নেইমার-ক্যাসেমিরোকে ছাড়াই কোপায় যাচ্ছে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক :
২০২৪ কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তবে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়রের দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। এছাড়াও দলে জায়গা হারিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমিরো।

কেবল ক্যাসেমিরোই নয়, কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিচার্লিসন, গ্যাব্রুয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলাররাও। তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা আলিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল।

২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স-আপ হয়েছিল ব্রাজিল। এবার শিরোপার লক্ষ্যে তারুণ্যনির্ভর দল সাজিয়েছে তারা। গোলরক্ষকের দায়িত্বে থাকছেন আলিসন ও এদেরসন। তবে তাদের সঙ্গে আছেন বেন্তো।

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার এবারের আসর। যেখানে গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলবে সেলেসাওরা। গ্রুপ ‘ডি’-তে তাদের সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

কোপার আগেই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ দু’টি ৯ ও ১৩ জুন অনুষ্ঠিত হবে।

ব্রাজিলের স্কোয়াড 

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আথলেতিকো-পিআর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (জিরোনা), গুইলহের্মা আরানা (আথলেতিকো-এমজে), ওয়েন্দেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি)

মিডফিল্ডার: আন্দ্রেস পেরেরা (ফুলহাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), হুয়াও গোমেস (উলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম)

অ্যাটাকার: এন্দ্রিক (পালমেইরাস), এভানিলসন (পোর্তো), গ্রাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রাফিনহা (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (জিরোনা), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

জিম্বাবুয়ের লড়াই থামিয়ে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়

স্পোর্টস ডেস্ক :
হতশ্রী ব্যাটিংয়ে দেড়শ ছাড়াতে পারেনি বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় লড়াই জমিয়ে তোলে জিম্বাবুয়ে। লেজের ব্যাটিংয়ে ম্যাচ জয়ের কাছাকাছিও চলে যায় সফরকারীরা। কিন্তু শেষ ওভারে জিম্বাবুয়েকে থামিয়ে ম্যাচের নায়ক বনে যান সাকিব আল হাসান। শেষ ওভারে টানা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ।  এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হবে একই ভেন্যুতে, আগামী ১২ মে। এরপরই বাংলাদেশ উড়াল দেবে বিশ্বকাপের দেশে।

ব্যাটিংয়ে বরাবরের মতোই নড়বড়ে ছিল বাংলাদেশ। ভালো শুরু করেও টার্গেট দেয় মাত্র ১৪৪ রানের। এই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ওপেনিংয়ে নামা বেনেটকে রানের খাতা খোলার আগেই মাঠছাড়া করেন তাসকিন আহমেদ।

দলটির অধিনায়ক সিকান্দার রাজাকেও থিতু হতে দেননি তাসকিন। বোল্ড করে রাজাকে নিজের দ্বিতীয় শিকার বানান তিনি। দলীয় ৩২ রানে মারুমানির উইকেট তুলে নেন সাকিব। এরপর চতুর্থ ধাক্কা দেন রিশাদ হাসান। এরপর উইকেট উৎসবে যোগ দেন মুস্তাফিজুর রহমান। রায়ার্ন বার্ল ও লুক জঙ্গুয়েকে বিদায় করে তুলে নেন জোড়া শিকার।

অল্প পুঁজি নিয়ে লড়াই করা বাংলাদেশকে পথ দেখান বোলাররা। আগের তিন ম্যাচের মতো এবারও জিম্বাবুয়েকে চেপে ধরেন তারা। কিন্তু শেষ দিকে টেলএন্ডারদের ব্যাটে চড়ে জয়ের দুয়ারে চলে যায় জিম্বাবুয়ে। শেষ ওভারে সাকিব বোলিংয়ে এসে থামান তাদের। তাতে জিম্বাবুয়ের লড়াই ভেস্তে দিয়ে জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। ১৯.৪ ওভারে ১৩৮ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

বল হাতে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। ১৯ রান দেওয়া মুস্তাফিজের শিকার তিনটি। তাসকিন নেন দুটি।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১৪৩ রান তুলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেছেন তানজিদ তামিম। ৩৭ বলে যা সাজানো সাত বাউন্ডারি আর এক ছক্কায়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু করেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। শুরু থেকেই হাতখুলে খেলেন তামিম। সৌম্য শুরু করেন রয়েসয়ে। প্রথমে থিতু হন এরপর বল হাওয়ায় ওড়ান।

ওপেনিং জুটিতে দুজন মিলে গড়েন শতরানের জুটি। এর মধ্যে ৩৪ বলে তামিম পান হাফসেঞ্চুরির দেখা। সৌম্যও ছুটছিলেন একই পথে। কিন্তু দুজনের ছন্দে বাঁধ সাধেন লুক জঙ্গুয়ে। দুই ওপেনারকে এক ওভারেই মাঠ ছাড়া করেন তিনি।

১২তম ওভারের দ্বিতীয় বলে লুক জঙ্গুয়েকে উড়িয়ে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তামিম। একই ওভারের শেষ বলে সৌম্যকে এলবির ফাঁদে ফেলেন জঙ্গুয়ে। ৩৪ বলে ৪১ রান করেন বাঁহাতি এই ওপেনার।

শুরুর জুটি ভাঙার পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। একের পর এক উইকেটে আসা-যাওয়ার মিছিলে মাতেন ব্যাটাররা। ওয়ানডাউনে নেমে সিকান্দার রাজার বলে সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন তাওহিদ (১২)। এরপর উইকেটে এসেই বোল্ড হন সাকিব আল হাসান। এক রানে বেনেটের বোল্ডের শিকার হন তিনি। স্কোরবোর্ডে ১ রানের বেশি যোগ করতে পারেননি সাকিব।

একই কায়দায় বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। তাকেও বোল্ড করেছেন বেনেট। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে শুধুই হতাশার সুর। কেউই উইকেটে এসে পারলেন না থিতু হতে। মাত্র ১১ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এমন স্বপ্নময় শুরুর পর বাংলাদেশের ব্যাটিংয়ের এমন ভয়ংকর চিত্রে বেশদূর আগায়নি ইনিংস। শেষ পর্যন্ত দেড়শর নিচেই থেমে যাইয় নাজমুল হোসেন শান্তর দল।

বল হাতে ২০ রান দিয়ে তিন উইকেট নেন লুক জঙ্গুয়ে। সমান দুটি করে নেন বেনেট ও রিচার্ড এনগার্ভা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৪৩ (তানজিদ ৫২, সৌম্য ৪১, হৃদয় ১২, শান্ত ২, সাকিব ১, জাকের ৬, রিশাদ ২, তাসকিন ০, তানজিম ৬, মুস্তাফিজ ৩, তানভির ৩*; রাজা ৪-০-২৪-১, মুজারাবানি ৩.৫-০-৩০-১, রিচার্ড ৪-০-২৭-২, বেনেট ৩-০-২০-২, জঙ্গুয়ে ৩-০-২০-৩, ফারাজ ১-০-৯-০, মাসাকাদজা ১-০-৭-০)।

জিম্বাবুয়ে : ১৯.৪ ওভারে ১৩৮/১০ (বেনেট ০, রাজা ১৪, মারুমানি ১৭, ক্লাইভ, ক্যাম্পবেল ১২, রায়ার্ন বার্ল ১৯, জঙ্গুয়ে ১, ফারাজ ১১, মাসাকাদজা ৯, এনগার্ভা ০, মুজারবানি ৮; তাসকিন ৪-০-২০-২, তানজিম সাকিব ৩-০-৪২-০, মুস্তাফিজ ৪-০-১৯-৩, সাকিব ৩.৪-০-৩৫-৪, তানভীর ২-০-১৪-০)।

ফল: ৫ রানে জয়ী বাংলাদেশ

বরিশাল অবজারভার / হৃদয়

লড়াই ছাপিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়—ব্যাপারটা প্রত্যাশিতই ছিল। সেই সঙ্গে ব্যাটে-বলের দাপটও দেখতে চেয়েছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু, সেই অর্থে ব্যাটিং-বোলিংয়ে ছাপ রাখতে না পারলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের লড়াই ছাপিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৯ রানে। এই জয়ে ৩-০ ব্যবধানে জিতল নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের শেষ দুই ম্যাচ গড়াবে ঢাকায়।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (৭ মে) আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উউকেট হারিয়ে ১৬৫ রান করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

সাগরিকায় রান তাড়ায় শুরুটা জমাতে পারেনি জিম্বাবুয়ে। জমাতে দেননি বাংলাদেশের বোলাররা। ১৬ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। আট বলে ৯ রান করে সাইফউদ্দিনের বলে থার্ড ম্যানে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন জয়লর্ড গাম্বি। দলীয় ২৪ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। পাঁচ রান করা ব্রায়ান বেনেটকে ফিরতি ক্যাচে বিদায় করেন তানজিম সাকিব।

জিম্বাবুয়েকে তৃতীয় আঘাতটি দেন সাইফউদ্দিন। সাত রান করা ক্রেইগ আরভিনকে বোল্ড করেন তিনি। ৩৩ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। আঘাত সামলে ওঠার আগেই হারায় অধিনায়ক সিকান্দার রাজাকে। মাত্র এক রান করে রিশাদ হোসেনের স্পিনে বিভ্রান্ত হওয়া রাজার ক্যাচ লুফে নেন উইকেটের পেছনে থাকা জাকের।।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তবু, একপ্রান্তে চেষ্টা চালিয়ে যান তাদিওয়ানাসে মারুমানি। ২৬ বলে ৩১ রান আসে তার ব্যাট থেকে। মারুমানির প্রতিরোধ ভাঙেন মাহমুদউল্লাহ। বাউন্ডারি লাইনে দারুণ এক ক্যাচ ধরেন সাইফউদ্দিন। মারুমানি ফেরার পর ক্রিজে এসে মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন জনাথন ক্যাম্পবেল। ১০ বলে ২১ রান করে ঝড়ের আভাস দিলেও তাকে থামিয়ে দেন তানভীর ইসলাম। ডিপ মিড উইকেট তার ক্যাচ নেন লিটন।

৯১ রানে সপ্তম ব্যাটার সাজঘরে ফিরলে জিম্বাবুয়ের কোনো আশাই বেঁচে থাকে না। তবুও, শেষ দিকে দারুণ লড়াই জমিয়ে তোলে তারা। কিন্তু জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না। লড়াই জমিয়েও পরাজয়ের মুখ দেখে সফররতরা। ম্যাচের সঙ্গে হাতছাড়া হয় সিরিজও।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে মন্থর ছিল বাংলাদেশও। এর মধ্যে দলীয় চতুর্থ ওভারের ওভারে দৃষ্টিকটুভাবে বোল্ড হন লিটন দাস। মুজারবানির হাফ ভলি বলে স্কুপ খেলতে গিয়ে এলোমেলো হয়ে যায় লিটনের স্টাম্প। ১৫ বলে ১২ রান করে ফেরেন ড্রেসিংরুমে।

লিটনের পর তিনে নেমে একই কায়দায় বোল্ড হন শান্ত। পরের ওভারেই রাজার আর্ম বল ডেলিভারিতে লাইন মিস করেন শান্ত। ব্যাট ও প্যাডের ফাঁক বল আঘাত হানে স্টাম্পে। ৬ রানে বিদায় নেন অধিনায়ক।

ওপেনিংয়ে নেমে থিতু হওয়ার আভাস দেওয়া তানজিদ তামিমও স্থায়ী হলেন না। ২১ রানে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তরুণ এই ওপেনার। ৬০ রানে তিন উইকেট হারিয়ে বিপাকেই পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেটে জাকের আলির সঙ্গে জুটি গড়েন তাওহিদ হৃদয়। এই জুটিতে রানের গতি বাড়ায় বাংলাদেশ। দুজনেই থিতু হয়ে পরে খেলেন হাত খুলে। দুই তরুণের ব্যাটে মিডল অর্ডারে আশা দেখে বাংলাদেশ। জমে ওঠা এই জুটি ১৯তম ওভারে ভাঙে জিম্বাবুয়ে।

হাফসেঞ্চুরি ছোঁয়া তাওহিদকে বিদায় করেন মুজারবানি। তাকেও বোল্ড করে মাঠছাড়া করেন। বিদায় নেওয়ার আগে ৩৮ বলে ৫৭ রান করেন তাওহিদ। যাতে ছিল তিন বাউন্ডারি ও দুটি ছক্কা।  সেই সঙ্গে ভাঙে ৮৭ রানের জুটি।

তাওহিদ ফেরার পড় জাকেরও হন মুজারবানির শিকার। একই কায়দায় বোল্ড করে বিদায় করেন জাকেরকে। ফেরার আগে তিনি খেলেন ৩৪ বলে ৪৪ রানের ইনিংস।

