নবীন চিত্রশিল্পিদের ছবি যেন জঙ্গিবাদ,উগ্রবাদের বিরুদ্ধে যেন কথা বলে-জেলা প্রশাসক

শামীম আহমেদ॥ বরিশালে চিল্পচার্য জয়নুল আবেদিন এর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ও জয়নুল চিত্র প্রদর্শনী ‘নবান্ন উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেছেন, আমাদের নবীন যারা চিত্রশিল্পিরা আছে তারা যেন জয়নুলের উপর গবেষনা করে ছবি আকা শিখবে।

এই ছবি আকার মাধ্যমে সমাজ পরিবর্তন ও শোষনের বিরুদ্ধে মানবিক সামাজিক সমাজ গড়ে উঠার জন্য ছবি কথা বলতে পারবে।

এরই মাধ্যমে ন্যায়-নিষ্ঠার জন্য একই সাথে জঙ্গিবাদ,উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশকে ছবি আকার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পিদের প্রতি আহবান জানান।

আজ (২৯) ডিসেম্বর বিকালে নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে বরিশাল চারুকলার আয়োজনে একদিন ব্যাপি শিল্পচার্য জয়নুল আবেদিনের ১০৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে জয়নুলের চিত্র প্রদর্শনী, কবিতা আবৃতি,আলোচনা সভা নবান্ন উৎসবের আয়োজন করেন।

বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত কাজী মোজাম্মেল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ,সহকারী কমিশনার সুব্রত বিশ^াষ দাস,সাবেক শিশু বিষয়ক কমকর্তা পঙ্কজ রায় চৌধুরী প্রমুখ। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে বরিশালে চিল্পচার্য জয়নুলের এধরনের অনুষ্ঠানের আয়োজন করায় শুভেচ্ছা জানান কারিগড়ি ও মাদ্রাসা শিক্ষা মন্তালয়ের সচিব আমিনুল ইসলাম খান।

অন্যদিকে বরিশাল চারুকলার পক্ষ থেকে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা। পরে জেলা প্রশাসক বিভিন্ন নবীন চিত্র শিল্পিদের ছবির গ্যালারী প্রদর্শন করে নবান্ন্ উৎসবে অংশ নেন।এছাড়া শুরুতেই জেলা প্রশাসক জয়নুল আবেদিনে প্রতিকৃর্তিতে ফুলের শুভেচ্ছা জনান।

কাউখালীতে ৮ মণ জাটকা ইলিশ জব্দ

পিরোজপুরের কাউখালীতে ৮ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় কুয়াকাটা থেকে খুলনাগামী মীমজাল এক্সপ্রেস পরিবহন বেকুটিয়া ফেরীতে ওঠার অপেক্ষায় থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলা কোষ্টগার্ড গাড়ী তল্লাশী করে গাড়ীর মধ্যে প্যাকেট করাবস্থায় প্রায় ৮ মণ জাটকা ইলিশ জব্দ করে।

মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা জব্দকৃত জাটকা ইলিশগুলো উপজেলার ১৬টি এতিমখানাসহ শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

মঠবাড়িয়ায় আ’লীগের কমিটি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩১ ডিসেম্বর উপজেলা আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে পৌরসভা ও ১১
ইউনিয়নের কমিটি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন দাবি করে লিখিত বক্তব্য বলেন, আমার স্বাক্ষর প্রতিস্থাপন করে দলীয় প্যাডে কমিটি অনুমোদিত বলে প্রচার করে এবং আগামী ৩১ ডিসেম্বর উপজেলা আ’লীগের সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি স্বার্থান্বেসী মহলের প্ররোচনায় সম্প্রতি দেশ টিভি, এন টিভি, বৈশাখী টিভিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়। ফলে নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তিনি ভিত্তিহীন সংবাদের তীব্র সমালোচনা করে নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জনান।

অপর দিকে বিকেলে উপজেলা আ’লীগসাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর তার বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সকল ইউনিয়ন ও পৌর কমিটি গঠন করা হয়েছে।

যাহাতে সভাপতি স্ব-হস্তে স্বাক্ষর করেন। তার সাথে থাকা সহস্রাধিক নেতা-কর্মী দুটি হত্যা মামলাসহ রাজনৈতিক মামলার শিকার হন। সম্প্রতি উপজেলা আ’লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস নির্যাতিত ওই নেতা-কর্মীদের বাদ দিয়ে নিজের পদ বহাল রাখার জন্য গত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সাথে আতাত করেন। যার ফলশ্রুতিতে দলীয় নেতা কর্মীরা দিশেহারা হয়ে পরে। এসময় তিনি দেশ
টিভি, এন টিভি, বৈশাখী টিভি, সময় টিভিসহ বিভিন্ন গণমাধ্যম ইউনিয়ন কমিটি গঠনের সংবাদ প্রচার করায় ধন্যবাদ জানান।

পৌরসভা নির্বাচন: পিরোজপুরে মেয়র পদে তিন জনের মনোনয়ন দাখিল

পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে রোববার পিরোজপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রত্র দাখিল করেছেন তিন জন। এরা হলেন- পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক (নৌকা), জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শেখ সহিদুল্লাহ (ধানের শীষ) এবং সাইদুল ইসলাম কিসমত (স্বতন্ত্র)।

এছাড়া ৯টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আচরনবিধি মেনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ ১৬ জানুয়ারি।

স্বরূপকাঠী ব্লাড ডোনার্স ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় “স্বরূপকাঠী ব্লাড ডোনার্স ক্লাব” এর (ঝইউঈ) পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ডা. মোঃ আসাদুজ্জামান কে প্রধান উপদেষ্টা এবং মো. রিয়াজ মাহমুদ কে সভাপতি ও মো. শাহনেওয়াজ শুভকে সাধারন সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। মঙ্গলবার রাতে উপজেলা সদরে সংগঠনের নিজস্ব অফিস কক্ষে ওই কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বরূপকাঠী বাসির সকলের প্রিয় ডাক্তার নব গঠিত কমিটির প্রধান উপদেষ্টা ডা. মোঃ আসাদুজ্জামান, সভাপতি মো. রিয়াজ মাহমুদ, সাধারন সম্পাদক শাহ নেওয়াজ শুভ, দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মো. রুহুল আমীন, তারা টিভি ও দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক-রাকিব রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, রক্ত বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-প্রচার সম্পাদক মো. শাহ জালাল।

রক্তের অভাবে যেন কেউ আর মারা না যায়- এই উপলব্ধি থেকে রিয়াজ মাহমুদ, শাহনেওয়াজ শুভ সহ কয়েকজন বন্ধু মিলে ২০১৭ সালের একটি আহবায়ক কমিটি গঠন করেছিলো।

আজ এই ক্লাবের সদস্য সংখ্যা পাঁচশতাধিক ছাড়িয়ে গেছে।এটি একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন মানবতার সেবায় স্বরূপকাঠী ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য সদা প্রস্তুত।এ সময় বক্তারা আরো বলেন, রক্ত বেচা-কেনা দালাল চক্রকে প্রতিহত করে মানবিক সহানুভূতি দিয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

ভান্ডারিয়া উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলন শেষে প্রায় ৯ মাস পর ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। চলতি বছরের পহেলা মার্চ ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ফাইজুর রশিদ খসরুকে সভাপতি ও মো. মিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

গত ২৭ নভেম্বর পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এ,কে,এম,এ আউয়াল ও সাধারণ সম্পাদক এ্যাড. এমএ হাকিম হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে মো. লিয়াকত হোসেন তালুকদার, নেজামুল হক নান্না, মো. আব্দুর রশিদ মৃধা, বাবু বিরেন্দ্র নাথ বসু, মো. হুমায়ন কবির হাওলাদার, মো. সাহাবুদ্দিন শাহ্‌ বাবুল, মো. নুরুল আহসান মিলটন, খান এনামুল করিম পান্না, বাবু কিরন চন্দ্র বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী রোকনুজ্জামান বশীর, এম এ রাজ্জাক ফারুক, মো. জাকির হোসেন বেপারী সহ বিভিন্ন পদে মোট ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ হাকিম হাওলাদারসহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের কাছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন,সদ্য ঘোষিত ৭১ সদস্য বিশিষ্ট আমাদের এ পূর্ণাঙ্গ কমিটিতে সৎ, যোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। কমিটির সকল নেতাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশাকরি আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব করবো।

স্বরূপকাঠিতে মাদক ও ইভটিজিং বাল্যবিবাহ বিরুদ্ধে পুলিশং‌ সভা অনুষ্ঠিত

পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা চার নং ‌আটঘর কুডিয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশং‌ সভা অনুষ্ঠিত হয় । মাদক, ইভটিজিং বাল্যবিবাহ , সন্ত্রাসী নির্মূল বিরুদ্ধে প্রতিবাদ ও নেছারাবাদ থানা উদ্যোগে উঠান বৈঠক করেন , নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবীর হোসেন এস আইঃ নজরুল ইসলাম, এস আই মোঃ সোলায়মান এ এস আইঃ মোঃ নাঈম।

মানুষের শান্তি ও নিরাপত্তার জন্যে ও যুব সমাজের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে ওই এলাকার শান্তিকামী হাজার হাজার নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়। অনুষ্ঠানে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ দৃঢ় প্রত্যয় নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার পক্ষে শপথ করেন।

সমাবেশে বক্তব্য
রাখেন ,এবং মাদক ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী শপথবাক্য প্রধান আলোচকের বক্তব্য রাখেন পিরোজপুর জেলার পূজা উদযাপন পরিষদ , সহ-সভাপতি স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মিঠুন হালদার।
ইভটিজিং, নারী নির্যাতন, শিশু নির্যাতন সবই বন্ধ হবে।

