পটুয়াখালীর বাউফলে দুস্থদের মাঝে চাল বিতরণ

এম.এ হান্নান,বাউফল: পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের গরীব অসহায় দুস্থ এবং সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে কালাইয়া খাদ্য গুদাম চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাউফল উপজেলা সমাজসেবা অফিসার ও দায়িত্বরত ট্যাগ অফিসার মো: মনিরুজ্জামান ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন কালাইয়া ইউপি প্যানেল চেয়ারম্যান, ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: ফিরোজ হাওলাদার।
প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওরাদার বলেন, আমার ০২নং ওয়ার্ডের প্রায় ৫৫০জন গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাউল আমি নিজে উপস্থিত থেকে বিতরণ করেছি। বরাদ্ধ কম থাকায় প্রায় ৬০-৭০জন মানুষকে চাউল না দিতে পারায় ব্যক্তিগত ভাবে ২০০টাকা জন প্রতি দিয়েছি।
চাউল বিতরণ কালে ইউপি সদস্য ও মহিলা সদস্যবৃন্দ উস্থিত ছিলেন।
কালাইয়া ইউপি সচিব আবু বকর সিদ্দিক জানায়, কালাইয়া ইউনিয়নের ৩হাজার ৫’শ ১৩জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৭০.২৫০ টন চাউল বিতরণ করা হয়েছে।
বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, সরকারি বরাদ্ধের চাউল যেনো প্রকৃত গরীব অসহায় ও দুস্থদের মাঝে সঠিক ভাবে বিতরণ করা হয় সেই লক্ষে আমি নিজে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *