চট্টগ্রামে ওয়ানডের রোমাঞ্চ শুরু হচ্ছে বুধবার

ডেস্ক রিপোর্ট :
ক্রিকেটে সমীহ জাগানিয়া দল হয়ে উঠছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে দীর্ধদিন ধরেই করছে উন্নতি। আর তা যদি হয় ঘরের মাঠে, তাহলে কথাই নেই। তার সঙ্গে বাড়তি পাওনা চট্টগ্রামের উইকেট। বাংলাদেশের জন্য বরাবরই যা সৌভাগ্যের প্রতীক। সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল বুধবার (১৩ মার্চ) মাঠে নামছে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

টি-টোয়েন্টি সিরিজটা কেটেছে চমৎকার। সিরিজ হারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স মন জুগিয়েছে সবার। আশার পালে দিয়েছে হাওয়া। গত ওয়ানডে বিশ্বকাপ কেটেছে দুঃস্বপ্নের মতো। এরপর নিউজিল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর দল। লঙ্কানদের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যয় বাংলাদেশের নতুন অধিনায়ক শান্তর কণ্ঠে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (১২ মার্চ) শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে পারফর্ম করতে প্রস্তুত। আমরা সিরিজ হেরেছি। তবে, একটি ম্যাচ জিতলে সব আবার ঠিক হয়ে যাবে। আমরা সবসময় দেশের মানুষকে সেরাটা দিতে চাই, তাদের খুশি রাখতে চাই।’

ক্রিকেট যতটা চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা, ততটা দ্বিপাক্ষিক বৈরিতার। তাতে, নতুন সংযোজন বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই। নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্স থেকে শুরু, সর্বশেষ সংযোজন টাইমড আউট—মাঠের উত্তাপ কেবল ব্যাটে-বলে নয়, ছড়ায় এমনকি দুদলের শরীরী ভাষায়।

এ প্রসঙ্গে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘এটি অবশ্যই ভালো দিক। এমন প্রতিদ্বন্দ্বিতা দরকার আছে। এতে দুদলের লড়াইয়ের মানসিকতা তৈরি হয়। টি-টোয়েন্টিতে আমরা উভয় দলেই বেশ ভালো লড়াই দেখেছি। ওয়ানডে সিরিজেও আমরা উপভোগ্য এক দ্বৈরথ দেখতে পাব বলে আশা করছি।’

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

বরিশাল অবজারভার / হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *