রাজাপুরে পুলিশ সদস্যের ওপর হামলা- আটক ৩

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের উত্তেজনা থামাতে গিয়ে হামলার শিকার হয়ে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম ও কনস্টেবল সাহেব আলী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তর পুটিয়াখালি গ্রামের সাতআনি এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই ফিরোজ ও কনস্টেবল সাহেব আলী রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আব্দুল হকের স্ত্রী মারিয়া বেগম, মেয়ে হাবিবা বেগম ও আসমা আক্তারকে আটক করে। রাতেই পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এ ঘটনায় বুধবার গভীর রাতেই হামলার শিকার এসআই ফিরোজ আলম বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায়, উত্তর পুটিয়াখালি গ্রামের সাতআনি এলাকায় ওই গ্রামের আনোয়ার হোসেনের সাথে তাঁর চাচা আব্দুল হকের জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতেও মামলা চলছে। মঙ্গলবার বিরোধী ওই জমির মাটি কেটে দখলের নেওয়ার চেষ্টা করলে বুধবার সকালে আনোয়ার হোসেনের স্ত্রী পাখি বেগম বাদী হয়ে আব্দুল হকসহ তার ছেলে-মেয়েদেরকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে। কিন্তু অভিযুক্তরা বিকেলে থানায় না এসে বিরোধীয় জমিতে মাটিকাটা শুরু করলে নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা, বাকবিতন্ডা ও মারামারি শুরু হয়। খবর পেয়ে রাজাপুর থানার এসআই ফিরোজ আলম ও কনস্টেবল সাহেব আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বিবাদী আব্দুল হকসহ তার ছেলে-মেয়েরা লোহার শাবোল ও লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল সাহেব আলীর মাথা ফেটে যায় এবং এসআই ফিরোজকে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে রাজাপুর থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত ফিরোজ ও সাহেব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। আহত এসআই ফিরোজ আলম জানান, বাদি ও বিবাদীদের মধ্যে উত্তেজনা ও মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা শুরু করলে আব্দুল হকের ছেলে জাহিদ, মনির, হাবিবা ও আসমাসহ ১০/১৫ জন মিলে তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা চালালে তারা মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুত্¦র আহত হন। আব্দুল হকের স্ত্রী গ্রেফতারকৃত মারিয়া বেগম ও মেয়ে হাবিবা বেগম পুলিশ হেফাজতে জানান, ‘‘তাদের সাথে জমি নিয়ে আনোয়ারদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছে। গতকাল তারা জমিতে মাটি কাটতে গেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারি শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মারামারি থাামানোর সময় তারা আহত হয়। তবে পুলিশকে কারা মেরেছে তা তারা জানেন না’’। রাজাপুর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

রাজাপুরে বিদ্যুতের তাঁরে জড়িয়ে ঝলসে গেল শিশু রাকিবের দু’পা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালি গ্রামে সুপারি পাড়তে গিয়ে সুপারি গাছ ভেঙে অরক্ষিত পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রাকিবুল ইসলাম রাকিব (১২) নামে এক শিশু শিক্ষার্থীর দুই পা পুড়ে ঝলসে গেছে। বুধবার দুপুরে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে দরিদ্র ভিক্ষুক পরিবারের ছেলে রাকিব অর্থাভাবে যথাযথ সু-চিকিৎসার না পেয়ে ৬ দিন ধরে স্বাস্থ্য কেন্দ্রের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছেন। রাকিব ছোট কৈবর্তখালি গ্রামের ভিক্ষুক অন্ধ আবু বকর সিদ্দিক ও বুদ্ধি প্রতিবন্ধী রাহেলা বেগমের ৪ সন্তানের মধ্যে একমাত্র বড় ছেলে সে। রাকিব পটুয়াখালির কলাপাড়ার বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির মেধাবী ছাত্র। সে পড়ালেখায় ভাল তার রোল ৭। রাকিবের ফুফু পিয়ারা বেগম ও শিশু রাকিব জানান, রাকিবের পরিবার দীর্ঘদিন ধরে কলাপাড়ায় থেকে ভিক্ষা করে সংসার চালাচ্ছে। কয়েক দিন পূর্বে পিয়ারা বেগমের স্বামীর নামে মিলাদে অংশ নিতে স্বপরিবারে রাকিবরা রাজাপুরের ছোট কৈবর্তখালি গ্রামের বাড়িতে আসেন। গত ১৯ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির বাগানের সুপারি গাছে সুপারি পাড়ার জন্য উঠলে গাছটির মাথা ভেঙে নিচের অরক্ষিত (কভার ছাড়া) পল্লী বিদ্যুতের সার্ভিস তাঁরে পড়লে রাকিব তাঁড়ে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পুড়ে তার দুই পা আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে স্থানীয়দের সহযোগীতায় সেখানে কোনমতে তার চিকিৎসা চলছে। রাকিবের ফুফু পিয়ারা বেগম আরও জানান, রাকিবের বাবা আবু বকর সিদ্দিকের দুচোখ অন্ধ এবং মা রাহেলা বেগম বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষা করে কোনমতে তাদের সংসার চলে। বর্তমানে রাকিবের পোড়া ক্ষত দ্রুত সেড়ে ওঠার জন্য বিভিন্ন ঔষধের প্রয়োজন কিন্তু অর্থাভাবে সব ঔষধ কেনা সম্ভব হচ্ছে না। বর্তমানে কোনমতে চলছে তার চিকিৎসা। তাই তারা সকলের সহযোগীতা কামনা করেছেন (০১৭৫৫৭১৭৬৯৩, ০১৭০৩৭৮৭০০০)। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের টিএইচও ডা. মাহাবুবুর রহমান জানান, রাকিবের দুই পাই বিদ্যুতে ঝলসে গেছে। তবে তার বাঁ পা ২০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। রাকিবের পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় সমাজসেবা সাহায্যের আবেদনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তার চিকিৎসা চলছে পুরোপুরি সুস্থ্য হতে প্রায় ১ মাস সময় লেগে যাবে।

রাজাপুরে কার্গোর ধাক্কায় ব্রীজ বিধ্বস্ত

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরে বালু বহন কারী কার্গোর ধাক্কায় এলজিইডি বিভাগের গুরুত্বপূর্ন একটি ব্রীজ বিধ্বস্ত হয়েছে। এ ব্রীজটি বিধ্বস্ত হওয়ার কারনে উপজেলার ২টি ইউনিয়নের ৭টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনার পর রাজাপুর থানা পুলিশ কার্গোর ২শ্রমিক সায়মুন ও হাছানকে আটক করেছে। এলজিইডি বিভাগের উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে দূর্ঘটনার দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে কার্গোটি ঐ ব্রীজের ওপর ধাক্কা দিলে ব্রীজটি সম্পূর্নরুপে বিধ্বস্ত হয়। এঘটনার জের ৭টি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্ধস্ত ব্রীজের চাপায় কার্গোটি আটকে পরে। এঘটনায় উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান রাজাপুর থানায় সাধারন ডাইরী করেছেন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুল আরেফিন জানান, কার্গোর দুই শ্রমিককে জিজ্ঞাবাদ করার জন্য আটক করা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হতে পারে।
উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, প্রাথমিক ভাবে দূর্ঘটনার দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনসহ কার্গো এমভি হিযরত-১ এর মালিক মাসুদের কাছে ব্রীজে ক্ষতি পূরন আদায়ের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে।

ঝালকাঠিতে শিক্ষকের থাপ্পড়ে হাসপাতালে ছাত্র

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনজুরুল হকের থাপ্পড়ে একই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র সুব্রত আহত হয়েছেন। বৃহস্পতিবার স্কুল চলাকালীন এ ঘটনা ঘটে। আহত সুব্রতকে প্রথমে ঝালকাঠি হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশাল শেবাচিমে রেফার করা হয়।
সুব্রতর মা মিনা মিস্ত্রী জানান, শিক্ষক মনজুরুলের থাপ্পড়ে তার ছেলে সুব্রত কানে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়। তাকে ঝালকাঠি হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসকরা তাকে বরিশাল মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ ব্যাপারে সুব্রতর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছেন। সুব্রত শহরের কলাবাগান এলাকার শুধাংশু মিস্ত্রী ও মিনা মিস্ত্রীর সন্তান।
সুব্রতর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার টেষ্ট পরীক্ষা চলাকালে সুব্রত পরীক্ষার হল রুমে দায়িত্বরত শিক্ষক মনজুরুলের কাছে দ্বিতীয়বার প্রসাব করতে যাবার অনুমতি চায়। এতে ক্ষিপ্ত হয়ে মনজুরুল হক ক্ষিপ্ত হয়ে সুব্রতর কানে চড় থাপ্পড় মারতে থাকে। এতে করে সুব্রত অসুস্থ হয়ে পরে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মনজুরুল হক বলে, শাসন করতে গিয়ে আস্তে একটি চড় দিয়েছি। আস্তে চড় দিলে ছাত্রটি মারাত্মক আঘাতপ্রাপ্ত হলো কি করে জানতে চাইলে তিনি এ বিষয় পরে স্বাক্ষাতে কথা বলার কথা জানান ।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ বলেন, ঘটনা সত্য। আহত ছেলেটির অভিভাবক আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ম্যানেজিং কমিটির মিটিং ডেকে এ বিষয় সিদ্ধান্ত নেয়্ াহবে। #
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি। ১৪ অক্টোবর ২০১৮।
০১৭১১৭৩৭০৭০/০১৯১৯৭৩৭০৭০

ঝালকাঠিতে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী আটক

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার চাচৈর গ্রামে গৃহবধূ রোজিনা আক্তার (২৮)কে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্ধেহে নিহত গৃহবধূ রোজিনার স্বামী আবুল বাশার ফরাজীকে পুলিশ আটক করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আবু হানিফ এ প্রতিনিধিকে জানান, যৌতুকের জন্য দুই সন্তানের মা রোজিনাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছিলো। তারই ধারাবাহিকতায় রোজিনাকে খুন করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বরিশালের দিকে পালিয়ে যাওয়ার সময় শনিবার রাত ১২টার দিকে নলছিটি উপজেলার ষাট পাকিয়া এলাকা থেকে রোজিনা আক্তারের স্বামী আবুল বাশার ফরাজীকে আটক করা হয়। এরপর টহল পুলিশের সহয়তায় মরদেহ ঝালকাঠি সদর হাসাতালে আনা হয়।

গৃহবধুর মামা আনোয়ার জাহিদ বলেন, বিবাহের পর থেকেই যৌতুকের দাবীতে রোজিনার উপর অত্যাচার চালাত তার স্বামী। ২০১৩ সালে তার ভাগ্নিকে মেরে ফেলার জন্য তার শরীরে আগুন দেয়। কাল রাতে রোজিনাকে মেরে ফেলা হয়েছে এমন খবর পেয়ে ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেনের মাধ্যমে পুলিশে খবর দিয়ে আবুল বাশারকে আটক করা হয়। তারা এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেন জানান, ‘খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। গৃহবধূর গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গৃহবধূর আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে’।

ঝালকাঠিতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

রহিম রেজা, ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরে নানা বাড়ির পুকুরের পানিতে নাদিয়া আক্তার (৭) ও তায়েবা আক্তার নামে শিশু দুই বোনের অকাল মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পূর্ব ইন্দ্রপাশা গ্রামে ওই শিশুদের নানাবাড়িতে এ ঘটনা ঘটে। তারা উপজেলার আরুয়া সোনারগাও গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে চাকুরি করেন। স্বজনরা জানান, বিকেলে বাড়ির লোকজনের অগোচরে নানা প্রবাসী সেলিম খানের বাড়ির পুকুরে সাতার না জানা ছোট বোন তায়েবা আক্তার হাত ধুতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়। এসময় বড় বোন নাদিয়া আক্তার তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। সোনারগাও প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়–য়া নাদিয়া অল্প অল্প সাতার জানতো। পরে তাদের না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখে পুকুরের পানিতে খুজে তাদের পেয়ে উদ্ধার করে সন্ধ্যার আগমূহুর্তে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। স্বজনরা আরও জানান, শিশুদের মা খাদিজা বেগম কয়েকদিন ধরে জ¦রে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসেন এবং তিনি ছোট বোন পিংকির কাছে দুই মেয়েকে রেখে তার মাকে নিয়ে শনিবার দুপুরে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশাল শেবাচিমে চিকিৎসার জন্য প্রেরণ করে। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বোনের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিভুনিভু করছে রাজাপুরের আলেয়ার জীবনের আলো

রহিম রেজা, ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরের পশ্চিম চর ইন্দ্রপাশা গুচ্ছগ্রামের হতদরিদ্র অসহায় জয়নাল হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমের (৫০) দু’পাসহ শরীরে চর্ম রোগ ও সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন। দীর্ঘ প্রায় চার বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা করালেও কোন উপকারে আসেনি বরং অর্থ-সম্পদ হারিয়ে আজ পথে বসার উপক্রম হয়েছে। বর্তমানে আলেয়ার পরিবারের দিন কাটছে অর্ধাহানে অনাহারে। সর্বশেষ আলেয়ার চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাক্তার আব্দুল হাকিমের কাছে গেলে তিনি জরুরি ভিত্তিতে তাকে ভারতে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু আলোয়ার পরিবারের পক্ষে ভারতে নিয়ে চিকিৎসা করানো কোনভাবেই সম্ভব নয়, তাই দেশের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেছেন আলেয়ার পরিবার। আলেয়ার স্বামী দরিদ্র জয়নাল হাওলাদার জানান, তার তিন ছেলে ও এক মেয়েসহ ৮ সদস্যের পরিবার। নিজের জমি বা অন্য কোন আয়ের উৎস নেই। মাথা গোজার ঠাই হিসাবে উপজেলার পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের বাশতলা এলাকার গুচ্ছগ্রামে একটি ঘর পেয়েছেন। সেখানে থেকে তার দিনমজুরের কাজ করে সংসারের খরচ চালোতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও খেয়ে পড়ে ভালোই ছিলেন তার পরিবারটি। কিন্তু ৪ বছর আগে স্ত্রী আলেয়ার শরীরে এলার্জি ও দুই পায়ে দীর্ঘমেয়াদি একজিমা সোরিয়াসিসসহ নানা জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসা শুরু হয় আলেয়ার। দীর্ঘ চার বছর ধরে বরিশাল, ঢাকা, খুলনায় অনেক নামকরা চর্ম বিশেষজ্ঞ ডাক্তারসহ আরো অনেক ডাক্তার দেখিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। ডাক্তাররা রোগটির নাম বলেছেন দীর্ঘমেয়াদি একজিমা সোরিয়াসিস। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অনেক ঔষধ খেয়েছেন। আজ পর্যন্ত কোন উপকার মেলেনি। দিন দিন তার রোগের সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ ৪ বছর চিকিৎসা করাতে গিয়ে স্থানীয় একাধিক লোকের কাছ থেকে ধার ও সুদে টাকা নিয়েছেন এবং একাধিক এনজিও’র কাছ থেকে লোন নিয়ে বর্তমানে জয়নাল পথে বসেছেন। আলেয়ার জন্য নিয়মিত ঔষধ কিনতে পাছেন না তিনি। আলেয়া ঘরে বসে দিনের পর দিন শরীরের অসহ্য যন্ত্রনায় কেঁদে কাটাচ্ছেন। বর্তমানে তার শরীর ফুলে গেছে। খাওয়া-যাওয়াও সঠিকভাবে করতে পারছেন না তিনি। জয়নাল আরো জানান, টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। আলেয়া বেগম জানান, বর্তমানে শরীরে এতো পরিমান জ¦ালা যন্ত্রনা শুরু হয়েছে যা সহ্য করা সম্ভব নয়। শরীর ফুলে উঠেছে, খেতে পারছেন না তিনি। এর চেয়ে মৃত্যু হলেও শান্তি হতো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। আলেয়া বেগম সমাজের ধনী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য ও দোয়া কামনা করেছেন। তাতে তিনি ভারত গিয়ে চিকিৎসার করিয়ে সুস্থ্যভাবে জীবন যাপন করতে পারেন। গত জুন মাসে তার শেষ চিকিৎসা করেন ঢাকা সিএমএইচ বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাক্তার আব্দুল হাকিম (অবঃ)। তিনি বলেছেন, আলেয়ার রোগের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখে মনে হয়েছে যে, তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তার দু’পায়ে মারাত্মক ইনফেকশন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ভারত গিয়ে এ রোগের চিকিৎসা করাতে প্রায় ২ লাখ টাকা লাগতে পারে বলে ডাক্তার আব্দুল হাকিম ধারনা করছেন। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। এক সময় এ রোগ তার দুই পা থেকে সমস্ত শরীরে ছড়িয়ে পরবে। দ্রুত তার চিকিৎসা না হলে এক সময় এ রোগে মারাও যেতে পারেন আলেয়া। এমতাবস্থায় অসহায় আলেয়ার ও নিরুপায় সন্তানরা সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আন্তরিক সহযোগীতা ও সাহায্য কামনা করেছেন। অসহায় আলেয়ার চিকিৎসার সাহায্য বা যোগাযোগ করুন, জয়নাল হাওলাদার-০১৮৬০০৫৬৯০৯ (বিকাশ ব্যক্তিগত) ও রাজাপুর সোনালী ব্যাংক শাখার সঞ্চয়ী হিসাব নং-৮৯৭৬।

