কাউখালী আত্মসমর্পনকারী মাদকাসক্তদের জন্য ওসির ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

কাউখালী ( পিরোজপুর )সংবাদ দাতা :

পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় আত্মসমর্পনকারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদেরকে
ওসি’র তার নিজেস্ব উদ্যোগে সংক্রমনরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কাউখালী তেশুক্রবার বিকালে থানা সম্মুখে উপজেলার বিভিন্ন সময়ে ১৪ জন আত্মসমর্পনকারী মাদকাসক্ত মাদক ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী
উপহার হিসেবে বিতরণ করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোঃ নজরুল ইসলাম। তিনি আত্মসমর্পনকারীদের ধন্যবাদ দেন,এবং পরবর্তিতে যেন মাদক ব্যবসায় কিংবা সেবনে জড়িত না হওয়ার আহবান জানান।তাদের কে সংশোধন করে সমাজের মূলস্রোতে আসতে এই পুলিশ কর্মকর্তার ভূমিকাকে অনেকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

কলাপাড়ায় ১৩ জনকে কোয়ারেন্টাইনে দিলো পুলিশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় মানিকগঞ্জ দিয়ে ট্রাকে করে ১০ যাত্রী ও ৩ স্টাফ আসার পর তাদের পুলিশ কোয়ারেন্টাইনে দিয়েছে। শুক্রবার দুপুরে শেখ জামাল সেতুর টোল থেকে ট্রাকসহ তাদের আটক করে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন।

পুলিশ বলছে, মহিপুর থানার এসআই মনির হোসেন শেখ কামাল সেতুর টোল এলাকায় ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় তাবু দিয়ে আটকানো একটি ট্রাক দেখে তার সন্দেহ হয়। তিনি ট্রাকটি থামিয়ে তল্লাশি করে তাবুর মধ্য থেকে ১০ জন যাত্রী ও ৩ জন ট্রাক স্টাফকে আটক করে। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন। কোয়ারেন্টাইনকৃত ১০ যাত্রীর বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে। ট্রাক ড্রাইভারের বাড়ি মহিপুরে, বাকি এক হেলপারের বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ও আরেক হেলপারের বাড়ি ভেদরগঞ্জ থানার ছত্তোপুর গ্রামে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মানিকগঞ্জের দৌলদিয়া থেকে গ্রামের বাড়ি ফির ছিলেন বলে জানায়। তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। পুলিশের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, এ বিষয়ে এখনও কোন খোঁজ নিতে পারিনি। তবে মাঠ কর্মীদের পাঠানোর ব্যবস্থা করছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, তাদের ১৪ দিন ওই প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের প্রয়োজন মাফিক খাদ্য সহায়তা দেয়া হবে।

বরিশালো করোনা রোগীদের ইফতার দিলেন জেলা প্রশাসক

বরিশালে শেবাচিমে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ইফতার সামগ্রী পাঠালেন জেলা প্রশাসক।

আজ শুক্রবার বিকাল ৫ টায় বরিশাল জেলা প্রশাসক এর পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা ওয়ার্ড এবং আইসোলেশন ইউনিটের করোনা রুগীদের জন্য ইফতার সামগ্রী পাঠালেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষে তার প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এই ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এর সহকারী পরিচালক ডাঃ এ.কে.এম নাজমুল আহসান এর হাতে।

উপহার সামগ্রী ইফতার হিসেবে খেজুর, মাল্টা, সবুজ আপেল, লেবু, লবঙ্গ দারুচিনি এলাচি এর প্যাকেট, কালিজিরা, আদা, মধু, মুড়ি, বক্স টিস্যু পাঠানো হয়। শেবাচিমে চিকিৎসাধীন করোনা রুগীদের জন্য এক সপ্তাহের ইফতার সামগ্রী পাঠানো হয়েছে পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আরো পাঠানো হবে।

এবিষয়ে জেলা প্রশাসক বলেন, বর্তমান সময়ে করোনা রুগীদের জন্য অবহেলা নয় একটু সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা দিয়ে সবসময় তাদের পাশে থাকবে প্রশাসন। প্রয়োজনে তাদের জন্য আরো ফলমূল ও ইফতারি সামগ্রী প্রদান করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আজ এগারো জন চিকিৎসাধিন আছেন।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত বেড়ে ৪০, সুস্থ ২১ জন

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৪০ জনে। এছাড়া আজ পর্যন্ত ২১ জন রোগী জেলায় সুস্থ হয়েছেন।

এদের মধ্যে একজন হলেন বরিশাল মহানগরীর বাসিন্দা নারী বয়স (৪২)। অপর একজন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ বয়স ( ৬৫) এবং আরেক জন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৪৮)।