তিনি বলেন, মাদক ধীরে ধীরে আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলছে, পিতা-মাতাকে হত্যা পর্যন্ত করছে। ঠিক তেমনিভাবে সন্ত্রাস আর জঙ্গিবাদ ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে আমাদের সন্তানদের আত্মঘাতি সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

ইসলাম কখনো হত্যার কথা বলে না। সে জায়গাতেও আমাদের কাজ করতে হবে। প্রতিটি পরিবার আগে নিজ পরিবারকে নিরাপদ রাখতে খেয়াল রাখুন। তাহলেই সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সন্ত্রাস কমে আসবে।

তিনি আরো বলেন, কথার পিঠে কথা বললেই হবে না। সত্যিকার অর্থে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখানে যতো রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ আছেন, আপনারা আর আমরা যদি চাই তবে মাদক থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে মাদক থাকতেই পারে না। আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের ওয়াদা করতে হবে মাদকের সাথে জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেবো না।

আপনারা আর আমরা যদি চাই তবে এলাকায় মাদক থাকতে পারে না।
নেছারাবাদ থানা ইনচার্জ মোঃ আবির হোসেন বক্তব্যে বলেন,

আমরা যদি প্রতিবাদ করি এবং প্রতিরোধ গড়ে তুলি মাদক কেনো কোনো অপরাধই আমাদের সমাজে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, দেশবাসী তাতে সাড়া দিয়ে সাধুবাদ জানিয়েছে। মাদকের সাথে আমাদের কোনো আপস নেই। মানুষের শান্তি ও নিরাপত্তার জন্যে যা যা করার দরকার জননেত্রী শেখ হাসিনা তাই করবেন।

তিনি আরো বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, তবে আন্তরিকতার অভাব নেই। বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। সমাজ ও দেশের স্বার্থে কেউ কোনো সামাজিক ব্যাধির সাথে আপস করব না। প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা , সদস্য তরিকুল ইসলাম , ও সুমন খান প্রমূখ।

পিরোজপুরের কাউখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস,

কাউখালী উদীচীর সাধারণ সম্পাদক রবীন মুখোপাধ্যায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা সেলিম মুজাহিদ, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, উত্তরায়ণ খেলাঘর আসরের সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, সূর্যোদয় খেলাঘর আসরের সহ সভাপতি এডভোকেট কমল ক‌ষ্ণ মুখার্জি,

সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, উত্তরায়ণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বীথিকা সাহা, জাতীয় কবিতা পরিষদ কাউখালী উপজেলা শাখার সাবেক সভাপতি আশুতোষ মিস্ত্রী, উপজেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব রিপন সিকদার , প্রাথমিক শিক্ষক সমিতির নেতা অসীম দাস, স্বপন বিশ্বাস প্রমুখ । কর্মসূচির শুরুতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানান তারা।

স্বরূপকাঠিতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুরের স্বরূপকাঠিতে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বলদিয়া ইউনিয়নের গগন গ্রামের বেলুয়া নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা ওই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, লাশটি অর্ধ গলিত গায়ে সাদা কালো রংয়ের একটি জ্যাকেট রয়েছে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

কিশোরদের নামাজ আদায় করতে সাইকেল পুরষ্কার

বরগুনার বেতাগীতে টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১২ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। নাম প্রকাশে অনাগ্রহী অষ্টেলিয়া প্রবাসী এ পুরস্কার প্রদান করে।

জানা গেছে, পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে ১টি করে বাই সাইকেল উপহার হিসেবে দেওয়া হয়। এরা হলেন নাহিদুল ইসলাম, মো. ছফি উল্লাহ, মো. আব্দুল্লাহ, মো. ছিবগাতুল্লাহ, মো. বশির উদ্দিন, মো. আরাফাত, মো. ইমরান হোসেন, মো. আরাফাত ইসলাম, মেহেদী হক রাতুল, মো. মানসুর ও মো. মুনির ও কাইয়ূম।

গত ২৭ অক্টোবর থেকে কোমলমতি এ শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এ সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। শুরুতে ১৭ জন কিশোর এ প্রতিযোগীতায় অংশ নেয়। এর মধ্যে টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে ১২ জন সক্ষম হয়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল এগারটায় সেইশিশু- কিশোরদের ১২ জন অনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা প্রভাষক ্আব্দুল হাই নেছারি, হাফেজ নুরুল আমিন ও মুসল্লী মো. কামাল হোসেনসহ গণ্যমান্য বাক্তিবর্গ।

এ বিষয় উপজেলা পরিষদ জামে মসজিদের মুসল্লী রুবেল মল্লিকসহ একাধিক মুসল্লীরা জানায়, শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ব করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন যেন সারা দেশের সকল মসজিদেই করা হয় এমনই আশা ব্যক্ত করেছেন তারা।