কোটি টাকার মেগা প্রকল্প থেকে বাদ পড়ল ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজ!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর বাইপাস থেকে কাঁঠালিয়ার আমুয়া ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ ৩১ কিলোমিটার সড়কের ৪টি ব্রীজসহ সড়ক নির্মান কাজ শুরু হলেও রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মীরের হাটের উত্তর পাশের দাসের তাল্লুক নামক এলাকার খালের ওপরের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজটিবাদ পড়েছে। এ প্রকল্পে কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে এ কাজ সম্পন্ন হবে কিন্তু এ ব্রীজটি তখন এ সড়কের গলার কাটা হয়ে দাড়াবে। জানা গেছে, রাস্তা নির্মানের সময় ওই খালটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। পরে এলাকাবাসী কৃষি কাজের পানির জন্য রাস্তা কেটে পাইপের মাধ্যমে পানি চলাচল ব্যবস্থা করেন। পানির স্রোতে এক সময় সেই পাইপ ভেসে যায়। তড়িঘড়ি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই খালের দুই পাড়ে কোন গাইড ওয়াল না করে শুধু মাটির ওপরে বেইলি ব্রীজের ষ্ট্রাকচার স্থাপন করেন। ওই সড়কের কোথাও গাইড ওয়াল ছাড়া শুধু মাটির ওপরে এরকম কোন ঝুকিপুর্ন ব্রীজ নাই। ৪টি ব্রীজসহ ওই সড়কের কাজ শুরু হলেও ওই ঝুকিপুর্ন ব্রীজটি বাদ পড়ে এ মেগা প্রকল্প থেকে। স্থানীয়রা জানান, বর্তমানে চলমান প্রকল্পটির কাজ বাস্তবায়ন হলে এ সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচল করবে। তখন এ ব্রীজটি যেকোন সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটবে। এরকম ঝুকিপূর্ণ ব্রীজবাদ দিয়ে এ প্রকল্প সম্পন্ন করা সঠিক হয়। তাই দ্রুত এ ব্রীজটি ভেঙে নতুন ঢালাই ব্রীজ নির্মান করার দাবি এলাকাবাসীর। ঝালকাঠির সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ১শ’ কোটি টাকা ব্যয়ে ঝালকাঠির রাজাপুর বাইপাস থেকে কাঁঠালিয়ার আমুয়া ফেরীঘাট পর্যন্ত দীর্ঘ ৩১ কিলোমিটার সড়কের দুই পাশে ৬ ফুট বৃদ্ধি ও ৪টি ব্রীজসহ নির্মান কাজ ৩০ শে জুন ২০১৮ সালে শুরু হয়েছে। ৩০শে জুন ২০১৯সালে শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো লাগতে পারে। এ বরাদ্ধের মধ্যে পুটিয়াখালি গ্রামের সাতানী খালের ওপর একটি ব্রীজ, সেন্টারের হাট খালের ওপর একটি ব্রীজ, কচুয়া খালের ওপর একটি ব্রীজ ও কাঁঠালিয়া খালের ওপর একটি ব্রীজ নির্মান করা হবে। তবে রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মীরের হাটের উত্তর পাশের দাসের তাল্লুক নামক এলাকার খালের ওপরের ঝুকিপুর্ন বেইলি ব্রীজটি এই বরাদ্ধের মধ্যে নাই। এ ঝুঁকিপূর্ণ ব্রীজটি সম্পর্কে উর্ধ্বতনদের অবহিত করা হবে।

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে শেরেবাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী রুমি আক্তার (২০) নিষিদ্ধ টমটমের চাপায় নিহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ১০ সেপ্টেম্বর সোমবার সকালে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই কলেজের শিক্ষার্থীরা নবগ্রাম-বরিশাল সড়ক দেড়ঘন্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে নিষিদ্ধ টমটমসহ যানবাহন আটকা পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরা। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নিজাম হায়দারসহ স্থানীয় নের্তৃবৃন্দ। বক্তারা ঘাতক টমটম চালক সৌরভ কুমারকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।ঝালকাঠি থানার পুলিশ ও বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এসে দোষী চালকের বিচার এবং কলেজের সামনে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হয়। একাধীক শিক্ষার্থীরা জানায়, গত শনিবার সকালে বাড়ি থেকে কলেজে আসার সময় পেছন থেকে একটি নিষিদ্ধ টমটম রুমি আক্তারকে চাপা দেয়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহত কলেজ ছাত্রী রুমি আক্তার বিনয়কাঠি ইউনিয়নের বাহেরদিয়া গ্রামের মকবুল হাওলাদারের মেয়ে।বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।ঝালকাঠি সদর থানার এস আই সরোয়ার জানান, এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে কথা বলে কলেজের সামনে একটি গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বনে জানান এস আই সরোয়ার।

অপহরনের ১৬দিনেও মেলেনি স্কুলছাত্রী সাবিনার সন্ধান

নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাব মাধ্যমিক বিদ্যালয়ের দশস শ্রেনীর ছাত্রী সাবিনা সুলতানা বিভা (১৬) অপহরন মামলা গত আটদিনেও থানায় মামলা এজাহারভূক্ত করেনি থানা পুলিশ।
এখন পর্যন্ত মেলেনি বিভার কোন সন্ধান। পুলিশ বলছে উদ্বার অভিযান অব্যাত রয়েছে।
নলছিটি থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায় প্রতাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাবিনা সুলতানা বিভা(১৬) কে গত ২ই সেপ্টেম্বর রাত ৮টার দিকে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বিভার নানা বাড়ির সামনে থেকে সাইফুুল ইসলাম শান্ত ও মোঃ রিফাত মল্লিক জোড় পূর্বক একটি মটর সাইকেল যোগে তুলে নিয়ে যায়।
এসময় বিভা ডাক চিৎকার দিলে আশ পাশ এলাকার স্থানীয় জনতা এগিয়ে আসার পূর্বে রায়াপুর এলাকার দক্ষিন দিকে তারা চলে যায়।

এব্যাপারে বিভার পিতা সেলিম মল্লিক থানায় তার স্কুল পড়–য়া মেয়ে বিভাকে অপহরন করা হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেন।

এর পরই নলছিটি থানার এস আই সালেম ঘটনার তদন্তকারী হিসাবে উক্ত এলাকায় পরিদর্শন করেন।

পুলিশ ঘটনার তদন্ত করলেও এখন পর্যন্ত থানায় অভিযোগ হিসাবে পড়ে থাকা সত্বেও তারা অভিযোগটি মামলার এজাহার ভূক্ত করছেন না কি কারনে তানিয়ে রহস্যের সৃষ্টি করেছে।

এছাড়া অভিযোগে আরো জানা যায় বিভা স্কুলে যাওয়া-আশার পথে সাইফুল ইসলাম শান্ত প্রায় সময় প্রেমের প্রস্তাব দিত।
এঘটনা বিভা তার বাড়ির লোকজনকে অবহিত করেন যা পরবর্তিতে বিভার পরিবার সাইফুলের পরিবারকে অবহিত করা হলে তারা কথার কোন কর্নপাত না করে উল্টা উস্কানি মূলক কথা বলে অভিযোগের বিষয় এড়িয়ে যায়।

সাইফুল ইসলাম শান্ত’র পরিবারে নিরবতার কারনে শেষ পর্যন্ত সাইফুল তার বন্ধুদের নিয়ে অপহরনের মত ঘটনার জন্ম দিয়েছে।

গত ৮দিনে প্রতাব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাবিনা সুলতানা বিভা অপহরন হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত তার সন্ধান ও উদ্বার করতে না পারার কারনে উক্ত স্কুলের সহপাঠি শিক্ষার্থী ও বিভার পরিবারের মাঝে ক্ষোভের সৃষ্ঠি করেছে।

এব্যাপরে তদন্তকারী কর্মকর্তা এস আই সালেমে এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা বিষয়টি তদন্ত সহ বিভাকে উদ্বারের জন্য চেষ্টা করে যাচ্ছি।
এছাড়া মামলার এজাহারভূক্ত করার মালিক আমি না তবে স্যারদের সাথে কথা হচ্ছে তাদের নির্দেশ পেলেই অভিযোগটি মামলায় এজাহারভূক্ত করা হবে।

এছাড়া সাবিনা সুলতানা বিভা অপহরনের অভিযোগটি কেন মামলা হিসাবে এজাহারভূক্ত হচ্ছে না এর বিষয়টি জনার জন্য নলছিটি থানার ওসি তদন্ত আঃ হালিমকে তার সরকারী মোবাইল নম্বর ০১৭১৩৩৭৪২৮৭ এ কল করা হলে তিনি জানান অভিযোগের বিষয়টি তদন্ত চলছে তবে মামলা এজাহারভূক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।