প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :
মেসির নেতৃত্বে মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের দ্যুতি দেখতে মুখিয়ে ছিল পুরো চীন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসিদের ম্যাচের মাধ্যমে তাদের সেই আক্ষেপ মিটেছে। বিশ্বকাপের শেষ ষোলেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করা আর্জেন্টিনা আধিপত্য ধরে রাখল প্রীতি ম্যাচেও। মেসির গোলে এগিয়ে আলবিসেলেস্তারা।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে যার ফলও পেয়েছে আর্জেন্টিনা। মেসির গোলে ১-০ গোলে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তারা।

কেন মেসি বিশ্বসেরা, আরও একবার প্রমাণ করলেন তিনি। খেলা শুরুর দুই মিনিটের মাথায় গোল করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। এঞ্জো ফার্নান্দেসের বাড়ানো বল থেকে মেসির দুর্দান্ত শটে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের অষ্টম মিনিটে দ্বিতীয় বারের মতো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে, ডি মারিয়ার পাস থেকে মেসির ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ২০তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করলেও ম্যাথিউ লেকির ক্রসে কেউ মাথা ছোঁয়াতে না পারায় গোলের দেখা পায়নি অস্ট্রেলিয়া। শুরুর ১৫ মিনিটে বল দখলে একক আধিপত্য দেখালেও সময়ের সাথে খেলায় ফিরে আসে অস্ট্রেলিয়াও।

ম্যাচের ২৭তম মিনিটে গোলে সুবর্ণ সুযোগ পায় অস্ট্রেলিয়া। তবে ভাগ্য তাদের সহায় হয়নি। ডান প্রান্ত দিয়ে কিয়ানু বাকাসের ক্রস থেকে মিচেল ডিউক পা ছোঁয়ালেও বল প্রথমে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের শরীরে ও পরবর্তীতে বারে লেগে ফিরে আসে। দ্রুতই বল নিয়ন্ত্রণে নিয়ে দলকে সেযাত্রায় রক্ষা করেন মার্টিনেজ।

ম্যাচের ৩৭তম মিনিটে ফের একবার গোলের সুযোগ পান মেসি। তবে এবারও বারের ওপর দিয়ে বল চলে গেলে হতাশ হতে হয় আর্জেন্টাইন কিংবদন্তিকে। এরপর বাকি সময়ে গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

সবশেষ গত ডিসেম্বরে বিশ্বকাপের শেষ ষোলোতে ২-১ গোলে সকারুদের হারায় তারা। অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার খুব বেশি দেখা না হলেও এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দল দুটি। ১৯৮৮ সালে প্রথম সাক্ষাতে হেরেছিল লাতিন আমেরিকার জায়ান্টরা। পরের সাত ম্যাচের ৬টিতে তারা জিতেছে, ড্র হয়েছে একটি।

আফগানিস্তানকে থামিয়ে বড় লিড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :
দিনের শুরুটাও কাটে ম্যাড়ম্যাড়ে। বড় স্কোরের আশায় থাকা বাংলাদেশকে মাত্র ৪৫ মিনিটেই অলআউট করে আফগানিস্তান। তবে সেই হতাশা পুষিয়ে দিয়েছেন বোলাররা। ইবাদত হোসেন-শরিফুল ইসলামদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অতিথিরা। পেস আক্রমণ দিয়ে আফগানিস্তানকে দেড়শর নিচে অলআউট করেছে লিটন দাসের দল।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে স্কোরবোর্ডে রান ১৪৬ তুলেছে আফগানিস্তান। বাংলাদেশ লিড পেয়েছে ২৩৬ রানের। বাংলাদেশ চাইলে ফলোঅনে আবার ব্যাটিংয়ে পাঠাতে পারত আফগানিস্তানকে। তবে সেটা করেনি স্বাগতিকরা। অতিথিদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

অবশ্য দিনের শুরুতে ব্যাট হাতে আজকের শুরুটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। যেখানে সবাই অপেক্ষায় ছিল বড় সংগ্রহের, সেখানে আগের দিনের ৩৬২ রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। পেস বিষে একাই ধসিয়ে দেন নিজাত মাসুদ। ৩৮২ রানে আলআউট হয়ে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

তবে বল হাতে নিজেদের ফিরে পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা আফগানিস্তানকে থিতু হয়ে দেয়নি বাংলাদেশ। বোলিংয়ের শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম। আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে (৬) উইকেটের পেছনে অধিনায়ক লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম।

পরের ওভারে ইবাদত হোসেনের বল কাট করেন আবদুল মালিক (১৭)। স্লিপে থাকা জাকির হাসান সামনে ডাইভ দিয়ে লুফে নেন ক্যাচ। বাংলাদেশ পায় দ্বিতীয় উইকেটের দেখা। নবম ওভারে ইবাদতের বলে স্লিপের ফাঁক গলে দুটো বল ছুটে যায়।

তবে, তৃতীয় সাফল্যটাও এনে দেন ইবাদত। তাঁর ডেলিভারিতে ব্যাট বলের মেলবন্ধন ঘটেনি রহমত শাহর। ব্যাটের মাঝখানে লেগে বল উপরে উঠে যায়। সহজ ক্যাচ তালুবন্দি করেন তাসকিন আহমেদ।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে তিন উইকেট হারিয়ে আফগানরা সংগ্রহ করে মাত্র ৩৫ রান। সেখান থেকে দ্বিতীয় সেশনে অতিথিদের আরও চেপে ধরে বাংলাদেশ। লাঞ্চ থেকে ফেরার পরই শরিফুলের আঘাত। তরুণ পেসারের বলে হাশমতউল্লাহ শাহিদিকে দুর্দান্ত ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ৯ রানে থামে তাঁর প্রতিরোধ।

মাঝে প্রতিরোধ গড়েন আফসার জাজাই ও নাসির জামাল। পঞ্চাশ রানের এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান মিরাজ। বাংলাদেশি অফস্পিনারের অফ স্টাম্পের বাইরের পিচ করে ঢুকা টার্নিং ডেলিভারি আঘাত হানে জামালের প্যাডে। সঙ্গে সঙ্গে আবেদন তোলেন মিরাজ। আউট দিতে ভুল করেননি জামাল। তবে রক্ষা হয়নি জামালের, ৪৩ বলে ৩৫ রান করে ফিরতে হয় সাজঘরে।

থিতু হওয়া আরেক ব্যাটার আফসারকে থামান ইবাদত। তাঁর করা বল মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন আফসার। সেখানে থাকা ফিল্ডার শরিফুল ক্যাচ নিতে ভুল করলেন না। ৪০ বলে ৩৬ রান করে থামেন আফসার। এরপরের দৃশ্যপটেও ইবাদত। এবার ইবাদতের বলে মুমিনুলের দুর্দান্ত ক্যাচে আউট হন আমির হামজা। দুই পেসারের উইকেট উৎসবে যোগ দেন তাইজুলও। তিনি এসে বিদায় করেন ইয়ামিনকে। দ্রুত উইকেত হারানোর চাপ সামলে আর উঠতে পারেনি আফগানরা। মাত্র ১৪৬ রানেই থেমে যায় অতিথিদের প্রথম ইনিংস।

বল হাতে বাংলাদেশের হয়ে ৪৭ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ইবাদত। সমান দুটি করে নেন শরিফুল, মিরাজ ও তাইজুল ইসলাম।

ভালো করার প্রত্যাশায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
সাধারণত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট মন্থর হয়। এবার সেই চিরায়ত প্রথা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে মন্থর উইকেট নয়, বরং ঘাসের উইকেটেই খেলবে বাংলাদেশ। চেনা ভেন্যুতে ঘাসের উইকেটে এবার ভিন্ন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে তেমনটাই ইঙ্গিত দিলেন অধিনায়ক লিটন দাস।

আগামী বুধবার (১৪ জুন) একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই নেতৃত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। অধিনায়ক হওয়ার নতুন চ্যালেঞ্জ নিয়ে আজ সোমবার সংবাদমাধ্যমে হাজির হন লিটন।

সাংবাদমাধ্যমে লিটন বলেছেন, ‘মিরপুরে ঘূর্ণি উইকেটেই বেশিরভাগ খেলা হয়। তো আমাদের এখন চ্যালেঞ্জ এটাই আমরা ঘাসের উইকেটে কীভাবে ভালো খেলবো। এটাই এখন বিষয় যে, আমরা এখানে কীভাবে টিকে থাকতে পারব, বড় ইনিংস খেলতে পারব।’

লিটনের আগে সংবাদ সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদিও ঘাসের উইকেট নিয়ে মন্তব্য করেন। হাশমতুল্লাহ জানান, এমন উইকেটে খেলার জন্য তাদের পর্যাপ্ত সিমার আছে। একই তথ্য দিলেন লিনটও। জানালেন তাঁর হাতেও আছে পর্যাপ্ত সিমার।