দ্রুত জোড়া উইকেট হারানোর পর মাহমুদউল্লাহর সঙ্গে শেষ দিকে বাংলাদেশকে দেড়শ ছাড়ানো সংগ্রহ এনে দেন রিশাদ হাসান। শেষ দিকে নেমে মাহমুদউল্লাহ করেন ৯ রান আর রিশাদ করেন ৬।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৬৫/৫  (লিটন ১২, তামিম ২১, শান্ত ৬, হৃদয় ৫৭, জাকের ৪৪, মাহমুদউল্লাহ ৯*, রিশাদ ৬* ; আকরাম ৪-০-৪৪-১ , মুজারাবানি ৪-০-১৪-৩ , রাজা ৪-০-৩৮-১, মাসাকাদজা ৪-০-৩৪-০, জংউই ৪-০-৩৩-০)।

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৫৬/৯ (জয়লর্ড ৯, মারুমানি ৩১, বেনেট ৫, আরভিন ৭, রাজা ১, মাদান্দে ১১, ক্যাম্পবেল ২১, জংউই ২, মাসাকাদজা ১৩, ফারাজ ৩৪* , মুজারাবানি ৯* ; তানভীর ৪-০-২৬-১, তাসকিন ৪-০-২১-১, সাইফউদ্দিন ৪-০-৪২-৩, সাকিব ৪-০-২৬-১, রিশাদ ৩-০-৩৮-২, মাহমুদউল্লাহ ১-০-১-১)

ফল : ৯ রানে জয়ী বাংলাদেশ।

বরিশাল অবজারভার / হৃদয়

মায়ামিতে মেসির সঙ্গী হতে পারেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক :
ইন্টার মায়ামিতে যাওয়ার পর বার্সেলোনার এক ঝাঁক পুরোনো সতীর্থকে নিয়ে গেছেন লিওনেল মেসি। লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুস্কেটস—মেসির বার্সা সতীর্থদের দলটা বেশ ভারী। এবার শোনা যাচ্ছে জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াও যেতে পারেন মায়ামিতে।

গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ডি মারিয়ার সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে মায়ামি কর্তৃপক্ষ। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা বর্তমানে খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকাতে। এই মৌসুম শেষে বেনফিকার সঙ্গে চুক্তি শেষ হবে ডি মারিয়ার।

কেবল জাতীয় দলে নয়, মেসি-ডি মারিয়া একই ড্রেসিংরুম শেয়ার করেছেন ফরাসি ক্লাব পিএসজিতে। একসঙ্গে দীর্ঘদিন ধরে খেলছেন জাতীয় দলে। মায়ামির পরবর্তী সাইনিংয়ের তালিকায় ওপরের দিকেই আছেন ডি মারিয়া। ৩৬ বছর বয়সী তারকার পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

গত বছর নভেম্বরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডি মারিয়া। বলেছিলেন, ‘শেষের শুরুতে চলে এসেছি। আগামী কোপা আমেরিকা হবে জাতীয় দলের হয়ে আমার শেষ টুর্নামেন্ট। বিদায় বলতে আমার গলা ধরে আসছে। নিজের ভেতরের কষ্টটা বলে বোঝাতে পারব না। আমার সতীর্থ, বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। তাদের সহায়তায় আমি আজকের আমি হয়ে উঠতে পেরেছি।’

আর্জেন্টিনার হয়ে ১৩৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন ডি মারিয়া। কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার কারিগর এই তারকা। ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজির মতো ক্লাবে

বরিশাল অবজারভার / হৃদয়

জিম্বাবুয়েকে হেসে-খেলে হারাল টাইগাররা

স্পোর্টস ডেস্ক :
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল।

১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ রান তুলতেই লিটনের উইকেট হারায় বাংলাদেশ। ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এরপর ধীর গতির ব্যাট করেন নাজমুল শান্ত। আউট হওয়ার আগে তিনি ২৪ বলে ২১ রান করেন। এরপর তানজিদ তামিম ও তাওহীদ হৃদয় ঝড়ো ব্যাটিং করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। অভিষিক্ত তানজিদ তামিম ৪৭ বলে ৬৭ রান করেন ও তাওহীদ হৃদয় ১৮ বলে করেন ৩৩ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। মাহেদী নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সরাসরি বোল্ড করে ফেরান জিম্বাবুয়ের ওপেনার ক্রেইগ আরভিনকে (০)। এরপর শরিফুল ইসলাম এক ওভারে তিন বাউন্ডারি সহ হজম করেন ১৩ রান। কিন্তু তাসকিন আহমেদ এসে রানের চাকায় লাগাম টানেন। যার ফল তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথমবার বল হাতে নিয়ে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন সাইফউদ্দিন।

ওভারের শেষ বলে তিনি জিম্বাবুয়ের অভিষিক্ত ব্যাটার জয়লর্ড গাম্বিকে (১৪) বিদায় করেন। উইকেট পতনের মিছিল এরপর চলতেই থাকে। ষষ্ঠ ওভারে ফের বল হাতে নেন মাহেদী। এবার প্রথম বলেই রান আউটের শিকার হন একপ্রান্ত আগলে রাখা ব্রায়ান বেনেট (১৬)।

পরের বলে এসেই ডাক মারেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। মাহেদীর লেন্থ বলে প্যাডেল সুইপ খেলতে গিয়ে ফার্স্ট স্লিপে থাকা লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন রাজা। ১ উইকেটে ৩৬ রান করা জিম্বাবুয়ে আর কোনো রান যোগ করার আগেই হারায় আরও ৩ উইকেট।

এখানেই শেষ নয়। তাসকিন পরের ওভারে তুলে নেন জোড়া উইকেট। ওভারের প্রথম দুই বলেই তিনি বিদায় করেন শন উইলিয়ামস ও রায়ান বার্লকে। দু’জনেই বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই। এরপর অষ্টম ওভারে লুক জঙওয়ে (২) বিদায় নেন সাইফউদ্দিনের বলে।

৪১ রানে ৭ উইকেট হারানোর পর ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে ক্লিভে মাদানদে ইনিংস গড়ার দায়িত্ব নেন। শুরুতে তারা ধীরস্থিরভাবেই খেলছিলেন। কিন্তু শেষদিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা।

শরিফুলের করা ১৭তম ওভারে ১১ ও রিশাদ হোসেনের করা পরের ওভারে ১৬ রান নেন মাসাকাদজা ও মাদানদে। এরপর ১৮তম ওভারের প্রথম বলে তাসকিনকেও ছক্কা হাঁকান মাসাকাদজা। এক বল পরই অবশ্য তার সঙ্গী মাদানদেকে বোল্ড করেন তাসকিন।

তার ইয়র্কার মাদানদের দুই পায়ের মাঝখান দিয়ে স্টাম্পে আঘাত করে। অষ্টম উইকেটে জিম্বাবুয়ের রেকর্ড ৬৫ বলে ৭৫ রানের জুটি ভেঙে যায় এতে। ৬ চারে ৩৯ বলে ৪৩ রান করে আউট হন মাদানদে। তার বিদায়ের পর জিম্বাবুয়ের রান হয়নি খুব একটা। শেষ বলে রান আউট হওয়ার আগে ৩৮ বলে ৩৪ রান করেন মাসাকাদজা।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন। সমান ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট পান সাইফউদ্দিনও।

বরিশাল অবজারভার /  হৃদয়

বাংলাদেশের বোলিং দাপটে অল্পতে শেষ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ের শক্তি কমেছে ভীষণ। একই সময়ে বাংলাদেশ অন্তত তাদের তুলনায় বেশ এগিয়ে। দুদলের পার্থক্যটা চোখে পড়ল বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার (৩ মে) মুখোমুখি হয়েছে দুদল। আগে ব্যাট করে রীতিমতো ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয় দলটি।

টস জিতে সফররতদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ককে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন শেখ মেহেদি। শূন্য রানে জিম্বাবুয়ে ওপেনার ক্রেইগ আরভিনকে বোল্ড করেন তিনি। দ্বিতীয় উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন অপর ওপেনার জয়লর্ড গাম্বি ও ব্রায়ান বেনেট মিলে। তবে, ৩৬ থেকে ৪১—পাঁচ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ছিটকে পড়ে জিম্বাবুয়ে।

শুরুটা হয় গাম্বিকে দিয়ে। তাসকিন আহমেদের ক্যাচ বানিয়ে তাকে ফেরান দেড় বছর পর দলে সুযোগ পাওয়া সাইফউদ্দিন। ১৪ বলে ১৭ রান করেন গাম্বি। ৩৬ রানেই আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৫ বলে ১৬ করে রানআউট হন বেনেট। প্রতিপক্ষ অধিনায়ক সিকান্দার রাজাকে প্রথম স্লিপে লিটন দাসের ক্যাচ বানান মেহেদি। গোল্ডেন ডাকের লজ্জা নিয়ে সাজঘরের পথ ধরেন রাজা।

গোল্ডেন ডাকে বিদায় নেন জিম্বাবুয়ের আরেক অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। তাকে বোল্ড করেন তাসকিন। রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে রায়ান বার্লকেও গোল্ডেন ডাকের লজ্জা দেন তাসকিন। এতে তাসের ঘরের মতো ভেঙে পরে তাদের ব্যাটিং স্তম্ভ। লুক জঙ্গুয়েকে দারুণ একটি ক্যাচে ফেরান তাওহিদ হৃদয়। সাইফউদ্দিনের শর্ট ডেলিভারিতে মিডঅনে মারতে গিয়েছিলেন ২ রান করা লুক। সেখানে চমৎকারভাবে ক্যাচ লুফে নেন হৃদয়।

৪১ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে বেশ ভালো প্রতিরোধই গড়তে পেরেছে। যেখানে চোখরাঙানি দিচ্ছিল ৫০ রানে অলআউট হওয়ার লজ্জা, সেখান থেকে দলীয় সংগ্রহ ১০০ পার করে দলটি। নিয়ে যায় আরও বেশ খানিকটা দূরে। অষ্টম উইকেটে ক্লাইভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে গড়েন ৭৫ রানের জুটি। ধীরেসুস্থে ইনিংস মেরামত করে শেষ দিকে দুজনই খেলেন হাত খুলে। জুটি ভাঙেন তাসকিন। দুর্দান্ত এক ইয়র্কারে ৩৯ বলে ৪৩ রান করা মাদান্দেকে ফেরান তাসকিন। ৩৮ বলে ৩৪ রান করে রানআউট হন মাসাকাদজা।

বল হাতে সাইফউদ্দিনের প্রত্যাবর্তনটা হয়েছে দারুণ। চার ওভারে ১৫ রানে তিন উইকেট পান তিন। চার ওভারে ১৪ রানে তিন উইকেট নেন তাসকিন। চার ওভারে চার ওভারে এক মেডেনসহ ১৬ রান দিয়ে দুই উইকেট পান মেহেদি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১২৪/১০ (জয়লর্ড ১৭, আরভিন ০, বেনেট ১৬, উইলিয়ামস ০, রাজা ০, ক্লাইভ ৪৩, বার্ল ০, জঙ্গুয়ে ২, মাসাকাদজা ৩৩, মুজারাবানি ১, এনগারাভা ২; শরিফুল ৪-০-৩৭-০, মেহেদি ৪-১-১৬-২, তাসকিন ৪-০-১৪-৩, সাইফউদ্দিন ৪-০-১৫-৩, রিশাদ ৪-০-৩৭-০)।

বরিশাল অবজারভার / হৃদয়

ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের গল্প জানালেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :

আইপিএলের নিলামে যখন জানা যায়, মুস্তাফিজুর রহমান খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে—তখন প্রায় সবাই খুশি হয়েছেন। এর সবচেয়ে বড় কারণ মহেন্দ্র সিং ধোনি। গোবরে যিনি পদ্মফুল ফোঁটাতে পারেন, মৃতপ্রায় সত্তায় পরাগায়ন করেন, সেই ধোনির সাহচর্যে হারিয়ে যাওয়া মুস্তাফিজ ফিরে আসবেন এমন বিশ্বাস ছিল সবার।

মুস্তাফিজ ফিরেছেন। প্রথম ম্যাচেই খেলেছিলেন দুরন্ত। তারপর শুরু। হাতেগোনা অল্প কিছু ম্যাচে খারাপ করলেও তার ওপর ভরসা রাখে চেন্নাই। কাটার মাস্টারও প্রতিদান দিয়েছেন সামর্থ্য অনুযায়ী। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন জসপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে শীর্ষে।

মুস্তাফিজ ফিরে এসেছেন দেশে। জিম্বাবুয়ে সিরিজ খেলতে তাকে চলে আসতে হয়েছে। তার শূন্যতায় হতাশা প্রকাশ করেছিলেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। দেশে ফিরে মুস্তাফিজ আজ শুক্রবার (৩ মে) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে পুরোটাই ধোনি বন্দনা।

ধোনির সঙ্গে ছবি দিয়ে মুস্তাফিজ লেখেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভঅই (ধোনির ডাকনাম মাহি)। আপনার মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা সত্যিই বিশেষ কিছু। আমার ওপর সবসময় ভরসা রাখায় ধন্যবাদ। আপনার দেওয়া মূল্যবান উপদেশগুলো সবসময় মনে রাখব আমি। আাবরও একসঙ্গে খেলতে মুখিয়ে আছি।’

