কলাপাড়ায় আবারো স্কুল শিক্ষকের উপর হামলা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোসলেম উদ্দিন (৫০) নামে এক স্কুল শিক্ষক পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত মোসলেম উদ্দিন উপজেলার তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।
আহত শিক্ষক মোসলেম উদ্দিন জানান, প্রতিদিনের মত সে বাড়ীর পুকুরে গোসল করতে যায়। এ সময় তার আপন ভাগ্নে সজিব মৃধার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক বিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তার বোন জামাই আব্দুল মালেক মৃধা ও অপর ভাগ্নে সোহোল এসে হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়।
তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার জানান,আহত আবস্থায় সে স্কুলে এসেছিল। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান,এ ঘটনায় এখন পর্যন্ত কোন আভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুয়াকাটায় কৃষকেদের বিক্ষোভ মিছিল

প্যাকেটের গায়ে বীজের জাত পরিবর্তন, মূল্য বৃদ্ধি ও মেয়াদ উত্তীর্ণ উচ্চ ফলনশীল ধানের বীজ সরবরাহের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটায় সোমবার দুপুরে শতাধিক কৃষক লতাচাপলী ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও কয়েকটি কৃষি পন্য বিক্রেতার দোকান বন্ধ করে দিয়েছে। কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নের কৃষকদের কয়েক’শ একর জমিতে ফলন না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভূক্তভোগী কৃষকরা এমন সর্বনাশের পিছনে অসাধু ব্যবসায়ীরা জড়িত থাকার অভিযোগ করলেও ব্যবসায়ীরা আমতলী উপজেলার কচুফাতরা এলাকার বিএডিসি কর্তৃক নিয়োগকৃত পরিবেশক মো. আবু মিয়াকে দায়ী করেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুইশতাধীক কৃষক লতাচাপলী ইউনিয়ন পরিষদে জড়ো হয়ে বিক্ষোভ করে। শেষ পর্যন্ত কৃষকরা কোন সুরহা না পেয়ে বীজ সরবরাহকারী দোকানগুলো বন্ধ করে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকানগুলো বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আমন ক্ষেতে রোপন করা ধানের বীজ ও প্যাকেট নিয়ে ইউনিয়ন পরিষদে জড়ো হয়ে বিক্ষোভ করে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত বীজের প্যাকেটের গায়ে লাল কালীর লেখার উপর কাটাছেড়া দেখা যায়। যার ফলে কৃষকরা এসকল বীজ ক্ষেতে রোপন করার পনের দিনের মাথায় অপরিপক্ক ধান গাছে ফলন এসে গেছে। এ বীজ জমিতে রোপন করে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে। চলতি আমন মৌসুমে পুনরায় চাষাবাদ করে ধান রোপন করাও সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে মৎস্য বন্দর আলীপুর বাজারের ব্যবসায়ী মো. আমির শরীফ বলেন, আলীপুর বাজারে হঠাৎ ব্রিধান ৪৯ এর চাহিদা বেড়ে যায়। স্থানীয় পরিবেশকের নিকট ধান না পেয়ে আমতলী উপজেলার কচুফাতরা এলাকার বিএডিসি কর্তৃক নিয়োগকৃত পরিবেশক মো. আবু মিয়ার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স থেকে বীজ সংগ্রহ করে বিক্রয় করেছি। এ ধান আমার নিজের জমিতেও রোপন করছি।
লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে আসা হারুন মাতুব্বর, জলিল গাজী, এনায়েত হোসেন, জসিম উদ্দিন, শাকু কাজীসহ অনেক কৃষক জানান, মৎস্য বন্দর আলীপুর বাজারের ব্যবসায়ী চাঁনমিয়া বেপারী, আমির শরীফ, মাসুম বিল্লাহ, আবুল কালাম এদের দোকান থেকে বীজ ক্রয় করে ক্ষেতে রোপন করেছেন। কিন্তু পনের দিনের মাথায় অপরিপক্ক ধান গাছে ফলন এসে যায়। যার ফলে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা চলতি মৌসুমে পূরণ করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যবসায়ী চাঁন মিয়া বেপারী বলেন, আমি উদ্দেশ্যমূলক এ বীজ বিক্রয় করিনি। আমি নিজেও ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার নিজের সাড়ে ১২ একর জমিতে এ বীজ রোপন করেছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অঞ্চলে হঠাৎ বীজের সংকট দেখা দিলে আমি আমতলী উপজেলার কচুফাতরা এলাকার মো. আবু মিয়ার থেকে বীজ সংগ্রহ করেছিলাম।
এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, আমি কৃষকদের ক্ষেত দেখেছি, তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। কারা, কোন উদ্দেশ্যে এসকল বীজ সরবরাহ করেছে তা বের করা চেষ্টা চলছে। আমি উপজেলা কৃষি অফিসারের সাথে আলোচনা করে কৃষকদের ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করবো। তিনি আরও বলেন, আমি ব্যবসায়ীদের সাথে বসে আলোচনা করে জেনেছি, ব্যবসায়ীরা আমতলী উপজেলার কচুফাতরা এলাকার বিএডিসি কর্তৃক নিয়োগকৃত পরিবেশক মো. আবু মিয়ার নিকট থেকে বীজ সংগ্রহ করে অসচেতনভাবে বিক্রয় করছে।
কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ জানান, আমি বিষয়টি শুনে সরেজমিনে গিয়ে দেখেছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শীঘ্রই ভূক্তভোগী কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার পরামর্শ দেয়া হবে।