অধিনায়ক বলেছেন, ‘আফগানিস্তান অধিনায়ক যেটা বলেছেন সিমিং কন্ডিশন, আমাদের হাতেও ভালো কোয়ালিটি পেস অ্যাটাক আছে। বাকিটা দেখা যাক।’

লিটন আরও বলেন, ‘যে কোনো টিমের সঙ্গে আপনি জেতার জন্যই যাবেন। কেন জেতার জন্য যাবেন না? এতদিন পরিশ্রম করতেছি, শুধুমাত্র একটা জিনিসের জন্যই। আমরা যেকোনো টিমের সঙ্গে খেলার জন্য এই জিনিসটাই চেষ্টা করি। রেজাল্ট সবসময় আপনার হাতে আসবে না। এটা মানতে হবে।’

‘মেসি চিৎকারে’ ‘মেসি চিৎকারে’ কাঁপছে চীন!

ডেস্ক রিপোর্ট :
আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনার জোয়ার বইছে যুক্তরাষ্ট্র ও চীনে। আল হিলাল ও বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে গত বুধবার মেসি জানিয়ে দিয়েছেন, তার নতুন ঠিকানা হতে যাচ্ছে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি। চুক্তির সব প্রক্রিয়া এখনো শেষ না হলেও মেসি-জ্বরে আক্রান্ত যুক্তরাষ্ট্র।

এদিকে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শনিবার চীনে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। বেইজিংয়ে রকস্টারের মতো অভ্যর্থনা পেয়েছেন মেসি।

১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচ খেলতে গতকাল কয়েকভাগে বেইজিংয়ে পৌঁছে আর্জেন্টিনা দল। মেসি আসেন ব্যক্তিগত বিমানে। তার সঙ্গে ছিলেন আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দো পারেদেস, লো সেলসো, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনা। কিন্তু বিমানবন্দরে আর্জেন্টিনা দলকে বরণ করে নিতে আসা চীনা ফুটবলপ্রেমীদের মুখে ছিল একটাই নাম-মেসি। গোটা বেইজিং যেন প্রকম্পিত হয়ে ওঠে মেসি, মেসি চিৎকারে! ভক্তদের অনেকের গায়ে ছিল মেসির ১০ নম্বর জার্সি।

এ নিয়ে সপ্তমবার চীন সফরে এলেন মেসি। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার। এজন্যই উন্মাদনার পারদ আকাশ ছুঁয়েছে। ৭২ হাজার টাকা দামের টিকিটও বিক্রি শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।

১৫ জুনের ম্যাচ দিয়ে তিন বছর পর আন্তর্জাতিক ফুটবল ফিরছে চীনে। অন্যদিকে বিশ্বকাপ জয়ের পর দেশের বাইরে এটাই আর্জেন্টিার প্রথম ম্যাচ। চীন সফর শেষে ১৯ জুন জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

‘আমি চাইনি বার্সা আমার জন্য খেলোয়াড় বিক্রি করুক’ : মেসি

স্পোর্টস ডেস্ক :
পিএসজি ছাড়ার পর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোথায়? যত সময় গড়াচ্ছিল ততই এই ইস্যুতে বাড়ছিল জল্পনা-কল্পনা। মেসির সামনে সুযোগ ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাবে সাড়া দেওয়ার কিংবা প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার। তবে তার কোনোটিই করেননি বিশ্বকাপজয়ী এই তারকা। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে বেছে নিলেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিকে।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? কেনই বা নিজের প্রিয় ক্লাব বার্সায় ফিরতে পারেননি লিওনেল মেসি? সেসব তথ্য নিজেই জানালেন আর্জেন্টাইন তারকা।

মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে দেওয়া লম্বা সাক্ষাৎকারে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও দলবদল নিয়ে জানান মেসি। ঘোষণা দেন ইন্টার মায়ামিতে যাওয়ার। তবে তাঁর যে, বার্সাতেই ফেরার ইচ্ছা ছিল বেশি সেটাও জানান তিনি।

মেসি বলেছেন, ‘আমি আসলেই বার্সেলোনাতে ফিরতে চেয়েছিলাম এবং এটা নিয়ে খুবই উত্তেজিত ছিলাম। কিন্তু সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল, সেই অবস্থার মধ্যে আবার পড়তে চাইনি; সামনে কী ঘটবে, তা দেখার অপেক্ষায় থাকতে এবং অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চাইনি।’

মেসি যোগ করেন, ‘আমি শুনেছিলাম (আমাকে আনার জন্য) বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এইসব কিছুর দায় নিতে চাইনি।’

এদিকে এক বিবৃতিতে মেসিকে শুভকামনা জানায় বার্সা। সেই সঙ্গে মেসিকে বার্সায় ফেরাতে না পারার বাস্তবতাও জানায় কাতালান ক্লাবটি।

বিবৃতিতে মেসিকে শুভকামনা জানানোর পর বার্সা জানায়, ‘গত ৫ জুন, সোমবার, মেসি বাবা ও তার প্রতিনিধি হোর্হে মেসি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে জানিয়ে দেন এই খেলোয়াড়ের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত। যদিও এফসি বার্সেলোনা ও লিওনেল মেসি উভয়েরই চাওয়া ছিল, এই জার্সিতে আবার তাকে দেখা যাবে এবং বার্সেলোনা থেকে তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কম চাহিদার লিগে, পাদপ্রদীপের আলো থেকে আরও দূরে এবং সাম্প্রতিক বছরগুলোয় যতটা চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, এর চেয়ে কম চাপের লিগে মেসির খেলতে চাওয়ার সিদ্ধান্ত বার্সেলোনা সভাপতি উপলব্ধি করতে পারছেন এবং সম্মানও করেন।’

মেসির এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির ফলোয়ার বাড়ল ৪৩ লাখ

স্পোর্টস ডেস্ক :
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের দলটির জার্সি পরেই আগামী মৌসুমে খেলবেন, মেসি নিজেই জানিয়েছেন সেটি। ফুটবলের ক্ষুদে জাদুকর যেখানে যাবেন ভক্তরাও সেদিকেই ছুটবেন, এটিই স্বাভাবিক। হয়েছেও ঠিক তা-ই!

মেসির আগমণের খবরে হু হু করে বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা। ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটারে ক্লাবটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। প্রতিমুহূর্তেই বাড়ছে ফলোয়ার। প্রতিবেদনটি লেখার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইন্টার মায়ামির সার্বিক ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় ৪২ লাখ।

মেসি যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির ফেসবুক ফলোয়ার সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ২২৮ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী ফেসবুকে ক্লাবটির ফলোয়ার ৮ লাখ ৯৫ হাজার ২৪৩ জন। দ্বিগুণেরও বেশি হারে বেড়েছে ভক্ত।

মেসি যাওয়ার ঘোষণা দেওয়ার আগে টুইটারে মায়ামির অনুসারী ছিল ২ লাখ ১ হাজার ৭০০ জন। ঘোষণার পর বেড়ে হয়েছে ৪ লাখ ৫ হাজার ৬০০ জন। অনুসারী বেড়েছে ২ লাখ ৩ হাজার ৯০০ জন।

সবচেয়ে বড় লাফটা দিয়েছে ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা। মেসির ঘোষণার আগে ইন্সটায় মায়ামির অনুসারী ছিল ১.৩ মিলিয়ন। বর্তমানে ক্লাবটির অনুসারীর সংখ্যা ৪.৮ মিলিয়ন! প্রায় চারগুণ ফলোয়ার বেড়েছে ইন্সটাগ্রামে।

এর আগে আজ বৃহস্পতিবার (৮ জুন) মার্কা একটি পোস্ট দিয়ে জানায়, ইন্টার মায়ামির ফলোয়ার গত পাঁচ বছরেও এতটা বাড়েনি, মেসি যাওয়ার ঘোষণা দেওয়ার ১২ ঘন্টার মধ্যে যতটা বেড়েছে।

আল-হিলালের বিশাল অঙ্কের প্রস্তাব প্রত্যাখান করে ইন্টার মায়ামিকে বেছে নেওয়ার কারণ হিসেবে মেসি জানালেন, বিশ্বকাপ জেতার পর এবং বার্সায় না যাওয়ার ফলে এখন সময় এসেছে এমএলএসে যাওয়ার। অন্যভাবে ফুটবলে বাঁচার এবং আমার প্রতিদিনের জীবনকে আরও উপভোগ করার। অবশ্যই দায়িত্ব একই এবং জেতার আকাঙ্ক্ষাও। জিনিসগুলো আরও ভালোভাবে, আরও শান্তভাবে করতে চাই।’

কোথায় যাচ্ছেন মেসি ?

স্পোর্টস ডেস্ক:
ফুটবলে মৌসুম শেষের সময় যত ঘনিয়ে আসে, দলবদলের বাজার তত জমে ওঠে। এবারের দৃশ্য ভিন্ন। দলবদলের পুরোটাজুড়ে কেবল একজনই। তিনি লিওনেল মেসি। পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে মেসির। এরপর থেকেই তার দলবদল ঘিরে প্রতিদিনই আসছে নতুন মোড়। এতে ভক্তদের কৌতূহল বাড়ছে আরও। মেসিকে পেতে আগে থেকেই মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তিনটি ক্লাব।

তাকে দলে নিতে শুরু থেকে এগিয়ে ছিল সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। আরেকটি হলো মেসির সাবেক ক্লাব বার্সেলোনা। এবার মেসিকে পেতে তিনটি লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির ইন্টার মায়ামি। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো আজ বুধবার (৭ জুন) তার অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়ে একটি পোস্ট করেন।

ইন্টার মায়ামির অন্যতম দুই স্পন্সর বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস ও টেক জায়ান্ট অ্যাপল। রোমানোর পোস্টের বরাতে জানা যায়, মায়ামির তিনটি প্রস্তাবের একটি হলো, অ্যাডিডাস থেকে পাওয়া ক্লাবের লভ্যাংশের একটা অংশ দেওয়া হবে মেসিকে। অ্যাপলের বেলায়ও একই প্রস্তাব দেওয়া হয়েছে। সবচেয়ে বড় যে প্রস্তাবটা দিয়েছে ক্লাবটি, তা চোখ কপালে তোলার মতো।

মেসি যদি মায়ামিতে যোগ দেন এবং সেখান থেকেই অবসর নেন, তাহলে তাকে ক্লাবটির শেয়ারহোল্ডার করা হবে। অর্থাৎ ইন্টার মায়ামির মালিকানার একটা অংশ দেওয়া হবে মেসিকে। এর আগে ক্লাবটি ডেভিড বেকহামকেও ক্লাবের মালিকানার অংশ দিয়েছিল। এগুলো সবই মেসির বার্ষিক বেতন ও বোনাসের বাইরে। যদিও মায়ামি কোনোরকম অর্থের অঙ্ক প্রকাশ করেনি।

এদিকে আল-হিলাল মেসিকে বার্ষিক ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে বেশ শক্ত গুঞ্জন ভাসছে বাতাসে। অন্যদিকে, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গিয়েছেন বার্সেলোনায়। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তের সঙ্গে বৈঠক করেছেন।

শেষ পর্যন্ত মেসি কোথায় যাবেন, কোন ক্লাব তাকে পাবে, সেই উত্তর সময়ের হাতে। তবে প্রতিদিনই জমে উঠছে মেসিকে ঘিরে দলবদলের রহস্য।

মেসির বিদায়ে প্রায় ১০ লাখ ফলোয়ার হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক :
চলতি মৌসুমেই পিএসজি থেকে বিদায় নেবেন মেসি-এমন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বহু অনুসারী ছেড়ে যাচ্ছেন ফরাসি ক্লাবটিকে। এই সংখ্যাটা ১০ লাখের কাছাকাছি।

গত শনিবার রাতে পার্ক দ্য প্রিন্সেসে নিজের বিদায়ী ম্যাচ খেলেছেন মেসি। শেষটা অবশ্য মধুর হয়নি তার। ক্লেরমঁর বিপক্ষে ৩-২ গোলে হেরে মৌসুম শেষ করেছে পিএসজি। শেষ ম্যাচেও সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে মেসিকে। কিন্তু মেসির ভক্তসংখ্যা তো শুধু পিএসজিতে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে লাখো সমর্থক পিএসজির প্রোফাইল আনফলো করতে শুরু করেছেন।

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ক্লাবটিতে যোগ দেয়ার পর বিশ্বজুড়ে পিএসজির ফলোয়ার বাড়তে থাকে বিদ্যুতের গতিতে।

প্রায় সাড়ে ৬৯.৯ মিলিয়নের বেশি ফলোয়ার ছিল শুধু ইনস্টাগ্রামেই। কিন্তু এখন সেই সংখ্যা নেমে এসেছে সাড়ে ৬৮.৭ মিলিয়নের ঘরে। এছাড়া ফেসবুক ও টুইটারেও ফলোয়ার কমেছে পিএসজির। তাছাড়া মেসির জার্সি বিক্রি করে যে বিপুল অঙ্কের অর্থ আয় করতো পিএসজি, সেই পথও এখন বন্ধ হয়ে গেল।