মুস্তাফিজ নিজেকে এবার ধারাবাহিকভাবে মেলে ধরতে পারলেই সার্থক হবে তার চেন্নাইযাত্রা।

বরিশাল অবজারভার / হৃদয়

ধোনির সঙ্গে সম্পর্কটা কেমন জানালেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ধরে যে দলের সদস্য ভারতের কিংবদন্তি তারকা মহেন্দ্র সিং ধোনি। ধোনি-মুস্তাফিজ জুটি এবার বারবার ধরা দিচ্ছে ক্রিকেট ভক্তদের চোখে। কখনো ধোনির বাহবা পাচ্ছেন মুস্তাফিজ, কখনো ধোনির পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করছেন। কিন্তু দুজনের এই রসায়ন মাঠেই সীমাবদ্ধ, মাঠের বাইরে তেমন কথাই হয়না ধোনি-মুস্তাফিজের।

সম্প্রতি চেন্নাই সুপার কিংস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। যেখানে নানা বিষয়ে কথা বলেন এই বাংলাদেশি তারকা। এ সময় মাহির সঙ্গে কি ধরনের কথা হয়, এমন প্রশ্নে মুস্তাফিজের জবাব, ‘মাহি ভাইয়ের সঙ্গে বোলিং নিয়েই বেশি কথা হয়। এর বাইরে তেমন একটা কথা হয় না। মাঠেই টুকটাক কথা হয়। কোনটা কিভাবে করলে ভালো হয় এগুলো মাহি ভাই এসে আমাকে বলে দেয়। আমি সেভাবেই করার চেষ্টা করি।’

মুস্তাফিজ আরও বলেন, ‘জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানেও তেমনটাই। এখানে আসার পর আমার একটুও অস্বস্তিবোধ হয়নি। এটা বড় একটা ব্যাপার। মাহি ভাইয়ের ফিল্ডিং সেটআপ, ডেথ ওভারে ব্রাভোর ফিল্ডিং সেটআপ—এইসব ছোট ছোট জিনিস খুব কাজে লেগেছে। অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে তারকা বেশি। সব দেশের খেলোয়াড়রা এখানে আছে। তাই এখানে ভালো করলেও অন্য জায়গায় সাফল্য পাওয়া সহজ হবে।’

এদিকে, মুস্তাফিজের বাজে পারফরম্যান্সে সমালোচনা যেমন হচ্ছে, নতুন চিন্তা বাড়ছে চেন্নাইয়ের। কারণ জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে আর দুই ম্যাচ পরই দেশে ফিরছেন মুস্তাফিজ। তাই তার পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার চেষ্টায় দলটি।

বরিশাল অবজারভার / হৃদয়

মায়ামির জার্সিতে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক :
দীর্ঘ চোট কাটিয়ে সম্প্রতি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরপর দুটি ম্যাচ খেলেছেন। যার একটিতে জোড়া গোল ও এক অ্যাসিস্টে ম্যাচসেরা হন তিনি। ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে (এমএলএস) এমন পারফরম্যান্সের পর মেসিকে নিয়ে শঙ্কা অনেকটাই কেটেছে। এরইমধ্যে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে তাকে নিয়ে।

লিগে মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ২৮ এপ্রিল। নিউ ইংল্যান্ড ক্লাবের মুখোমুখি হবে তারা। মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মূলত নিউ ইংল্যান্ডের মাঠের কারণে। ক্লাবটির মাঠ জিলেট স্টেডিয়ামের টার্ফ পুরোটাই কৃত্রিম। আর কৃত্রিম টার্ফে চোটের সম্ভাবনা বেশি থাকে।

মাত্রই চোট থেকে ফেরা মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চায় না মায়ামি কর্তৃপক্ষ। মেসির খেলা এখনও পুরোপুরি অনিশ্চিত নয়, তবে সম্ভাবনা বেশি। মায়ামি তারকা হুলিয়ান গ্রেসেলের বরাতে গোল ডটকম আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে গ্রেসেল বলেন, ‘আমরা ম্যাচের আগে নিশ্চিত করতে পারব। আমাদের ক্লাব (মায়ামি) চাচ্ছে না মেসি খেলুক। তিনি চোট কাটিয়ে ফিরেছেন যে বেশি দিন হয়নি। এক ম্যাচের জন্য তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ।