শুক্রবার রাতে বিষয়টি বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৩ জনের রিপোর্ট পজেটিভ আসে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল- বাবুগঞ্জ ১০জন, বরিশাল মহানগরী ১৫জন, মুলাদী ১জন, হিজলা ৩জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ২জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ৩জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

করোনায় ব্যাহত হচ্ছে বরিশালে টিকাদান কর্মসূচি

করোনার বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে স্বাস্থ্য সহকারি ও পরিদর্শকরা টিকা প্রদান কর্মসূচি চালিয়ে রাখার চেষ্টা করলেও, আতঙ্কে গর্ভবতী নারী, কিশোরী মেয়ে ও শিশুসহ সেবাগ্রহিতারা আসছেন না কেন্দ্রে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি সামাজিক নানান জটিলতা ও বাঁধার কারনে মা ও শিশুদের না পেয়ে টিকার বাক্স নিয়ে ফিরে যেতে হচ্ছে স্বাস্থ্য সহকারীদের। ফলে বর্তমান পরিস্থিতিতে অনেকক্ষেত্রে তিনভাগের একভাগ টিকাও দিতে পারছেন না বলে দাবি করেছেন স্বাস্থ্য সহকারীরা।

জানাগেছে, স্বাস্থ্য সুরক্ষায় ইপিআই কার্যক্রমের আওতায় শিশুর জন্মের পর থেকে ১৫ দিনের মধ্যে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। যেভাবে সর্বোচ্চ আঠারো মাস বয়স পর্যন্ত শিশুকে জীবন রক্ষাকারী দশটি রোগের টিকা দিতে হয়। এছাড়া জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে ভিটামির “এ প্লাস” ক্যাম্পেইন এবং হাম-রুবেলার টিকা প্রদান করা হয়। সরকারিভাব এসব কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজটি করে থাকেন স্বাস্থ্য সহকারি ও পরিদর্শকরা। আর তাদের দেয়া তথ্যানুযায়ী, করোনার বর্তমান পরিস্থিতিতে অস্থায়ী কেন্দ্রগুলোতে টিকা নেয়ার হার কমে গেছে গর্ভবতী নারী, কিশোরী মেয়ে ও শিশুদের। স্বাস্থ্য সহকারীরা জানান, করোনার ভয়ে মায়েরদের ডেকেও আনা যাচ্ছে না। অপরদিকে অস্থায়ী কেন্দ্র বসানো বাড়ির মালিকরাও তাদের বসতে দিচ্ছেনা। এতে করে তাদের কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। আর বাড়ির মালিকরা বলছেন, করোনার কারণে সরকারের প্রচারণা মেনে ভিড় এড়াতে স্বাস্থ্য কর্মীদের তারা বাড়িতে বসতে দিচ্ছে না তারা। এতে করে স্বাস্থ্য সহকারী সংগঠনের নেতারাও বেশ উদ্বিগ্ন।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তরুণ দাস মুন্সি বলেন, করোনার কারনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়াও যেসব বাড়িতে অস্থায়ী টিকাদান কেন্দ্র বসানো হতো, করোনা আতঙ্কে সামাজিক দুরত্বের দোহাই দিয়ে সেসব বাড়িতেও বসতে দেয়া হচ্ছে না। ফলে বর্তমানে স্বাস্থ্য সহকারিরা তাদের টেবিল-চেয়ার নিয়ে খোলা মাঠ, বাগান কিংবা কোন এক পুকুর পাড়ে বসে টিকাদান কর্মসূচি চলমান রাখার কাজটি করছেন। তবে আশ্চর্য’র বিষয় হচ্ছে, করোনা আতঙ্কে কেউ টিকা নিতেও আসতে চাচ্ছে না। কিন্তু নির্ধারিত বয়সের মধ্যেই দেওয়ার বাধ্যবাধকতা থাকায় গর্ভবতী নারী, কিশোরী মেয়ে ও শিশুদের জন্য এসব টিকা নেয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যখন টিকা নিতে আসছেন না, তখন তাদের বোঝাতে গেলে করোনা সংশ্লিষ্ট নানান অযুহাত শুনতে হয় স্বাস্থ্য সহকারীদের।