বরিশাল/ এএম/ ইএম

পটুয়াখালীতে চাঁদাবাজি মামলার আসামী গ্রেফতার

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের মাদক-চাঁদাবাজিসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো: সোহেল প্যাদা (৩০) কে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২৭আগস্ট) বিকাল সোয়া ৫টার সময় উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাস স্ট্যান্ড থেকে বাউফলা থানার এস.আই মৃনাল এর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। সোহেল দাশপাড়া ইউনিয়নের মো:মানিক প্যাদার ছেলে।
প্রায় তিন মাস আগে দাশপাড়া বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে পেট্রোল ব্যবসায়ী বাউফল থানায় একটি চাঁদাবাজি ও মারামারি মামলা করেন। যার নং-৪৫(৫)।
এছাড়াও তার বিরুদ্ধে মাদক , অন্যের ধান কাটাসহ একাধিক মামলা রয়েছে।
আরো জানা যায়, ২০১৪ সালে সি.আর মামলায় সোহেলের দু’বছর সাজা হয়, মামলা নং ৩৯১/১৫।
অপরদিকে স্থানীয় একটি সূত্র সাংবাদিকদের জানা, গ্রেফতারের সময় সোহেলের কাছে প্রায় ২০পিছ ইয়াবা পাওয়া যায়। যদিও পুলিশ এব্যাপারে সাংবাদিকদের কোন তথ্য দেয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানা পুলিশ অফিসার ইন-চার্জ (তদন্ত) মাকসুদুর রহমান মুরাদ মুঠোফোনে জানায়, চাঁদাবাজি-মারামারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাউফলে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