এদিকে, নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে তাদের মাঠে যাবেন মেসি—এমন খবরে এক মাস আগেই বিক্রি হয় জিলেট স্টেডিয়ামে ৬১ হাজার টিকিট। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্লাবটির মাঠ জিলেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার। মেসিদের বিপক্ষে খেলার সূচি চূড়ান্ত হওয়ার পর বিক্রির জন্য টিকিট ছাড়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ। টিকিট ছাড়ার পর বিক্রি হয়ে যায় প্রায় ৬১ হাজার টিকিট।

বরিশাল অবজারভার / হৃদয়

যার টোটকায় কাটার হয়ে যান মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের কাটার মাস্টার—পরিচয়টা খুব ভালোভাবেই রপ্ত করেছেন মুস্তাফিজুর রহমান। তার কাটারেই পরাস্থ হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। এমনকি এই কাটারের জন্যই দুনিয়া জোড়া খ্যাতি বাংলাদেশি পেসারের। কিন্তু কীভাবে মুস্তাফিজ কাটার মাস্টার হয়ে উঠেছিলেন? সেই গল্পই এবার বের করে আনল তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংস

মুস্তাফিজকে নিয়ে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প থেকে শুরু করে নানান স্মৃতি শেয়ার করেন ফিজ। এক পর্যায়ে প্রশ্ন ওঠে কাটার নিয়েও।

চেন্নাইয়ের ভেরিফাইড ফেসবুকে পেইজে প্রকাশিত সেই ভিডিওতে মুস্তাফিজকে ‘বাংলা লায়ন’ আখ্যা দেওয়া হয়। ভিডিওতে নিজের কাটার হওয়ার গল্প নিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘এটা আসলে ন্যাচারাল বলা চলে। আমাকে এটা কেউ শেখায়নি, কাটারটা। এক সময় আমি জাতীয় দলের নেট বোলিং করছিলাম। তখন বিজয় ভাই বলছিল তুই কি স্লোয়ার মারিস না? তখন আমি খুব জোরে জোরে বোলিং করতাম। তিনি বলার পরে আমি নরম্যালি স্লোয়ার বল ট্রাই করতেছিলাম। তখন থেকে দেখলাম বল ভালোই ঘুরছিল। তখন অনেকেই স্লোয়ারে আউট হয়েছিল। সেখান থেকে কাটার বলটা শুরু হয় আমার।’

এ ছাড়া শৈশব স্মৃতিচারণ করে ফিজ বলেন, ‘আমার গ্রাম সাতক্ষীরা কালিগঞ্জ। আমরা চার ভাই। আমরা সবাই প্রায় ক্রিকেট পাগল। বড় ভাইয়েরা এলাকায় খেলা নিতো। সে সময় আমি ছোট ছিলাম। যারা বাইরে থেকে ভাড়ায় খেলতে আসতো তাদের আমরা বোলিং করতাম। একটা বড় ভাই ছিল। সে আমার ভাইকে বলেছে তোর ছোট ভাই তো ভালো বোলিং করে। সেখান থেকেই আস্তে আস্তে আমার ক্রিকেটে আসা।’

নিলামে চেন্নাই দলে ডাক পাওয়া নিয়েও স্মৃতিচারণ করেন ফিজ, ‘এটাই চেন্নাই দলে আমার প্রথম। ২০১৬ সালে আমি যখন আইপিএলে খেলা শুরু করেছিলাম, তখন থেকেই স্বপ্ন ছিল চেন্নাইতে খেলার। যখন আমি কল পাই, ওইরাতে আমার আর ঘুম আসতেছিল না। এরকম অবস্থা হয়েছিল। আমার পরেরদিন খেলা ছিল। আমি নিউজিল্যান্ডে ছিলাম। রাতে আমি ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। তখন দেখি শুধু ম্যাসেজ আসতেই আছে। নিউজিল্যান্ড টাইম রাত ১টার সময় অকশন শুরু হয়েছিল। দেখি মেসেজ আসতেই ছিল। সবাই বলছিল চেন্নাই টিমে সিলেক্ট হয়েছি। এই এক অন্যরকম অনুভূতি।’

ভিডিওতে আইপিএলের প্রশংসাও করেন বাংলাদেশি তারকা, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বেশি স্টাররা থাকেন, সব দেশের। এখানে যদি আমি সফল হই তাহলে অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে, আমার কাছে মনে হয়।’