘কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওর প্রেসিডেন্ট স্যারকে পরিষ্কার করাটাই ভালো। এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো। আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন শোনায়। আমি জাতীয় দলের হয়ে খেলব। দেশ, জাতীয় দল এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের চোখ এখন ওয়ানডেতে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে স্বাগতিকরা ইতোমধ্যে চট্টগ্রাম পৌঁছেছে। আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে দুদলের ওয়ানডে সিরিজ। এর আগে প্রকাশিত হলো টিকিটের মূল্য তালিকা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারিতে ২০০ টাকায় দেখা যাবে ম্যাচগুলো। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।

এ ছাড়া, ক্লাব হাউজে বসে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দেখতে একজন দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখতে টিকিট প্রতি গুণতে হবে এক হাজার টাকা করে।

আগামী  ১৩, ১৫ ও ১৮ মার্চ জহুর আহমেদ চেীধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে। দিবারাত্রির প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটা থেকে। শেষ ওয়ানডে মাঠে গড়াবে সকাল ১০টায়।

বরিশাল অবজারভার / হৃদয়

মেসির গোলেও জিততে পারেনি মায়ামি

স্পোর্টস ডেস্ক :
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে  লিওনেল মেসির গোলেও জিততে পারেনি ইন্টার মায়ামি। তবে, শেষ দিকে লুইস সুয়ারেজের গোল স্বস্তি আনে মায়ামি শিবিরে। প্রতিপক্ষের মাঠ থেকে আজ শুক্রবার (৮ মার্চ) শেষ ষোলোর প্রথম লেগে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে আসে মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে ফ্লোরিডায় ফেরেন মেসিরা।

ঘরের মাঠ গিওদিস পার্কে শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। দলের পক্ষে গোল করেন জ্যাকব শাফলবার্গ। প্রথমার্ধ্বে আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল স্বাগতিকরাই। চেপে ধরে মায়ামিকে। বাকি সময়ে গোল না পেলেও লিয নিয়ে বিরতিতে যায় ন্যাশভিল।

বিরতি থেকে ফিরে মায়ামির দুঃস্বপ্ন হয়ে ওঠেন শাফলবার্গ। দ্বিতীয়ার্ধ্বের প্রথম মিনিটেই দলের ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান শাফলবার্গ। দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মেসি।

সুয়ারেজের পাস থেকে ৫১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন মেসি। অধিনায়কের গোলে ব্যবধান কমায় মায়ামি। যদিও, গোল হজম করে দমে যায়নি ন্যাশভিল। ভাগ্য সহায় না হওয়ায় এগিয়ে যেতে পারেনি। অফসাইডে বাতি ল হয় একটি গোল।

ম্যাচ যখন প্রায় শেষের পথে, তখন স্কোরবোর্ডে নাম লেখান সুয়ারেজ। ৯০ মিনিটের পর যোগ করা চতুর্থ মিনিটে দলকে সমতায় ফেরান সাবেক বার্সা তারকা। মায়ামি বাড়ি ফেরে মূল্যবান অ্যাওয়ে পয়েন্ট নিয়ে।

সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের জন্য ম্যাচটি সিরিজে টিকে থাকার। শ্রীলঙ্কার লক্ষ্য পরিষ্কার। ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার। এমন পরিস্থিতিতে আজও সিলেটের ব্যাটিং পিচে ভালো সংগ্রহ গড়েছে লঙ্কানরা। বাংলাদেশি বোলাররা শুরুটা দারুণ করলেও সেটি ধরে রাখতে পারেনি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে জিততে স্বাগতিকদের চাই ১৬৬ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কা।

টস জিতে এদিনও আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করেন শরিফুল ইসলাম। প্রথম ওভারেই নেন মেডেন। দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। স্কোরবোর্ডে এক রান তুলতেই উইকেট হারায় লঙ্কানরা। নিজের বলে আভিস্কা ফার্নান্দোকে ফিরতি ক্যাচ বানিয়ে মাঠছাড়া করেন ডানহাতি পেসার। রানের খাতা খুলতে পারেননি লঙ্কান ওপেনার।

দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস মিলে ৬৬ রান তোলেন। প্রথম তিন ওভারে স্রেফ আট রানের পরের তিন ওভারে দুজন নেন ৪১ রান। সেই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সৌম্য সরকার। ২২ বলে ৩৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠা কুশলকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই অলরাউন্ডার। পরের ওভারে আঘাত হানেন রিশাদ হোসেন। ক্রিজে থিতু হয়ে যাওয়া কামিন্দুকে রানআউটের ফাঁদে ফেলে বিদায় করে বাংলাদেশ। ২৭ বলে ৩৭ রান আসে কামিন্দুর ব্যাট থেকে।

দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। এমন অবস্থাতেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। সাদিরা সামারাবিক্রমাকে ফিরতি ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। ১১ বলে সাত রানের বেশি করতে পারেননি সামারাবিক্রমা। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১৪ বলে ২৮ রান করে আজও বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছিলেন তিনি। তবে, শেখ মেহেদির স্পিন বিষে বোল্ড হয়ে থামতে হয়ে তাকে।

শেষ দিকে ঝড় তোলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাকে সঙ্গ দেন দাসুন শানাকা। ম্যাথুসের ২১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস এবং শানাকার ১৮ বলে ২০ রানে ভর দিয়ে লঙ্কানরা পায় লড়াই করার পুঁজি।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান তাসকিন, শরিফুল, মুস্তাফিজ ও মেহেদি।

সংক্ষিপ্ত স্কোর  

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৬৫/৫ (ফার্নান্দো ০, কুশল ৩৬, কামিন্দু ৩৭, সাদিরা ৭, আসালাঙ্কা ২৮, ম্যাথুস ৩২*, শানাকা ২০*; শরিফুল ৪-১-২০-০, তাসকিন ৪-০-৩৮-১ , মেহেদি ৪-০-৩৯-১, মুস্তাফিজ ৪-০-৪২-১, রিশাদ ৩-০-২১-০, সৌম্য ১-০-৫-১)।

বরিশাল অবজারভার / হৃদয়

মেসির অলিম্পিক খেলার পথে যেসব বাধা

স্পোর্টস ডেস্ক :
চলতি বছর প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। আর্জেন্টিনা ফুটবল দল ইতোমধ্যে জায়গা করে নিয়েছে অলিম্পিকের মূল পর্বে। আকাশী-নীলরা অলিম্পিকে জায়গা করে নেওয়ার আগেই শোনা যাচ্ছিল, এবারের আসরে খেলবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানোর ইচ্ছা এবং মেসির আগ্রহে বেশ চাউর হয়, ক্ষুদে জাদুকর খেলবেন অলিম্পিকে।

যুব দলের কোচ মাশ্চেরানো জানান, মেসি খেলতে পারেন তবে অনেক বাধা আছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে এমনটিই। মাশ্চেরানোর মতে, ‘মেসিকে আমরা চাইলেও সেসময় তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে আছে। তার শারীরিক অবস্থা, ক্লাবের ব্যস্ততা সব মিলিয়ে তাকে পাওয়া যায় কি না সেটিই বড় ব্যাপার। সব বাধা পার করতে পারলে তার জন্য আমাদের দরজা সবসময় খোলা।’

অলিম্পিকে মূলত দেশগুলো তাদের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে পাঠায়। নিয়ম অনুযায়ী, স্কোয়াডে ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড় রাখা যায়। যে কারণে, মেসি-ডি মারিয়ার সুযোগ আছে অংশ নেওয়ার। মেসির পাশাপাশি অ্যাঞ্জেল ডি মারিয়াও জানিয়েছেন অলিম্পিক খেলার ইচ্ছা।

বিশ্বকাপজয়ী দুই তারকা প্যারিস অলিম্পিকে খেলুক, এই ইচ্ছার কথা সবার আগে প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো। যিনি দীর্ঘসময় মেসি-ডি মারিয়াদের সতীর্থ ছিলেন। খেলেছিলেন ২০০৮ বেইজিং অলিম্পিকেও।

বরিশাল অবজারভার / হৃদয়

বিপিএল ট্রফি নিয়ে বরিশালে যেতে মুখিয়ে তামিম

স্পোর্টস ডেস্ক :
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ট্রফি জেতার পরপরই বরিশালের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার তাদের আরও বড় সুখবর দিলেন দেশসেরা এই ব্যাটার।

আগের নয় আসরে ছয়বার অংশ নিয়ে তিনবার ফাইনাল খেলেছিল বরিশাল। কিন্তু দলটির ভাগ্য বদলায়নি। অবশেষে টুর্নামেন্টটির দশম আসরে তামিম ইকবালের হাত ধরে শিরোপার দেখা পায় দলটি। অথচ শুরুর ব্যর্থতায় এই দলটাকেই অনেকে কটাক্ষ করেছেন বুড়োদের দল বলে। সেই বুড়োরাই কি না শিরোপা উন্মাদনায় মাতল।

নিজেদের প্রথম শিরোপা জয়ের স্মৃতি অমলিন করতে এবং ঐতিহ্য ধরে রাখতে লঞ্চের ডেকে করে বিপিএলের ট্রফি বরিশালে নেওয়া হবে। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তামিম নিজে।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিও করার একটিই ‍উদ্দেশ্য যারা বরিশালে থাকেন, আপনারা জানেন এবার আমরা বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের দায়িত্ব ট্রফি নিয়ে বরিশালে যাওয়া এবং আপনাদের সবার সাথে উদযাপন করা। আমি ও মিজান ভাই মিলে বিষয়টি নিয়ে কাজ করছি।’

তামিম আরও বলেন, ‘আপনারা জানেন সামনেই আমাদের প্রিমিয়ার লিগের খেলা, সেই বিষয়টি মাথায় রেখেই দিনক্ষণ নির্ধারণ করা হবে। এটা বলতে পারি, খুবই তাড়াতাড়ি আমরা ট্রফি নিয়ে বরিশালে আসব। আমি বরিশালে যেতে মুখিয়ে আছি, আশা করি সবার সাথে দ্রুতই দেখা হবে।’

বরিশাল অবজারভার / হৃদয়

তাসকিনের বোলিংয়ে বাংলাদেশের দাপুটে শুরু

ডেস্ক রিপোর্ট :
আগের ম্যাচের মতো আজও প্রথম ওভারে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। এবার অবশ্য প্রথম ওভার মেডেন দিয়ে শুরু করেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই এসে যায় উইকেট। সেটি ধরা দেয় তাসকিন আহমেদের বলে। আভিস্কা ফার্নান্দোকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে মাঠছাড়া করেন ডানহাতি পেসার।

দলীয় এক রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। রানের খাতাও খুলতে পারেননি আভিস্কা।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে অল্পের জন্য পাওয়া হয়নি জয়। পাহাড়সম রান তাড়ায় বাংলাদেশ অবশ্য দিয়েছে সাহসিকতার পরিচয়। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে আজ বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভরসা রেখেছে সেই ১১ জনের ওপর। যাদের নিয়ে আজ লড়াইটা সিরিজ বাঁচানোর।

৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে অধিদপ্তর : ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক :
প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। চলতি অর্থবছরে আরও তিন লাখের বেশি যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।

আজ মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে। অধিদপ্তরের মাধ্যমে গত অর্থবছরে বিভিন্ন ট্রেডে এক লাখ ৬১ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে তিন লাখ আট হাজার যুবককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

ফের রোনালদোর সামনে ‘মেসি মেসি’ স্লোগান

স্পোর্টস ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অবধারিতভাবেই জড়িয়ে আছে লিওনেল মেসির নাম। দীর্ঘ প্রায় দেড় দশক শ্রেষ্ঠত্বের লড়াই ছিল অমীমাংসিত। কাতার বিশ্বকাপ জিতে রোনালদো পেছনে ফেলেছেন মেসি। সিআরসেভেন নিজেও মেনে নিয়েছেন আর্জেন্টাইন তারকার শ্রেষ্ঠত্ব। তবু, মেসির ভূত যেন পিছু ছাড়ছে না তার!

গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল-নাসেরের ম্যাচ শেষে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি মেসি’ স্লোগান তোলে প্রতিপক্ষের ভক্তরা। এক পর্যায়ে অধৈর্য হয়ে রোনালদো বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। ফলে, এক ম্যাচে নিষিদ্ধ হতে হয় তাকে। গুণতে হয় জরিমানা।

নিষেধাজ্ঞা শেষে পর্তুগিজ তারকা ফিরেছেন গতকাল সোমবার (৪ মার্চ)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল-আইনের বিপক্ষে ম্যাচটি আল-নাসের হেরেছে ১-০ গোলে। মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে আবারও রোনালদোকে শুনতে হয়েছে ‘মেসি মেসি’ স্লোগান।

গোল ডটকমের প্রতিবেদন মতে, সংযুক্ত আরব আমিরাতের দল আল-আইনের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হারে রোনালদোর দল। ম্যাচে গোল করতে ব্যর্থ রোনালদোকে বেশ কবার হতাশ হতে দেখা গেছে। এর মধ্যে ‘মেসি মেসি’ স্লোগানে স্টেডিয়াম মুখর করেন প্রতিপক্ষ সমর্থকরা। তবে, এদিন কোনো প্রতিক্রিয়া দেখাননি আল-নাসের অধিনায়ক রোনালদো।

বরিশাল অবজারভার / হৃদয়