তিনি বলেন, ঝুঁকি নিয়েই আমরা প্রতিদিন আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ২ দিন স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা থাকলেও বিদ্যালয় বন্ধ থাকার কারনে সেটি ব্যাহত হচ্ছে। তবে আমরা ২ দিন কমিউনিটি ক্লিনিকে রোগীদের স্বাস্থ্য সেবা দেয়ার কাজ করছি। পাশাপাশি সপ্তাহে ৪ দিন অস্থায়ী টিকাদান কেন্দ্র বসিয়ে ইপিআই কার্যক্রম চালিয়ে রাখার চেষ্টা করছি। এরবাহিরে বিদেশ ও অন্যজেলা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণসহ তাদের সচেতন করার কাজটিও স্বাস্থ্যসহকারীরাই প্রথম সারিতে দাড়িয়ে করছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ১৫ দিন আগে আমরা ২ টি পিপিই, ১ টি মাস্ক ও একজোড়া গ্লোভস পেয়েছি। যারমধ্যে মাস্কটি একবার পড়া গেলেও গ্লোভস নিম্ন মানের হওয়ায় তা শুরুতেই পড়তে গিয়ে ছিরে গেছে অনেকের। আর চোঁখের নিরাপত্তায় কোন চমশা দেয়াই হয়নি আমাদের । ফলে বিভাগের ২ হাজার ১শত স্বাস্থ্য সহকারী ঝুকি নিয়েই কাজ করছে।

বরিশাল সদরের কড়াপুর ইউনিয়নের রায়পাশা ওয়ার্ডের এই স্বাস্থ্যকর্মী বলেন, ‘আমার আওতয় ৮টি কেন্দ্র আছে। এপ্রিলের প্রথম সপ্তহে দুটি কেন্দ্রে কেউই টিকা নিতে আসেনি। আর কিছু কিছু জায়গায় একভাগেরও কম শিশু-গর্ভবতী নারী এসেছে টিকা নিতে। অর্থাৎ আগে যেখানে প্রতিদিন ৫০ জন আসতো সেখানে এখন ৬-৭ জন আসছেন।

এদিকে বিভাগের ৮ হাজার ৪৮৪টি অস্থায়ী কেন্দ্রের সবগুলোতেই টিকাদানের হার কমে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বরিশাল সদরের চড়বাড়িয়া ইউনিয়নের স্বাস্থ্যকর্মী জিয়াউল হাসান কাবুল। তবে টিকাদানের হার কমে যাওয়ায় বর্তমান অবস্থায় স্বাস্থ্য সহকারী ও সেবা গ্রহিতাদের সমস্যা না করে কিছুদিনের জন্য হলেও এই কার্যক্রম স্থগিত রাখা উচিত বলে মনে করেছেন নেতৃবৃন্দ।

তবে এনিয়ে বরিশালের সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, সরকারের নির্দেশনা রয়েছে এই কর্মসূচি বন্ধ করা যাবে না কোন মতেই। অপরদিকে সঠিক সময়ে টিকা না দিলে রোগ প্রতিরোধ করা সম্ভব হবে না। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যমাল কুমার মণ্ডল জানান, করোনার আতঙ্কে টিকাদান কেন্দ্রগুলোয় উপস্থিতি কমে গেছে, এটা আমরাও শুনেছি। তবে এই কার্যক্রম চলমান না রেখে বিকল্প নেই। উল্লেখ্য ১৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ধাপে বিভাগের ১৯ লাখ ৫০০ (৯ মাস থেকে ১০ বছরের নিচে) শিশুকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।

বরিশাল হাসপাতালে ২ ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বাউফলের কালীশুরীর ওই রোগীর মৃত্যু হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরেক নারী (২৬) রোগীর মৃত্যু হয়েছে। তবে ওই নারী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীর বাউফলের কালীশুরীর ওই ব্যক্তি (হালিম বক্স) গত ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হলে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ হলে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

করোনা পজেটিভ রোগীর মৃত্যুর বিষয়টি সংশ্লিস্ট জেলা প্রশাসনকে অবহিত করার হয়েছে বলে পরিচালক জানান।

এদিকে, একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে আরও এক নারী রোগীর (২৬) মৃত্যু হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী এলাকার বাসিন্দা ওই নারী গত বুধবার (২২ এপ্রিল) জ্বর-সর্দি-কাঁশি নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। তবে ওই নারীর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

পায়রা বন্দরের সড়কে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের নিজস্ব নির্মাণাধীন সিক্স লেন মহাসড়কের পাইলিংয়ের কাজের সময় মানিক মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ মে) সকাল ১০টার দিকে প্রকল্পের টিয়াখালীর শরীফ বাড়ি এলাকায় বোরিং কাজ চলার সময় পাইপ ছিড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে।

সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।

মৃত মানিক ময়মনসিংহের তারাকান্দা থানার রাজতারিকা গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানিক পায়রা বন্দরের ওই সড়কের কাজ করতেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক:ঝালকাঠির নলছিটিতে পূর্বশত্রুতার জের ধরে নিজ দলীয় প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের চৌমাথা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই ইউনিয়নের কাটাখালী গ্রামের জাহাঙ্গীর মোল্লা, আমতলী গ্রামের রিপন খান, মাসুম খান ও আলতাফ হাওলাদার। এদের মধ্যে মাসুম খানের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লারহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা আক্কাস সরদারের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কাস সরদারের অনুসারী জাহাঙ্গীর মোল্লা, রিপন খান, মাসুম খান ও আলতাফ হাওলাদার স্থানীয় চৌমাথা বাজারে গেলে সোহেল রানা ও তার ভাই সুমন তাদের অকথ্য ভাষায় গালাগাল দেয়। এসময় আক্কাসের অনুসারীরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ
বাঁধে। এতে ওই চারজন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধারে করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালে নিয়ে গেলে জাহাঙ্গীর মোল্লা, রিপন খান ও আলতাফ হাওলাদার করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু মাসুদ খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা অভিযোগ করেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ৭/৮ জনের একটি বাহিনী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এরপর নিজেরা তাদের (সোহেল গ্রুপের)
অফিস ভাঙচুর করে নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর পায়তারা করছে।’

এ ব্যাপারে মোল্লারহাট তদন্ত কেন্দ্রের সহকারি উপপরিদর্শক (এএসআই) আহাসাব খান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।

আমতলীতে ৮০ জন শিশুর মাঝে খিচুরী বিতরণ

 

আমতলী প্রতিনিধি:
প্রবাসী উদ্যোক্তাদের সহযোগিতায় আমতলীতে খিচুরী বিতরণের পঞ্চম দিনে মোট ৮০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়। আমতলীর ওয়াপদা সড়কের লেকপাড় এবং ফেরীঘাটের শিশুদের মাঝে খিচুরী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ, প্রেসক্লাবের সদস্য সাফায়েত আল মামুন, মহসীন মাতুব্বর,আব্দুল্লা আল নোমান, ,এনজিওকর্মী আলফী চৌধুরী স্বেচ্ছাসেবক মাহামুদুল হাসান রাকিব তালুকদার, ইব্রাহীম হাসান, আল ইমরান, আল জাবের, মোঃ মৃদুল, সাকিব, মুক্তি প্রমুখ।

বরগুনার তালতলীতে শিশু কন্যার সামনে মাকে ধর্ষণ

সৈকত কর্মকার, বরগুনা:
বরগুনা জেলার তালতলী উপজেলায় সাত বছরের একটি কন্যা সন্তানের সামনে মাকে ধর্ষণ করেছে কিছু বখাটে। জানা গিয়েছে কন্যা সন্তানকে গাছের সাথে বেঁধে ধর্ষণ করেছে মাকে। ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (৩০এপ্রিল)রাতে থানায় মামলা করতে গেলে পুলিশ গণধর্ষণের মামলা না নিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা নিয়েছে। ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এলাকা নামক স্থানে।

জানা গিয়েছে ভুক্তভোগী পিরোজপুর মঠবাড়িয়া শ্বশুরবাড়ি থেকে পটুয়াখালীর কলাপাড়ায় বাবার বাড়িতে আসার পথে পাথরঘাটা পার হয় তালতলী শুভসন্ধ্যা ঘাটে উঠেন, সেখান থেকে নিশানবাড়ীয়া খেয়াঘাট যেতে স্থানীয় জহিরুল এর মোটর সাইকেলের মোটর সাইকেলে চড়েন।মোটরসাইকেল এর মালিক জহিরুল ওই নারীকে শুভসন্ধ্যা সৈকতের গহীন অরণ্যে নিয়ে যায় পরে জহিরুল তার চার বকাটে বন্ধুদের নিয়ে ওই নারীর সাথে থাকা মেয়েকে মেরে ফেলার ভয় দেখায় এবং তাকে ধর্ষণ করে। শেষে ভুক্তভোগী নারীকে গণহারে ধর্ষণ করে চার বখাটে’ তিনি জ্ঞান হারালে বখাটেরা পালিয়ে যায়।

তারপর আমি লোকালয়ে এসে স্থানীয় টলার (নৌকা) মেরামতকারী দের সহযোগিতায় আমি আমার গন্তব্যে পৌঁছাই ।ভুক্তভোগী ওই নারী বলে লোকজন শুনবে বা ছি ছি করবে তাই আমি কারো কাছে বলতে পারিনি বা অভিযোগ ও করিনি। কিন্তু বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে আমি থানায় উপস্থিত হয় বিচার চাইতে বাধ্য হই।

এ ব্যাপারে তালতলী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামরুজ্জামান বলেন ভুক্তভোগী নিজেই থানায় এসেছেন এবং তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে এ ঘটনায় ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।