বাউফলে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে তার কার্যালয়ে এ পুরুস্কার বিতরণ করেন।
চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) পুরুস্কারপ্রাপ্তরা হলো, আ. রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মো. নোমান (প্রথম), একই বিদ্যালয়ের মাহিন মুনতাসির(দ্বিতীয়) এবং বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তানজিম রহমান (তৃতীয়)। বঙ্গবন্ধুর জীবনীর উপর উপস্থিত বক্তৃতায় (নবম থেকে দশম শ্রেণি) আ. রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের হাবিবা সুলতানা দিবা (প্রথম), বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নাজমুন নাহার নিশা (দ্বিতীয়) এবং একই বিদ্যালয়ের রাফিয়া সুলতানা মিসফা (তৃতীয়) হয়েছে।
পুরুস্কারপ্রাপ্তদের প্রত্যেককে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া ও বিভিন্ন চিত্রকর্ম বিষয়ক বই উপহার দেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, সিনিয়র সাংবাদিক অতুল পাল, সাংবাদিক আরেফিন সহিদ এবং সাংবাদিক নাজিম উদ্দিনসহ অন্যান্য বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কুয়াকাটায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে ‘স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম’র সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মহিপুর থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল মো. জালাল উদ্দিন আহমেদ, মহিপুর থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসআই হাফিজুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চুরি, ডাকাতি বলে যে গুজব ছড়ানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সারা রাত পুলিশের টহল থাকার পরও এমন ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তিনি শিক্ষার্থীদের ইয়াবা চালান, চুরি-ডাকাতি, জঙ্গী তৎপরতার তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতার আহ্বান জানান। জনমনে যে আতঙ্ক রয়েছে তা দূর করতে পুলিশ বাহিনী সদা তৎপর রয়েছে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্থ করেন। মাহফুজুর রহমান আরো বলেন,পুলিশ ইভা ধর্ষণ পরবর্তী হত্যার তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলছে,অচিরেই সত্য বেরিয়ে আসবে।

বাউফলে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম.এ হান্নান, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র‌্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
রবিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাউফল মুক্তিযোদ্ধা অডিটরিয়মে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

সমাবেশে বাউফল উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম ইমাম উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল এম. হাছিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , পটুয়াখালী জেলা ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারী আর.আউ.এম অহিদুজ্জামান, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও পটুয়াখালী-০২ ( বাউফল ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাও. নজরুল ইসলাম।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইমা আন্দোলনের সভাপতি কে.এম ইউনুছ আলী।
এছাড়া আরো বক্ত্য রাখেন মাও. মুহাম্মাদ সিরাজুর ইসলাম, আলহাজ্ব মাও. আবদুর রহমান, মাও. মো: জাকির হোসেন জিহাদী , মু. ওমর ফারুক তাওহীদ, অলি আহম্মেদ , মুফতি হারুন আর রশিদ ও মু. ইলিয়াস হাসান।
সমাবেশ ও র‌্যালীতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর বাউফলে দুস্থদের মাঝে চাল বিতরণ

এম.এ হান্নান,বাউফল: পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের গরীব অসহায় দুস্থ এবং সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে কালাইয়া খাদ্য গুদাম চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাউফল উপজেলা সমাজসেবা অফিসার ও দায়িত্বরত ট্যাগ অফিসার মো: মনিরুজ্জামান ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন কালাইয়া ইউপি প্যানেল চেয়ারম্যান, ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: ফিরোজ হাওলাদার।
প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওরাদার বলেন, আমার ০২নং ওয়ার্ডের প্রায় ৫৫০জন গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাউল আমি নিজে উপস্থিত থেকে বিতরণ করেছি। বরাদ্ধ কম থাকায় প্রায় ৬০-৭০জন মানুষকে চাউল না দিতে পারায় ব্যক্তিগত ভাবে ২০০টাকা জন প্রতি দিয়েছি।
চাউল বিতরণ কালে ইউপি সদস্য ও মহিলা সদস্যবৃন্দ উস্থিত ছিলেন।
কালাইয়া ইউপি সচিব আবু বকর সিদ্দিক জানায়, কালাইয়া ইউনিয়নের ৩হাজার ৫’শ ১৩জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৭০.২৫০ টন চাউল বিতরণ করা হয়েছে।
বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, সরকারি বরাদ্ধের চাউল যেনো প্রকৃত গরীব অসহায় ও দুস্থদের মাঝে সঠিক ভাবে বিতরণ করা হয় সেই লক্ষে আমি নিজে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছি ।

 

কলাপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার আসামী ৫ দিনের রিমান্ডে

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত সন্দেহভাজন দু’আসামীর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার এসআই এনায়েত আসামীদের ৭দিনের রিমান্ড আবেদন করার পর বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামানের আদালত শুনানী শেষে আসামীদের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ভিকটিম শিশুর সৎমা সালমা বেগম (২৫) ও প্রতিবেশী শামসু ঘরামীর ছেলে কাওছার ঘরামী (২৪) কে গ্রেফতার দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেন। এদিকে মামলার বাদী (এজাহারকারী) মো: ইসমাইল হোসেন ঘরামী রোববার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আইনজীবী নিয়োগ করে সালমা বেগমের পক্ষে অব্যাহতির আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানী শেষে এজাহার কারীর আবেদন সহ আসামী পক্ষের নিযুক্তীয় কৌশলীর জামিন আবেদন না মঞ্জুর করলেও এজাহারকারীর মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত জানান, মামলাটি একটি চাঞ্চল্যকর ও স্পর্শ কাতর মামলা। সন্দেহভাজন দু’আসামীকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদে ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রী ইভা হত্যা ও ধর্ষনের সাথে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে। উল্লেখ্য, মঙ্গলবার (১৪আগষ্ট) রাত ৮টায় একদল দুর্বৃত্ত মহিপুর থানাধীন সিরাজপুর গ্রামের ইসমাইল হোসেন ঘরামীর ঘরে প্রবেশ করে শিশু ইভাকে পাশবিক নির্যাতন ও ধর্ষন শেষে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন বুধবার রাতে ইভার বাবা ইসমাইল হোসেন ঘরামী বাদি হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বঙ্গবন্ধুর খুনিদের বিএনপি চাকরি দিয়ে পুরস্কৃত করেছে-আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে বাউফল উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত দোয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় জাতীয় সংসদের চীফ হুইপ, পটুয়াখালী -২ (বাউফল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ.স.ম ফিরোজ বলেন যার নির্দেশে ৩০ লক্ষ লোক যুদ্ধে জিবন দিয়েছেন, ২ লক্ষ্য মা-বোনের ইজ্জ্বত দিয়েছেন সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে কিছু সংখ্যক কুলাঙ্গার যারা পাকিস্তানের ভাব ধারায় যারা বাংলাদেশে অবস্থান করেছিল তারা ৭৫এর এই দিনে হত্যা করেছে। শুধু বঙ্গবন্ধুকে নয় তার পরিবারের সবাইকে নির্মম ভাবে হত্যা করেছে।
এসময় তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, যারা আত্মস্বীকৃত খুনি তাদের বিএনপি চাকরি দিয়ে পুরস্কৃত করেছেন।
বিএনপি আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করে দিয়েছেন।
উক্ত দোয়া মিলাদ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। বাউফল উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন। বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। বাঊফল উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম ফারুক। চীফ হুইপের এপিএস আনিসুর রহমান। বাউফল পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

 

কলাপাড়ায় মাদককে নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ

কলাপাড়া প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও এক সাথে। মাদককে নিরুৎসাহিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো সাইকেল স্ট্যান্ড শো। রোববার শেষ বিকেলে কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় এ শো অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কলাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাকি হোসেন জুকুর আয়োজনে এ স্ট্যান্ড শো’তে ইমন, রিদম, মুবিন, নাফি, রাসেল, ফয়সাল, সাব্বির অংশগ্রহণ করে। এদের মধ্যে মুবিন ও সাব্বিরের বাড়ি বরিশাল বাকি ৫ জনের বাড়ি পটুয়াখালী। এরা সবাই শিক্ষার্থী বলে আয়োজকরা জানান। সাইকেল স্ট্যান্ড শো দেখার জন্য পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকার শত শত লোকজন ভিড় করে। অংশগ্রহনকারীদের সাইকেল স্ট্যান্ড শো প্রদর্শণীতে উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের মুগ্ধ করে। কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কলাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাকি হোসেন জুকু বলেন, মাদককে নিরুৎসাহিত করতে এ আয়োজন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের খেলাধূলায় মনোনিবেশ করার জন্য আমাদের এ উদ্যোগ।