পিএসজি ছাড়ার পর মেসির পরবর্তী সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের আল-হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি নাকি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। যদিও আলোচনায় আছে তার বার্সায় ফেরার সম্ভাবনাও। এমনকি আসরে নেমেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি এবং প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবও।

মেসির প্রতি ভালোবাসা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্বটা বেশ পুরোনো। একই অঞ্চলের ফুটবলার দুজন। লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার নয়নের মণিও তারা। মেসি পেরেছেন দেশের প্রত্যাশা পূরণ করতে। তবে, নেইমার এখনও পারেননি। দেশের বেলায় চিরশত্রু  দুদেশের হলেও, ক্লাব ফুটবলে তারা লড়েছেন কাঁধে কাঁধ রেখে। একসঙ্গে খেলেছেন দুটো ক্লাবে। চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন মেসি। মেসির বিদায়কে সামনে রেখে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নেইমার।

আর্জেন্টাইন তারকার সঙ্গে একটি সাদাকালো ও একটি রঙিন ছবি দিয়ে পোস্টটি করেন নেইমার। পোস্টে ব্রাজিলিয়ান তারকা যা লেখেন তার বাংলা অনেকটা এমন— ‘ভাই, আমরা যেমন ভেবেছিলাম তেমনটা হয়নি। কিন্তু, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুই বছর ভাগ করে নিতে পারা খুব আনন্দের ছিল। শুভকামনা তোমার নতুন মঞ্চে। সুখী হও। তোমাকে ভালোবাসি।’

২০১৩ সাল থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন নেইমার। সেখানে নেইমারের সতীর্থ ছিলেন মেসি। এরপর বার্সা ছেড়ে পিএসজিতে চলে আসেন নেইমার। ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে পিএসজিতে যোগ দেন মেসি। ফলে, আবার সতীর্থ হয়ে যান এই দুই ফুটবল তারকা।

মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগও পারেনি পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে। চোটের কারণে চলতি মৌসুমের বেশিরভাগ সময় নেইমারকে কাটাতে হয়েছে মাঠের বাইরে।

কেমন ছিল আর্জেন্টাইন মহাতারকা মেসির পিএসজি অধ্যায়?

স্পোর্টস ডেস্ক :
সময়টা ২০২১ সালের আগস্ট। ঘটা করেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে নিয়েছিল ফরাসি জায়ান্ট পিএসজি। তবে দুই বছরও টিকল না সেই সম্পর্ক। ২২ মাসের ব্যবধানেই পিএসজি অধ্যায়ের ইতি টানলেন মেসি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন ছিল মেসির পিএসজি অধ্যায়।

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে অনেক আশা-ভরসা নিয়েই পিএসজিতে এসেছিলেন মেসি। তবে তার কিছুই পূরণ হয়নি। মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার যে স্বপ্ন দেখেছিল পিএসজি, তা-ও থেকে গেছে অধরাই। মাঠের বাইরের নানান ইস্যুতেও মেসির সঙ্গে পিএসজির সম্পর্কে টানাপোড়নের বিষয়টি বার বার ওঠে আসে গণমাধ্যমে।

এছাড়াও ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির প্রতি ফরাসি সমর্থকদের ক্ষোভ প্রকাশ্যে আসে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই মেসিকে দুয়ো দিয়েছেন পিএসজি সমর্থকরা। মেসির বিদায়ী ম্যচেও তার ব্যাতিক্রম হয়নি। গ্রহের অন্যতম সেরা ফুটবলার হিসেবে যে সম্মানটুকু প্রাপ্য মেসির, সেটি কখনোই পিএসজিতে পাননি মেসি।

পিএসজির হয়ে ২০২১ সালের ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে মেসির অভিষেক হয়। ক্লাবটির জার্সিতে ৭৫ ম্যাচ খেলেছেন তিনি। ৭৫ ম্যাচে ৩২ গোলের পাশাপাশি মেসি করেছেন ৩৫ অ্যাসিস্ট। বিদায় বেলায় দলকে লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির পরবর্তী গন্তব্য কোথায় সেটা এখনও নিশ্চিত না হওয়া যায়নি। তবে, রেকর্ড বেতনে সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার সম্ভাবনাই বেশি বিশ্বকাপজয়ী এই তারকার।