ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে শেরেবাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী রুমি আক্তার (২০) নিষিদ্ধ টমটমের চাপায় নিহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ১০ সেপ্টেম্বর সোমবার সকালে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই কলেজের শিক্ষার্থীরা নবগ্রাম-বরিশাল সড়ক দেড়ঘন্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে নিষিদ্ধ টমটমসহ যানবাহন আটকা পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরা। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নিজাম হায়দারসহ স্থানীয় নের্তৃবৃন্দ। বক্তারা ঘাতক টমটম চালক সৌরভ কুমারকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।ঝালকাঠি থানার পুলিশ ও বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এসে দোষী চালকের বিচার এবং কলেজের সামনে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হয়। একাধীক শিক্ষার্থীরা জানায়, গত শনিবার সকালে বাড়ি থেকে কলেজে আসার সময় পেছন থেকে একটি নিষিদ্ধ টমটম রুমি আক্তারকে চাপা দেয়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহত কলেজ ছাত্রী রুমি আক্তার বিনয়কাঠি ইউনিয়নের বাহেরদিয়া গ্রামের মকবুল হাওলাদারের মেয়ে।বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।ঝালকাঠি সদর থানার এস আই সরোয়ার জানান, এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে কথা বলে কলেজের সামনে একটি গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বনে জানান এস আই সরোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *