বরিশালো করোনা রোগীদের ইফতার দিলেন জেলা প্রশাসক

বরিশালে শেবাচিমে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ইফতার সামগ্রী পাঠালেন জেলা প্রশাসক।

আজ শুক্রবার বিকাল ৫ টায় বরিশাল জেলা প্রশাসক এর পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা ওয়ার্ড এবং আইসোলেশন ইউনিটের করোনা রুগীদের জন্য ইফতার সামগ্রী পাঠালেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষে তার প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এই ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এর সহকারী পরিচালক ডাঃ এ.কে.এম নাজমুল আহসান এর হাতে।

উপহার সামগ্রী ইফতার হিসেবে খেজুর, মাল্টা, সবুজ আপেল, লেবু, লবঙ্গ দারুচিনি এলাচি এর প্যাকেট, কালিজিরা, আদা, মধু, মুড়ি, বক্স টিস্যু পাঠানো হয়। শেবাচিমে চিকিৎসাধীন করোনা রুগীদের জন্য এক সপ্তাহের ইফতার সামগ্রী পাঠানো হয়েছে পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আরো পাঠানো হবে।

এবিষয়ে জেলা প্রশাসক বলেন, বর্তমান সময়ে করোনা রুগীদের জন্য অবহেলা নয় একটু সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা দিয়ে সবসময় তাদের পাশে থাকবে প্রশাসন। প্রয়োজনে তাদের জন্য আরো ফলমূল ও ইফতারি সামগ্রী প্রদান করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আজ এগারো জন চিকিৎসাধিন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *